নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আকাশ হোক আরও নীল!

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫



অর্থনীতির সুত্র বলে মানুষের চাহিদার শেষ নেই।
ঠিক তেমনি মানুষের স্বপ্নেরও শেষ নেই। মানুষের কত স্বপ্ন, কত ইচ্ছা, কত শখ! মৃত্যুর আগ পর্যন্ত মানূষ স্বপ্ন দেখে যায়। প্রতিনিয়ত কত ইচ্ছা জাগে মনে, কত শখ! আমার নিজের কথাই বলি- প্রতি মুহুর্তে মুহুর্তে আমার নতুন নতুন স্বপ্ন তৈরি হয়। অথচ কোনো স্বপ্নই আমার পূরন হয় না। তারপরও নিয়মিত স্বপ্ন দেখে চলেছি। ছোটবেলা অন্যসব বাচ্চাদের মতোন আমারও ইচ্ছা ছিল ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পাইলট হবো, নায়ক হবো, গায়ক হবো। আরো কত কি! কিন্তু জীবনে কিছুই হতে পারলাম না। অথচ জীবনের অর্ধেকের বেশি পার করে ফেলেছি। আর ত্রিশটা বছর কি বেঁচে থাকতে পারবো? এখনই তো শরীরে কত অসুখ বিসুখ দেখা দিয়েছে।

বাংলা সিনেমার নায়ক হতে চেয়েছিলাম।
স্কুলে পড়া অবস্থায়'ই আমার ইচ্ছা ছিল সিনেমার নায়ক হবো। দেখতে শুনতে ভালোই ছিলাম। উচা, লম্বা এমনকি গায়ের রঙও ছিল ফর্সা। সারাক্ষণ ভিসিআরে হিন্দি সিনেমা গুলো দেখতাম। এরপর এলো ডিশের লাইন। চ্যানেল গুলোতে সারাদিন মুভি দেখাতো। খুব মন দিয়ে মুভি গুলো দেখতা। নায়ক কি করতো, না করতো সব মন দিয়ে দেখে নিজে রপ্ত করতে চেষ্টা করতাম। সেই সময় জিন্স প্যান্ট, লাল শার্ট আর কেডস পড়ে ঘুরে বেড়াতাম। চুল গুলো পানি দিয়ে ভিজিয়ে উল্টো করে আচড়াতাম। সবাই বলতো আরে তোমাকে তো সিনেমার নায়কের মতো লাগছে! তখন খুশীতে আমার বুক ফুলে যেত। শরীর ঠিক রাখার জন্য প্রতিদিন ভোরে রমনা পার্কে গিয়ে ব্যায়াম করতাম।

আমার নায়ক হওয়া হলো না।
নায়িকাকে নিয়ে পার্কে নাচতে নাচতে গান গাওয়া হলো না। ভিলেনদের শায়েস্তা করতে পারলাম না। ও বলতে ভুলে গেছি, মারামারি শেখার জন্য মার্শালাট স্কুলেও ভর্তি হয়েছিলাম। এফডিসিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা শূটিং দেখতাম। নিজেকে মিথ্যেমিথ্যি নায়ক ভাবতে আজও আমার ভালো লাগে। আজও পথে ঘাটে কোনো সমস্যা দেখলে আমি পালিয়ে যাই না। সবার আগে বুক ফুলিয়ে সামনে গিয়ে দাঁড়াই। সমস্যার সমাধান করতে চেষ্টা করি। গতকাল সন্ধ্যায় মগবাজার ওয়ারলেসের সামনে দেখলাম এক ট্রাফিক এক রিকশাওয়ালাকে খুব মারছে। আমি গিয়ে রিকশাওয়ালাকে বাঁচালাম। সামনে তো আরো অনেক লোক দাঁড়িয়ে ছিল, কেউ তো এগিয়ে এলো না। শুধু নিজের পরিবার না, সমাজের প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে।

এখন ইচ্ছা হয়েছে পরিচালক হবার।
বহু লোক নাটক সিনেমা বানাচ্ছে, তাদের নাটক সিনেমা আমার পছন্দ হয়। তাদের ভুল গুলো মুহুর্তের মধ্যে ধরে ফেলি। তাই ঠিক করেছি আমি নিজেই- নাটক বানাবো, সিনেমা বানাবো। বইপত্র পড়া শুরু করে দিয়েছি। পড়া শেষ হয়ে গেলে কোনো পরিচালকের অধীনে দুই তিন বছর হাতে কলমে কাজ শিখব। তারপর নিজেই নাটক সিনেমা বানোনা শুরু করবো। এই ফাঁকে একটা কথা বলে নিই, সামুতে আমার প্রিয় মুভি গুলো নিয়ে ধারাবাহিক পোষ্ট দিয়েছি দুই হাজার পনের সালে। আমি মনে করি, মুভি গুলো সবার'ই দেখা উচিত। এমন কি শ্রদ্ধেয় চাঁদগাজীরও। তিনি অসুস্থ হলে চুপ করে শুয়ে মুভি গুলো দেখবেন। মুভি নিয়ে আমার কয়েকটা পোষ্টের লিংক নিচে দিলাম।

১। মৃত্যুর আগে যে ১০০ টি মুভি আপনাকে দেখতে হবে
২। মৃত্যুর আগে যে ১০০ টি মুভি আপনাকে দেখতে হবে
৩। মৃত্যুর আগে যে ১০০ টি মুভি আপনাকে দেখতে হবে
৪। মৃত্যুর আগে যে ১০০ টি মুভি আপনাকে দেখতে হবে
৫। মৃত্যুর আগে যে ১০০ টি মুভি আপনাকে দেখতে হবে

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই
সুখবর পেলাম
ব্লগ-ডেতে ভাবী আর
পরীও থাকবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: না আমার আসা হবে না।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: আপনার ইচ্ছার পরিধি ব্যপক! আসলে ইচ্ছারা এমনই লাগামহীন হয়। ইচ্ছা আছে বলেইতো ইচ্চে ডানা পাখা মেলে আকাশ কুসুম ভাবনায়। কিন্তু ইচ্চের লাটাই যার হাতে তিনিই নিয়ন্ত্রণ করেন কতটুকু যেতে পারবো কিম্বা পারবো না।
খুব সুন্দর লিখেছেন। লাইক।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: লাটাই প্রভুর হাতে। প্রভু কি করবেন শুধু সেইই জানেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাইয়ের হাত পেকে যাচ্ছে...

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: মাথায় বেশ কয়েকটা সাদা চুল উকি ঝুঁকি দিচ্ছে। মানে আমার বয়স বাড়ছে।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বাস্তব জীবনে মানুষ বিরামহীন যা করে চলছে তা যদি কেউ একটু গভীর ভাবে চিন্তা করতে পারে তাহলে সে নিজের মাঝেই একজন হিরো খুঁজে পাবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বাস্তব জীবনে মানুষ বিরামহীন যা করে চলছে তা যদি কেউ একটু গভীর ভাবে চিন্তা করতে পারে তাহলে সে নিজের মাঝেই একজন হিরো খুঁজে পাবে।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বাস্তব জীবনে মানুষ বিরামহীন যা করে চলছে তা যদি কেউ একটু গভীর ভাবে চিন্তা করতে পারে তাহলে সে নিজের মাঝেই একজন হিরো খুঁজে পাবে।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

ইসিয়াক বলেছেন: আপনি নাটক হিরো না হলেও আমি কিন্তু একটা নাটক করেছি। বেশ প্রশংসা ও পেয়েছিলাম। বলতে পারবেন নাটকের নাম কি?
সাল ?.না থাক বলবো না। ধাঁধা ।খুজে বের করুন । হা হা হা ..।দেখি কেমন পারেন! হুহ :-B :-B

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: আরে কিছু না বললে কিভাবে খুঁজে বের করবো? একটি হিন্টস তো দিবেন? মঞ্চ নাটক?না টিভি নাটক?

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি অতটুকু অসুস্হ নই; আমার সমস্যা হলো, আমি আগে দেখা মুভিগুলোই দেখে থাকি; যাক, আপনার দেয়া লিংকগুলো ফলো করবো।

মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লেগে থাকতে হয়; আমি নিজেও ইহা বেশ দেরিতে বুঝেছি

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: মুভি গুলো দেখবেন। অবশ্যই ভালো লাগবে। পৃথিবীর সেরা সব মুভি আছে আমার পোষ্ট গুলোতে।
আমার সাথে সাথে সবার স্বচ্ছ পবিত্র স্বপ্ন গুলো সত্য হোক।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


আমরা বাংলাদেশের একটা গোলেমাল সময়ের জেনারেশন; আমাদের শতকরা ৯০ ভাগের স্বপ্ন সফল হয়নি; আমাদেরকে চেষ্টা করতে হবে, যেন আমরা আমাদের আগের জেনারেশনের মতো একই ভুল না করি

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আসলে সব কিছুর মুলে আছে রাজনীতি। তাই রাজনীতিবিদদের সঠিক সিদ্ধান্ত নিতে সবার আগে।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আরে কিছু না বললে কিভাবে খুঁজে বের করবো? একটি হিন্টস তো দিবেন? মঞ্চ নাটক?না টিভি নাটক?

টিভি নাটক

২।রাজীব নুর বলেছেন: আমার নেট স্লো। ছবি গুলো দেখা যাচ্ছে না।
এতোদিন আমি বলেছি বিশ্বাস হয়নি ।আমি বাসায় গ্রামীন মডেমে বাংলালিংক সিমে নেট চালাই । খুব সমস্যা বন্ধু ভি পি এন ছাড়া ঢোকা যায় না তার উপর স্লো নেট।স্কুলে ব্রড ব্যান্ড লাইন নেটে কোন সমস্যা নাই ।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: কত সালে? নাটকের নাম কি? আপনি কোণ চরিত্রে অভিনয় করেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.