নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। হিউম্যান রিলেশনটা অনেক বদলে গেছে। সারাদিন মানুষ এত কথা বলে তবু একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছে না। চারপাশে একটা শূন্যতা তৈরি হচ্ছে- ঘরে-বাইরে, বন্ধুর সাথে বন্ধুর, স্বামীর সাথে স্ত্রীর, ছেলের সাথে বাপের, ভাইয়ের সাথে ভাইয়ের, এমনকি প্রেমিকার সাথে প্রেমিকের।
২। অনেক মানুষই দাবি করেছে যে তাদের জীবন পরিবর্তন হয়েছে একটা বিশেষ বই পড়ে। আজিব ব্যাপার, একটা বই কি করে মানুষের জীবন বদলে দেয়?
৩। বন্ধুগণ, হতাশ হবেন না। বাংলাদেশ একটি পরিবর্তনের দিকে যাচ্ছে। শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। আপনারা ধর্য্য ধরুন।
৪। একদিন রাতেরবেলা রবীন্দ্রনাথ চিত্রকলা অর্থ্যাৎ নান্দনিকতার ওপর বই পড়ছেন।তার ভালো লাগছে না খট মটে সব কথা।তখন তিনি বইটি বন্ধ করলেন।ফু দিয়ে প্রদীপটি নিভিয়ে দিলেন।তখন দেখলেন যে জানালা দিয়ে আলো আসছে।তিনি একটি কথা লিখলেন- আমি অবাক হয়ে গেলাম একটি প্রদীপের পেছনে এত বড় সুন্দর এতক্ষন কী করে আটকে ছিল?
৫। গরীব মানুষ মাইলের পর মাইল হাটে খাবারের সন্ধানে, আর ধণী মানুষ মাইলের পর মাইল হাটে খাবার হজম করতে ।
৬। সামনে বইমেলা।
লেখক প্রকাশক ভীষন ব্যস্ত। প্রচুর নতুন বই প্রকাশ হবে। প্রতি বছরই হয়। বাংলাদেশে ১৮ কোটি লোক হলেও ১৮ লাখ পাঠক আছে কিনা সন্দেহ। সবাই মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত।
পাঠক তৈরি করতে হবে। পাঠক তৈরির দায়িত্ব নিশ্চয় সরকার নেবে না। সরকারের অনেক কাজ, দায়-দায়িত্ব আছে। এখন, এই দায়িত্ব নিতে হবে লেখক এবং প্রকাশককে। তাদের টিকে থাকতে হলে অবশ্যই এই দায়িত্ব দ্রুত নিতে হবে।
হাতে গোনা ২/৩ জন লেখক ছাড়া একটা বই পঞ্চাশ কপিও বিক্রি হয় না। বই বিক্রি না হলেও লেখকদের সমস্যা নাই। কারন লেখকরা সবাই চাকরি বাকরি করেন। সবাই তো আর হুমায়ূন আহমেদ না।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
হাবিব বলেছেন: আপনার নতুন বই আসা দরকার
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: বই আর বের করবো না।
এই দেশের লোকজন বই পড়ে না।
আমি আমার সামুতেই খুশী।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: তুচ্ছ একটি পোষ্ট।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
শিখা রহমান বলেছেন: রাজীব আপনার এই ঝালমুড়ি পোস্টগুলো আমার পড়তে ভালো লাগে।
১ নম্বরটা খুব সত্যি আর ৪ নম্বরটা খুব ভালোলাগা।
শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
ভালো থাকুন।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: ওকে বস।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: সবকয়টি সুন্দর, ২, ৩, ৪, ৫ বেশী সুন্দর
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
অনেক শুকরিয়া।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
মোহামমদ নাসির উদদীন খান বলেছেন: সুন্দর লেখা। কুড়ানো মানিক নামে মাসিক মদিনার এরকম একটা সেকশন থাকতো । ভালো লাগলো ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
ভালোলাগে আপনার এই পোষ্ট গুলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
খুব ভালো লাগলো আজকে লেখাগুলো পড়ে।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টের ৪ নং প্যরয় থাকা রবিন্দ্রনাথের কথায় অভিভুত হয়ে গেলাম ।
জ্ঞ্যানি মানুষের অনুভুতি ও দৃষ্টিক্ষমতাও কত প্রখর হতে পারে
তা ভাবতেও অবাক হতে হয়।
ধন্যবাদ মুল্যবান পোষ্টটির জন্য ।
শুভেচ্ছা রইল
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৮
মেহরাব হাসান খান বলেছেন: আমিও সারাদিন মোবাইল, ট্যাব নিয়ে মেতে থাকি। পেপার পড়ি, পিডিএফ বই পড়ি, ব্লগ লিখি, আরও কত কি! এটা নিশ্চয়ই খারাপ না। কি বলেন?
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: পড়াশোণার মধ্যে থাকা মহৎ কাজ।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৯
মেহরাব হাসান খান বলেছেন: যা বলতে চেয়েছি ভুলে গেছি!
ছবির ফলটার নাম জানেন?
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: করমচা। করম চা।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৭
শের শায়রী বলেছেন: ১ নাম্বারটা আমাকে সব সময় কষ্ট দেয় কিন্তু ওটাই বাস্তবতা ভাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: ৪নং চমৎকার