নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নীলার ডায়েরী

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০



মেয়েটির নাম নীলা। নীলার দুই হাত ভর্তি নীল চুড়ি
নীলা শাড়ি পরা, চুপ করে বসে আছে বেলকনিতে
তখনও হয়তো পুরোপুরি গভীর সন্ধ্যা নামেনি, বরং
সারাদিন বড্ড কড়া, কাঁচের মতো স্বচ্ছ রোদ গিয়েছে

তবে, আজ রাতে বৃষ্টি হবে, আকাশ ভরা মেঘ জমেছে
খুব ঝড় উঠবে কি হঠাৎ মধ্যরাত্রে? সেই আগের মতো
নীলার হাতে বহু পুরানো আগলে রাখা একটা ডায়েরী
সেখানে লেখা আছে- অনেক পাওয়া না পাওয়ার কথা

জানে না কেউ জানে না গভীর গোপন এ ডায়েরীর খবর
প্রতিটা পাতায়-পাতায় আছে লেখা ভালোবাসার স্বপন
নীলার মনে ক্ষনে ক্ষনে ভেসে আসে তার পুরোনো মুখ
কিছু কথা আছে একান্ত গোপন, বলা যায় না কাউকে

মধ্যদুপুরে সেই পুরান ঢাকার আগামসি লেনে কাটতো
সময়, গভীর গোপন- তীব্র আদরমাখা ভালোবাসাবাসি
মৃদু ভলিউমে বাজতো গান সারাক্ষণ আহা কি সুমধুর
'দাঁড়াও আমার আঁখির আগে।তোমার দৃষ্টি হৃদয়ে লাগে'!



(আমি কবিতা লিখতে পারি না। একেবারেই পারি না। তবুও কিছু দিন পরপর কবিতার মতোণ কিছু একটা লিখতে চেষ্টা করি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। কবিতা না হলেও কবিতার মত তো কিছু একটা হয়। এতেই আমি খুশি।)

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:

কবিতায় আপনাকে স্বাগত!
কবিতা মেয়েটির মতো সুন্দর হয়েছে-

শুভকামনা রইল-

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া জনাব।
ভালো থাকুন।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

হাবিব বলেছেন: আপনাকে কবিতা জ্বরে ধরলো নাকি?

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: না।
মোটেও না ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

বাকপ্রবাস বলেছেন: কবিতা ভাল লেগেছে। ডায়রী মানেই সময়, স্মৃতির হাত ধরে ফিরে যাওয়া অতীতে। নীলার হাত ধরে কবিতায় আপনাকে অভিনন্দন।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

রুমী ইয়াসমীন বলেছেন: ভালো লেগেছে কবিতাটা।

তবে ভাইয়া কবিতায় বর্নিত নীলার মতন ছবিটায়ও যদি মেয়েটি নীল চুড়ি ও নীল শাড়ি পরে বেলকনিতে দাঁড়িয়ে পোজ দিতো তবে কবিতাটা বেশ জমতো। ;)

শাড়ি পড়ে বানানটা শাড়ি পরা* হবে ভাইয়া.... :)

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: এডিট করে দিয়েছি।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

নার্গিস জামান বলেছেন: কি সুন্দর :)

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

হাবিব ইমরান বলেছেন: সুন্দর, অনেক সুন্দর, ছবির মেয়েটি।
কবিতাও খারাপ না। ভালো লেগেছে। আরো বেশি বেশি চর্চা করুন। শুভ কামনা রইল। :)

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ চর্চা অব্যহাত থাকবে।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

নীল আকাশ বলেছেন: ১। নীলার নামে যেই মেয়ের ছবি দিয়েছেন সেই মেয়ে কি জানে তার ছবি আপনি ব্যবহার ব্লগের চিত্তচাঞ্চল্য সৃষ্টি করেছেন?
২। ভাবী কি আজকাল ব্লগ দেখা বন্ধ করে দিয়েছে নাকি? নাকি লাটাইয়ের সুতা ছেড়ে দিয়েছে একদম?

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ১। নীলা জানে।
২। সুরভি সামুতে জয়েন করতে চায়। কেন চায় বুঝতে পারছি না!

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

ইসিয়াক বলেছেন: এই মেয়েটি কে? ...কে কে কে ........?
দাড়ান আমি এখন ই ভাবীকে বলে দেবো।!!!!!!!! X(( X(( X((

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: বললেও লাভ নেই।
ভালো করেই জানে- আমি কেমন মানুষ। হে হে

৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮

ইসিয়াক বলেছেন: অপেক্ষার জানালা
==================
বোরহান উদ্দিন আহমদ
==============
অপেক্ষার জানালা খুলে দিলাম, প্রিয়তমা
তুমি এসো শ্রাবণ দিনের শেষে।
হৃদয়ের জানালা খুলে দিলাম
তুমি এসো হৃদয়ের ব্যথার ছায়ায়।
বসন্ত দিনের ফুলের ভালবাসা ছড়িয়ে দিলাম
তুমি এসো ভালবাসার ঘরে।
তোমার দু'চোখে যে ভালবাসা দেখেছিলাম
অপেক্ষার জানালা পেরিয়ে সেই ভালবাসা হয়ে এসো।
ভালবাসা রাজ্যে অপেক্ষা একটি নদী,
তার তীরে ভালবাসার বাঁশী বাজে,
হৃদয়ে বাজে নিশিদিন
তুমি এসো, তুমি এসো, প্রিয়তমা।
অপেক্ষার জানালা খোলা আছে
অপেক্ষার নদী ডেকে যায়।
আমি তোমার অপেক্ষায় আছি
তোমার অপেক্ষায় থাকবো।
জানি আসবে তুমি অবশেষে
বেদনার সাগর পেরিয়ে
ভালবাসার ঘরে।
অপেক্ষার জানালা খুলে দিলাম, প্রিয়তমা।

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

কিরমানী লিটন বলেছেন: যে রাঁধে সে যে চুলও বাঁধে প্রিয় রাজীব নুর ভাই তার উৎকৃষ্ট উদাহরন। চমৎকার ভালোলাগার কবিতা। আপনার এই পদচারণ কাঁকদের ভুবনে কোকিলের প্রশান্তি নিয়ে আসুক। আপনাকে অভিবাদন।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা আমাকে দিয়ে হবে না। সে বড় কঠিন সাধনার বিষয়।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছবির মেয়েটি আপনার কবিতাকে ম্লান করতে পারেনি।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: কি যে বলেন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.