নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী আপনি কোথায়?

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬



আমাদের সবার প্রিয় ব্লগার চাঁদগাজী।
উনি বেশ কিছু দিন ধরে ব্লগে নেই। কেউ কি জানেন উনি কোথায়? ইদানিং তাকে কেন ব্লগে দেখা যাচ্ছে না? উনি কি অসুস্থ? না কোনো কাজে ব্যস্ত? উনি শেষ পোষ্ট দিয়েছেন এ মাসের ১ তারিখে সৌদীতে বাংগালী নারী আত্মহত্যা করতে পারে, আপনার বিশ্বাস হয়? আজ ৬ তারিখ। পাঁচ দিন ধরে উনি ব্লগে নেই। চাঁদগাজী হলেন সামু ব্লগের প্রান। বহু ব্লগার তার কাছ থেকে ব্লগিং শিখেছে। আমি নিজেও তার কাছ থেকে বহু কিছু শিখেছি। উনি চমৎকার লিখেন। সত্য কথা লিখেন। এমন কি উনি দূর্দান্ত সত্য মন্তব্য করে থাকেন। আমি তাকে খুব মিস করছি।



শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের পরিসংখ্যান অত্যন্ত চমৎকার।
উনি প্রচুর পোষ্ট পড়েন। মন্তব্য করেন। এবং মন্তব্যের উত্তর দেন। ব্লগে দুষ্ট ব্লগারদের সঠিক পথ দেখান। বহু দুষ্ট ব্লগারকে উনি লাইনে এনেছেন। সামু আজ বিপদমুক্ত। সামু খুলে দেওয়া হয়েছে। অথচ চাঁদগাজীকে ছাড়া সামু ব্লগটা ঠিক জমছে না। আমি প্রতিদিন বেশ কয়েকবার আগ্রহ নিয়ে সামু ওপেন করে দেখি উনি আসছেন কিনা। এসে দেখি উনি নাই। মনটা ভীষন খারাপ হয়। আমরা জানি দীর্ঘদিন ধরে উনি চোখের সমস্যায় ভূগছেন। তাহলে কি উনি চোখের সমস্যার কারনে সামুতে আসতে পারছেন না? সমস্যা কি? সেটা উনি বলে গেলেই পারতেন। যাই হোক, আমি মনে প্রানে চাই উনি ফিরে আসুক। আজই আসুন। আমাদের চিন্তামুক্ত করুক।









উপরের এই ছবি গুলো তিনি তার লেখায় ব্যবহার করেন।
আমরা জানি, ঘুরে ফিরে, হাতে গোনা এই কয়েকটা ছবি চাঁদগাজী তার পোষ্টে ব্যবহার করেন। আমার এক পোষ্টে ব্লগার সেলিনা জাহান প্রিয়া মন্তব্য করেছেন: চাঁদগাজী একজন জীন - তবে মাজে মাজে মানুষ হয়ে যায়- আমার কাছে সে বর্তমান সরকারের মতো স্ব নির্বাচিত সরকার। আমি তাকে কাছে পেলে ইলিশের ঝোল দিয়ে পোলাও খাওতাম। চাঁদগাজী একবার আমার পোষ্টে মন্তব্য করেছেন,আমি খুবই সাধারন ব্লগারদের একজন; আমি বেশীর ভাগ সময়, অন্য ব্লগারদের পোষ্ট পড়ে, সেগুলোর আলোকে নতুন পোষ্ট লিখে থাকি! এই মন্তব্য থেকেই উনার সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায়।

শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যার চাঁদগাজী সম্পর্কে বলেছেন: আমার প্রায় সব লেখাতেই চাঁদগাজী সাহেবের মন্তব্য রয়েছে। বোধকরি এ ব্লগের প্রায় সবারই অধিকাংশ লেখায় তার ভাল-মন্দ মন্তব্য রয়েছে। বলতে দ্বিধা নেই, শুরুতে তাকে আমার অনেকটাই "ফাউল মাউথড" মনে হয়েছিল, কিন্তু তার লেখা ও মন্তব্য পড়তে পড়তে তার টেম্পারামেটের সাথে আমি ধাতস্থ হয়ে গেছি। উনি একজন নিবিড় পর্যবেক্ষক। তার স্মরণশক্তিও বয়স অনুযায়ী এখনো পর্যন্ত বেশ ভাল। উনি যেমন সমালোচনা করে লেখকদেরকে ধুয়ে দিতে জানেন, তেমনি উৎসাহ দিতেও জানেন। বিশ্ব রাজনীতি এবং জিও-স্ট্রাটেজী সম্পর্কে তিনি এ বয়সেও বেশ ভাল খোঁজ খবর রাখেন। তবে দেশীয় রাজনীতি নিয়ে তার লেখাগুলোর অনেকগুলোই পক্ষপাত দোষে দুষ্ট এবং একচোখা বলে অনেকে মন্তব্য করে গেছেন। বাঙালী জাতিকে শিক্ষিত করে তুলতে গত ৪৭ বছর ধরে যারা ক্ষমতায় আছেন এবং ছিলেন, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এজন্য তার আফসোস, উষ্মা আর ক্ষোভের শেষ নেই। এ নিয়ে প্রায়ই তিনি চাঁঁছাছোলা ভাষায় তার অভিমত ব্যক্ত করে থাকেন। দেশের খেটে খাওয়া মানুষের প্রতি রয়েছে তার অগাধ শ্রদ্ধা আর ভালবাসা, যা তার অনেক লেখায় প্রকাশ পেয়েছে। উনি একজন ভীষণ উইটী লোক। তবে তার ব্যঙ্গ বিদ্রুপ অনেক লেখকের পক্ষেই হজম করাটা কঠিন হয়ে পড়ে।

সামুর জয় হোক। চাঁদগাজী ফিরে আসুক। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

মন্তব্য ৭০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: মানে কী?

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীকে বেশ কয়েকদিন ধরে ব্লগে পাচ্ছি না।

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

নয়ন বিন বাহার বলেছেন: মিস ইউ চাঁদগাজী।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: আমার মনে হচ্ছে উনি আজকালের মধ্যেই ফিরে আসবেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

রোকনুজ্জামান খান বলেছেন: ভাইয়ের জন্য রইলো শুভ কামনা। উনি ফিরে আসুক আমাদের মাঝে। উনাকে আমি এই ব্লগের আইডল মনে করি।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

মেহরাব হাসান খান বলেছেন: ব্লগারদের সাথে যোগাযোগ করা যায়, এমন কোন পথ কি সামু অথরিটির নেই?

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: মনে হয় নাই।
তবে ফেবুতে সামুর একটা গ্রুপ আছে।
চাঁদগাজী ফসবুক ব্যবহার করেন না।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন: এই পোষ্টে আমি বেশি কিছু বলবো না । বকা খাওয়ার ভয় আছে।
চাঁদগাজী যেখানে থাকুক ভালো থাকুক এই কামনা করি।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: আপনার জানা, খোঁজ নেওয়ার কোন উপায় আছে?

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আছে।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

কামরুননাহার কলি বলেছেন: উনাকে আমিও মাঝে মাঝে খুজি কারণ তার পোস্টে মন্তব্য করতে আমার বিষন ভালো লাগে। তবে কিছু পোস্টে করিনা। আর মন্তব্য করার কারণ হলো তার সাথে তর্ক করতে আমার ভালো লাগে। কথায় আছে না জ্ঞানীদের সাথে তর্ক করো কোন অজ্ঞানীদের সাথে নয়। তাই উনার সাথে তর্ক করতে আমার ভালো লাগে। ভাবছি পরিক্ষা শেষ হলো আমার ব্লগে এসে জমিয়ে আড্ডা দিবো । তবে এরকম মানুষ গুলো হারিয়ে গেলে তর্ক করবো কাদের সাথে। তাই যতটা সম্ভব উনি যেনো ফিরে আসে আমাদের মাঝে সুস্থ ভাবে।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে কিছুদিন ধরে আমিও নিয়মিত আসতে পারছিনা, তাই কে আছেন আর কে নাই বুঝতে পারছি না।

তবে শেষের কয়েকসপ্তাহ ধরে ব্লগারদের পোস্টে চাঁদগাজীর মন্তব্য খুব কম চোখে পড়ছে। পোস্টও কম করছিলেন। উনি কেমন আছেন, কোথায় আছেন জানতে পারলে ভালো লাগতো।

শুভকামনা রইলো উনার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: আমার ধারনা উনি ব্যস্ত আছেন পারাবারিক কাজে।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

ওমেরা বলেছেন: কেমন ভালোবাসেন কি ব্লগ পড়েন!! উনার শেষ পোষ্টে তো লিখাই আছে উনি কিছুদিন উনার শহরের বাহিরে আছে তাই পোষ্ট কম পড়া হবে ।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: জ্বী এতটূকু জানি।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজী ভ্রাতা দ্রুত ফিরে আসুন ।আবারো ব্লগ মুখরিত হোক আপনার পদচারণায় ।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

কিরমানী লিটন বলেছেন: ফিরে আসুন প্রিয় চাঁদগাজী - উই মিস ইউ....

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি এমনিতেই ফিরে আসবেন।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথায় গেলেন উনি ? ফিরে আসুন শ্রদ্ধেয়।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: স্পষ্ট করে কিছু বলে যায় নি।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

সাইন বোর্ড বলেছেন: উপরের ট্রাক্টরটা নতুন মডেলের মনে হচ্ছে ।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: লেটেস্ট ভার্সন।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: গত ৫ বছর আমি সামুতে কেবল পাঠক হিসাবে আছি ।
বেশ কয়েকবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি সামুতে যোগদান করব কেবলমাত্র চাদগাজী সাহেবের পোস্টের জবাব দেওয়ার জন্য ।

কারণ, তার বেশিরভাগ পোস্ট একতরফা।তিনি ব্লগারদের ব্যক্তিগত ভাবে আক্রমণ করেন ।তিনি প্রবীণ নাগরিকদেরও মাঝে মাঝে অসম্মান করেন ।
তবে একসময়ে আমি দেখতে পেলাম যে ,চাদগাজী সামুতে না থাকলে এর চেহারাটি প্যানসে হয়ে যায় ।
তিনি দাদার মতো ।তিনি সর্বদা নিজের পদ্ধতিতে অন্যকে শেখানোর চেষ্টা করেন ।মাঝে মাঝে আমি মনে করি তিনি
বিখ্যাত চরিত্র ডনকুইস্কোটের মতোই ।যিনি সর্বদা অন্যকে সহায়তা এবং শেখানোর জন্য চেষ্টা করছেন ।

যদি আমরা তার উদ্দীপক মনোভাব বিবেচনা করি ,তখন তাকে পাওয়া যায় একজন জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি হিসাবে ।

সুস্বাস্থ্যের সাথে তার দীর্ঘজীবনের জন্য প্রার্থনা এবং প্রত্যাশা ধারাবাহিকভাবে সামুতে উপস্থিতি ।

আশা করি, তিনি যদি আমার মন্তব্য দেখেন তবে তিনি এটি ইতিবাচকভাবে নেবেন ।চাদগাজী ,আমরা আপনাকে মিস করছি,দয়া করে সামুতে ফিরে আসুন ।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সামুতে আছেন ভালো কথা। লিখুন। পড়ুন। মন্তব্য করুন।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

বলেছেন: ""বিটার ট্রুথ "" সত্য সবসময় তেঁতো হয় চাঁদগাজী তেমনি লেখক।।
সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।।।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

নুরহোসেন নুর বলেছেন: উনি সম্ভবত ইউরোপ-আমেরিকার বাচ্চা-কাচ্চা কিংবা তরুনী/যুবতীদের সাথে লজিক্যাল আড্ডা কিংবা তর্কে ব্যস্ত আছেন।
আশাকরি উনি সেসব ঘটনার গল্প আমাদের শোনাতে দ্রুত ফিরবেন।
চাঁদগাজী সাহেবের সর্বাত্মক মঙ্গল কামনা করছি।

০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাইকে আমি বনাঞ্চলের সবচেয়ে বড় বৃক্ষটি মনে করি।


০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: ব্লগের দুঃসময়ে তার ভূমিকা অবিস্মরণীয় এবং স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন। ডোডো মজগের গুহাবাসী পিগমি অনেক ব্লগার তার ওজন বুঝে না।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: চরম সত্য বলেছেন।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিমান করেছে ব্লগের সাথে।

গাজীসাব কি চলে গেল
ফিরবে না কি আর কোন দিন,-।
ফিরে এসো গাজীসাব
সামু আজ বর্ণিল রঙ্গে রঙ্গিন।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: চাদগাজীকে আপনি জ্বালান। তবে আপনি তাকে অনেক পছন্দও করেন। এটা আমি পরিস্কার বুঝতে পেরেছি।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খেজুর গাছ না খোঁচালে
মিষ্টি রস মিলবে কোথা,
গাজীসাব অনেক জ্ঞানী গুণী
পাওয়া যায়না যথা তথা।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আপনিও জ্ঞানী মানুষ।
দীর্ঘদিন ধরে জ্ঞানীগুনীদের নিয়ে লিখে যাচ্ছেন।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: সামুর ফেবু গ্রুপের লিংক পেতে পারি?

যুক্ত হতে চাচ্ছিলাম।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: লিংক দিতে সমস্যা হচ্ছে।

স্ক্রীন সর্ট দিলাম।

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬

অবেলার পানকৌড়ি বলেছেন:
আধার রাতের গার্ডিয়ান
নতুন রূপে ফিরে আসবেন আশা করছি।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, উনি সুস্থ আছেন, এবং শীঘ্রই ব্লগে ফিরে আসবেন।
ফিরে এসে যদি উনি এ পোস্ট পড়েন, তাহলে তিনি আপনার উপর খুশী হবেন, এবং আমার মনে হয় তিনি আপনার চেয়েও বেশী খুশী হবেন নূর মোহাম্মদ নূরু এর উপর, ২১ আর ২৩ নং মন্তব্য দুটোর জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: নুরু ভাই এবং চাঁদগাজী দু'জন দুজনকে খুব পছন্দ করেন। তাদের মন্তব্য গুলো পড়লেই বুঝা যায়।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৫০

কসমিক রোহান বলেছেন: চাঁদগাজী দাদাকে মিস করছি..

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ব্লগের সবাই তাকে অনেক ভালোবাসেন।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩১

এপোলো বলেছেন: চাঁদগাজীর জন্য ভালবাসা ও শুভকামনা। উনার সাথে বসে এক কাপ চা খাওয়ার সখ আছে আমার।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: শুধু চা কেন? লাঞ্চ বা ডিনারও করতে পারেন।

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩৬

আরোগ্য বলেছেন: ফিরে আসুন মুরুব্বী।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আসবেন।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৩৯

অনল চৌধুরী বলেছেন: চিন্তা আপনার সাথে মিলে গেছে।
দীর্ঘদিন ধরে অনুপস্থিত থেকে
আমিও তার কথা ভাবছি।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আজ ৬/৭ দিন হয়ে গেল, উনি ব্লগে নেই ।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
অসুস্থ হলে তাঁর সুস্থতা কামনা করছি ।
এমনতো হতে পারে যে তিনি এখন শতাব্দি রায়ের
সন্ধানে ব্যস্ত আছেন :)

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় উনি দেশে এসেছেন। কোনো বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আছে।

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫২

ইসিয়াক বলেছেন: আসলে চিন্তার বিষয়। তিনি এতটা সময় ব্লগে অনুপস্থিত থাকেন না। ব্লগ তার ভালোলাগার জায়গা। ব্লগের দূর্দিনে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারী ।তিনি কি অসুস্থ নাকি কোন কারনে কষ্ট পেয়েছেন। তিনি এত ঠুনকো মনের মানুষ নন তাও জানি। সময়ের সাথে সাথে মন অতি মাত্রায় ভারি হয়ে আসছে......
তিনি যেখানে থাকুন সুস্থ থাকুন এই কামনা ই রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আমার ম বলছে, উনি আজ বা আগামীকাল আসবেন।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

জুন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
বিশাল সুসংবাদ।
তবে, আমার মনে একটা খারাপ চিন্তা আসছে, এবং আশাকরি, এটি পুরোপুরি ভুল চিন্তা: যারা সামুকে আটকে রাখছে, তাদের সফটওয়ারে (ব্লকিং সুইচ) কোন ধরণের টেকনিক্যাল সমস্যা ঘটলো কিনা, যার ফলে সামু সাময়িকভাবে মুক্তি পেলো!
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭২

লেখক বলেছেন: আল্লাহ মাফ করুক আপনার খারাপ চিন্তা যেন সত্যি না হয় । তবে আজ আপনার সম্পর্কে এই প্রশংসাটি না করলেই নয় , তাহলো সামুর দুর্দিনে আপনি নিয়মিত পোষ্ট দিয়ে, অন্যের পোষ্টে মন্তব্যের মাধ্যমে ভালোভাবেই হোক আর ক্যাচাল করেই হোক আমাদের প্রিয় ব্লগটিকে আপনি কোরামিন দিয়ে জীইয়ে রাখার চেষ্টা করেছেন নিরন্তর । এ জন্য একটি বিশাল ধন্যবাদ আপনার পাওনা সবার কাছ থেকেই ।৷

আমার শেষ পোস্টে চাদগাজীর মন্তব্য ও আমার উত্তর।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও সামুর পাতায়
গাঁজীর দেখা নাইরে, গাজীর দেখা নাই,
বন বাদাড়ে নিঝুম দ্বীপে
দেখছো নাকি ভাইরে দেখছো নাকি ভাই।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস উনি দুই একদিনের মধ্যেই চলে আসবেন।

৩৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চাঁদগাজী সাহেবের খুঁজ নিতে এসেছিলাম।

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: আমেরিকাতে উনার খোজ লাগিয়েছি।

৩৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪

মেহের নেগার বলেছেন: উনি কি সুস্থ আছেন ?

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: উনি দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভূগছেন। তাছাড়া গ্যাস্ট্রিক, ডায়বেটিকস তো আছেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.