নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোষ্ট

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭



সামুর ব্লগার কুহক।
দারুন কবিতা লিখতেন তিনি। তিনি আমাদের মাঝে নেই। ব্লগার কুহক কাজ করতেন অনুপ্রানন প্রকাশনীতে। অনুপ্রানন একটা সাহিত্যে পত্রিকা বের করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের এবারের সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে মৃত কহক মাহমুদকে স্মরণ করে। আপাদমস্তক একজন কবি কুহক মাহমুদ আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন অনেকদিন।

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন-এর ৮ম বর্ষ ৪র্থ সংখ্যা। অনুপ্রাণন এর সম্পাদনা পরিষদের প্রাক্তন সদস্য সদ্য প্রয়াত কুহক মাহমুদ এর স্মরণে সংখ্যাটিকে “কুহক মাহমুদ স্মৃতি সংখ্যা” হিসেবে চিহ্নিত করা হয়েছে। কুহক মাহমুদ স্মৃতি সংখ্যা'য় মুক্তগদ্য প্রকাশিত হওয়ায় আনন্দ অনুভব করছি।

এ-৪ সাইজে ২০ ফর্মা অফসেটে ছাপা চার রঙের প্রচ্ছদসহ প্রকাশিত পত্রিকাটির মূল্য ৳ ১৫০/- মাত্র। সংখ্যাটি পাওয়া যাচ্ছে ঢাকার কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্সে অবস্থিত অনুপ্রাণনের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রে। এছাড়া পাওয়া যাচ্ছে অনুপ্রাণন এর অনলাইন বুক স্টোরে। যেখান থেকে অনলাইনে অর্ডার করে পত্রিকাটি কুরিয়ারের মাধ্যমে আপনি ঘরে বসেই পেতে পারেন।

কুহক দা'র সাথে আমারে প্রথম পরিচয় অনুপ্রাননের অফিসে। অনুপ্রানন আমার একটি বই বের করেছে। গল্পের বই। ''টুকরো টুকরো সাদা মিথ্যা'' নামে। সেই বইয়ের সুবাধে আমাকে বেশ কয়েকবার কাটাবন এ অনুপ্রানন প্রকাশনীতে যেতে হয়েছে। তখন কুহক দা'র সাথে পরিচয়। চা খেতে-খেতে তার সাথে নানান বিষয় নিয়ে অনেক গল্প হলো। লোকটা শান্ত স্বভাবের। তবে বেশ আন্তরিক।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

ST COVER SONG বলেছেন: ইন্নালিল্লাহ...রাজিউন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

ST COVER SONG বলেছেন: উপরের মন্তব্যটা মুছে দাও ভাইয়া। অন্যখানের মন্তব্য এখানে হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: না মুছলেও সমস্যা নাই।
উনি তো আর আমাদের মাঝে নেই।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি কুহক দা
মহান আল্লাহ জান্নাত বাসি করুন আমিন

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আমিন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন: ব্লগার কবি কুহক মাহমুদ স্মরণে লেখা আমার একটি কবিতা

ব্লগার কবি কুহক মাহমুদ স্মরণে
=======================
ইসিয়াক
============
পরিচয় ছিলোনা কবি ,কখনো তোমার সাথে ।
করোনি কোন মন্তব্য তুমি, আমার ব্লগ বাড়িতে।।

তবু তোমার রচিত রচনাসমূহ, তোমার প্রস্থানের পর ।
মন দিয়ে পড়ছি অনবরত,রাত করে ভোর ।
জানা ছিলোনা তোমার কথা ,তোমার মৌনতার আড়ালে ।
অভিমান নিয়েই তুমি অসীম অনন্তে হারালে ।।

বেশি কবিতা নয় তবু নিজ গুণে অনন্য তাহারা
বক্তব্য, শব্দ চয়নে,আমি অভিভূত, আমি সত্যি বাক্য হারা ।।
কত অভিমানে তুমি, কষ্ট যত ,লুকায়ে নিজেরি সনে,
জীবনযুদ্ধ করেছো তুমি বড়ই সঙ্গোপনে ।।

নিজের প্রতি তুমি ছিলে অনেকটা উদাসীন
তবুও তোমার মুখে সদা হাসি ছিল অমলিন ।
পৃথিবী তোমাকে দেয়নি কিছু ই হয়তো ,
তুমি যা দিয়েছো পৃথিবীকে তাহা কিছু কম নয়তো।


তোমার যত সৃষ্টি ,চিহ্ন ,কাব্যের জলধারা ,অমর রবে সবই
বিনম্র শ্রদ্ধা তোমায় হে মহান,হে মানবতার কবি ।।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

আলমগীর কাইজার বলেছেন: অনেকদিন পর সামুতে এসেছি, ঢুকতে সমস্যা হতো তারপর আর চেষ্টা করিনি। ঢুকতে পেরে ভালো লাগছে।

যাহোক, কবির জন্য বিনম্র শ্রদ্ধা।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: সামুর সমসয় কেটে গেছে।
আর কোনো সমস্যা নেই।
আসুন। পড়ুন। লিখুন। মন্তব্য করুন।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: তিনি ভাল মানুষ ছিলেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবন যাপন করেছেন।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

তারেক_মাহমুদ বলেছেন: বড্ড অসময়ে চলে গেলে গেলেন কবি,

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সবারই যেতে হবে।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

বন্ধু শুভ বলেছেন: বেঁচে থাকুন অন্তরে অন্তরে

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ইয়েস। এটাই কাম্য।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোয়া করি।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: আমার জন্যও দোয়া করবেন।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি কুহক মাহমুদকে
আল্লাহ জান্নাত বাসি করুন। আমিন

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবির জন্য বিনম্র শ্রদ্ধা।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি যখন উনাকে পছন্দ করেন, আমরা সবাইও উনাকে পছন্দ করি

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা উনি আমাদের ব্লগার ছিলেন। একজন শান্ত কবি ছিলেন।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কবি বেঁচে থাকে মানুষের হৃদয়ে, কবি বেঁচে থাকে তার সৃষ্টিতে। তিনিও বেঁচে থাকবেন তার লেখায়, তার সৃষ্টিতে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আল্লাহ তাকে জান্নাত বাসি করুন ।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: আমিন।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোস্ট। কবি বেঁচে থাকবেন আমাদের অন্তরে শ্বাস-প্রশ্বাসে।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

আসোয়াদ লোদি বলেছেন: ব্যথিত চিত্তে স্মরণ করছি।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মরণীয় হয়ে থাকুক ব্লগে ও আমাদের মাঝে।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: এটাই আশা করি।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৬

সোহানী বলেছেন: ফেইবুকে দেখেছিলাম। এ সংখ্যার কথা জানতাম না। যেখানেই থাকুক ভালো থাকুক কবি……….

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.