নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যেভাবে আমি সামুতে এলাম

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২



বহু বছর আগের কথা।
১২/১৩ বছর তো হবেই। আমার ছোট ভাইকে প্রায়ই দেখতাম সামু ওপেন করে কি যেন লিখে, পড়ে এবং হাসে। ছোট ভাই আবীর আইটি এক্সপার্ট। বর্তমানে একটা বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করছে। ছোট ভাই আমাকে সামু সম্পর্কে সব কিছু বুঝিয়ে বলল। ও সামুতে কম্পিউটার সংক্রান্ত পোষ্ট দিত। আমি ওর পাশে বসে টানা তিন মাস সামু দেখলাম, পড়লাম এবং বুঝতে চেষ্টা করলাম। তখন আমার লেখালেখি ডায়েরীর মধ্যে সীমাবদ্ধ ছিল। ছোট ভাই বলল, ডায়েরীতে লেখার দরকার নাই। দিন বদলে গেছে। আধুনিক হতে হবে। সামুতে লিখো। ব্লগাররা পড়বে, এমন কি লেখায় ভুলভাল থাকলে ব্লগাররা তা ধরিয়ে দিবে। শুধরে নেওয়ার সুযোগ আছে। ডায়রীতে লিখলে কেউ তা পড়বে না। ভুলভাল থেকেই যাবে।

ছোট ভাই সামুতে একাউন্ট খুলে দিলো।
আমি শুরু করলাম ব্লগিং। সেই ব্লগিং আজও অব্যাহাত আছে। দশ বছর হয়ে গেলো। লিখছি, পড়ছি, মন্তব্য করছি। ব্লগিং সে এক অন্য দুনিয়া। আনন্দময় দুনিয়া। এদিকে ছোট ভাই অফিসের কাজের চাপে ব্লগিং বন্ধ করে দিলো। কিন্তু আমি সমানে ব্লগিং করেই চলেছি। প্রথম প্রথম আমি একটিভ কম ছিলাম সামুতে। গত তিন বছর ধরে আমি সামুতে বেশ ভালো ভাবেই আছি। আমি জোর গলায় বলতে পারি, লাস্ট দুই-তিন বছর এমন কোনো পোষ্ট নাই আমি পড়ি নাই, মন্তব্য করি নাই। তবে প্রথম ৬/৭ বছর মন দিয়ে ব্লগিং করি নাই। আগে তো আমি, কেউ আমার পোষ্টে মন্তব্য করলেও আমি তার উত্তত দিতাম না। এই জন্যও কত কঠিন কথা যে আমাকে শুনতে হয়েছে। ব্লগের নিয়ম মেনে চললেই, ব্লগে শান্তিতে থাকা যায়।

এই সামুতে এসে আমি অনেক কিছু শিখেছি।
প্রতিদিন নানান বিষয় নিয়ে পোষ্ট আসতে থাকে। আসতেই থাকে। সেসব গুরুত্বসহকারে পড়ে যাই। সামুতে এমন দিন গেছে একটা পোষ্ট প্রথম পাতায় দশ মিনিটও থাকতো না। কেউ ভুলভাল তথ্য দিলে সিনিয়ররা তা শুধরে দিতেন। এই সামুতে দুষ্টলোকেরা কখনই সুবিধা করতে পারে নি। দিন শেষে তাদের চলে যেতে হয়েছে। বহু তথাকথিত ব্লগারকে দেখেছি ক্যাচাল লাগাতে এসে ধরাশায়ি হয়ে ফিরে গেছে। এমনও দেখেছি অন্য ব্লগ থেকে সামুতে এসে মাস্তানি করতে গিয়ে ধরা খেয়েছে। শেষে নাজেহাল হয়ে পালিয়ে গেছে। অন্য ব্লগের ব্লগারদের দেখেছি সামুতে এসে সামুর ব্লগার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতো। অনেক আড্ডাতেও আমি এটা দেখেছি। আমাকেও সামু থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল।

ফরিদপুর রাজেন্দ্র কলেজের একজন শিক্ষক।
উনি আমাকে খুব পছন্দ করেন। বিভিন্ন বিষয়ে লিখতে আমাকে দারুন উৎসাহ দিতেন। একদিন স্যার আমাকে বললেন, রবীন্দ্রনাথকে নিয়ে ১০০ পর্বের একটা ধারাবাহিক লেখা লিখো। উনি আমাকে অনেক বই পত্র দিয়েও সহযোগিতা করেছেন। আমি সামুতে রবীন্দ্রনাথকে নিয়ে ১০০ পর্বের একটা লেখা লিখলাম। পরে অবশ্য এটা বই আকারেও বের হয়েছে। এরপর স্যার বললেন, বাংলা এবং বিশ্ব সাহিত্যের একশ' সেরা বই নিয়ে লিখো। তার আগে সেই বই গুলো পড়ে নাও। সেই বই গুলো পড়লাম। আমি সামুতে বাংলা ও বিশ্ব সাহিত্যের সেরা এক'শ বই নিয়ে লিখলাম। এরপর স্যার বললেন, এক'শ সেরা মুভি নিয়ে লিখো। তাও লিখলাম এই সামুতে। পুরোনো ব্লগার যারা আছেন তারা আমার সেই সমস্ত লেখার কথা জানেন। আর নতুন ব্লগাররা সার্চ দিলেই লেখা গুলো পেয়ে যাবেন।

আজ সামু ব্লগের ১৪ তম বর্ষপূর্তি।
এটা একটা বিশাল ব্যাপার। এক যুগেরও বেশি সময়! আমাদের মতো একটা দেশে টিকে থাকা খুব মুশকিল। নিজের চোখেই দেখেছি- বহু ব্লগ এসেছে, আবার চলে গেছে। কেউ স্থায়ী হতে পারেনি। সামু এখনও ঠিকে আছে। দিনশেষে যোগ্যরাই টিকে থাকে। সামু জন্মের পর থেকে সামুর ওপর বিপদ-আপদ কম আসেনি। কিন্তু সামু সব বিপদ আপদ মোকাবেলা করে টিকে আছে। ইনশাল্লাহ টিকে থাকবে। একটা ব্লগে অনেক খরচ। সেই আলোচনায় এখন যাবো না। যাই হোক, আমি সামুর মঙ্গল কামনা করি। সামুর সমস্ত ব্লগাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আসুন আমরা সবাই ব্লগে মিলেমিশে থাকি। কেউ কাউকে যেন খোঁচা দিয়ে কথা না বলি। একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধা থাকতেই হবে। সামুর জয় হোক। জয় বাংলা।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সামুর সাথে আপনার পরিচয় পর্ব জেনে ভালো লাগলো রাজীব ভাই :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর ১৪দশ জন্মবার্ষিকীতে
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

নীল আকাশ বলেছেন: চমতকার লিখেছেন। নীচের প্যারার সাথে আমি একমত। ব্লগীয় মিথস্ক্রীয়া হতেই পারে তবে সেটা যেন নোংরা পর্যায়ে না যায়, কোণ ভাবেই যেন ব্যক্তি আক্রমণ না হয়।
ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা নিন রাজীব ভাই। চমৎকার ভাবে ব্যক্ত করেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

শিখা রহমান বলেছেন: রাজীব আমি অনেক পরে ব্লগিং শুরু করেছি। আপনার সাথে যখন দেখা তখন আপনি মন দিয়েই ব্লগিং করছেন।
গত দু'বছরে আমার প্রায় সমস্ত লেখায় আপনি মন্তব্য করেছেন।
পাশে থেকে অনুপ্রেরণার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মতো কেউ কেউ আছেন বলেই ব্লগ প্রাণবন্ত হয়ে ওঠে, ব্লগে আসতে ভালো লাগে।

সামু ব্লগ ও আপনার সহযাত্রা অব্যাহত থাকুক। আর চলুক আপনার ঝর্ণা লেখনী।
শুভকামনা নিরন্তর।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: বোন খুব সুন্দর মন্তব্য করেছেন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আমার মত অনেকেই হয়তো হিডেন থাকে :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভেচ্ছা রইল রাজীব নূর দা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: ওকে বন্ধু।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

নয়ন বিন বাহার বলেছেন: আমি সামুতে প্রথম যাঁকে ফলো করি তিনি হলেন রাজীব ভাই আপনি। আপনার অনেক পোস্ট আমার প্রিয়তে রাখা আছে। আপনার পোস্ট আমি মন দিয়ে পড়ি। হয়ত সবগুলোতে কমেন্ট করা হয় না। এটা আমার ব্যর্থতা।
আপনার জন্য শুভকামনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

কামরুননাহার কলি বলেছেন: অনেক বছর ধরে টিকে আছেন ভাইয়া, খুবই ভালো লাগলো। আসা করি বেচে থাকা অব্দি পর্যন্ত আমরা যেনো সবাই ভালো ভালো সময় কাটাতে পারি সামু ব্লগে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমিন।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Happy birthday to you!!!!
Happy birthday to you!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা-----------

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপা।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

আলমগীর কাইজার বলেছেন: দিনশেষে যোগ্যরাই টিকে থাকে। আপনার লেখা পড়ে ভালো লাগলো।

সত্যিই সামুর পরিবেশ মুগ্ধ করে। শুভ হোক আগামী দিনের পথচলা।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্লগিং'এ খুবই ভালো করেছেন, আধুনিক ভাবনার মানুষ আপনি; তবে, কমেন্ট করার সময় আপনাকে একটু ভাবতে হবে; কমেন্টই ব্লগিং'এর প্রাণ।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: মন্তব্য গুলো নিয়ে আমি ভেবেছি।
সামনে আমি আরো ভালো মন্তব্য করবো।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি আধুনিক বাংগালী, ব্লগিং আপনাদের মতো মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: কোনো প্রকার কুসংস্কারে আমার বিশ্বাস নেই।
ধর্মীয় গোড়ামি থেকেও আমি মুক্ত।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার সুখানুভুতি। শুরুতেই ছোট ভাই যে আইডিটা খুলে দিয়েছিল সেটা কি একই নামে?
কলেজে পড়াকালীন স্যার ঠিকই রতন চিনতে পেরেছিলেন।
"এ ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়।" হাহাহা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমার একটাই আই ডি। ছোট ভাই আমার নামেই খুলে দিয়েছে। সেটাই আজ পর্যন্ত চলছে।

আমি রতন নই। ভাঙ্গা কূলা বলতে পারেন।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

জাহিদ হাসান বলেছেন: আমি কিভাবে এসেছিলাম আমার কিছুই মনে পড়ছে না।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: হুট করে একদিন মনে পড়ে যাবে।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার লিখেছেন!
অনেক অনেক শুভকামনা!

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৮

অগ্নি সারথি বলেছেন: অভিনন্দন ভাই!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭

রমিত বলেছেন: অনেক শুভেচ্ছা রইল জনাব রাজীব নূর ।

সামু আমারও আপন।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৬

জাহিদ অনিক বলেছেন: রাজীব নুর ভাই, আপনি একজন মনেপ্রাণে ব্লগার।

আমার জীবনে অনেক খারাপ সময় যায়, ব্যস্ততা যায়-- ব্লগে আসতে পারি না। মাঝেমাঝে মন খারাপ থাকে, ব্লগে আসতে ইচ্ছে করে না। অথচ আপনি সারা বছরই ব্লগার। আপনি সত্যিই দারুণ।
ব্লগএর ১৪ তম জন্মদিন উপলক্ষে আপনাকে শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: কবি আমার কোনো ব্যস্ততা নেই। দীর্ঘদিন ধরে বেকার আছি। তাই সব সময়টুকু ব্লগে দেই।

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সামহোয়্যারইন ব্লগের ১৪ তম বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫

পৌষ বলেছেন: দারুণ লিখেছেন ধন্যবাদ আপনাকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: পৌষ তো এসে পড়লো প্রায়।

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবেই আমরা জড়িয়ে গেছি সামুর সাথে।+++

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সামুর জয় হোক।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: শুভকামনানিরন্ত।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

রোকসানা লেইস বলেছেন: সামুতে আসার ঘটনা জেনে ভালোলাগল।
সে সময়ে তোমার লেখাগুলো অনেক ভালো বিষয়ে ছিল। রবীন্দ্রনাথকে নিয়ে লেখাটা বেশ ভালোছিল। অনেক গুলোই আমি পড়েছি। এই লেখাগুলোর অনু্প্রেরণা যিনি দিয়েছেন তাকে ধন্যবাদ।
ভালো কাজ মানুষকে দিয়ে করিয়ে নেয়া যায়।
আরো ভালো লেখা লেখো। সে সময়ে লেখার একটা প্রতিযোগীতা ছিল।
নতুন আসা সামুতে এত্ত এত্ত ভালো লেখা কোনটা রেখে কোনটা পড়ি। সেই সময়টাকে অনেক মিস করি। অনেক ব্লগার আর সামুতে আসেন না।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: অনেকে সামুতে ব্লগিং করে উন্নত হয়ে সামু ছেড়ে দিয়েছে। এটা দুঃখজনক।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

তারেক ফাহিম বলেছেন: ব্লগিং শুভেচ্ছা।
এভাবে যুগ যুগ সামুর সাথে পার করুন আনন্দের সাথে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

হাবিব বলেছেন: দীর্ঘজীবী হোন। আপনার কাছ থেকে জাতি অনেক কিছুই পাবে আশা করছি

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: না জাতি কিছু পাবে না।
আমি একজন প্রতিভা শূন্য মানুষ।

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই সামুতে এসে আমি অনেক কিছু শিখেছি।
........................................................................
শুভেচ্ছা আপনাকে এবং সামুতে আপনার ব্লগিং এর জন্য,
সামুর প্লাটর্ফম বাংলাভাষা চর্চ্চার একটি উত্তম মাধ্যম
তার জলন্ত উদহারন হয়ে থাকবেন,
........................................................................
আপনাকে স্বাধীনতা দিবসের সেল্যুট !

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আপনাকে জানাই মহান বিজয় দিবস এর আন্তরিক অভিনন্দন ও প্রান ঢালা শুভেচ্ছা।

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

বাকপ্রবাস বলেছেন: আপাদমস্তক আপনি এখজন শ্রেষ্ঠ ব্লগার

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ কি যে বলেন !!!

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

শের শায়রী বলেছেন: হ্যা সামুতে অনেক কিছু দেখার সৌভাগ্য দুর্ভাগ্য আমারও হয়েছে। অনেক অসাধারন ব্লগার কে এখনো মনে মনে খুজে ফিরি। আর শেষের কথাটিতো বেশ লিখছেন, পারস্পারিক শ্রদ্ধাবোধ সামু ব্লগারদের বন্ডিং এর অন্যতম উপাদান (অন্তত আমার কাছেও তাই)

অভিনন্দন আপনাকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

Sujon Mahmud বলেছেন: মনের অজান্তেই সামুকে ভালোবেসে ফেলেছি।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার সামুতে আসার ঘটনা জেনে ভাল লাগলো। ফরিদপুর রাজেন্দ্র কলেজের আপনার সেই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনার প্রতিভাকে সনাক্ত করে আপনাকে অনুপ্রাণিত করার জন্য ।
"ব্লগের নিয়ম মেনে চললেই, ব্লগে শান্তিতে থাকা যায়" - একদম ঠিক কথাটি বলেছেন। অনিয়মেই অশান্তি।
"এই সামুতে কখনোই দুষ্ট লোকেরা সুবিধা করতে পারেনি। দিন শেষে তাদের চলে যেতে হয়েছে।" - এটা বড়ই আশার কথা। আশ্বস্ত হ'লাম।
"দিনশেষে যোগ্যরাই টিকে থাকে" - অবশ্যই তাই। নিজের যোগ্যতার উপর সবার ভরসা রাখা উচিত এবং যোগ্যতাকে প্রতিনিয়ত শানিত করার চেষ্টা অব্যাহত থাকা উচিত।
"আর চলুক আপনার ঝর্ণা লেখনী" -- শিখা রহমান এর মত আমারও একই দোয়া রইলো।

কামরুননাহার কলি, চাঁদগাজী, রোকসানা লেইস প্রমুখের মন্তব্যগুলো ভাল লাগলো। সুন্দর মন্তব্যের জন্য তাদেরকে ধন্যবাদ, সুন্দর লেখার জন্য আপনাকেও

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আপনি আসছেন আমার পোষ্টে আমি অনেক খুশি। সুন্দর মন্তব্য করেছেন। অনেকের কথাই বলেছেন।

আমার জন্য দোয়া করবেন।

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

মোঃমোজাম হক বলেছেন: ব্লগিং করতে এতো পরিশ্রম করেছেন শুনে গা শিউরে উঠলো ;)
১০০ বই পড়ে ফেলে চাট্টিখানি কথা নয় B:-) যাক জ্ঞানী হয়েছেন নিশ্চিত।

শুভ ব্লগিং

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: না জ্ঞানী হতে পারিনি। আরো নির্বোধ হয়েছে। বইয়ের জ্ঞান দিয়ে তো আর দুনিয়া চলে না!

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯

জাহিদ হাসান বলেছেন: গত রাইতের কথাই মনে করতে পারি না ! :D :D

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা----
আসলে মানুষ কিছুই ভুলে যায় না। হুটহাট সব মনে পড়ে যায়।

৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: একজন হ্যাভিওয়েট ব্লগারের ব্লগামন সম্পর্কে জেনে বেশ ভালো লাগলো । অনেক বই পড়ে এখন আপনি জ্ঞানের পরিপূর্ণ ভাণ্ডার । আর নিমিয়ত পোস্ট দেন সবগুলো পড়া হয়ে ওঠে না । যা পড়ি বেশ ভালো লাগে । লিখতে থাকুন সুপ্রিয় ব্লগার । এখন তো আবার কবিতা লিখা শুরু করেছেন । প্রতিটি পোস্টে আপনার কমেন্ট থাকে আমার অংবং লেখায়ও । এ ক্ষেত্রে আপনি বিরল দৃষ্টান্ত ।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: সব আপনাদের ভালোবাসা আর আন্তরিকতা।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

রাকু হাসান বলেছেন:



আপনার লেখা গুগলে সার্চ করে অনেক বার পেয়েছি। টপিক নির্বাচন খুব চমৎকার করেন আপনি । অনেক লিখেছেন । পথচলা দীর্ঘ হোক ভাইয়া ।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.