নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৩

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২



১। ইহুদিপুরাণ অনুসারে নারী আক্ষরিক অর্থেই বিধাতার শেষ সৃষ্টি এবং এই চিন্তা ভারতীয় সাহিত্যেও পাওয়া যায়।

২। পাঁচ বছর ধরে পাগলটা বসে আছে ঐ বকুল গাছের তলায়। কিন্তু কেন?
পাগলটা চুপ করে বসে থাকে। বৃষ্টি আসে, ঝড় বয়ে যায়, আবার দেখা দেয় রোদ। পাগল বসে থাকে চুপ করে। তার ক্লান্তি আসে না। বকুল গাছ থেকে পাতা খসে পড়ে। আহ হা রে... বড় মায়া লাগে!
একদিন রাতে আমি পাগলকে ডেকে পাশে বসিয়ে ভাত খেতে দেই। পাগল খায়, কথা বলে না। কি বিপুল দারিদ্রের চেহারা। পৃথিবীর সব ধুলো আর নোংরা ওর গায়ে লেগে আছে। অন্ধকার! ভীষন অন্ধকার! পাগল বলে। বড় শীত পড়েছে এবার। বকুল গাছ থেকে শুকনো পাতা খসে পড়ছে পাগলের গায়ে।

৩। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে।

৪। দুপুর বারোটায় পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।
বাসায় কি রেখে আসছি? তা কি করে হয়- দশটার দিকে তো রফিকের সাথে কথা বললাম মোবাইলে।

বাসা থেকে তাড়াহুড়া করে বের হলাম সকাল সাড়ে আট টায়। কেন বার বার মনে হচ্ছে রফিকের সাথে কথা বলেছি, রফিক নামে তো আমার কোনো বন্ধু নেই।

বাসে করে গুলশান যাওয়ার পথে কেউ কি মোবাইলটা নিয়ে গেল? কিন্তু আমি তো মহাখালি'র জ্যামে অনেকক্ষন গেমস খেললাম।
না, গেমস খেলিনি। গেমস খেলেছিলাম গতকাল। তাড়াহুড়া করে বাসা থেকে বের হতে গিয়ে ভুলে বাসায়'ই রেখে আসছি।

বাসায় ফোন দিয়ে কি দেখব, ভুলে বাসায় রেখেছি কিনা? মনে পড়লো- সুরভি তো বাসায় নেই। ফিরবে সন্ধ্যায়। সকালে তো সুরভি'কে তো ভাইবারে ম্যাসেজ দিলাম।

না বাসায় রেখে আসিনি মোবাইল। বাসা থেকে বের হয়ে তো কয়েক জনের সাথে কথা বললাম। মনটা খারাপ হয়ে গেল। দামী মোবাইল। হারিয়ে ফেললাম।
একটু পর দেখি মোবাইল বাজছে। পরিচিত রিংটোন। সাথে কাঁপছে। পকেটে হাত দেখি- মোবাইল পকেটে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: আমার নাম কিন্তু রফিক ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: রফিক ভাই আসসালামু আলাইকুম।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: রফিক ভাই আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুমুস সালাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

কনফুসিয়াস বলেছেন: কি নিয়ে চিন্তায় আছেন ভাই? নতুন ব্যবসা শুরু করছেন নাকি?

আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: না ব্যবসা এখনও শুরু করিনি। টাকার ব্যবস্থা হয়নি।
দেখা হবে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

আশিক মাসুম বলেছেন: লেখায় মায়া আছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমার পুরো শরীরেই মায়া দিয়ে ভরা।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মোবাইলটা মনে হয় কেউ নিয়েছিল! আবার রেখে দিয়েছে পকেটে!!! :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: এমনও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.