নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। এই শীতে মধ্যবয়সী এক লোককে দেখলাম খালি গায়ে হাঁটছে।
সে পাগল নাকি শিশু!
২। যে কোনো স্বীকৃতি আনন্দের
এই যেমন বরিশালের লোকজন চুরি/ছ্যাচরামি নয় ডাকাতি করে!!
৩। ভোর হল দোর খোল খুকুমণি ওঠরে ,,,রোদের দেখা নাই রে।
৪। এই ২০২০ সালেও বাণিজ্য মেলার কি দরকার আমার মাথায় ঢোকে না...কে যায় এই মেলায়...! কি কিনে রে ভাই...!
৫। একজনের দাফন আনুষ্ঠানিকতায় ৪০ জনের মৃত্যু; এও এক প্রহসন।
৬। বামপন্থী চেতনার মানুষদের আন্দোলন ধর্ণার মাঝখানে এসে দাঁড়াতে দীপিকা পাড়ুকোনের মত ফিল্মস্টারদের যে কতটা হিম্মত লাগে তা অনেকেই বুঝবেন। প্রচন্ড সাধুবাদ।
৭। নারী বিদ্বেষ, নারীর বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার--- এই ধরনের ওয়াজ বন্ধ করা হোক।
৮। জীবনে টাকার পিছনে মোটেও ছুটতাম না; যদি পর্যাপ্ত ডলার পাউন্ড বা ইউরো থাকতো!
৯। দাদীরে কইলাম বিয়া করমু বিয়া করাও!
দাদী কয়, তোর দাদারে নিয়া আমারে রেহাই দে।
১০। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না ।
আমরা কি প্রতিবাদ করতে পারি না ?
১১। প্রতিদিনই ধর্ষক দেখি, ধর্ষকরাও আমায় দেখে। মানসিকভাবেতো প্রতিদিনই ধর্ষন হচ্ছি কখনও চোখে কখনওবা ধর্ষকের মনে...
১২। দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়াঝাঁটি হয়ই। আমাদেরও হয়। তবে, কখনো কখনো এতোটাই যে, পাশ থেকে কেউ ভাববে, এই বুঝি গেলো!
মানে, সম্পর্কটাই বুঝি চুকেবুকে গেলো।
না।
আমাদের সবচাইতে ভয়ংকর ঝগড়ার স্থায়িত্বও মোটে পাঁচ মিনিট!
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশ দরিদ্র।
তারপরও হারাতে হারাতে আমরা অনেক কিছু পেয়ে যাই।
মেট্রোরেল, পদ্মাসেতু। দেশে যত মানুষই বেকার থাক, ফুটপাতে ঘুমাক- দিন শেষে আমরা কিন্তু উন্নয়নের মহাসড়কে।
২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১১
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: বেশ বলেছেন
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৭
নয়ন বিন বাহার বলেছেন: যাপিত জীবন...........
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: আমার চিন্তাচেতনাগুলো কেমন যেন নিষ্ক্রিয়তায় ডুবে যাচ্ছে।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: এটা সাময়িক সমস্যা। ঠিক হয়ে যাবে বন্ধু।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঢাবি ছাত্রী ধর্ষণের অভিযোগে এক সন্দেহভাজনকে গাজীপুর থেকে আটক করেছে র্যাব। আজ সকাল ৮টা নাগাদ র্যাব তাকে 'গ্রেফতার' দেখিয়েছে। সে একজন অটোরিকশা চালক বলে জানা গেছে। তার ছবি তুলে ভিকটিমকে দেখানো হবে। ভিকটিম তাকে চিনতে পারলে সেই আসামি। আগে জানা গিয়েছিল, অন্ধকার থাকায় ধর্ষককে চিনতে পারেন নি ভিকটিম।
প্রকৃত ধর্ষকের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং তা যথাশীঘ্র এবং প্রকাশ্যে। প্রকাশ্যে শাস্তি বাস্তবায়নের কোনো আইন বাংলাদেশে আছে কিনা জানি না, না থাকলে এমন একটা আইন করার সুপারিশ করছি।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: এই সংবাদ শুনে শ্রদ্ধেয় চাঁদগাজী খুশি হবেন।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: হে হে
৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আজকে ঠান্ডা বেশী বাইরে
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: মাসাল্লাহ রোদ উঠে গেছে।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন একেবারে বাস্তবতার মুখোমুখি রাজীবদা
স্যালুট জানাই
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২
সাইন বোর্ড বলেছেন: অনেকের ভাবনাকে একসাথে ধারণ করতে পারা মন্দ না ।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: হে হে
১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদীরে কথাটা কে কইলো?
দাদারে নেবার ক্ষমতাতো আপনার নাই!!
আপনিং দাদীরে নিবার পারেন মাগার
দাদী কেন দাদাকে সাজেস্ট করলো
বুঝলাম না !!
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: এগুলো সাধারন মানব মানবীর কুথা।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০
ভুয়া মফিজ বলেছেন: প্রতিটা পয়েন্টেই অনেক চিন্তার খোরাক আছে।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারা ই যথেষ্ঠ।
১২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০
বাকপ্রবাস বলেছেন: ইরান হামলা করে জানিয়ে দিল খেলা হবে।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: খেলা হবে শুধু একপক্ষের।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২ নং কমেন্ট টি আসলেই ২ নম্বরী। এভাবে কোন জেলার লোককে ভাল বা মন্দ বলা যায় না...
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: গতকাল প্রধামন্ত্রীর ভাসন শুনেন নি?
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮
আকতার আর হোসাইন বলেছেন:
৫। একজনের দাফন আনুষ্ঠানিকতায় ৪০ জনের মৃত্যু; এও এক প্রহসন।
এই ঘটনা কবে, কোথায় ঘটেছে ভাই?
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: জানাযায় । ইরাকে।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
হাবিব বলেছেন: পাকিস্তানে গেলে তাই কি হবে?
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: পাকিস্তানে গেলে বোমা খেতে হবে।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৭
জুল ভার্ন বলেছেন: আপনার ভাবনাগুলো বাস্তব। ভালো লেগেছে।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিদিন একেক মানুষ একেক রকম ভাবনা দিয়ে দিন শুরু করে এটাই স্বাভাবিক।
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ ও সরকারের মাঝে সম্পর্ক কলোনিয়েল