নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একদিন সকালে কিউট একটা হাতির বাচ্চা উঠোনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একেবারে চুপচাপ। একটুও নড়ছে না। মাঝে মাঝে শুধু শুঁড়টা ডানে বামে নাড়াচ্ছে। হাতিটার কি ক্ষুধা পেয়েছে?
আমি দোতলার ব্যলকনি থেকে দেখছি। হাতিটাকে দেখে খুব মায়া হচ্ছে। ইচ্ছা করছে হাতির গায়ে হাত বুলিয়ে দেই।
সুরভি হাতিটার মুখের কাছে একটা টোস্ট বিস্কুট ধরলো।
হাতিটা খেল না। বরং মুখ ফিরিয়ে নিল।
সুরভি আবার এক গামলা পানি এনে ধরল মুখের কাছে। হাতিটা পানিও খেল না।
সুরভি দোতলায় আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল- বাবু!
কি?
হাতির বাচ্চাটা কিচ্ছু খাচ্ছে না।
ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও।
হায়-হায় যদি কামড় দেয়?
দূর বোকা, হাতি কি বাঘ যে কামড় দিবে?
কামড়ায় তো, আমার ছোট মামাকে একবার কামড়ে দিয়েছিল!
আরে--- তুমি একটু হাত বুলিয়ে দাও তো।
সুরভি রেগে গিয়ে বলল- তার চেয়ে বরং তাড়িয়ে দেই।
আহা তাড়িয়ে দিও না, মুখটা ভালো করে তাকিয়ে দেখ- অভিমান করেছে।
সুরভি খুব ভয়ে ভয়ে হাতির পিঠে হাত রাখতেই হাতিটা গর্জন করে উঠলো।
ভয়ে সুরভি এক লাফে দূরে সরে গিয়ে দাঁড়ালো। তারপর খুব হাসতে শুরু করলো।
আমি বললাম- হাসছো কেন?
হাতি কি বলল, শুনলে না?
কি বলল?
বলল- রাজীব এখনও আমার গায়ে হাত রাখেনি কেন?
যাহ। হাতি কি কথা বলতে পারে?
তুমি কিচ্ছু জানো না। আমি হাতির কথা বুঝতে পারি। তোমার হাতি, তুমি এসে খাওয়াও।
আমি নিচে নেমে এলাম। হাতির বাচ্চার মুখোমুখি দাঁড়ালাম। হাতিটা মানুষের গলায় বলল- যাও, যাও। তোমার সময় শেষ। সময় শেষ---
আমি হাতিটার পিঠে উঠে বসলাম। হাতিটা চলতে শুরু করলো।
হাতির পিঠে চড়ে কিছুক্ষনের মধ্যেই একটা জঙ্গলে চলে এলাম।
চারিদিক গাঢ় সবুজ। নানান রকম গাছপালা। প্রতিটা গাছ আমার অচেনা। গাছের পাতা গুলো অনেক বড় বড়। অসংখ্য নাম না জানা ফল আর ফুল। আকাশে বিশাল একটা চাঁদ। চাঁদ কি এত বড় হয়! চারিদিকে চাঁদের তীব্র স্বচ্ছ আলো। চাঁদের আলোতে খেলা করছে খরগোশ আর কাঠবিড়ালি। আর তিনটা ময়ূর খুব নাচছে। খুব সুন্দর পরিবেশ। আমি মনে মনে ভাবলাম- সুরভিকে এখানে নিয়ে আসবো একদিন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। জঙ্গলের ভেতর থেকে একলোক ছুটে এলো আমার সামনে। বলল, আপনার একটা চিঠি এসেছে। লোকটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম, সে ইমাম সাহেবদের মতো আচকান পড়েছে।
আমি বললাম- আপনি কি পোষ্টম্যান?
হ্যাঁ। এই নিন আপনার চিঠি। আমার আরও চিঠি বিলাতে হবে। সময় নাই। যাই।
খামের চিঠিটা হাতে নিয়ে দেখি, খামের মুখটা খোলা। চিঠিটা বের করে দেখলাম। চিঠিতে কিছু লেখা নেই। পুরোটাই সাদা। আমার খুব রাগ হলো। আমি চিঠিটা কুঁচিকুঁচি করে ছিঁড়ে ফেলাম।
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: জ্বী হুজুর।
২| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ২:০৩
হাবিব ইমরান বলেছেন:
কয়েকবার পড়েও ভাবার্থ উদ্ধার করতে পারিনি। নিঃসন্দেহে এটা আমারই ব্যর্থতা। তবে শব্দের মান ও বাক্যের গঠনশৈলী অত্যন্ত চমৎকার। পড়ে ভালো লেগেছে, না বুঝতে পেরে খারাপও লেগেছে।
আহ, আফসোস! এত সুন্দর লেখা আমি বুঝতে পারিনি কেন, কেন, কেন!
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: এটা আজাইরা ননসেন্স রাইম টাইপ লেখা।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩৭
শুভ্রনীল শুভ্রা বলেছেন:
রাজীব ভাইয়া,
স্বপ্ন ছিল নাকি আপনার কল্পনাপ্রসূত লিখা ছিল ?
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: স্বপ্ন আর আবেগ মিলিয়ে লিখেছি।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১০
নজসু বলেছেন:
আপনার লেখাটা পড়ে মনের মাঝে অন্য রকম একটা শিহরণ জাগলো। খুব আবেগী আর নিঃস্বার্থ লেখা।
পরী মামনি সাথে থাকলে ভালো হতো।
অচেনা গাঢ় সবুজ গাছের ফোঁকর দিয়ে যদি জোস্না গলে পড়তো আর আপনি সুরভী ভাবী ও পরী মামনি থাকতেন হাতির পিঠে খুব মজা হতো।
চোখের সামনে আমি এমনটাই দেখতে পেলাম যেন।
সাদা চিঠির বিষয়টার চমক দারুণ।
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের করার জন্য।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫
ইসিয়াক বলেছেন: আচ্ছা এটা কি স্বপ্নের দৃশ্য!
ভীষণ সুন্দর।
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: হুম স্বন।
৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
নীল আকাশ বলেছেন: ১ নাম্বার মন্তব্য সেইরকম লেগেছে।
গতকাল রাতে কি ভালো কোন ডিনারের দাওয়াত ছিল?
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: গতকাল কই মাছ দিয়ে ভাত খেয়েছি।
চিংড়ি ভূনা ছিলো (বড়টা)। সাথে ডাল ভরতা, ডিম ভরতা আর লাল শাক ভাজি।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
হাবিব ইমরান বলেছেন:
প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ।
কিন্তু আমি একটা হিসেব মিলাতে পারছিনা দাদা। হাতির বাচ্চার পিঠে আপনি বসলেন কি করে? বেচারা এমনিতেই বাচ্চা হাতি। ভার সইতে পেরেছে?
১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: উফ ভাইজান---
স্বপ্নে সব সম্ভব।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
হাবিব ইমরান বলেছেন:
হা হা হা, স্বপ্ন ছিলো! তাহলে ঠিক আছে।
১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
এপোলো বলেছেন: ভাল ঘুম হলে সকালে ঘুম ভাঙ্গার ঠিক আগে এরকম স্বপ্ন দেখি।
এইরকম হাতি-পশু-পাখি স্বাস্থ্যকর ঘুমের লক্ষণ। রাজীব ভাই, খুব সুখে আছেন। আলহামদুলিল্লাহ।
১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন।
১০| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
কাতিআশা বলেছেন: হাস্যকর!
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১১| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১০
হাবিব বলেছেন: আমার কাছে ইদুরের বাচ্চা অনেক কিউট লাগে। ওদের মারতে ইচ্ছে করে না।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: কোনো প্রানীকেই মারা ঠিক না।
ওদের জন্য আমারও মায়া লাগে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাতে অধিক মসলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন
বদ হজম এমন হয়। উল্টা পাল্টা বলা শুরু হয়।
দড়ি দেখে সাপ মনে হবে। টয়ল্টে মনে করে বিছানা ...........
এ বয়সে এটা ঠিক হবে না।