নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গুলতেকিনের বিয়ে নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭



১। গুলতেকিন সঠিক কাজটিই করেছেন! শূন্যতা পূরুন করতে, বন্ধু হয়ে কাছে থাকতে একজন কে আইনগত ভাবে জীবনের সুখ দুখের ভাগিদার করেছেন! যেটা তাঁর অনেক আগেই করা উচিত ছিলো! আপনাদের দুজনকেই আন্তরিক অভিনন্দন! খুব ভাল থাকবেন, ভাল বন্ধু হয়ে দুজনে দুজনার হয়ে!

২। আমাদের দেশে বিয়ে এখনো একটা যৌনতাড়িত ব্যপার। যৌনকাতরতায় ভুগতে থাকা লোকেরা বিয়ে করে ফেলেন, এই সংস্কৃতি থেকেও বের হওয়া দরকার। যৌনতা আর বিয়ে এক করার কিছু নাই। ইওরোপের দিকে দেখা যায় যে, কোন কোন কাপলের দুই তিনটা বাচ্চা হয়ে যাওয়ার পর লোকেরা বিয়ের সিদ্ধান্ত নেয়। কেন বিয়ে করতে হয়, গুলতেকিনের বিয়ের পর মনে হয় এই বিষয়ে লোকেরা ঠিকঠাক বোঝার চেস্টা করবেন।

৩। গুলতেকিন খান যদি বিয়ে না করে একসাথে থাকার সদর্ভ ঘোষণা দিতেন তবে দেখতে পারতাম বঙ্গের প্রগতিশীলরা কতটা অভিনন্দন দিয়ে ভরিয়ে দিতেন সোস্যাল মিডিয়া!
বিদ্র. গুলতেকিন খান স্বাধীন মতে খুবই সমাজস্বীকৃত স্বাভাবিক পথে বিয়ে করেছেন, অভিনন্দন ও শুভকামনা তার-তাদের জন্য!

৪। গুলতিকিন অনেক সুন্দরী ছিলেন, আমরা নিউ পল্টনে তাদের বাসার খুব কাছে ছিলাম,
উনি বিয়ে করে ঠিক কাজ করেছেন বলবো না, তবে আমার মনে হয়, আরো আগে করলে আমরা খুশি হতাম, কারন উনিকে বিয়ে করার জন্য অনেক বাঘা বাঘা সাহিত্য ও সংস্কৃতির মানুষ ছিলেন।

৫। হুমায়ুন আহমেদ হয়তো ভাল লেখক ছিলেন তবে নারীলোভী ছিলেন সেটা প্রমাণিত ! অন্যদিকে গুলতেকিন যে একজন ভাল মানুষ, ভাল পরিবারের সন্তান সেটা তার কার্যকলাপের মধ্যেই ফুটে উঠে ! উনি যদি হুমায়ুন মার্কা কারেক্টারের হতেন তবে তো সন্তানদের কথা চিন্তা না করে অনেক আগেই বিয়ে করতে পারতেন ! আবার তিনি যে হুমায়ুনের মত রুচিহীন নন সেটার প্রমাণ মিলে উনার সিলেকশন দেখে, উনি উনার বয়স এবং স্টেটাসের সাথে মিল রেখে সন্তানদের পরিপূর্ণ সমর্থন নিয়েই বিয়ে করেছেন। স্যালুট।।

৬। লোকজনের কি খেয়েদেয়ে কাজ নেই?
সমাজে কিছু একটা ঘটলেই লাফালাফি-ফালাফালি শুরু করে দেয়। কে বিয়ে করলো, কে বিয়ে করলো না, কে কাকে ছেড়ে দিলো, ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করলো- ইত্যাদি নানান রকম ঘটনা নিয়ে লোকজন ফেসবুক আর ব্লগে কেন এত মাতামাতি করে? ওদের কি কোনো কাজ নাই? দেশে তো সমস্যার শেষ নেই। সেদিকে কারো নজর নেই। ফালতু সব বিষয় নিয়ে লাফালাফি। আসলে ফালতুরাই এসব বিষয় নিয়ে লাফালাফি করে। একজন স্বচ্ছ এবং সৎ মানুষ অন্যের বিষয় নিয়ে নাচে না। এটা হলো ভন্ডদের কাজ। কেউ না খেয়ে থাকলে তাকে তো খাবার দেন না। কোনো বেকার যুবকের চাকরির ব্যবস্থা করে দেন না। তাহলে অন্যের বিষয় নিয়ে কেন আপনারা লাফান? আপনাদের লজ্জা করে না। ছিঃ

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: কে কেমনভাবে বাঁচবে কি নিয়ে বাঁচবে এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যপার।
এ নিয়ে আলোচনা না করা ই ভালো।
একটা কথাই বলবো । জীবনটা গুলতেকিনের পাবলিকের নয়।
গুলতেকিনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন ।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা পরচর্চা করি বলেই অন্য দেশগুলো থেকে পিছিয়ে আছি...

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন:
আমার জীবন, আমার আনন্দ ।এটা সত্যি ।

আমার জীবনের জন্য যা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ তা আমার করা উচিত ।এটি যৌনজীবন বা পারিবারিক জীবনের জন্য হতে পারে ।
পুরুষ বা মহিলারা যদি স্বাভাবিক জীবনযাপন করেন ,তবে যৌন জীবন অগ্রহনযোগ্য না ।এমনকি যদিও সেটা বৃদ্ধ বয়সেও ।
গুলতেকিন সম্মানিত ও শিক্ষিত মহিলা ।তার ব্যক্তিগত জীবনও রয়েছে এবং পুরুষের কাছ থেকে তাঁরও সঙ্গ দরকার ।এটি স্বাভাবিক জীবনের দাবি ।তিনি তার বিবাহবিচ্ছেদের দীর্ঘ সময় পরে এবং প্রাক্তন স্বামী মারা যাওয়ার পর বিবাহ করেছেন ।

তার ছেলে এবং কন্যা সবাই এখন প্রাপ্তবয়স্ক ।তাদের ব্যক্তিগত জীবন আছে ।তারা তাদের মাকে যথেষ্ট সময় দিতে পারছে না ।
এই জন্যও হয়ত তিনি বিয়ের সিদ্ধান্ত নেন ।

আমাদের তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত এবং তার বিবাহিত জীবনের সাফল্যের জন্য প্রার্থনা করা উচিত ।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: আমাদের তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত এবং তার বিবাহিত জীবনের সাফল্যের জন্য প্রার্থনা করা উচিত ।

খুব সুন্দর বলেছেন। এমনটাই হওয়া উচিত।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: নাম্বারটা কে লিখেছে? একে ধরা উচিত! ধর্ম নামের কিছু অনুশাষন যে আছে সেটা ভুলে গেছে নাকি?

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

হাবিব বলেছেন: এর মধ্যে আপনার ভাবনা কোনটা?

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: সবার শেষের টা।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

খোলা মনের কথা বলেছেন: গুলতেকিন খান আরও অনেক আগেই বিয়ে করা উচিৎ ছিল। বিশেষ করে হুমায়ুন আহমেদের বেঁচে থাকা অবস্থায়। তার নতুন জীবন কে অভিনন্দন জানায়।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: অকে।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১১

নুরহোসেন নুর বলেছেন: গুলতেকিনের নতুন জীবনের শুভ কামনা করছি।

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কোন মন্তব্য নেই।

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
বোবার শত্রু নেই।

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথাটি আংশিক সত্য, বোবার শত্রু নেই। কিন্তু বোবার ও তো জমিজমা আছে । সহায়-সম্পত্তি আছে । রাস্তা দিয়ে হেটে গেলে তাকেও ছিনতাইকারী ধরবে । তার সম্পত্তি গ্রাস করতে ব্যস্ত হয়ে পড়বে খারাপ মানুষের দল।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: খারাপ মানুষ থেকে মুক্তি নেই।
দুনিয়ার সব দেশেই খারাপ মানুষ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.