নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কৃষক জানেন কিভাবে ফসল ফলাতে হয়
হুজুরের পানি পড়া খেয়ে এই সমাজ
একচুলও পরিবর্তন করা যাবে না
আমার পৃথিবী, কবিতার পৃথিবী
পৃথিবীর অনেক বয়স হয়েছে।
মধ্যবিত্তরা দেশকে কিছু দিতে পারে না
সারাদিন পরিশ্রম করেও, ঘরে অভাব
দিন শেষে, গুষ্টিমারি আমি এই সমাজের
আমি হিন্দুর বাড়িতে থু থু দেব না
হিন্দু এসে আমার বাড়িতে থু থু দেবে না।
এই সমাজ ধনী লোকের সমাজ
এই সমাজ ভেঙ্গে, নতুন করে গড়তে হবে
এই সমাজ দরিদ্র লোকের গলার কাটা
একদিন মধ্যরাতে বেরিয়ে পড়বো
প্রবল জোছনা পড়ুক অথবা ঝুম বৃষ্টি হোক।
কবিতা হোক মানবতার,
জেগে ওঠুক বিবেক মনুষ্য হৃদয়ে।
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: শান্ত্বনা না। দায়িত্ব।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: শান্ত্বনা না। দায়িত্ব।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
ঢাকা থেকে বিপ্লব শুরু হচ্ছে নাকি? টং দোকানের চা'এর ভেতর চে'এর বসবাস?
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: চে সবার মধ্যেই আছে। বিভিন্ন পরিস্থিতিতে বের হয়ে আসে।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০
ইসিয়াক বলেছেন: সকালে কথা হবে বন্ধু ...খুব ব্যস্ততা কাল রেজাল্ট । মাথা খারাপ অবস্থা । রাত জাগতে হবে। আপাতত লাইক দিয়ে গেলাম। আমার ভালো লেগেছে ।আরো বেশি বেশি কবিতা পড়ুন। শুভকামনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: যা হবে ভালৈ হবে।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১
(লাইলাবানু) বলেছেন: ভালো ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: এই ভাবেই ছোট ছোট ভাই একদিন পৌঁছে যাবে কুলিন কবি সমাজের মাঝে।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা সুন্দর শুভকামনার জন্য।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪
মামুন ইসলাম বলেছেন: অনেক ভালো চমৎকার একটা কবিতা হয়েছে রাজীব ভাই ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় মানবতাবোধ খুব অনায়সে নিমজ্জিত হয়;
একজন কবি মানবিক না হলে কখনও তার কলম সচল হতে পারেনা!
শব্দ তাই বোধেরও অধিক, সময়েরও অধিক; স্বপ্নর কথা বলে।
শুভেচ্ছা রইল!
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার রাজীব দা
হাজারও লাল গোলাপের শুভ নব বর্ষের শুভেচ্ছা রইল
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
আলামিন১০৪ বলেছেন: হুজুরের পানি পড়া কি দোষ করল? আগে তো গাও গেরামে ডাক্তরের ব্যবস্থা করেন..তারপরে না হয় হুজুরদের প্রতি নাক ছিটকায়েন
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: আপনি আছেন কোথায়??
দেশ কোথায় এগিয়ে গেছে তা আপনি জানেন না???
১২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
নুরহোসেন নুর বলেছেন: শেষ লাইনটাই শান্তনা!
জেগে উঠুক মানুষের বিবেক।