নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবসের কবিতা

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯



৪৭-এ দেশ ভাগে, জন্ম নিলো দু'টি দেশ
তারপরও দিনগুলো বেশ আনন্দের ছিলো
৭১ মার্চের ৭ তারিখে মুজিব দিলেন ভাষণ
নড়ে উঠোলো, কেঁপে উঠলো সমস্ত বিশ্ব।

কি ঘটেছিল ১৯৭১ এ? আমি তো দেখিনি
বিজয়ও দেখিনি, তবে জানি ১৬ ডিসেম্বর
মানচিত্রে জায়গা নিলো নতুন বাংলাদেশ
হিংস্র হানাদার, রাজাকার, আলবদরেরা
প্রান নিলো সর্বকালের শ্রেষ্ঠ সন্তানদের।

বিজয়টা পেতে লাগলো এক সাগর রক্ত
মার্চ থেকে ডিসেম্বর ন'মাস রক্তক্ষয়ী যুদ্ধ
৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সীমারেখা
বৈষম্য, অর্থনৈতিক মুক্তি মিলেনি আজও

আমি স্বপ্নের কথা বলতে চাই-
আমি সুন্দরের কথা বলতে চাই-
আমি মানুষের কথা বলতে চাই-
আমি কণ্ঠ উঁচু করে বলতে চাই-
বিজয় হয়েছে, আমাদের বিজয়।

দিন শেষে লিখতে লিখতে যা হলো
সম্ভবত সেটি একটি কবিতা ।



(কবিতা লিখতে আমি পারি না। কিন্তু আমি কবিতা লিখতে চাই। কথায় আছে গাইতে গাইতে গায়েন। ঠিক তেমনি লিখতে লিখতে সত্যিকারের কবিতা একদিন লিখে ফেলব। সেই বিশ্বাস আমার আছে। সামুতে আমার ব্লগ জীবন শুরু করি একটা কবিতা দিয়ে। সেই কবিতাটা ছিল বিজয় দিবসের কবিতা।)

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত ভাল প্রচেষ্টা। বিজয় দিবসে ভাইয়ের সুন্দর অনুভূতির প্রতি রইলো শ্রদ্ধা।

আর কবিতা লেখা প্রসঙ্গে,
এলোমেলো বা
পাহাড়ি কোন
আঁকাবাঁকা পথে
নিশ্চয়ই পৌঁছে
যাবে কোন
সঠিক ঠিকানায়।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রচেষ্টা অব্যাহত থাকুক। কবিতা হবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: হে হে

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেষ লাইনে কবি নয় কবিতা হবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫

ইসিয়াক বলেছেন: দারুন প্রচেষ্টা । ভালোবাসা নিরন্তর প্রিয় বন্ধু।আরো কবিতা আসুক....।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

শের শায়রী বলেছেন: ভাই, লেখায় কিন্তু প্রচেষ্টা না একজন প্রতিষ্ঠিত কবির মতই ভাব প্রকাশ করছেন। আশা রাখি সামনে এই প্রচেষ্টা আরো প্রসারিত হোক।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমি সুন্দর হাতের সুন্দর আংগুলগুলো দেখেছি এতক্ষণ, পরে কবিতা পড়বো

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: গ্রেট ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনপঞ্জি লেখক রাজীব ভাইর
কবিতার ভূবনে স্বাগতম। চমৎকার
হয়েছে। আরো লিখুন।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




গাইতে গাইতে গায়েন, কবিতা হতেই হবে। আজকের কবিতা সুন্দর হয়েছে।
কবিতায়+++

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্যে উৎসাহ পেলাম।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩

আকতার আর হোসাইন বলেছেন: গাইতে গাইতে গায়েন হওয়া গেলেও লেখতে লেখতে লেখক হওয়া যায় না।।।।। সাধনা লাগেই লাগে।


তবু শুভকামনা। কবিতা ভালোই লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২১

রুমী ইয়াসমীন বলেছেন: ভাইয়া অনেক সুন্দর কবিতা লিখেছেন। পড়ে মুগ্ধ হয়েছি।
প্রচেষ্টা চালিয়ে যান ঠিক আমার মতন যদি ক লিখতে গিয়ে আস্ত একটা কবিতা লিখে ফেলি তবে তো চেষ্টা বৃথা যাবে না এই আত্মবিশ্বাস নিয়েই লিখি। আপনারও সেই আত্মবিশ্বাস আছে প্রবল। :)

অনেক অনেক শুভকামনা জানাই ভাইয়া।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রুমী।
দোয়া করবেন।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: " চাঁদগাজী বলেছেন:



আমি সুন্দর হাতের সুন্দর আংগুলগুলো দেখেছি এতক্ষণ, পরে কবিতা পড়বো"

হা হা হা হা...
=p~ =p~ =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ছবিতে যাদের দেখছেন তারা সবাই প্রবাসী। সবাই অস্ট্রেলিয়া থাকেন।
এক বিয়ের অনুষ্ঠানে সবাই হাতে মেহেদি দিয়েছে।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪০

ডঃ এম এ আলী বলেছেন:
৪৭-এ দেশ ভাগে জনম নিল দু’টি দেশ
তারপরও বঞ্চনা আর ভাষা নিল কেড়ে
৭১ এর ৭ ই মার্চে মুজিব দিলেন ভাষন
পাকিমনে ধরল কাঁপন বিশ্ব উঠল নড়ে ।

৪৭ এর কাহিনী যখন জানা তখন ৭১ এর কাহিনী জানিনা বললে কি চলবে? :)
কবিকে ভাবের সাথে সেসময় কালীন কথামালার মধ্যে কনসিসটেন্ট হতে হবে। :)
মনে রাখতে হবে ইতিহাস জানার পরেই কবি কবিতা লিখেন বলে পাঠক ধরে নেন ।

লিখতে থাকুন, কামনা করি আমরা ব্লগে যেন পাই শক্তিমান আরো একজন কবি ।

শুভেচ্ছা রইল

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
আপনার মন্তব্যে উৎসাহ পেলাম।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫০

ডঃ এম এ আলী বলেছেন:


৭১ এর সে দিনের নারকীয় হত্যাকান্ড নীজের চোখে না দেখেও
এ প্রজন্মের একজন হিসাবে সেই বিভিসিকাময় দিন গুলিকে
অন্তরে ধারন করে নিয়ে সেদিনের কথা ও স্বাধিনতার প্রেক্ষাপট নিয়ে
প্রানবন্ত কবিতা লেখার জন্য রইল অন্তরের অন্তস্থল হতে অভিনন্দন।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
মেহেদী রংগে রঞ্জিত হস্ত গুলিই সুন্দর হয়েছে
এমনি করে হাতে হাত রেখে স্বাধিনতা সমুন্বিত
রাখার প্রত্যয় ব্যক্ত হোক দেশের সকলের মুখে
তাহলেই দেশটা অচিরেই ভরে উঠবে শান্তি সুখে।

শুভেচ্ছা রইল

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ছবিটা একটা বিয়ের অনুষ্ঠানের।
সব মেয়েরা হাতে মেহেদি দিয়েছে।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

হাবিব বলেছেন: ছবির মতোই কিউট কবিতাখানি

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া স্যার।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর:)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.