নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সিটি কর্পোরেশন নির্বাচন ও প্রার্থী নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৫



১। রাতে ভোট গ্রহণ হবে, আজিমপুরের কবরস্হানের বহু কবর বাসি ঐ রাতে ভোট দিয়ে যাবে,একটা নিলজ্জ ব্যক্তি বর্তমান নির্বাচন কমিশন।

২। বছরের আলোচিত অপচয়: সাঈদ খোকনের চোখের পানি।

৩। নমরুদকে ধরাশায়ী করেছিলো এক পঙ্গু মশা.. আর দক্ষিণের মেয়রকে শরাশায়ী করলো ডেঙ্গু মশা..

৪। ক্ষমতাসীন দ‌লের ম‌নোনয়ন না‌ পে‌লে জান‌তেই পারতাম না, সাঈদ খোকন কত্ত খারাপ ছি‌লেন!

৫। আওয়ামী লীগে মনোনয়ন নিশ্চিত মানে জয় নিশ্চিত!

৬। ঢাকার দুই নির্বাচিত মেয়রকে অভিনন্দন। আশা করি তারা আমাদের ঢাকাকে বাসযোগ্য করে তুলবেন।

৭। ইভিএম এর মাধ্যমে সুষ্ঠ চুরি সম্পন্ন ভোট হবে দুই সিটিতে।

৮। ব্যালট বক্স সকালে পাঠানো হোক, রাতের বেলাই সব সিল মেরে বক্স ভর্তি করে, বিকালে হিসাব করেল কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়!!!

৯। নির্বাচন যদি জনগনের কাছে গ্রহনযোগ্য না হয় তাহলে নির্বাচন বাবদ যত টাকা বরাদ্দ করা হয়েছে সব টাকা আপনাকে আবার ফিরিয়ে দিতে হবে। কারন বারবার আপনারা জনগনের টাকা দিয়ে জুয়া খেলবেন তা হতে পারে না।

১০। ৭৫ এর ১৫ ই আগষ্টের রক্তাক্ত প্রান্তরে বাবা-মা হারানো সেই অবুঝ শিশু তাপস আজ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী।
আপন আলোয় উদ্ভাসিত ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



১০ নং:

তাপস যথাসম্ভব বসুন্ধরার ভুমিদস্যুদের সাথে আছে। তদুপরি, সে অদক্ষ; পিলখানা হত্যাকান্ডের আগে, বিডিআর'রা তাদের সমস্যা নিয়ে সেই লিলিপুটিয়ানের কাছে গিয়েছিলো, সে কিছু করেনি। ওর বাবা দুনিয়ার সেরা লিলিপুটিয়ান ছিলো, শেখ সাহেবকে ঢুবায়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: আপনার মুখে কি কিছু আটকায় না?

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



তাপস, মাপস তো দুরের কথা, ওবামাও ঢাকা চালাতে পারবে না। ঢাকাসিটি তার মেয়রদের খেয়ে ফেলবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: আপনি কি আশাবাদী মানুষ নন?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খেলা ফাইনাল, ঢাকার মেয়র দের জন্য অগ্রিম শুভেচ্ছা। আপনিও একটু চেষ্টা করে দেখতেন গুরুভাই,যদি কোনো মতে
একটা দলীয় নমিনেশন নিতে পারতেন নিশ্চিত জয়ী হতেন । আমরা ব্লগাররা মিল্লাজিল্লা কিছু মাল,চাল ধান্দা করতে
পারতুম । ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধান্দায় আমি নাই।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৩

আকতার আর হোসাইন বলেছেন: পড়লাম। শুভ রাত্রি

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৯

হাবিব ইমরান বলেছেন:

রাজীব ভাই, আপনাকে ভালোবাসি।
এবার আর সুযোগ নাই, ভাবতেছি পরেরবার আপনাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে সিটি মেয়র বানামু। না করবেন না প্লিজ, জয় কিন্তু নিশ্চিত। :D

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: হা হা হা-------
এত যোগ্যতা আমার নেই।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কেন যে পাবলিকের পয়সা নষ্ট করে এই প্রহসন করা হয় ? পাবলিক কি এই তামাশায় কোনো আনন্দ পায় ?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ নির্বাচন পছন্দ করে।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭

সাসুম বলেছেন: তাপস আওয়ামীলীগের এক দূর্বল খেলোয়ার।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: বুদ্ধিমান খেলোয়াড়।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭

ইসিয়াক বলেছেন: পড়লাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৫

নুরহোসেন নুর বলেছেন: এদেশে ভোটার নেই সবাই দেশ বিরোধী!
সরকার কৌশলে জাতিকে ভোট থেকে দুরে রেখেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি সুন্দর অভয়বানী শুনালেন রাজীব দা

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: হে হে

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

আখ্যাত বলেছেন:
ভোটে জিততে একতার বিকল্প নেই

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: একতা ছাড়াও জেতা যায়।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: আমার ধারণা সাঈদ খোকন যতটুকু করেছেন তারচেয়ে খুববেশি কিছু করা তাপসের পক্ষে সম্ভব হবে না তবুও ভাল একটা পরিবর্তন দরকার ছিল।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: তাপস কেন পারবে না??

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

কিরমানী লিটন বলেছেন: তাপসকে দঃ সিলটি মেয়র নমিনেশন দিয়ে আওয়ামীলীগ স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো। গত তিন টার্ম এমপিগীরি করে তাপস নিজেকে যোগ্যতার দিক দিয়ে প্রমান করতে পারেনি। তার চাচারা বর্তমান বাংলাদেশের সব দুষ্কর্মের গড ফাদার। তার প্রয়াত বাবার কীর্তিও সবাই জানে। তাই তার এই নিয়োগ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে তৃপ্তির ঢেঁকুর ছাড়া কোন সম্ভাবনা দেখি না। আর আতিক বেনিয়া জগতশেঠদের প্রতিনিধি। নিজের চক্রবৃদ্ধি লাভ- ক্ষতির হিসাব ছাড়া তার কাছ থেকে কিছু আশা করা - অপরাধ।


হাসিনা ভারতীয় পুতুল নাচের পুতুল। তার সুতোর গোড়া হিন্দুস্থানে। তবে এটা ঠিক তিনি যাদু আর ম্যাজিক দিয়ে দেশকে দৌড়ে রেখেছেন। আর যাদুকর ম্যাজিসিয়ানদের বাস্তবতা করুন- কঠিন হয়। জীবনের শেষ প্রান্তে এসে দেড় পা কবরে রেখেও তার অনুশোচনা এলো না- আফসোস! তার এই বেপরোয়া স্বৈরাচারী মানসিক অবস্থার ভয়াবহ শিকার একদিন আওয়ামীলীগকে হতে হবে। মহান করুনাময় তাকে সেই পরিনতি দেখার হায়াত দান করুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: না, আপনার সাথে একমত হতে পারলাম না।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

রাশিয়া বলেছেন: সাঈদ খোকন ছিল স্রেফ মানুষের চেহারায় এক গাধা। এতদিন বাবার নাম বেঁচে খেয়েছে। যদিও সেই বাবাও স্মরণকালের সবচেয়ে ব্যর্থ মেয়র হিসেবে ইতোমধ্যেই দুর্নাম কামিয়েছে। তারপরেও খোকনের ছ্যাবলামি আর দেখতে হবেনা বলে ভালো লাগছে। বাকি দুই গাধার বাচ্চাদের (ইশরাক ও তাবিথ) জন্য আগাম সমবেদনা থাকল।

তাপস যদিও এ পর্যন্ত তেমন ভালো কিছু করে দেখাতে পারেনি, তারপরেও শুভেচ্ছা থাকল। ঢাকা দক্ষিণে অনেক কিছু করে দেখানোর আছে। আশা করি সে হতাশ করবেনা।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: তাপশ সাহেবকে নিয়ে আমি আশাবাদী।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ক্ষমতাসীনদের মনোনয়ন পেলে আমরা জানতেই পারতাম না ,"সাঈদ খোকন এত খারাপ ছিল" আসলেই তাই ।যতক্ষন আপনি নৌকায় ততক্ষন আপনি দরবেশে সুফি।যেই নামলেন সেই আপনি শেষ।

আমাদের (আওয়ামীলিগের )নির্বাচিত উভয় মেয়রকে অগ্রিম, অভিনন্দন যারা 100% ভোটবিহীন ভোটারের ভোটদানের মাধ্যমে বিজয় পেয়ে যাবেন।
আমরা আশা করব,তারা 2018 সালের সাধারণ নির্বাচনের বার্ষিক বিজয় উদযাপনের কেবল মাত্র এক মাস পরে আবার আরেকটি বিজয় (রাজধানী বিজয়) উদযাপন করতে পারে 2018 সাধারণ নির্বাচনের formula(সূত্র) কার্যকর করে (
মধ্যরাতের ভোট/ভোটার বিহীন ভোটকেন্দ্রে /বিরোধী পক্ষের জন্য প্রচারনার জন্য সীমাবদ্ধতা / গায়েবি মামলায় সক্রিয় সকল বিরোধী কর্মীদের গ্রেপ্তার /হুমকি,হামলা,মামলা/অর্থ এবং প্রশাসন ব্যবহার/শারীরিক,মানষিক আক্রমণ /শান্তি ভাঙার আশংকায় মিছিল মিটিংয়ের কোনও অনুমতি বিরোধী পক্ষকে না দেওয়া ) এ জাতীয় যত থেরাপী আছে তার প্রয়োগ এর মাধ্যমে দেশের একমাত্র দেশপ্রেমিক দল

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আপনি তো অন্তর্জামী হয়ে গেছেন।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

ইসিয়াক বলেছেন: আবার এলো ভোট
===========
রতন ভট্টাচার্য
==========
বাদ্য বাজে, কর্মী সাজে
আবার এলো ভোট,
ডানে-বামে, সামনে-পিছে
দেখছি অনেক জোট।
প্রাসাদ ছেড়ে নেতারা সব
ছুটছে বাড়ি বাড়ি,
হাতে বাঁশি, মুখে হাসি
ঢালছে টাকা-কড়ি।
নেতার পিছে কর্মী ছোটে
পাড়ায় পাড়ায় সাড়া,
ধনী-গরীব সবার দোরে
পড়ছে এখন পাড়া।
হাতে হাত, কোলাকুলি
নয়তো নতুন নোট,
যেমন করেই হোক না কেন
পক্ষে চাই ভোট।
প্রতিশ্রুতির ছড়াছড়ি
কার কতটা চাই,
ভোটের কালে কোন কিছুর
অভাব যেন নাই।
ক'দিন পরে সবাই যখন
খোঁজে আপন নেতা,
ক'জন নেতা শোনে তখন
জনগণের কথা?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: একজন দুই নম্বার ব্যাবসা করে খায় , অন্যজন সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানায় খায়। না এদের সম্পর্কে আর কিছু বলতে চাই না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: স্বাধীণ দেশ।
আপনি আপনার মতামত দিতেই পারেন।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: ১০ নং: তাপস যথাসম্ভব বসুন্ধরার ভুমিদস্যুদের সাথে আছে। তদুপরি, সে অদক্ষ; পিলখানা হত্যাকান্ডের আগে, বিডিআর'রা তাদের সমস্যা নিয়ে সেই লিলিপুটিয়ানের কাছে গিয়েছিলো, সে কিছু করেনি। ওর বাবা দুনিয়ার সেরা লিলিপুটিয়ান ছিলো, শেখ সাহেবকে ঢুবায়েছে।
দিনের সেরা ডায়ালগ।

রাশিয়া বলেছেন: সাঈদ খোকন ছিল স্রেফ মানুষের চেহারায় এক গাধা। এতদিন বাবার নাম বেঁচে খেয়েছে। যদিও সেই বাবাও স্মরণকালের সবচেয়ে ব্যর্থ মেয়র হিসেবে ইতোমধ্যেই দুর্নাম কামিয়েছে। তারপরেও খোকনের ছ্যাবলামি আর দেখতে হবেনা বলে ভালো লাগছে। বাকি দুই গাধার বাচ্চাদের (ইশরাক ও তাবিথ) জন্য আগাম সমবেদনা থাকল। গাধাদের জন্য সমবেদনা দেয়ার কোন দরকার নেই।

এই ইলেকশন শুধু জনগনের টাকার গচ্চা ছাড়া আর কিছু না। কিছুদিন পর পর এইসব ভন্ডামী না করলে হতো না?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: এই টাকা দিয়ে গ্রামের সাঁকোর পরিবর্তে কালভার্ট করা হোক। বহু গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের পারাপারে কাজে লাগুক।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

পদ্মপুকুর বলেছেন: সাধারণ মানুষের প্রকাশক্ষমতা না থাকলেও বেশ ভালোই ভাবতে পারে দেখছি!!

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: সাধারন মানুষ যা বলে তাই সত্য।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কচ্ছপ থাকে সদা উৎসবে মেতে।
এক দিন সাধ হলো রাজধানী যেতে।
দুই পায়ে লাগিয়ে সে দুইখানা চাকা
নিজে নিজে গাড়ি সেজে চলে এলো ঢাকা
ঢাকা এসে ঢাকা, দেখে ও মা হরতাল!
পথঘাট ফাঁকা!

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: হে হে

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্যারিষ্টার তাপস তুলনামুলক ভাবে সাইয়্যেদ খোকনের চাইতে ভালো কাজ করবে বলে আমার ধারনা।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



মাঝে মাঝে এই নির্বাচনের আপডেট দিলে
অনেক খবর জানতে পারব । জাতির জন্য
নির্বাচনের কিছু সুফল আছে । সার্কুলেশন
অফ মানি বদ্ধি পায় । অনেকের হাতে
বিবিধ ভাবে টাকা আসে । হরেক পদের
উৎপাদন বাড়ে, কিছু মানুষের কাজ বাড়ে
কিছু মানুষ কাজ না করেও আয় করে তবে
খারাপ দিক হলো এতে অনেকের প্রাণটাও
যায় ঝড়ে। জানিনা এবার কি আকার ধরে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.