নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

৬০ কোটি টাকা নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২



১। একাত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা রাজাকারের তালিকা নাকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হুবুহু প্রকাশ করেছে।
কোন যাচাই বাছাই লাগল না, জনবল লাগল না।
তাহলে ৬০ কোটি লাগল কোথায়?

২। ৭১ এ পাকিস্তানিরা নাকি দিয়া গেছে এটা, তলে তলে পেন ড্রাইভের ব্যবহার করার কথা দুনিয়ার কেউ জানলনা... বিল গেটসের ফাটা কপাল।

৩। সরকারী আমলারা অনবরত এক একটি নির্লজ্জ্ব ঘটনা ঘটিয়েই চলেছে! এই মুহূর্তে সরকারী ৬০ কোটি টাকাকে জলে ফেলে দিয়েও লজ্জা হয় না ! অথচ টাকাগুলির মালিক কিন্তু জনগণ !

৪। আমার ৬৪ জিবির পেনড্রাইভ আছে। ৬০ কোটি লাগবে না। ৬০ লাখ টাকা দিলে একটা সিনেমা বানাতাম। নাম হবে-- রাজা কেন ন্যাংটো?

৫। It is proved once again that Sheikh Hasina is the best crisis manager - as she addressed the faulty Razakar list issue very humbly and smartly...

৬। আজ ও কাল গুরুত্বপূর্ণ দুটি দিন! আওয়ামীলীগ ভুল করলে ভয়ঙ্কর হুমকির মুখে পড়ে যাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ!

৭। একটা দেশের ইতিহাস বিকৃতকারী পেনড্রাইভ এই দেশে নিষিদ্ধ করা হোক...
আর কোন বাল তো ফালাইতে পারবেন না। অন্তত এইটুকু করুন....

৮। ১। একটা পেনড্রাইভ ৬০ কোটি, এরপর লাগবে হার্ডড্রাইভ ৬০০ কোটি.... এরপর.... এরপর ....

৯। এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে পেনড্রাইভে ফাইল পাঠাতে খরচ হয় ৬০ কোটি টাকা। মন্ত্রণালয়দুটির মধ্যবর্তী দূরত্ব ৬০ মিটার হলে পেনড্রাইভের ভর কত?
সঠিক উত্তরদাতার জন্য থাকবে সরকারি খরচে সপরিবারে ৬০টি দেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ। উত্তর পাঠাতে হবে প্রশ্নফাঁসের ৬০ সেকেন্ডের মধ্যে।

১০। আমার নামটি রাজাকারের তালিকায় আছে কীনা ! কোনো সুহৃদ কি একটু দেখবেন ?

১১। ৬০ কোটি টাকার বিষয়টি গণমাথ্যমের সহায়তায় গুজব ছড়ানোর উৎকৃষ্ট উদাহরন হয়ে থাকবে।

১২। স্বরাষ্ট্র মন্ত্রীর উধৃতি দিয়ে গতকাল বেশিরভাগ জাতীয় দৈনিক ও টেলিভিশন এই নিউজ করেছিল...তবে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্যের পর আজকে সবাই নিউজ সরিয়ে নিচ্ছে....

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



লিষ্ট করার জন্য ৬০ কোটী টাকা খরচ দেখায়েছে?

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: ৬০ কোটি নিয়ে আজ সারাদিন মানূষজন ব্যস্ত ছিল। পরে জানা গেছে এটা গুজব।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

একাল-সেকাল বলেছেন: মন্ত্রনালয় ৬০ কোটি টাকার কথা অস্বীকার করেছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: হুম সেটা দেখলাম।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গুজবে কান দিবেন না,
............................................................................
তবে দ্বায়িত্ব জ্ঞানহীন ভাবে যে কাজটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করল
তাতে, সকলের পদত্যাগ ও বিচার হওয়া উচিৎ ।
বিদেশ হলে এতক্ষনে মানহানির মামলা খেয়ে জরিমানা গুনতে হতো ।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

একাল-সেকাল বলেছেন: স্বপ্নের শঙ্খচিলঃ
ক্রেস্ট কেলেংকারি তে প্রধান মন্ত্রি বলেছিলেন "স্বর্ণকার নাকি মায়ের গহনা থেকেও সোনা চুরি করে"
মানহানির মামল, জেল/জরিমানা সেতো এ দেশে সুদুর পারাহত, তবে ২ কোটি টাকা ৭ কোটি হলেও রক্ষা নাই, যদি হয় বিরুধি ! X(

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




এই পোস্টটির জন্যে আপনাকে একশো'তে একশো দিলুম এই মন্তব্য ফাঁস করার আগেই, ৩০ সেকেন্ডের মধ্যে। ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

জুল ভার্ন বলেছেন: দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে গত দশ বছর বারবার মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত এবং বাদ দেওয়া হয়েছে সেগুলোও একই মানের দুষিত।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলেছেন।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০

অপু তানভীর বলেছেন: মন্ত্রী মোস্তফা জব্বর বলেছেন, গুজবে কান দিবেন না ।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
ইদানিং সাংবাদিকরা আর কষ্ট করতে চায় না।
কি করবে বেতনও ঠিকমত পায় না।
তাই আজকাল ফেবু থেকেই খবর (গুজব) সংগ্রহ করছে।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: সত্যিকার সাংবাদিক হাতে গোণা কয়েকজন। বাকিসব কপি সাংবাদিক।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: ৪। আমার ৬৪ জিবির পেনড্রাইভ আছে। ৬০ কোটি লাগবে না। ৬০ লাখ টাকা দিলে একটা সিনেমা বানাতাম। নাম হবে-- রাজা কেন ন্যাংটো?

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: হে হে হে

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৯

ইসিয়াক বলেছেন: সিনেমা বানাইলে আমারে কইয়েন!
এইহগল খবরে অহন ঘুম পায়.........

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.