নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। নেদারল্যান্ডের আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমার সেনাবাহিনীর সরবরাহ করা স্ক্রিপ্ট পড়ে বিশ্ববাসীর সামনে মিথ্যাচার করলেন সু-চি! এই মানুষরুপী শয়তান মহিলা কিভাবে নোবেল পেয়েছেন তা আমার মাথায় ঢুকছেনা!
২। কত বড় নিকৃষ্ট!! নিষ্ঠুরতা স্বীকার করার পরেও উঁচু গলায় কথা বলছে। ওকে ওখানেই ধরা হোক এবং ওখানেই জেলে ভরা হোক।
৩। পাকিস্তানের আব্বা নামে পরিচিত চীন যখন মদদ দাতা তখন সুচির বিচারে কি আর হবে।
৪। সু চি-র কথার মানে, বাঙালি মেয়েরা আকর্ষণীয় হলে সেনারা ও বৌদ্ধরা তাদের "ছুঁতো"? রীতিমতো ন্যাক্কারজনক, জঘন্য। চরম অবমাননাকর, এটা তো তার দেশের বৌদ্ধদের ও আর্মিকেও ছোটো করা। কত্ত বড় স্টুপিড, ভাবা যায়! তার নিজের জাতির জন্য, এমনকি নিজের জন্যও এটা কতটা গ্লানির, এটা বোধ হলো না? এ বলে অক্সফোর্ড না কেম্ব্রিজে পড়েছিল।
৫। সু চি বাঙালি (?) ছেলেদের সম্পর্কে খারাপ কিছু বলে নাই। ফলে ধারণা করা যায়, বাঙালি ছেলেদের বিষয়ে তার অভিজ্ঞতা ভালো।
৬। ডোনাল্ড ট্রাম্প তারছেঁড়া এটা জানি কিন্তু সুচি তাকেও ছাড়িয়ে গেল, সুচি বিকারগ্রস্তও।
৭। সূচী মোটেও আকর্ষনীয় কোনো প্রাণী না। এতদিন তাকে সুন্দর মনে করেছিলাম এই ভেবে যে, তার ভেতরে সুন্দর একটা মন আছে। এবার জানলাম, তার ভেতর-বাহির দুই-ই কুৎসতি।
She is just an ugly animal.
৮। সু চি লন্ডনে পড়াশুনা করা উচ্চশিক্ষিত একজন নোবেল বিজয়ি নারী। তিনি ভাল মতোই জানেন তিনি কি বলতেছেন।
ফলে নির্দ্বিধায় ধরে নিতে হবে, এই বক্তব্য পলিটিক্যাল। তিনি বিলো দ্য বেল্ট ধরনের একটা আক্রমন করে বসছেন।
নোটিশ করার মতো বিষয়, এই আক্রমনে প্রতিপক্ষ বাঙালিরা, মুসলমানরা নয়।
৯। Suchi...the mother of devil on Earth!!! Because she doesn't contain any human qualities...
১০। এই মহিলাটা কিভাবে শান্তিতে নোবেল পেয়েছিল আমার মাথায় আসেনা। নোবেল কমিটির একটু চিন্তাভাবনা করে নোবেল দেয়া উচিত।
১১। এটাই স্বাভাবিক ব্যাপার,সে তার দেশ ও সেনাবাহিনীর পক্ষে সাফাই গাইবে কিন্তু কিছু ক্ষমতা লোভী মানুষ আছে যারা নিজের জন্য দেশ ও জাতির মেরুদণ্ড পংগু করে দেয়।
১২। ভাত দিতে পারলেই ভাতার এই নীতিতে এগুচ্ছে সুচি।এখন সব কথা ভাতারের পক্ষে বলা লাগবে।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: হুম।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
উম্মাদ সুচি মদ্যপ পাড় মাতাল। সে আমাদের কোনো পোষ্টের শিরোনাম হতে পারে না। তাকে নর্দমায় যেতে দিন সেটাই তার উপযুক্ত স্থান।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: মহিলা কি অসুস্থ!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মেয়ে নামে কলঙ্ক এই সূচি। সে নোবেল পায় কি করে ?
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: নোবেল পাওয়ার পরই খারাপ হয়ে গেছে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: সূচির হাসবেন্ড এর নাম কি মুচি ???
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
সুচী বুঝতে পেরেছে যে, রোহিংগাদের বিপক্ষে অবস্হান নিলে, আগামী নির্বাচনে তার দল আরো ভালো করবে; তবে, এটা অসুস্হ ভাবনা
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: কথাটা ঠিকই বলেছেন।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময়ে মানুষের চরিত্র বদলায়, এটাই জীবন্ত প্রমান আমাদের সামনে ।
..................................................................................................
একসময় উনি গনতন্ত্রের জন্য সংগ্রাম করে নোবেল পেয়েছেন , তাই বলে
তিনি সব সময় পরিস্কার মনের আচরন করবেন সারা জীবন এমন গ্যারান্টী
কে দিয়েছে ???
...................................................................................................
হজ্জ করে আসলেই কি সবাই ভালো হয়ে যায় ? হাজী < পাজী কথাটা আসতনা ।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: ইয়েস ঠিক বলেছেন।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
রাশিয়া বলেছেন: ৪ নম্বর পয়েন্টে আমার কিছুটা আপত্তি আছে। এটি তার বিরুদ্ধে একটি অভিযোগ - উনি নিজে বলেননি যে ওটা তার বক্তব্য ছিল।
প্রথম আলো ফলো করছিলাম। সূচির আইনজীবীরা যে ধান্দায় আছেনঃ
১ - প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্লাকমেইল করে বাংলাদেশকে চাপে ফেলে নিজেদের পক্ষে আনা।
২ - ওআইসি কে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো, যাতে এটি একটি এন্টি মুসলিম ফ্লেভার পায়।
৩ - তারা যে কোন খুন খারাপি করেনি - একটু শাসন করতে গিয়েছিল, সেরকম একটি ছেলে ভুলানো ছড়া আদালতকে পড়ে শুনানো
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সুচিকে আজ বেশ আত্মবিশ্বাসী দেখা গেল কিন্তু।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
জুন বলেছেন: আমাদের মনে রাখা উচিত উনি এখন অনেক শক্তিধর একটি দেশের প্রতিনিধি । কারন কাল পত্রিকায় পড়লাম তারা নাকি ভারত থেকে ৩১ বছরের পুরনো একটি সাবমেরিন কিনেছে
বিশাখাপটনমের বন্দরে ঐ সাবমেরিনের নাট বল্টু বর্তমানে ঠিকঠাক করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: এত পুরাতন সাবমেরিন দিয়ে তারা করবে কি??
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
সুপারডুপার বলেছেন: সু চি কে এত গালাগালি করার চেয়ে , ইট মারলে পাটকেল খেতে হয় , এটা বুঝে দেওয়া উচিত। যেটা ইসরাইলের আক্রমণ পদ্ধতি । যেটা আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তানকে দিয়েছি। ৭১ এ নিয়াজি , ইয়াহিয়া, হানাদার বাহিনী , পাকিস্তানকে কে হাজার গালাগালি করলেও দেশ স্বাধীন হত না। যদি না আমরা ভারত - রাশিয়াকে সাথে নিয়ে যুদ্ধ না করতাম। বাংলাদেশের উচিত সু চি বিরোধী দেশ গুলোকে সাথে নিয়ে, সব রোহিংগাদের নিরাপদে মায়ানমারে ফেরত পাঠানো, মায়ানমারে অবস্থান শক্ত করা, মায়ানমারের নাগরিকত্ব দেওয়া নিশ্চিত করা।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: আপনি যা বলছেন তা লম্বা সময়ের ব্যাপার।
১০| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
বাকপ্রবাস বলেছেন: সু ছিঃ
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: দুনিয়ার সবাই তাকে ছিঃ দিচ্ছে।
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সুপারডুপার ভাই,
এটি সম্ভব না। রোহিঙ্গাদের জন্য যুদ্ধের মতো ভয়ঙ্কর ফাঁদে আমরা পা দিতে পারি না। রোহিঙ্গা দেশের এক কোনে শরনার্থীর জীবন যাপন করুক। যারা ফেরত যেতে চাইবে ফেরত যাক, যারা সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া সৌদি আরব যেতে চাইবে তারাও যাক। মোদ্দা কথা রোহিঙ্গা চুলোয় যাক। তার জন্য বাংলাদেশী একবিন্দু রক্ত দেবে না। দেওয়া উচিত ও না।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আরে না! আপনি কি বলছেন!!!
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২
সুপারডুপার বলেছেন:
মাহমুদ ভাই ,
রক্ত ঝরানোর কোনো মানেই হয় না। আমি বোঝাতে চেয়েছি , শক্তিশালী দেশ গুলোকে সাথে নিয়ে কূটনৈতিক ভাবে ও কূট বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান। যেন মায়ানমার রোহিঙ্গাদের ফিরে নিতে বাধ্য হয়। বাংলাদেশের উপর বোঝা হয়ে যেন না থাকে।
যেমন কিছুটা: রাশিয়া কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল, সেটি আপনার জানা। আমেরিকা কিভাবে ইসরাইলকে সাহায্য করছে, সেটিও আপনার জানা।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সুপারডুপার ভাই,
আমরা দয়ার সাগর হয়ে বন্দু দেশ ভারতের কাছে জিম্মি। যা বুঝার বুঝে নিন। বার্মার সাথে কোলাকুলি করে যদি কিছু পার করা যায়। এই আপদ রোহিঙ্গা সংখ্যা আগামী ৫-১০ বছরে ৩০ লক্ষ ছাড়িয়ে যাবে।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: সমাধান হয়ে যাবে।
মন তো তাই বলছে।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০
আসোয়াদ লোদি বলেছেন: সুচি যখন গৃহবন্দী ছিল, তখন তার প্রতি আমার একটা সমবেদনা ছিল। এখন তাকে ঘৃণা করি এবং তার অনৈতিক অমানবিক কাজের প্রতিবাদ করছি।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আমিও।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মহিলাটিকে আমার কাছে ডাইনি বুড়ি মনে হয়। শাকচুন্নি অথবা পেত্নী এই ডাইনি বুড়ি কে পরিহার করা উচিত।
এই মহিলাটিকে আমার কাছে ডাইনি বুড়ি মনে হয়। শাকচুন্নি অথবা পেত্নী এই ডাইনি বুড়ি কে পরিহার করা উচিত।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: তারপরও আমি বলবো তাকে ভালোবাসুন।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই কুলাঙ্গার মহিলাকে নিয়ে পোস্ট দেয়ার কোন দরকার নেই।
এই কুলাঙ্গার মহিলাকে নিয়ে পোস্ট দেয়ার কোন দরকার নেই।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: জ্বী। ওকে।
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: তারপরও আমি বলবো তাকে ভালোবাসুন।
আমার ঠেকা পড়েনি একটা ডাইনী কে ভালোবাসতে। আপনার ঠেকা পড়ে থাকলে আপনি প্রাণ ভরে ভালোবাসতে থাকুন।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আহ এতটা কঠোর হবেন না। আপনি মানুষ।
১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯
শের শায়রী বলেছেন: সু চির কাছে কত নির্মমভাবে আমরা সব দিক দিয়ে পরাজিত ভাবতেই খারাপ লাগে, অথচ এই বার্মা কয়দিন আগেও আমাদের কাছে ম্যাও ম্যাও করত। সেই বিড়াল ই এখন সিংহ। আসলে নিজেদের অনুকম্পা করা ছাড়া আমাদের কিইবা করার আছে।
১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: আন্তর্জাতিক আদালতে সুচিকে নিয়ে গিয়েছি। এটাও অনেক বড় পাওয়া আমাদের।
১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১২
শের শায়রী বলেছেন: "আন্তর্জাতিক আদালতে সুচিকে নিয়ে গিয়েছি"
রাজীব ভাই এ ব্যাপারে আমাদের এক রত্তি ক্রেডিট নেই। মায়ানমারকে আন্তর্জাতিক আদালতে নিয়েছে গাম্বিয়া। উপরন্ত গাম্বিয়াকে শুনতে হয়েছে এক কথা যে মামলা করলে বাংলাদেশ বা ও আই সি করবে তোমরা কারা? মানে মায়ানমার বলছে।
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা দেশ বিদেশে বড় বড় নেতাদের অনুরোধ করেছেন।
২০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার নাম মুখে আনতে ঘৃণাই হয় ।আ-থু
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ক্ষমা করে দিন।
২১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
আকতার আর হোসাইন বলেছেন: ৫ নম্বর মন্তব্যটা......
তো কেমন আছেন মশাই....?
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: হা হা হা
২২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
টারজান০০০০৭ বলেছেন: সূচি সম্পর্কে ম্যাংগোপিপল কি ভাবিতেছে তাহা বলিলে চাক্রি থাকিবে না !
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: আমার চাকরি এমনিতেই নাই।
২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই নেত্রীকে নিয়ে আমি একসময় কবিতা লিখেছিলাম- এখন ভাবতেও খারাপ লাগে। যাইহোক টেকনিক্যাল রিলেশন ও কুটনৈতিক কৌশল অবলম্বন করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাবস্থা করতে হবে
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবেই।
২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
কবীর হুমায়ূন বলেছেন: এ বিচারের রায় সময় নিবে ২ থেকে ১০ বছর। ততদিনে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা হবে ২০ থেক্র ৩০ লক্ষ। এখানে ভারত ও চীনের স্বার্থ জড়িত। এ নিয়ে ভাবলে, অন্ধকার দেখি।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: না এত লম্বা সময় লাগবে না।
২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২
ডঃ এম এ আলী বলেছেন:
সুচী মুচির থেকেও অধম । শুরু থেকেই তার সবই ছিল মেকি। তাকে তৈরীকরা হচ্ছিল একটি লক্ষ্য নিয়ে ।
এক সময় সুচীর বিষয়ে এখানে অনেকের মুখে যখন খৈ ফুটত তখন তার নোবেল পাওয়ার আগেো ও পরেও
কোন এক আসরে বলেছিলাম তাকে নোবেল দেয়া হয়েছে বড় কোন একটা অসত কাজ করিয়ে নেয়ার জন্য।
সেটা ফলেছে।
এখন গাম্বীয়াকে নিয়ে এত যে উচ্চকণ্ঠ তার ফলাফল নিয়ে আমি শংকিত। বিষয়টি ফয়সালা হতে ১০/১৫ বছর
নাকি লেগে যেতে পারে । লাভবান কে হবে ?এর মধ্যে সব রোহিংগারা বিবিধভাবে বাংগালী হয়ে যেতে পারে।
মিয়ানমারে ফেরত পাঠাবার জন্য কোন রোহিংগা তখন খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ । আফ্রিকায় চীনের
শক্ত ঘাটি । চীন কি পরিমান ঋণ ডালছে গাম্বিয়ায় সেটার খুঁজ নেয়া যেতে পারে । গাম্বিয়া মিয়ানমারের
আশু বিচারের চেয়ে বিচার পর্ব দীর্ঘ সুত্রিতা তথা সাময়িক স্থিতাবস্থার বিষয়েই বেশী জোর কেন দিচ্ছে?
এর সুফল কোন দিকে যায় বলা মুসকিল । বিষয়টা আর তখন দ্বিপাক্ষিক থাকবেনা , বহুপাক্ষিক
হয়ে যাবে । মিয়ানমার বন্ধুহীন নয় তার সাথে আছে প্রাচ্যের বড় শক্তিগুলি দেশগুলি। শক্তিশালী
দ্বিপাক্ষিক কুটনৈতিক ততপরতা্বই বেশী কার্যকরীহবে অতি শীঘ্র সুফর পেতে চাইলে।
তবে জেনোসা্ইডের সংগঠনের জন্য আন্তর্জাতিক আদালতে সুচী সহ মিয়ানমারের
সকল কনসপিরেটরের কঠীন সাজা হোক সে কামনা করছি । আর আমাদের
বন্ধু প্রতিম দেশ গাম্বিয়ার সাহসিকতাপুর্ণ কাজের জন্য আন্তরিকভাবে
অভিনন্দন জানাচ্ছি।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুচীকে নোবেল পুরস্কার দেওয়া নোবেল কমিটির ইতিহাসে সবচেয়ে বড় ভুল।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: ভালো মানুষ মন্দ হয়ে যায় এটা তারই প্রমান।
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫
মোঃমোজাম হক বলেছেন: সব কথার শেষ হচ্ছে রোহিঙ্গা এখন আমাদের গলার কাটা।
নোবেল প্রাইজ জয়ের আশায় কে তাদের ঢুকতে দিয়েছিল?????
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: নোবেলের আশায় না। এটা ভুল কথা।
মানবিক দিক বিবেচনা করে বলতে পারেন।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ওয়াও !!