নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Never compromise with your personality

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮



সবাই আমাদের সম্মান করবে, আমাদের কথার দাম দেবে, আমাদের পরামর্শ গ্রহন করবে এসবের স্বপ্ন আমরা সবাই দেখি। কেউ এমনি এমনি আপনাকে সম্মান করবে না।সম্মান আদায় করে নিতে আপনাকেও কিছু কাজ করতে হবে। নিজেকে সম্মানিত করতে হলে আগে অন্যকে সম্মান দেয়া শিখতে হয়। সম্মান পেতে হলে কারো কাছে সম্মান পাওয়ার আশা না করে মানুষকে সম্মান দিন। আপনি প্রতিনিয়ত যত সম্মান পাবেন তার থেকে বেশি মানুষকে সম্মান দেয়ার চেষ্টা করুম বেলা শেষে আপনার থলিই পরিপূর্ণ হবে। দয়ালু হোন, অন্যকে উৎসাহিত করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। অন্যের কোন ক্ষতি করবেন না এবং যেকোন কথার বলার আগে ভেবে বলবেন। তাহলেই ধীরে ধীরে মানুষের সম্মান লাভ করতে পারবেন।

দায়িত্ববোধ একটি মানুষকে পুরোপুরি পাল্টে দেয়। ব্যক্তিগত জীবনেই হোক বা প্রফেশনাল ক্ষেত্রেই হোক দায়িত্ব নিন। সবার সাথে সুন্দর আচরণের মাধ্যমেই আপনি সম্মান কুড়াতে পারেন। সম্মান অর্জন করতে হলে অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন। যদি সাহায্য বা উৎসাহ দেয়ার ক্ষমতা না থাকে তাহলে সমালোচনা করার অধিকারও আপনার নেই। তাই অপরকে অনুপ্রেরিত করুন তার সমালোচনা না করে। মানুষের ভালোবাসা এবং সম্মান নিয়েই বেচে থাকাটাই জীবনের আসল লক্ষ্য। ব্লগে লিখুন। লিখতে-লিখতে উঠে আসুক দিনের যত গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বহীন আলাপ, নিজের অনুভূতিগুলোকে, চিন্তাধারা গুলোকে লিখুন। ভালো মানুষ হয়ে ওঠার আরেকটি আধুনিক পদ্ধতি হলো- ব্লগে লেখালেখি করা।

চ্যালেঞ্জই আসুক তার মোকাবেলা হাসিমুখে করুন। আপনি পারবেন কি না, এর ফলাফল কি হবে সেটা নাহয় পরে ভাবা যাবে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অন্যদের সাহায্য করা হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। এ কাজ দিয়েই আপনার এগিয়ে যাওয়া উচিত। যে কারো কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন। তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না। অন্যকে কৃতিত্বকে স্বীকৃতি দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ। সবার আকাঙ্ক্ষিত হতে চাইলে আপনাকে হতে হবে একজন ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ। হাসু খুশি প্রানবন্ত।

মা, বাবা, ভাই, বোন এরা আমাদের আত্মার আত্মীয়। তারা সবসময় আমাদের ভাল চান, আমাদের জন্য তাদের সিদ্ধান্ত অনেকটাই সঠিক। তারপরো, আপনি জীবনে কি হতে চান, কোথায় পৌছুতে চান, কোন রাস্তায় এগোতে চান এই সিদ্ধান্তটা আপনার নিজেরই নেয়া উচিত। নিজের উপর বিশ্বাস হারাবেন না, ‘আমি পারবই, আমাকে পারতেই হবে’ এই মূলমন্ত্র নিয়ে এগিয়ে যান। অন্যের গল্প শুনে শুনে অনুপ্রাণিত হওয়ার বদলে নিজের জীবনের গল্প দিয়ে সবাইকে অনুপ্রাণিত করুন। নিজের সাথে সৎ থাকুন। নিজে যা করবেন, বিবেকের সামনে পরিষ্কার থেকে করবেন। এমন কোন কিছুই করবেন না যা করার ফলে নিজের সামনে ছোট হয়ে যেতে হয়। আপনি ভালো থাকবেন তখনই যখন আপনি পাশের মানুষটিকে ভালো পথের নির্দেশনা দিবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৫

সাইফ নাদির বলেছেন: নিজের জীবনকে নিজের ইচ্ছে দিয়ে সাজানোই শ্রেয়। খুব ভালো লেগেছে কথাগুলো।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: একটি ভাল উপদেশ, একটি জীবনকে
অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে
পারে। তবে উপদেশ দেওয়া সহজ কিন্তু গ্রহণ করা
কঠিন। উপদেশ দেওয়া তাকেই চলে, যে উপদেশ
গ্রহণ করার অধিকার রাখে।
উপদেশ গ্রহণ করে সে উপদেশ দিতে
পারে। উপদেশ গ্রহণ করার মনোবল যার খাটো
সে ভাল মানুষ থেকে বঞ্চিত।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: একজন মানুষ অধম হলে সে অন্যকে উত্তম হতে বলবে না কেন??

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: হুম । জানলাম

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: গুড।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০১

সোনালী ডানার চিল বলেছেন:
সত্যি বলতে কি, এসবগুলোই কিন্তু আমরা সবাই কমবেশি জানি-
এবং ভাবি, এভাবেই নিজেকে বদলে ফেলবো, কাল থেকে-
কিন্তু ভাই সেই কাল আজও আর আসলো না- আমিও বদলাতে পারলাম না!

( আমার মতোও কি আরও কেউ আছে?!)

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আমি নিজেই আছি।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২১

শাহিদা খানম তানিয়া বলেছেন: বেশ ভাল বললেন :)

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন তানিয়া।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫১

ইসিয়াক বলেছেন: আমি কিন্তুক আপনের সমালোচনা করমু ই.......।হে হে হে।
শিরোনামটা বাংলায় দেন নাই ক্যান । পোষ্ট ভালো হইছে .....।
মাশাল্লাহ.....।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ইচ্ছা হলো।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৮

জুল ভার্ন বলেছেন: খুব সহজ ভাবে বলেছেন, ভালো লেগেছে। +

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ব্লগার।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

কনফুসিয়াস বলেছেন: ধরুন, আপনি কাউকে উপদেশ দিলেন, কিন্তু সে আপনার উপদেশ কাজে পরিণত না করে শুধু মাথায় রেখে দিল। পরবর্তীতে সে তার মতই আরেক অধমকে পেল এবং আপনার দেওয়া উপদেশগুলো তাকে ধরিয়ে দিল, তাহলে বিষয়টা আপনার কাছে কেমন ঠেকবে?

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: সবাই তো আর চুপ করে মাথায় রেখে দিবে না। কেউ কেউ না সেই উপদেশ বা অনুরোধ কাজে লাগাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.