নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যদি এমন একটা অফিস থাকতো-
সকালে ঘুম থেকে উঠে, গোছল করে নাস্তা খেয়ে তাড়াহুড়া করে অফিসে যেতাম। অফিসের গাড়ি এসে নিয়ে যাবে। অফিসে যাওয়ার পর- টেবিলে দেখতাম পছন্দের বই গুলো সাজানো। অফিসের কাজ হলো - প্রতিদিন একটা করে নতুন বই বা প্রিয় বই গুলো পড়ে শেষ করতে হবে। সময় সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। তারপর সেই পড়া বইয়ের উপর একটা রিভিউ লিখতে হবে। এই রিভিউ আবার বোর্ড মিটিং যাবে। রিভিউ ভালো হলে প্রমোশন।
ঝামেলা বিহীন অফিস।
অফিসের সমস্ত লোক সহজ সরল ভালো মানুষ হবে। কোনো জটিল-কুটিল লোক থাকবে না। কোনো পলিট্রিক্স থাকবে না। সিইও এসে বলবে, রাজীব সাহেব মন দিয়ে বই পড়ুন। অনেক বই জমে গেছে। এভাবে করলে হবে? মাস তো শেষের দিকে। আরও মন দিয়ে বই পড়তে হবে। স্প্রীড বাড়াতে হবে। ১১ টা বাজতেই পিয়ন এসে স্যান্ডউইচ আর কফি দিয়ে যাবে। আবার দুপুরে এসে বলবে, স্যার খানা দিব? তিনটা বেজে গেছে। আর কত পড়বেন? এত পড়লে শরীর খারাপ করবে তো! এখন দয়া করে খেয়ে নিন। বিকেলে থাকবে চা-নাস্তা। একেক দিন একেক রকম খাবার।
সপ্তাহ শেষে মিটিং।
এক সপ্তাহ কি কি বই পড়লাম তার উপর আলোচনা। ব্যাপক আলোচনা। যুক্তি, তর্কস্থাপন। সেরা সেরা বই গুলো পড়া শেষ করে তুমুল আলোচনা হবে। বইয়ের চরিত্র গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষন হবে। বইয়ে লেখকের ভুল গুলো নিয়ে আলোচনা করা হবে। সেই ভুল গুলো লেখককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। এবং কেন জাতিকে বই পড়তে হবে তা প্রতিটা স্কুল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বলা হবে।
মাস শেষে একাউন্টে বেতন ঢুকে যাবে। মোটা মোটা বই দ্রুত শেষ করাতে বছর শেষে প্রমোশন হবে। বেতন বাড়বে। কোম্পানী থেকে গাড়ি দিবে, ফ্লাট দিবে। আমার অফিসের রুমটা আর একটু বড় হবে, নতুন এসি আসবে। নতুন চেয়ার টেবিল। ব্যাক্তিগত একটা পিয়ন দেওয়া হবে। সে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলবে। যে বই অফিসে পড়ে শেষ করতে পারবো না, বাকিটা বাসায় এসে পড়তে হবে। বৌ যতই চিল্লাচিলি করুক। অফিসের কাজ বাসায় কেন? তা কানে নেওয়ার দরকার নাই। বইটা শেষ করেই ঘুমাতে হবে। বৌ গাল ফুলিয়ে থাকলে থাকুক।
অন্য অফিস থেকে আমার বড় বড় অফার আসবে।
তারা বলবে, আপনি তো বই পড়ায় ওস্তাদ লোক। আপনি আমাদের অফিসে চলে আসুন। এই অফিস থেকে বেশি সুযোগ-সুবিধা পাবেন। আপনাকে পাজারো গাড়ি দেওয়া হবে। বছরে তিনবার ইউরোপ ট্যুরে পাঠানো হবে পরিবারসহ। আমি বলবো, অফার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি এখানেই থাকবো। নতুন কোনো অফিসে জয়েন করার ইচ্ছা আমার আপাতত নেই।
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
জাহিদ হাসান বলেছেন: চাকরির কথা শুনলেই আমার মাথা ধরে। ব্যবসার কথা শুনলেই মনে চয় চিৎকার দিয়ে জ্ঞান হারাই।
আমারে দিয়া কিছু হবে না।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: আপনিই জীবনে সাফল্য পাবেন।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
হাবিব ইমরান বলেছেন:
রূপকথার স্বপ্ন।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: তবে এরকম হলে ভালই হবে। বিশেষ করে আমার জন্য।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
কিরমানী লিটন বলেছেন: আহা স্বপ্ন- সত্যিই যদি সত্যি হতো...!!!
চমৎকার ভাবনার বিমুগ্ধ প্রকাশ। ভালো লাগলো - অনেক.....
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: তারমানে আপনি বই পাগল, বইয়ের প্রতি আপনার প্রচুর ঝোক রয়েছে।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আমার আনন্দ বলতে বই, বিনোদন বলতে বই।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: হা হা খুবই মজার হত!!!!!!
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: এরকম একটা প্রতিষ্ঠান করেন।
এবং আমাকে একটা সুযোগ দেন।
বাকিটা জীবন আনন্দ নিয়ে পার করে দেই।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২১
মেহরাব হাসান খান বলেছেন: আমি ভাবতাম আমি একাই এগুলা ভাবি, আপনি আমার চেয়েও একধাপ এগিয়ে। আমি এমন ভাবি সিনেমা দেখা নিয়ে।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আসুন ভাই বুকে আসুন।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২২
ইসিয়াক বলেছেন: আমার কিছুই করতে ইচ্ছা হয়না......শুধু খাবো ঘুমাবো আর বই পড়বো।
আর মনের মতো গান শুনবো।.......।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: জীবনে ঘুমা খাওয়া আর বই পড়া ছাড়াও আরো অনেক কিছু লাগে।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: ওরে!!!
এমন প্রতিষ্ঠান!!!!!!!!!!!
ওহ বুঝেছি প্রতিষ্ঠানটা হবে অলাভজনক কিন্তু জ্ঞানচর্চাজনক .......
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
সবাই তো ব্যবসা করে মুনাফার জন্য। আপনি করবেন মুনাফা ছাড়া ব্যবসা। আপনাকে তো অন্য দশ জনের মত হলে চলবে না। আপনি হবেন সবার থেকে আলাদা।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: জীবনে ঘুমা খাওয়া আর বই পড়া ছাড়াও আরো অনেক কিছু লাগে।
আর কি কি লাগে?
৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: স্বচ্ছ পবিত্র ভালোবাসা, সেক্সসহ আরো অনেক কিছু।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
শায়মা বলেছেন: হা হা হা ঠিক ঠিক একদম ঠিক!!!!!!
৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
আসোয়াদ লোদি বলেছেন: প্রুফ রিডারের জব আছে, বুক রিডারের জব চালু হলে ভাল হবে। তবে প্রতিযোগিতা হবে বেশি।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: প্রতিযোগিতা সব জাগায় আছে। প্রতিযোগিতা না থাকলে মজা নাই।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: মরণের পর হলে হতেও পারে।
০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: বাস্তব জীবনেও খুব অসম্ভব না।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
বেহেস্তবাসী হতে পারলে সব আশা পূরণ হয়ে যাবে।
সেই কাজগুলো করলেই হবে যাতে বেহেস্তবাসী হওয়া যায়।
০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: বেহেশতে আমি যেতে চাই না।
কোনো ইচ্ছা নাই। ৭০ টা হুর পরী আমার দরকার নাই।
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
কনফুসিয়াস বলেছেন: সরকার কিছু মন্ত্রনালয়কে তো এমনি বেতন-বাতা দেয়। সরকার যদি আপনার ইচ্ছেটা আমলে নিয়ে একটা বই মন্ত্রনালয় খুলে কিছু বই প্রেমিককে নিয়োগ দিত আর এইসব সুযোগ-সুবিধা দিত তাও টাকা জলে না গিয়ে কাজে লাগত।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: পৃথিবীর কোনো দেশেই বোধহয় এরকম নেই।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
কনফুসিয়াস বলেছেন: পৃথিবীর সবদেশই স্বল্প কিছু আইনের মিল ছাড়া সবাই স্বতন্ত্র। আমাদের দেশের এমন কিছু নিয়ম আছে যেগুলোর জন্য আমাদের বড় বড় আমলারা অনেক পাপ করে শার্টের বোতাম খুলে বুক ফুলিয়ে হাটে। তাহলে এমন নতুন নিয়ম করে দেশের মানুষের উন্নতি করলে ক্ষতি কি?
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: দেশ একটু একটু করে ঠিকই এগিয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
হাবিব বলেছেন: এমন একটা কোম্পানি আমি খুলবো ভাবছি! কিন্তু যারা কাছ করবে সবাই বিনা বেতনে