নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নতুন বছর নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০



১। থার্টি ফার্স্ট -এ শহরকে জেলখানা বানিয়ে, পহেলা বৈশাখে সব অনুষ্ঠান সূর্য ডোবার আগে শেষ করার তাগিদেই আমরা দেশের পর্যটন খাতের সাফল্যের স্বপ্ন দেখি।

২। বাতাসের জীবন্ত শোঁ শোঁ শব্দ আজ দুপুরে মনে করিয়ে দিচ্ছে, বছর শেষ হচ্ছে। ২০২০ সালে যেন একলব্যের মতো একাগ্রচিত্তে সাধনা করতে পারি, প্রভু!

৩। মারা যাওয়ার পর মানুষ ভালো হয়ে যায়। আমিও মরহুম হওয়ার পর সেরা মানুষ হব। নতুন বছরের প্রত্যাশা।

৪। ২০১৯ সালের বাংলাদেশ এক কথায় নারী নির্যাতন ও শিশু হত্যার বছর!

৫। ২০১৯ প্রাপ্তির চেয়ে কেড়ে নেয়া বেশী। এর চাইতে বড় বিপর্যয় আমার ৩৪ বছরের জীবনে আসে নি। আর আসবেও না। তাই দয়া করে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আসবেন না আমাকে।

৬। মানুষ উৎসব পালন করতে ও আনন্দ করতে মুখিয়ে থাকে। তাই ত নিউইয়ার, নববর্ষ, জন্মদিন,,,, প্রভৃতি দিন নিয়ে মিথ্যা ধারণা পরম যত্নে ধারণ করে আনন্দ করে।
আগামী দিন ভাল কাটবে- এই বিশ্বাস মিথ্যা হলেও আরামদায়ক। অবশ্য এই মিথ্যা বিশ্বাসই আমাদের বাচিয়ে রাখে এবং নতুন পথে যেতে আগ্রহী করে।

৭। তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান। গ্রহন করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। ২০১৯।

৮। ৩১ ডিসেম্বরে কড়াকড়ি করলেই কি আর না করলেই কী? আমার কিছুতেই কিছু আসে যায় না। সারাদিন অফিস, পরেরদিনও অফিস। তাছাড়া আদিকলা জাতি আমরা ৩১ আসলেই জিজ্ঞেস করি প্ল্যান কী? বোতল আছে? বলো কী? পার্টি করবানা?

৯। মানুষ জন শুধু বিদায় লগ্ন, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, মেসেজ, ভালো মন্দ কিভাবে কি হলো ইত্যাদি নিয়ে আছে। অথচ অনেকের মাথায় এটা কাজ করছে না যে একটা বছর কিন্তু শেষ হয়ে গেছে। যে বছর জীবনে আর কোনো সময়ই আসবে না!

১০। এই দুনিয়াতে বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ, যেখানে পহেলা বৈশাখ কিংবা থার্টিফাস্ট ইভ পালনের দিন পুলিশকে প্রেস নোট দেওয়া লাগে।

(ব্লগারদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। )

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম! অনেক জ্ঞান গর্ভ বাতচিত!-- তবে নিউ ইয়ার রেজুলেশন-এ আপনাকে ভিন্নরকম লেখায় দেখতে পাব- এটাই প্রত্যাশা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: আমি একজন প্রতিভা শূন্য মানুষ। আমাকে দিয়ে কোনো কিছুই হবে না।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

পদ্মপুকুর বলেছেন: মানুষের ভাবনা নিয়ে আপনার এই ধারাবাহিকটা ভাল্লাগ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

ইসিয়াক বলেছেন: বন্ধু নতুন বছরের শুভেচ্ছা রইলো ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

ইসিয়াক বলেছেন: আমার মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ।
শুভকামনা রইলো ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: ৫ নং এ আপনাকে শুভেচ্ছা জানাতে নিষেধ করেছেন, তাই শুভেচ্ছা দিলাম না। তবে, ৩ নং এর আপনার প্রত্যাশা পূরণ হোক.....এটা কামনা করছি! :P

চাকুরী শুরু করেছেন জেনে ভালো লাগলো। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

এমজেডএফ বলেছেন: আমরা নিজেকে নিয়েই চিন্তা-ভাবনা করে ব্যস্ত, আর আপনি সাধারণ মানুষের চিন্তা-ভাবনা নিয়েও ভাবেন। খুব ভালো। আপনি যে সে কখন থেকে ব্যবসা করার কথা ভাবছেন, শুরু করবেন কবে? নতুন বছরে শুরু করে দেন।

৫ নং - ২০১৯ সালের মতো বিপর্যয় আর আপনার জীবনে আসবে না - এটা আপনি কীভাবে জানলেন? :) নিষেধ করেছেন, তাই আজকে শুভেচ্ছা দিলাম না। এটা আগামী বৎসরের জন্য জমা রইল। ৩ নং - মরার পরে নয়, সকল মানুষ মরার আগে ভালো হউক - আমার পক্ষ থেকে নববর্ষের এই প্রত্যাশা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ব্যবসা শুরু করবো। আর একটু সময় লাগবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Happy new year.
Best wishes for you and your family.

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.