নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোলকাতার পথে পথে- ২ (ছবি ব্লগ)

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২



ছবির প্রতি আমার দুর্বলতা আছে।
তাই সব সময় ছবি তুলি। ছবি তুলতে আমার ভালো লাগে। কোলকাতা গিয়েও আমি অনেক ছবি তুলেছি। আজ এই ছবি ব্লগ পোষ্টে বোলপুর, শান্তিনিকেতনের বেশ কিছু ছবি যুক্ত আছে। তবে এপর্বের ছবি গুলো ভালো হয়নি। কেন জানি আমার নিজেরই ভালো লাগে নি ছবি গুলো। আজকের ছবি ব্লগ ছাড়াও আরো দু'টা ছবি ব্লগ দেওয়ার ইচ্ছা আছে কোলকাতার ছবি গুলো নিয়ে। কোলকাতা সবারই একবার হলেও যাওয়া দরকার। ভালো অভিজ্ঞতা হয়। তাছাড়া ওরা আমাদের কাছে। প্রতিবেশী। ওদের সাথে তো আমাদের খুব মিল। প্রার্থক্য নেই বললেই চলে। দেশভাগ না হলে কোন সমস্যাই ছিল না। পাসপোর্ট ভিসা লাগতো না। যখন খুশি যাওয়া আসা করা যেত। বাংলাদেশ থেকে প্রতিদিন যে পরিমান মানুষ কোলকাতা যায়, কিন্তু সেই পরিমান মানুষ কোলকাতা থেকে বাংলাদেশে আসে না। যাই হোক, আত কথা বাড়াবো না। এখন ছবি গুলো দেখুন।

১।
এই ছবিটা শান্তিনিকেতনের।

২।
বোলপুর, শান্তিনিকেতন রেল স্টেশন। বুড়ো মানূষদের জন্য সমস্যা নেই। চলমান সিড়ি আছে।

৩।
ছোট্র একটা মাটির ঘর। ঘরটা দেখলে কেমন শান্তি শান্তি লাগে।

৪।
বোলপুর, রেলস্টেশন। খুব জমজমাট স্টেশন।

৫।
রেস্টুরেন্টের নাম টিকটক। শান্তিনিকেতনের ছেলে মেয়েরা এখানে প্রায়ই খায়। খাবার বেশ ভালোই।

৬।
আম গাছ। খুব সুন্দর না?

৭।
হোটের ছাদ থেকে সকাল বেলা।

৮।
মানুষ যুগে যুগে কেন যে রবীন্দ্রনাথের এত জয় গান করে!

৯।
নিউ মার্কেটে একটি চুড়ির দোকান।

১০।
রেলস্টেশনে গরু কেন বসে আছে, বুঝলাম না। আজিব!

১১।
ভিক্টোরিয়া মেমোরিয়াল। দূর্দান্ত সুন্দর।

১২।
ট্রাকটর দেখলেই চাঁদগাজীর কথা মনে পড়ে!

১৩।
বিশাল রেলস্টেশন। উফ !!! মানুষে গিজ গিজ করছে।

১৪।
কে উনি?

১৫।
বটবৃক্ষ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: অসাধারণ

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: হুম।

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: ফেবুতে নতুন গল্পের কিছুটা অংশ পোষ্ট দিয়েছি দেখুন তো কেমন হলো........

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: দেখছি।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
তবে চুড়ির দোকানের চুড়ি দেখে মন চাইতাছে সব কিনি ফালাই
কিনছিলেন নাকি?

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আমারই ভুল হয়েছে। আপনার জন্য চুড়ি নিয়ে আসা উচিত ছিল।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,





ছবির প্রতি যে আপনার দূর্বলতা আছে তা জানি। কিন্তু এই ছবিগুলো আপনার নিজের সেলফি ছবির মতো ঝকঝকে হয়নি। কেন ?

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সমস্যাটা তা কোথায়??

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক পাওনা রইলো আবার গেলে যেনো নিয়ে আসেন । জোর করে গিফট গ্রহণ করিব হাহাহাহা :)

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

দেবদাস বাবু বলেছেন: খুব শীঘ্রয় আমি ওখানো যাবো

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: গুড।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

মা.হাসান বলেছেন: ছবি সুন্দর হয়েছে। তবে আরো ভালো করতে চাইলে কাজী ফাতেমা ছবি আপার চুড়ি এনে তার পর কথা বলবেন।

এখনো সব জায়গায় গরুর জন্য অতিথিশালা খোলা হয় নি, এজন্য স্টেশনে গরু আছে। কদিন পরে আর পাবেন না।

টিকটক রেস্টুরেন্ট আগে দেখি নি।

ট্রাক্টরের পিছনের লোকটা কে? চাঁদগাজী সাহেব ট্রাক্টরে বিশ্বভ্রমনে বের হন নি তো?

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: চুড়ি আনবো। ওকে।
চাঁদগাজীর জন্য আমার ভীষন চিন্তা হচ্ছে।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

নীল আকাশ বলেছেন: ১০ নাম্বার ছবি ফাটাফাটি এখনো সব জায়গায় গরুর জন্য অতিথিশালা খোলা হয় নি, এজন্য স্টেশনে গরু আছে।
ভিক্টোরিয়া মেমরিয়ালে আমি প্রায় সারদিন ঘুরে বেড়িয়েছি। খুব সুন্দর একটা জায়গা।
লেখা চলুক, সাথেই আছি।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: সাথে থাকার জন্য শুকরিয়া।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

ফয়সাল রকি বলেছেন: ভালো, বিদেশ ঘুরাতে থাকুন।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: কোলকাতা কে বিদেশ মনে হয় না।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: ট্রাক্টরের পিছনের লোকটা কে? চাঁদগাজী সাহেব ট্রাক্টরে বিশ্বভ্রমনে বের হন নি তো?
ঊনি সারাদিন ট্রাক্টর চালিয়ে ক্লান্ত হয়ে এখন রেস্ট নিচ্ছেন।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী আসবেন।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোদীর দেশে গরু পিতা-মাতা জ্ঞানে পূঁজিত হয়
তাই সবখানে তাদের অবাধ যাতায়াত!

ট্রাক্টর দেখে আমারও তার কথা মনে হয়েছিলো!
আপনিতো তাকেই খুঁজতে গেছিলেন কাউকে না বলে!
এসে বললেন দু/এক দিনের মধ্যে ফিরবেন। আসলেন না তো !!!!!

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: আসবেন। আসবেন।
দেরী হোক, যায়নি সময়।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯

পদ্মপুকুর বলেছেন: একবার ভিক্টোরিয়ায় গেছি, টিকেট কাউন্টারের লোকটা জিজ্ঞাসা করলো, ক'জন? আমি বললাম দুইজন। এরপর ৬০ রুপি দিয়ে দুটো টিকট নিয়ে ভিক্টোরিয়ায় ঢুকে পড়লাম। পরে বের হওয়ার সময় দেখি লেখা রয়েছে 'ভারতীয়দের জন্য ৩০ রুপি আর সার্কভূক্ত দেশসমূহের নাগরিকদের জন্য ১০০ রুপি।'....

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: আমি ১০০ টাকার টিকিট কেটেছি।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভায়ের শান্তিনিকেতন দর্শনটি সম্পূর্ণ বলে মনে হলো না। আরো সময় নিয়ে অনেক কিছু দেখার ছিল। খোয়াই হাট( হাতের কারুকাজ করা বাহারি সাজের জিনিসপত্রের সঙ্গে পোশাক আষাকের সম্ভার) , প্রান্তিক স্টেশন, রবীন্দ্রনাথের সাধের আদিবাসী পল্লী, গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ, প্রতীচী ট্রাস্ট (অমর্ত্য সেনের বাড়ি) বিনয় ভবন, চিনা ভবন, পাঠভবন, ইন্দিরা ভবন, প্রভৃতি ঘুরে ঘুরে দেখে ক্লান্ত হয়ে শেষে কালাদার মিষ্টির দোকানের মিষ্টি না খেলে শান্তিনিকেতন পরিভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: দাদা এক কথায় বলি- শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ ।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: প্লান আছে যাওয়ার, ডাউকি দিয়ে ইন করে কোলকাতা হয়ে বেনাপোল হয়ে ফেরত আসব।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: গুড।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

হাবিব বলেছেন: আমগাছটা অসাধারণ..... বনসাইয়ের মতো

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আম গাছটা মনে হয় ওরা কেটে কেটে গোল করেছে।

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

পৌষ বলেছেন: দারুণ পোস্ট। আমিও গেছিলাম, ছবিগুলো পোস্ট করব শীঘ্রই...

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ছবি দেখার অপেক্ষায় থাকলাম।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

রুমী ইয়াসমীন বলেছেন: নানান ধরনের ছবি তুললেন দেখছি।
তবে ছবিগুলোর মধ্যে তিনটা ছবি বেশ ভালো লেগেছে- মাটির ছোট ঘরটা, আম গাছটা ও ভিক্টোরিয়া মেমোরিয়াল।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রুমী।
ভালো থাকবেন।

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

কিরমানী লিটন বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে- সুন্দর। আমি নিশ্চিত চাঁদগাজী ভাই তার সেই ছেলেবেলার হারানো প্রেমিকাকে ফিরে পেয়েছেন এবং তাকে নিয়ে ইনজুর টাইম কাটাচ্ছেন।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: না উনি এই রকম না।
উনি অন্য রকম মানুষ।

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

করুণাধারা বলেছেন:

চমৎকার সব ছবি, খুব ভালো লাগলো।

অনেকদিন আগে কোন একটা পোস্টে আপনি ঢাকায় তেঁতুল গাছ দেখতে চেয়েছিলেন। আমি অবশ্য তেঁতুল গাছ আছে এমন দুটো জায়গার কথা বলেছিলাম, জানিনা আপনি গেছিলেন নাকি। দুদিন আগে একটা তেঁতুল গাছ দেখে আপনার সেই পোস্টের কথা মনে পড়ল। তখন এই ছবিটা তুললাম। জুম করে দেখেন, অনেক তেঁতুল ঝুলছে।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: বহু পুরোনো কথা আপনি রেখেছেন!!!!

হ্যা এর পর তেঁতুল গাছ দেখেছি। ফরিদপুরে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাত্রই তো আমি ঘুরে এলাম কলকাতা,
বোলপুর ষ্টেশন আর শান্তি নিকেতন ।

..........................................................
বোলপুর কোন হোটেলে ছিলেন ?
আমি OYO এর মাধ্যমে রুম বুক করে ও প্রতারনার শিকার হয়েছি ।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমি কোনো হোটেলে ছিলাম না।
ভোরে গিয়েছি। রাতে ফিরেছি।
প্রতারনা সব জায়গায় আছে। সাবধান থাকবেন।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

মাকার মাহিতা বলেছেন: ছবি ব্লগ ভালো লেগেছে!

কোলকাতায় প্রতারনার অনেক ক্ষেত্র আছে। সাবধান।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আসলে প্রতারনা পৃথিবীর সব জায়গায় আছে।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

মলাসইলমুইনা বলেছেন: কলকাতা নিয়েতো অনেক ফটো ব্লগ হয় ।আপনি শানিনিকেতন নিয়ে একটা ফটো ব্লগ করেন না কেন । শান্তি নিকেতনের ফটোতো খুব কম । খোয়াই নদী, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আর শালবনের শান্তি নিকেতনের একটা ফটো ব্লগতো দেখিনা কেউ করছে । যাক আপনাদের ঘুরাঘুরি ভালোই হয়েছে মনে হচ্ছে ।ফটো ব্লগ ভালো হয়েছে ।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: আপনি আমার মনের কথাটা বলেছেন।
যদি কোলকাতার ছবি ব্লগটা কিভাবে যেন এলোমেলো হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.