নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। এমন কি কোনো গান আছে- যে গানে নদী আর নদীর ঢেউয়ের কথা আছে, আকাশ ভরা কালো মেঘের কথা আছে, মানব-মানবীর ভালোবাসার কথা আছে, বিরহের কথা আছে । যে গান শুনে বুকের ভেতর হাহাকার করে উঠবে ।
২। দুঃখ নিরোধের উপায় হল মন থেকে কামনা-বাসনা বিদূরিত করা। একমাত্র কামনামুক্ত হৃদয়েই নির্বাণের প্রদ্বীপ জ্বলে এবং এ প্রকার দুঃখের অবসান ঘটে।
৩। একটা পত্রিকা পড়লে যাকে দেবতা মনে হয়, অন্য পত্রিকা দেখে তাকেই দানব ভাবা হয়। এটা হলো জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়ার একটা কৌশল।
৪। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বল কখনো ক্ষমা করতে পারে না। আজ তাই তোমরা শক্ত হও। শৈশবের ক্ষতের যা প্রভাব আজকের জীবনে পড়ছে, তা কাটিয়ে ওঠো। আজ থেকে শোনা যাক এক নতুন সংগীত। সে সংগীত শিশুদের হাসির। চলো সবাই মিলে সারিয়ে তুলি এই পৃথিবীর যত ক্ষত, বেদনা। সবাই সুখী হও।"
৫। ‘পূজারী দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
----------কাজী নজরুল ইসলাম।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: আপনি একজন বুদ্ধিমান ব্লগার।
২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
হাবিব বলেছেন: আপনি কি এখনো ঘুরে বেড়ান? দেখা হয় কোন রমনীর সাথে?
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: ঘুরে বেড়াই। তবে কোনো রমনীর দিকে তাকাই না।
আমার একজন রমনী আছেন। তাকে নিয়েই আমি বেশ আছি।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
নুরহোসেন নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনা অসাধারণ!
ইশ আপনার মত সবাই ভাবলে আমরা হতাম পৃথিবীর অন্যতম ভাবুক জাতি।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
আমার গল্প বলেছেন: অসাধারণ ভাবনা
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৮
ইসিয়াক বলেছেন: এই পোষ্টটা আমার ভালো লাগেনি বন্ধু। তাই দেরিতে মন্তব্যে এলাম।
শুভসন্ধ্যা
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: আমি তো ভালো না। ভালো নিয়া থাইক্কো।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮
ইসিয়াক বলেছেন: বাববা এতো অভিমান !
এদের নিয়ে কিছু লিখুন.......বার্গার আর কোক চলবে ?
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: আমিই তো এদের একজন।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: আমার নাম রাজীব।
কয়েকদিন ধরে ব্লগিং শুরু করেছি।
আমার জন্য দোয়া করবেন হুজুর।
হাসালে মোরে অবোধ বালক হে হে হে.......
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী স্যারকে ব্লগে পাচ্ছিনা .......।খেয়াল করেছেন বন্ধু।
আপনি একটু খোঁজ নেন প্লিজ ।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: জানি।
উনি ব্যস্ত আছেন।
দুই একদিনের মধ্যেই আসবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
ল বলেছেন: ওরে নীল যমুনার জল, বলরে মোরে বল ।
কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম।
ওরে নীল যমুনার জল ।
আমি বহু, আশায় বুক বেধে যে এলাম ।।
এলাম, ব্রজ ধাম......।
কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল ।
তোর, কোন কুলা কোন বনের মাঝে
আমার কানুর বেনু বাজে... বেনু বাজে ।।
আমি কোথায় গেলা শুনত পাব রাধা, রাধা,
রাধা রাধা নাম।
কোথায় ঘন শ্যাম , ওরে নিল যমুনার জল।
আমি, সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল
কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল ।।
বলরে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়,
বল যমুনা বল।।
বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর, অবিরাম.....।
কোথায় ঘন শ্যাম, ওরে নিল যমুনার জল........।
Singer: Haimanti Shukla
https://www.youtube.com/watch?v=iTU7oTNlAlg
কথা - কাজী নজরুল ইসলাম।।।
গানটিতে আপনার চাওয়ার সবটাই আছে।।।।