নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সবাই যখন যার যার প্রতিভার বর্ণনা দেয়- তখন আমি ভাবি, আমি কেবল নিঃশ্বাসই নিতে পারি!
১। কবিগুরু অনেক ভেবে চিন্তে একটা যথার্থ কথা বলেছেন যে,"যাহা চাই তাহা পাই না,যাহা চাই না তাহা ভুল করে পাই"।
২। বাংলাদেশে শীত কমে যাক।
দরিদ্রদের শীতের কষ্ট কমে যাক। নিরবে অফিসে বসে থাকুক কর্তাগন। মন্ত্রনালয়ে চলুক মন্ত্রি মহোদয়গনের চায়ের আড্ডা। ঘড়ে বসে টিভি দেখুক আর গভীড় বিশ্লেষন করুক বিশ্লেষকগন। টিভিতে চলুক হিন্দি চ্যানেল। গনভবনে আজ খিচুরী রান্না হোক।
৩। কোন মেয়ে যদি তার স্বামীর ছবি আপলোড করে লিখে "I love my husband" - একদল সেখানে কমেন্ট করবেন, "কী cute!" আরেক দল কমেন্ট করবেন, "এইসব ব্যক্তিগত ব্যপার ফেসবুকে কেন?" আরেক দল হাজির হবে যারা সামনা সামনি প্রশংসা করলেও আড়ালে বলে বেড়াবে, "আহ্লাদী দেখ বান্দির! জামাই যেন খালি তার একারই আছে, মাইনষের আর জামাই নাই!"
৪।বেহেশতে রয়েছে নানা প্রকার ফল যেমন আঙ্গুর, খেজুর, ও দাড়িম্ব।
জান্নাতে পানি. মধু, দুগ্ধ এবং মদের সমুদ্র আছে। মৃত্যুর পর ভাল মুসলমানগণকে আল্লাহ পুনরায় ২৫ বৎসরের যুবকের ন্যায় করে জীবিত করে বেহেশতে স্থান দিবেন। সেখানে সব বেহেশতবাসীদেরকে আল্লাহ পরীর ন্যায় সুন্দরী হুর ও গেলমান (সুন্দর বালক)। বেহেশতবাসীরা যা চাইবে সঙ্গে সঙ্গে তা পাবে।
রোগ, শোক, মৃত্যু ও বার্ধক্য বেহেশতবাসীদেরকে কখনোও স্পর্শ করবে না। অর্থাৎ বেহেশতবাসীগণ চিরকালই ২৫ বছরের যুবক থাকবে, এবং তাদেরকে ১০০টি পুরূষের সমান যৌনশক্তি দান করা হবে।”
আল্লাহ জান্নাত ও জাহান্নাম তৈরী করে রেখেছেন। জান্নাতকে পরম সুখ ও আনন্দ এবং সীমাহীন নিয়ামত দ্বারা পরিপূর্ন করে রেখেছেন।
মরালঃ ৭০ টা হুর পরী দিয়া আমার তো কাম নাই....ও আমি দোযকে যাব...
৫। একজন সাইকেল আরোহী ২০ মাইল/ঘন্টা বেগে ১০০ মাইল পথ অতিক্রম করায় গন্তব্যস্থলে পৌছাতে তার ১ ঘন্টা দেরী হল । ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌছাতে তাকে ঘন্টায় কত মাইল পথ অতিক্রম করতে হবে?
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: সিউর?
২| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪১
ইসিয়াক বলেছেন: নারকেলে কুল খেতে ইচ্ছা করছে ।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: বাজারে যান, পেয়ে যাবেন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
রাশিয়া বলেছেন: ৪ নম্বর সাদা মিথ্যাটি খুব আপত্তিকর। ইসলামকে পচানোর জন্য নাস্তিকেরা বানিয়ে বানিয়ে যা বলে, আপনি তার প্রতিধ্বনি করলেন মাত্র। ৭০ হুরপরী দরকার না হলে নেবেন না। কিন্তু সুরভীকে বেহেশতে রেখে আপনার দোজখে যেতে কি খারাপ লাগবে না?
৫। ২৫ মাইল প্রতি ঘন্টা
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: ৃত্যুর পর সবাই নিজের ইয়ানফসি নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কাউকে চিনবে না। তখন স্ত্রী পুত্র কন্যা কেউ থাকবে না। কেউ কাউকে চিনবে না।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ম নিয়ে এসব আলোচনা না করাই উত্তম।
এতে অবিশ্বাসীরা উৎসাহ বোধ করে।
ধর্মের ব্যাপারে কাউকে নিরুৎসাহিত করা
মন্দ কাজ।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।
ধর্ম নিয়ে আলচনা করবো না।
দূর্নীতি নিয়ে আলোচনা করবো না।
দেশ নিয়ে আলচনা করবো না।
বোবা হয়ে চুপ করে বসে থাকবো।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬
ইব্রাহীম আই কে বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ম নিয়ে এসব আলোচনা না করাই উত্তম।
এতে অবিশ্বাসীরা উৎসাহ বোধ করে।
ধর্মের ব্যাপারে কাউকে নিরুৎসাহিত করা
মন্দ কাজ।
ধর্ম নিয়ে আলোচনা করা যেতে পারে তবে সমালোচনা নয়। আলোচনার পথ বন্ধ থাকা মানে তো জ্ঞান আন্বেষাকেই বিরোধিতা করা। আলোচনার দ্বারা ধর্মের প্রকৃত বার্তা উপলব্ধি করা সম্ভব হবে।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। বিজ্ঞান নিয়ে দেশ নিয়ে আলোচনা করতে হবে।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার বলেছেন রাজীব দা
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে হাজারো সমস্যা, বিষয় আচে
জীবন ভর লিখলেও বিষয়ের কমতি হবেনা
তাই সেই দিকে মননিবেশ করুন। স্বপ্ন নিয়ে
লিখুন কোন সমস্যা নাই, তবে সাগর পাড়ের
সামান্য বালূকনার জ্ঞান নিয়ে মহাসমুদ্রের মতো
ধর্মকে নিয়ে সমালোচনা না করাই উত্তম। আপনি
যদি ধর্ম বিষয়ের গবেষক, মুফতি কিংবা ডক্টরেট
করতেন তা হলে আপনার কাছ থেকে কিছু জানতে
পারতাম। কিন্ত আপনি সামান্য জ্ঞান নিয়ে মহাসমুদ্রে
খেই পাবেন না। মানুষ বিভ্রান্ত হবে।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: জ্বী জ্বী .।.।.।.।.।।।হুজুর।
মনে রাখব কথাটা।
৮| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
শুভ্রনীল শুভ্রা বলেছেন: চাওয়া -পাওয়ার দ্বিধা-দ্বন্দ সবসময় থাকবে। ৩ নম্বর পয়েন্টটিতে একদম যথার্থ বলেছেন। নিজেদের সুন্দর মুহূর্ত সবার সামনে না নিয়ে আসলে মনে করে তাদের মধ্যে বোঝাপড়া ভালোনা। সামনে আনলে আড়ালে বলবে শো-অফ করছে।এ যেন এক উভয় -সংকট।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
৯| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন: দোজগে আপনার সাথে দেখা হচ্ছে
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: হে হে---
১০| ১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
ইসিয়াক বলেছেন: মন্তব্যগুলো পড়তে আবার এলাম।
১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০
নূর আলম হিরণ বলেছেন: ২৫ মাইল বেগে যেতে হবে।