নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৪

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪



১। বিপদে পড়লেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না।
আমি চার বছর আগে সুরভির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম, দু'বার দিয়েছি, এখনও ১৫ হাজার বাকি আছে!

২। আইনস্টাইন একবার বলেছিলেন, ব্যক্তিগত মৃত্যু চিন্তা আমার নেই। কারণ চারদিকে যে প্রানের লীলা, প্রানের এত প্রকাশ তার মধ্যেই আমিও একজন মাত্র। পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপাল এসব নিয়েই পৃথিবী।

৩। আমার বন্ধু রফিক আমাকে এসে বলল- দোস্ত নেশা করতে চাই। কোন নেশা করি- বলতো?
আমি তাকে জীবনানন্দ দাশ এর কবিতার বই ধরিয়ে দিলাম।
কেউ নেশা করতে চাইলে জীবনানন্দ দাশের একটা কবিতার বই ধরিয়ে দেয়া উচিত, নেশা হবেই।
এখন, কোথাও রফিক এর সাথে দেখা হলেই বলে- জীবনানন্দ দাশকে গুলি করে মেরে ফেলা উচিত। ব্যাটা বেঁচে থাকলে আমি তাকে গুলি করে মারতাম।

৪। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা।
ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানবজাতির সম্পদ, আমাদের সম্পদ।

৫। ভাই ছাত্রলীগ আজ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঠনমূলক কাজ করতে পারতেন। আপনারা সারা ঢাকা শহরে ৫ লাখ গাছের চারা লাগাতে পারতেন। পথ শিশুদের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা করেতে পারতেন। কিছু লোকের কর্মসংস্থান করতে পারতেন।

৬। যদি ৫টাকায় ১৫টি চকলেট পাওয়া যায়; আবার প্রতি তিনটি চকলেটের প্যাকেটের জন্য ১টা চকলেট ফ্রী পাওয়া যায় তবে ৫ টাকায় সর্বমোট কয়টি চকলেট পাওয়া যাবে?

৭। রাস্তায় দাঁড়িয়ে পরপর দুটা সিগারেট শেষ করলাম। তারপর মনে হলো- আমার মতো নির্বোধ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

সাইন বোর্ড বলেছেন: বউ হলো ঘরের ব্যাংকার, তার কাছ থেকে টাকা ধার নিয়ে সুদে-আসলে পরিশোধ করার পরও NOC পাওয়া যায় না । সবগুলোই ভাল লেগেছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি সিগারেট খান? ইহা তো অপ্রয়োজনীয় ও বিপদজনক ইমোশান

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: কম খাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

জুন বলেছেন: ১ নম্বরটা ভালোলাগলো বেশি :`>

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: হে হে

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

ইসিয়াক বলেছেন: ১নম্বরটা ভালো লাগলো্।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাই নিয়মিত বউয়ের কাছে টাকা ধার নেই, এবার বুঝেন আমার কি অবস্থা :D

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: হায় হায়----

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা সিগারেট শেষ হওয়ার পরই কেন মনে হল নির্বোধ, মাঝখানে কেন নয়?

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: তা তো জানি না।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ নাম্বার মহা সত্যি বচন।
৪ নাম্বারের সাথে এক মত হতে পারলাম না। আমার ব্যাক্তিগত ধারনা মহাভারতের লেখকগন লেখার সময় মাত্রাতিরিক্ত গঞ্জিকা সেবন করেছিলেন।
৬ = ২২

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ৪ নং ঠিকই বলেছেন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮

করুণাধারা বলেছেন: দশ হাজার টাকা ধার নিয়ে পনের হাজার টাকা শোধ করতে হবে? এ দেখি মহা সুদখোরকে বিয়ে করেছেন। B-)

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ঘরে ঘরে এরকম সুদখোর।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ১ নম্বরে ভীষণ মাইন্ড করেছি। আমি কিন্তু বাড়িতে রিপোর্ট করব... হাহা হা
এ প্রসঙ্গে বলি আমি আপাদমস্তক ঋণের ভারে জর্জরিত। এ জীবনে আর শোধ হবার কোন রাস্তা দেখছি না।


বাকিগুলো ঠিক আছে।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: সবাইই একই পথের পথিক।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি ৪ নং নিয়ে এক ধরনের লেখা লিখেছেন আবার মন্তব্য কারীর সাথেও সহমত করেছেন।
৬ নং উত্তর কি ২১?

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

কিশোর মাইনু বলেছেন: ১/২বার দিয়েছেন, আরো ১৫বাকী। মানে ১০+১০+১৫=৩৫?!?!?

৩/কেন?!?!?
আমার আসলে কোন আইডিয়া নেই এই মানুষটি সম্পর্কে

৬/১৫তে ৫, ৫-এ ১, বাকী ৩-এ ১।
১৫+৫+১+১=২২।

৭/ সিগারেটের সাথে নির্বোধ হওয়ার সম্পর্ক কি???

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে আমার মাথা ঘুরাচ্ছে।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ভাবনা প্রকাশ করেছেন নুর দা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

নীল আকাশ বলেছেন: ১ নাম্বার মহা সত্য। এই টাকা এই জীবনে কোনদিনও শোধ হবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: হা হা হা-----------

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

এমজেডএফ বলেছেন: ১ নম্বর সমস্যার সমাধান নিজেকে ঋণখেলাপি ঘোষণা করেন। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, নেতা সবাই ঋণখেলাপি। মহাভারত পড়ার মতো এত আজাইড়্যা সময় এখনকার মানুষের নাই। মানুষ এখন ফেসবুক নিয়ে ব্যস্ত।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

হাসান রাজু বলেছেন: রাজীব ভাই, যা করবেন সেটা হল, এক সাথে ১০,০০০/- করে দিবেন না। ১০০/-, ৫০০/- করে দিবেন । ১০ বার দেবার পর জিজ্ঞেস করবেন, আর কত বাকি? আরও দু-তিনবার দিয়ে গ্যান গ্যান শুরু করবেন, তোমার তো শেষ ই হয় না। তার পরও এভাবে দিবেন। ৭/৮ হাজার পরিশোধ হলেই আবার ধার নিবেন। এভাবেই চলতে থাকবে, একসময় ভাবি আপনি দুজনই ভুলে যাবেন আর কত দিতে হবে। শুধু খেয়াল করে ধার নিতে ভুলবেন না। নয়ত লাভের লাভ কিছুই হবে না।

*** কোন কারনে চিরতরে ঘরের ব্যাংক বন্ধ হলে বুঝবেন। থিওরি ঠিক ছিল, কিন্তু প্রয়োগে ভুল করে ফেলেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: আপনার পদ্ধতি আমার মনে ধরছে।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

জুল ভার্ন বলেছেন: এক নম্বরটা কমন।

ভালো লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধাধা টা জটিল দিয়েছেন।নিজে থেকে বের করতে পারতাম না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: দেখি কেউ পারে কিনা। না পারলে শেষমেষ আমি তো আছি।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: আজ ব্লগার ইমন জুবায়েরের ৭ম মৃত্যু বার্ষিকী।
২০১৩ এর এই দিনে আমাদের ছেড়ে চলে যান এই প্রথিতযশা ব্লগার।

https://www.somewhereinblog.net/blog/benqt60?fbclid=IwAR1VjkcYgHEydruKaFR9cNKLQPXgBLacByjUlqNH-yZ6Tbfkvh8kZr6OsQo

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: একজন সত্যিকারের ভালো ব্লগার ছিলেন।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন: উনাকে নিয়ে লিখুন । এখনই। প্লিজ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: উনাকে নিয়ে আমি কিছু লিখতে পারবো না। উনার সম্পর্কে আমি কিছুই জানি না।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

প্রািন্ত বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাই নিয়মিত বউয়ের কাছে টাকা ধার নেই, এবার বুঝেন আমার কি অবস্থ

আমার মনে হয় ভাই সাদামনের মানুষ আপনি তো এখন ঋণখেলাপী।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন ঋণখেলাপী।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১ নম্বরটি আমার বেলায় মহা প্রযোজ্য।
আমি ২৫ হাজার টাকা ধার নিয়ে ৩৫ হাজার
টাকা পরিশোধ করেও ৫ হাজার টাকা দেনা আছি।
তিনি ওই ৩৫ হাজার টাকা থেকে ১৫ হাজার তার
নিজের প্রয়োজনে খরচ করে এখনও তার হাতে আছে
২৫ হাজার টাকা নগদ। বললাম এত টাকা কি করে
ব্যলেন্স থাক। বলে সেটা তোমার দেখার বিষয় না।
সুতরাং আর ধার নিবনা বউর কাছ থেকে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধার না নেওয়াই ভালো।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ভালো লেগেছে অনেক!
অনেক অনেক শুভকামনা ভাই!

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
ভালো থাকবেন।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

ধূসর গাঙচিল বলেছেন: ১। বেশ মজা লাগলো পড়ে। তবে আমার অসুবিধা হয় না। ধার নিলে ২/৩ দিনের মধ্যেই ফেরত দিয়ে দেই।
৫। ভালো পরামর্শ দিয়েছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: ধার নিলে ফেরত দিতে ইচ্ছা করে না।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১০:২২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৬০ টা চকোলেট?আমার হিসাব তো কারও হিসাবের ধারে কাছেও যাচ্ছে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করি আর দেখি অন্য কেউ পারে কিনা।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪২

কিশোর মাইনু বলেছেন: আমিই মনে হয় তাইলে উল্টা-পাল্টা বুঝে বসে আছি :-& :-< :((

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: হুম।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: সুন্দর লিখেছেন, হা হা সিগারেট শেষ পর-পর দুটি দারুণ বলেছেন,

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

এপোলো বলেছেন: বাজি ধরে কিছু টাকা বাকি পড়েছে বউয়ের কাছে। মনে হচ্ছে বড় ঝামেলায় পড়ে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: হুম।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম ছোট ছোট বাক্য-যার ভেতর অনেক কথাই লুকিয়ে আছে------ বউকে সূদ নয় একটু লভ্যাংশ দিলে ক্ষতি নেই, এতে বরং ভালবাসা আর সুখ ফিরে ফিরে আসে, এটাতে মাঝে মাঝে অক্সিজেনের কাজ করে ------- হা হা হা

আর ৪ নং এ আসি, হুম আমি পড়েছি, এবং গভীরে যাওয়ার চেষ্টা করেছি, অনেকের কাছ হতে ভাবার্থ জানারও চেষ্টা করেছি, ভাল লেগেছে, শিখেছিও অনেক মহাভারত হতে। --------------এটার সাথে সাথে কোরআনটাও তুলে আনলে মন্দ হতো না, কারণ আল কোরআন শুধু ধর্মীয় গ্রস্থ নয়--এটা বলে দেয় জীবন কিভাবে চলবে---------

আপনার পোস্ট ছোট হলেও অনেক বেশি এর গুরুত্ব-----এ জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৬)আগের বার ভুল উত্তর দিয়েছিলাম ১৫ টাকার হিসাবে। ২৮ টা চকলেট হওয়ার কথা।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৬)২২ পাগলা জগাই এর হিসাব সঠিক।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.