নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৩৬

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬



আমি বাইরে বেশ ব্যস্ততার মধ্যে আছি।
অনেক গুলো জরুরী কাজ আছে আমার। অথচ সুরভি বারবার ফোন দিয়েই যাচ্ছে। আমি ফোন কেটে দিচ্ছি। সুরভি আবার ফোন দিচ্ছে। আমি সুরভিকে আগেই হাজার বার বলে রেখেছে আমি ফোন কেটে দিলে আমাকে আর ফোন দিবে না। আমি নিজেই তোমাকে কিছুক্ষন পর ফোন দিবো। যদি এক ঘন্টার মধ্যে তোমাকে ফোন না দেই তাহলে তুমি আবার ফোন করতে পারো। দশ মিনিটে সে তিনবার ফোন দিয়ে দিলো। মনে মনে ভাবছি- খুব জরুরী কিছু? কোনো দুঃসংবাদ? কেউ অসুস্থ হয়ে পড়েছে? কেউ মারা গেছে? নানান আজেবাজে চিন্তা মাথায় আসছে। আমি সুরভিকে ফোনও করতে পারছি না। এক বড় কোম্পানীর চেয়ারম্যানের সামনে আমি বসে আছি। তার সাথে দেখা করাও অনেক দিকদারি। এর আগে দুইবার এসে ফিরে গেছি, দেখা হয়নি। আজ ভাগ্য ভালো দেখা হয়েছে। কিন্তু সুরভি কি শুরু করলো!

সবার আগে তো পরিবার।
আমি চেয়ারম্যানের সাথে কথা শেষ না করেই তার রুম থেকে বের হলাম। সুরভিকে তাড়াতাড়ি ফোন দিলাম। বললাম, কি হয়েছে?
সুরভি বলল, তুমি কি পালং শাক দিয়ে রুই মাছ রান্না কখনও খেয়েছো?
আমি বললাম, মানে কি?
সুরভি বলল, আজ আমি পালং শাক দিয়ে রুই মাছ রান্না করবো।
আমার প্রচন্ড রাগ লাগলো। ইচ্ছা করলো দুইটা কঠিন কথা সুরভিকে বলি। কিন্তু আমি ভদ্র মানুষ। কঠিন কথা বলতে পারি না। তাই সুরভিকে বললাম, তোমাকে হাজার বার বলেছি, আমি ফোন কেটে দিলে আমাকে ফোন করবে না। আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিবো। তবু কেন বারবার ফালতু কারনে ফোন দিয়েই যাচ্ছো?
সুরভি বলল, তুমি কি মন্ত্রী নাকি! যে খুব ব্যস্ত। কেবিনেট মিটিং এ আছো, ফোন দেওয়া যাবে না!
আমার প্রচন্ড রাগ হলো। আমি ফোন কেটে দিলাম। দ্রুত চেয়ারম্যানের রুমে গিয়ে দেখি চেয়ারম্যান বের হয়ে গেছেন।

দেড়-দুই মাস হয়ে গেলো- পেঁয়াজের দাম কমছে না।
সাধারন আমি সব সময় মাসের শুরুতেই পাঁচ কেজি পেঁয়াজ কিনে ফেলি। গত দুই মাস ধরে আধা কেজি করে পেঁয়াজ কিনছি। সুরভি রান্নায় প্রচুর পেঁয়াজ ব্যবহার করে। দুই দিনেই আধা কেজি পেঁয়াজ শেষ। আধা কেজি পেঁয়াজের দাম ১২০ টাকা। সুরভি দুই দিন পর-পর'ই বলে, পেঁয়াজ শেষ। আজও বলল। আমি বললাম, পেঁয়াজ ছাড়াই রান্না করো। এত দাম দিয়ে পেঁয়াজ কেনা আমার পক্ষে সম্ভব না। আমি দরিদ্র মানুষ। সুরভি পেঁয়াজ ছাড়া রান্না করলো। খেতে বসে দেখি, রান্না একেবারেই স্বাদ হয়নি। খাবার মুখেই দেওয়া যাচ্ছে না। নিজে মনে মনে ঠিক করে রেখেছি, পেঁয়াজের দাম না কমা পর্যন্ত, পেঁয়াজ কিনবো না। শেষে উপায় না দেখে ভাবীর কাছ থেকে কিছু পেঁয়াজ লোন নিলাম। বেশ কয়েকদিন চলে গেলো। এরপর আরিশের মা'র কাছ থেকে কিছু পেঁয়াজ লোন নিলাম। সামনে আরো কয়েকদিন চলে যাবে। আশা করি এর মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে। তাদের পেঁয়াজ পরিশোধ করে দিবো।

সুরভিকে ঘরের কাজে সহযোগিতা করে সেলিনা।
সেলিনা প্রতিমাসে ১০/১৫ দিন আসে না। সেলিনা গতমাসে ২৩ দিন আসে নি। সুরভি সেলিনাকে ফোন দিয়েছে। সেলিনা বলেছে, সে ভীষন অসুস্থ। সুরভি ঘরের সমস্ত কাজ একাই করে গেছে। কথা সত্য আমি সুরভিকে ঘরের কাজে কোনো সহযোগিতা করি নি। সুরভি সেলিনাকে তার বাসায় দেখতে গেলো। গিয়ে দেখে সেলিনা হিন্দি মুভি দেখছে। মুভির নাম দাবাং। সেলিনা মোটেও অসুস্থ নয়। সুরভিকে দেখে সেলিনা খুব খুশি। সুরভিকে চা বানিয়ে খাওয়ালো। বলল, বাসা বাড়ির কামে তার পোষায় না। সে এখন ব্যবসা করবে। আইডিয়াল স্কুলের সামনে চটপটি আর ফুচকা বিক্রি করছে। খুব লাভ জনক ব্যবসা। ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগবে। কিছু টাকা সুরভিকে অবশ্যই দিতে হবে। চটপটির দোকান উদ্বোধন করতে আমাকে যেতে হবে। অবশ্যই যেতে হবে।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চটপটি ফুচকা আসলেই লাভজনক ব্যবসা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: তাহলে আমিই এই ব্যবসা শুরু করি? কি বলেন??

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার জামাইও বলেছে এখন থেকে আধাকেজি করে আনবে

কিন্তু বাচ্চাদের জন্য রান্না করতে গেলে কান্না এসে যায়। আমি এত কম পেঁয়াজে রান্না ভালো করতে পারি না। কিন্তু মাছ ভূনা মাছ ভাজি এগুলোতে একটু বেশী পেঁয়াজ লাগে। রান্না করতে গেলে মনে মনে বকা দেই কিন্তু কারে বকুম খুঁজে পাই না।

এই কষ্ট দিন কবে শেষ হবে কে জানে। এইডা কিছু হইলো এতদিনেও দাম কমে না হুহ

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: সরকার তো কতদিন ধরেই বলছে কমে যাবে, কমে যাবে। কমছে কই?

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই,
পেঁয়াজ কি, এটি কোথায় পাওয়া যায়?

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

রানার ব্লগ বলেছেন: পেয়াজ নেই তাই মজার খাবার গুলও খেতে পাই না

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: আহারে.।.।.।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

ST COVER SONG বলেছেন: ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

জুল ভার্ন বলেছেন: চলমান দৈনন্দিনতা - ভালো লেগেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবি বলেছেন
পেঁয়াজ তোমার নাম কি?
পেঁয়াজ বলল, দামে পরিচয়।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: হে হে

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

কনফুসিয়াস বলেছেন: কি বলছেন ভাই! চারদিকে এত অস্হিরতা আর দুনীর্তি?

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশের মানুষের অস্থিরতা বেশি হয়।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

কনফুসিয়াস বলেছেন: সহমত ভাই! আমিও দরিদ্র দেশের এক দরিদ্র মানুষ, নুন আনতে পান্তা পেরোয় আর পিয়াজ-কাচামরিচ এর খবর বহুদিন থেকে পাইনা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন:

ছবিটা ভালো করে দেখুন।
এই হলো অবস্থা।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

অধীতি বলেছেন: চটপটিতে কি পেয়াজ লাগে?
মনে হয় না।
ছিমছাম লিখে গেছেন,কত সুন্দর করে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: চটপটিতে পেঁয়াজ লাগে।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

ঝিগাতলা বলেছেন: ব্যস্ততা কমেনি ভাই?

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: ইজি কাজে বিজি। আর কি।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

হাবিব বলেছেন: জানেন ভাই, গত শুক্রবারে শ্যামলী সিনেমা হলের সামনে ঝালমুড়ি খেলাম। একটাও পেঁয়াজ দেয়নি

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: না দেওয়ারই কথা। যা দাম!

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। উৎপাদন বাড়াতে হবে ক্ষেতে খামারে। তাহলেই সব জিনিস সহজলভ্য হবে । আমদানি করে যাই হোক সবার ঘরে ঘরে সুলভে জিনিসপত্র পৌঁছে দেয়া যাবেনা । তাই কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে । আর ক্রয় ক্ষমতা বাড়াতে হবে । সব মানুষ যেন ইচ্ছেমতো কিনতে পারেন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে সম্ভব না।
একটা কাজ করতে গেলে ১০০ টা সমস্যা সামনে এসে দাঁড়ায়।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০

ইসিয়াক বলেছেন: গতকাল হোটেলে গেলাম বিরিয়ানি খেতে । .....সাথে সালাদ বলতে শুধু লেবু আর কাচা লঙ্কা। একটুও পেঁয়াজ দেয় নাই। .....বুঝুন অবস্থা ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রেস্টুরেন্টে খেতে। তাদের এখন লাভ আর লাভ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
লাভের জন্যই তারা ব্যবসা করছেন।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

রুমী ইয়াসমীন বলেছেন: লিখাটা পড়েছি ভাইয়া। কিন্তু উপরের ছবিতে আঁতা ফল কেন!!! পালং শাক, পেঁয়াজ হলেও হতো।
তবে আঁতা ফল দেখে তো আমার ছোটবেলার আঁতাফল বাগানের কাহিনি মনে পড়ে গেল তা সময় করে একদিন লিখব ইনশাআল্লাহ্। :)
আর শেষে ফুচকা চটপটির কথা বলেই তো জ্বিবে জল এনে দিলেন, এখনতো খুব খেতে ইচ্ছে করছে! ইশশ.. কত বছর হলো আমার প্রিয় সেই চিটাগং এর সিঙ্গাপুর মার্কেটের ফুচকা চটপটি খাওয়া হয়না! :( :( :(

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: পেঁয়াজ বা চটপটির তোলা ছবি আমার নেই। হাতের কাছে এটাই পেয়েছি।
আতা ফলের গল্পটা আজই লিখে ফেলুন। পড়তে ইচ্ছা করছে।
চিটাগাং এর চটপটি খেতে হবে এটা কোনো কথা! সব জাগায়ই চটপতি পাওয়া যায়।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন: পেঁয়াজ বা চটপটির তোলা ছবি আমার নেই। হাতের কাছে এটাই পেয়েছি।
আতা ফলের গল্পটা আজই লিখে ফেলুন। পড়তে ইচ্ছা করছে।
চিটাগাং এর চটপটি খেতে হবে এটা কোনো কথা! সব জাগায়ই চটপতি পাওয়া যায়। "

আপনার এই আঁতা ফলের ছবিটা সেভ করে রেখেছি ভাইয়া, আমার শৈশববেলার স্মৃতির লিখাটায় এই ছবিটাই দিবো ভাবতেছি যদি আপনি অনুমতি দেন আরকি.... :)
আর হ্যাঁ ফুচকা চটপটি তো সবখানেই পাওয়া যায় কিন্তু আমার প্রিয় সেই চিটাগং এর আগ্রাবাদের ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের ফুচকা খাওয়ার যে আলাদা স্বাদ তা যেন কোথাও পাইনা তাই বলা....

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: আতা ফলের বেশ কিছু ছবি আছে আমার তোলা।
ছবি গুলো কোথায় রেখেছি মনে নেই। আগামীকাল খুজবো। পেলে আপনাকে আরো ছবি দিব।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: এখানে আমার তোলা কিছু ছবি আছে। সময় পেলে দেখবেন।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

রুমী ইয়াসমীন বলেছেন: ভাইয়া আপনি তো অন্নেক সুন্দর ছবি তুলতে পারেন!!!
প্রতিটা ছবি সত্যি অসাধারণ!
অনেক মুগ্ধ হয়েছি আমি।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাকে এতো সুন্দর সুন্দর ছবি দেখার সুযোগ করে দিলেন বলে।
শুভকামনা জানাই অনেক ..... :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!
আমি মোটেও ভালো ছবি তুলি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.