নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মাঝে মাঝে মনে হয়- জীবনেরও যদি কোনো প্রুফ রিডার থাকত! আ- কার, ই-কার, বর্ণ, বাক্য সব কিছু ঠিক করে আমরা যেমন প্রতিটি উপন্যাস আর গল্পকে শুদ্ধ করে সাজাই, তেমন করে কেউ যদি আমাদের জীবনের ভুল গুলোকে ঠিক করে একটা শুদ্ধ জীবন গড়িয়ে দিত, একটা সুন্দর জীবন সাজিয়ে দিত!
২। পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি- হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ, আমি মাটিতে মেশা ঘাস হতেই ভালোবাসি।
৩। এক ছোট বাচ্চা মা-বাবার সাথে রাতে একসাথে ঘুমিয়েছে !
হঠাত্ করে অনেক রাতে বাচ্চাটার ঘুম ভেঙে যায়।
চোখ কচলিয়ে কচলিয়ে তাকিয়ে বলে…..
.
.
“শুধু আমি কাপড় না পড়লেই দোষ”।
৪। উপরে ময়ূর এর পেখম, নিচে হাতির দাত-
যে কহিতে না পারিবে সে বেক্কলের মাথায় পড়বে বাজ!
৫। মানুষের হাসি মুখ দেখতে সত্যি খুব ভালো লাগে। এর জন্য দু-একটা ছোটখাটো মিথ্যা বললে দোষ হয় না। তবে সাদা মিথ্যা বলতে হবে। সাদা মিথ্যায় কারো কোনো ক্ষতি হয় না।
৬। নানান ধরনের আন্দোলন চলছে পৃথিবীতে। দারিদ্র মুক্ত পৃথিবীর আন্দোলন, ক্ষুধা মুক্ত পৃথিবীর আন্দোলন, নিরক্ষর মুক্ত পৃথিবীর আন্দোলন। দুঃখ-কষ্ট মুক্ত পৃথিবীর আন্দোলন কি শুরু করা যায় না? যে পৃথিবীতে কেউ চোখের পানি ফেলবে না।
৭। মেয়েটি বলল, তুমি যে আমায় বিয়ে করবে তোমার যোগ্যতা কি ? মেয়েটিকে মুগ্ধ করবার মতো কোনও গুন ছেলেটির নেই। ছেলেটি শুধু একটি কাজই পারে, দেয়ালের সামনে দাঁড়িয়ে মাথা পায়ের কাছে, পা মাথার কাছে, খানিকটা সময় দাঁড়িয়ে থাকতে। দুঃখি, বিষন্ন ছেলেটি ম্লান গলায় বলল- এই যোগ্যতায় কি তোমাকে বিয়ে করা যায়? এই যোগ্যতায় কি দু'টি জীবন এক সূতায় বাধা যায়!
৮। The Word God is for me nothing more then the expres sion and product of human weakness,the Bible a collection of honorable,but still purely primitive,legends which are nevertheless pretty childish.
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
২| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮
ইসিয়াক বলেছেন: ৩ নম্বর .......আপনি তো আচ্ছা দুষ্টু ! হি হি হি...
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: ৪ নম্বর এর উত্তর আমি জানি ..বলবো না ,লজ্জা লাগে।হো হো হো ..।বুঝে নিন ।
দুষ্টুমি একটু কম কইরেন হু!
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
মার্কো পোলো বলেছেন: আপনার লেখা ভালো লাগে।
০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
নুরহোসেন নুর বলেছেন: অসাধারন সংগ্রহ!
পড়তে পড়তে মনে হচ্ছিলো আপনি কোন লোকালবাসে ঝুলে মতিঝিল থেকে উওরা যাচ্ছেন,
আপনার কাঁধে ভর করে আছে ক্যামেরা....
০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: হা হা হা--------
৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: মজা পেলাম
০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০
সোনালী ডানার চিল বলেছেন: বৈচিত্রের সমাহার, এখানেই আপনি অভিনব!
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩
ইসিয়াক বলেছেন: চমৎকার