নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হুমায়ূন কবীর ঢালী বাংলাদেশের একজন শিশুসাহিত্যিক।
এই শিশুসাহিত্যিক নারায়ণগঞ্জের গোদনাইলে জন্মগ্রহন করেন ৩০ অক্টোবর, ১৯৬৪ সালে। হাসি খুশি প্রানবন্ত সহজ সরল একজন মানুষ। তার মধ্যে কোনো ভিনিতা নেই। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে। তিনি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেছেন। ছাত্র থাকাকালীন তিনি বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে ভারতের উড়িয়া ভাষায় তার বই প্রকাশিত হয়েছে। ১৯৮৬ সালে প্রথম কবিতা ছাপা হয় তার।
হুমায়ূন কবীর ঢালী প্রথমে প্রেমের উপন্যাস লেখা শুরু করলেও কিছুদিন পর শুধু মাত্র শিশুদের জন্য লেখা শুরু করেন। তার লেখা শিশুসাহিত্য বিদেশের অনেক দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিস ও ফিলিপাইনের পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম ছোটদের জন্য প্রকাশিত বই মুক্তিযুদ্ধের উপন্যাস ‘দুষ্ট ছেলের গল্প’। শিশুদের জন্য লেখা অনেক কঠিন কাজ। এই কাজটি তিনি বছরের পর বছর করে যাচ্ছেন।
হুমায়ূন কবীর ঢালী এই পর্যন্ত প্রায় ৮৫টি বই লিখেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য কিছু বই হলো:
মন শুধু মন ছুয়েছে (১৯৯১)
দশটা ছেলের গল্প
তোমার চোখের জল
একাত্তরের মিলিটারি ভূত
ক্লাসমেট
লজিংবাড়ি
এক যে ছিল হাঙ্গর
কালোমূর্তি রহস্য
কাব্য ও অ্যাঞ্জেলের বন্ধুরা
The birthday gift
তিনি পর্যন্ত অনেক গুলো পুরস্কার পেয়েছেন। যেমন-
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড,
এম নূরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার,
পদক্ষেপ পুরস্কার,
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক,
আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পদক,
সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড,
চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড,
কবি সংসদ বাংলাদেশ শিশুসাহিত্য পুরস্কার-২০১৩
ভারতের চোখ সাহিত্য পুরস্কার।
হুমায়ূন কবীর ঢালী'র 'একাত্তরের মিলিটারি ভূত' শিশুদের জন্য মুক্তিযুদ্ধের বই। খুব চমৎকার একটি বই। গত বছরের মে মাসে মুক্তধারার বইমেলায় যোগ দিতে নিউইয়র্কে এসেছিলেন হুমায়ূন কবীর ঢালী।
হুমায়ূন কবীর ঢালী'র ভ্রমন বিষয়ক একটি বই।
হুমায়ূন কবীর ঢালী পাঠাগার আন্দোলনে জড়িত। নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘আমাদের পাঠাগার’। একজন প্রকাশনা (অন্বয় প্রকাশ) কর্মী ও সাহিত্য সংগঠক হিসেবেও রয়েছে তাঁর ব্যপক পরিচিতি। তাঁর পিতার নাম আবদুর রশীদ ঢালী ও মাতার নাম মাহমুদা বেগম। পিতা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার হোক, আর মা চেয়েছিলেন ছেলে বড় হয়ে মাওলানা হোক। হুমায়ূন কবীর ঢালী ভারত, চীন, আমেরিকা, কানাডা ভ্রমন করেছেন। সংগঠক হিসেবে যেমন শিশুসাহিত্যকে লালন করেন, লেখেন ভালোবাসা থেকে তেমনি অনেকটা দায়বদ্ধতা থেকে নেমেছেন প্রকাশনায়। পাঠককে ভালোকিছু উপহার দেয়াই তার প্রধান লক্ষ্য।
হুমায়ূন কবীর ঢালী দুই মেয়ে। এক ছেলে। বড় মেয়ে বিবিএ কমপ্লিট করে এমবিএ ভর্তি হয়েছে। ছোট মেয়ে অলরেডি লেখক। ওর ৬ টি বই প্রকাশিত হয়েছে।
At Infront of Library of Congress in Washington DC
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: ঠিক আছে আজ থেকেই বিশিষ্ট লেখকদের নিয়ে লেখা শুরু করবো।
সেই আমলের কথা অবশ্যই মনে আছে।
২| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখকের নামের বানান আমি ভুল লিখেছি- শুদ্ধ নাম হুমায়ূন কবীর ঢালী। আমাদের দেশে হুমায়ূন আহমেদের নামের বানানে য়-তে দীর্ঘ-উকার দেখেছি, আর দেখলাম হুমায়ূন কবীর ঢালী'র বানানে।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।লেখক হুমায়ুন কবীর ঢালী সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো ।
শুভকামনা।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: আপনি শিশুদের নিয়ে কবিতা লিখেন না কেন?
৪| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজকাল বড়দের জন্য অনেক লেখক
থাকলেও শিশু সাহিত্যিকের সংখ্যা
তুলনামূলক কম। সে ক্ষেত্রে
শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর
অবদান স্মরণে রাখার মতো।
তার জন্য শুভেচ্ছা।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: আপনি চেষ্টা করুন শিশুদের জন্য কিছু লিখতে।
৫| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৯
বাকপ্রবাস বলেছেন: ৮৫টা বই এক বিরাট ব্যাপার, পুরষ্কারও কম নয়, নিশ্চয় একজন ভার লেখক, এমন লোকদের পরিচিতি নিয়মিত তুলে আনা দরকার, যারা আওল ফাওল লিখে তাদের থেকে মুক্তি পেতে এদের তুলে ধরতে হবে।
১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
৬| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
উনার লেখার সাথে খুব অল্প পরিচয় ছিল; আপনার পোষ্টটি আরও
আগ্রহী করে তুললো উনার সম্পর্কে।
এ ধরনের পোষ্ট নিয়মিত সাহিত্যানুরাগ বাড়াবে-
শুভকামনা রইল
১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: শিশুদের নিয়ে কবিতা লিখলে কেউ পড়ে না । তাই আর উৎসাহ পাইনা ।
লেখা রেডি আছে কিন্তু পাঠক নেই বলে পোষ্ট দেই না।
১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: দেন পোষ্ট দেন। পড়ি।
৮| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন: ফেবুতে দেব ?
১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: ফেবুতে দেন বা না দেন। সামুতে দেন।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হুমায়ুন কবীর ঢালী সম্বন্ধে জানানোর জন্য ধন্যবাদ। চমৎকৃত হলাম এটা জেনে যে তার মেয়েও একজন লেখক এবং অলরেডি ৬টি বই প্রকাশিত হয়েছে। বাবা-মেয়ে উভয়ের জন্য শুভকামনা।
আপনি দেশের বিশিষ্ট লেখকদের নিয়ে সিরিজ পোস্ট লিখতে পারেন ব্লগে। এই ব্লগেই আপনি রবীন্দ্রনাথকে নিয়ে প্রচুর পোস্ট লিখেছেন শুরুর দিকে, যেগুলো সম্ভবত আমি ছাড়া আর অল্প কিছু পাঠকই পড়তেন এবং কমেন্ট করতেন তখন আপনি পোস্ট দিয়ে হাওয়া হয়ে যেতেন, কমেন্টের উত্তর দিতেন না, মনে আছে? ---- যাই হোক, এই অংশ হলো লাইটার পার্ট অব দ্য কমেন্ট। শুভ কামনা আপনার জন্যও।