নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১২৬

১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩



১। আপনি যদি সত্যি সুখ চান, সুন্দর জীবন-যাপন চান, শারীরিক-মানষিক উন্নতি চান, তবে রাগ ঝেড়ে ফেলতেই হবে। রাগ এমন একটি বাজে অস্ত্র যা অন্যের দিকে নিক্ষেপ করবেন কিন্তু ক্ষতি আপনারই হবে।
বর্তমান নষ্ট করে কখনো ভবিষ্যত অর্জনের চেষ্টা করবেন না, তাহলে আপনি বর্তমান এবং ভবিষ্যত দুটোই হারাবেন।

২। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করতো, মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে। কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায়, সে চিন্তায় মিশরীয়রা অস্থির থাকতো।

৩। ভুল-ক্রুটিহীন মানুষ হতে ইচ্ছা করে। হে পরম করুনাময় ঈশ্বর আমাকে দয়া করো। রোজ-হাশরে আল্লাহ আমার করো না বিচার । বিচার চাহি-না, তোমার দয়া চাহে এ গুনাগার । আমি জেনে শুনে জীবন ভরে- দোষ করেছি ঘরে-পরে ।

৪। জীবনের মূল্যবান সময় নষ্ট করছে রাস্তার জ্যাম।
ভাবতে ভালো লাগে, একদিন রাস্তায় কোনো জ্যাম থাকবে না। রাস্তার দুই পাশে থাকবে নানান রঙিন ফুলের গাছ। পথচারী'রা ফুলের সুবাস নিতে নিতে হেঁটে যাবে গন্তব্যে।
বাচ্চাদের জন্য থাকবে খেলা-ধূলার নানান সামগ্রী। মোড়ে মোড়ে থাকবে বিশুদ্ধ পানির ব্যবস্থা। ছোট বড় পরিছন্ন দোকানে থাকবে নানান মজাদার খাবারের ব্যবস্থা। বড় বড় রাস্তার মোড়ে থাকবে এলইডি। ব্রেকিং নিউজ গুলো তারা নিয়মিত প্রচার করবে। অন্য সময় সরাসরি ক্রিকেট খেলা দেখাবে।
ছিনতাই হবে না, পকেটমার হবে না। যাত্রী ছাউনী গুলোতে থাকবে মনোরম পরিবেশ। থাকবে ঝকঝকে টয়লেট। রাস্তাঘাটে চলাচলরত কোনো নারীর দিকে কোনো পুরুষ কুৎসিতভাবে তাকাবে না। দৌঁড়ে দৌঁড়ে বাসে উঠতে হবে না- থাকবে সুশৃংখল বাস স্টপেজ।

৫। সৃজনশীল মানুষকে বোঝা কোনো সোজা বিষয় নয়, আবার তাঁকে পুরো বুঝে ফেললে বুঝতে হবে তিনি ততটা সৃজনশীল নন।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

Sujon Mahmud বলেছেন: ভালো লিখেছেন

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে রাস্তার মাঝখান দিয়ে কিছু কিছু ফুলগাছ লাগানো আছে। দেখতে ভালো লাগে।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: যাবো একদিন।
অনেকদিন সেখানে যাওয়া হয় না।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: ১/ আমার মনে হয়, একটা রাগ থাকা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষের রাগ থাকা চাই, তবে সেটার যত্রতত্র ব্যবহার নয়। (অভিজ্ঞতার আলোকে বললাম।)

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: রাগ টা আমার খুব বেশি।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


মিশরের ফেরাউনরা পরজীবনে ভালো থাকার জন্য, পিরামিডে সোনা, রূপা ও দরকারী জিনিষ নেয়াতে, নবী মুসা(আ: ) ক্ষেপে ইহুদী ধর্মে পরজীবন রাখেননি।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯

Kazi Emran বলেছেন:

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: !

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবিটা দেখে প্রথমে ভয় পেয়েছিলাম।
মনে হয় একটা অজগর একটা বাচ্চা
মেয়েকে আষ্টেপৃষ্ঠে পিষে মারছে।

তবে মরিচে ঝাল থাকা দরকার
নারী ম্যানম্যানে পুরুষ পছন্দ করেনা।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: নারীদেরও ঝাল থাকা দরকার, পুরুষ ম্যানম্যানে নারী পছন্দ করে না।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডায়েরিতে যথেষ্ট নিগূঢ় তথ্য আছে, চর্চা করলে আত্মিক শান্তি লাভ হবে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: শান্তি নাই দুনিয়াতে। ডায়েরীতেও শান্তি নাই।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: ৪ও ৫ নম্বর ভালো লেগেছে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২১

সোহানী বলেছেন: যে ড্রেস দেখা যাচ্ছে এখন আমরা ঠিক এরকম ড্রেসে বাইরে যাই :(( :(( । মাইনাস শুধু নামছেই আর নামছে.......

১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: তবে আজ ঢাকা শহরে বেশ গরম।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি তো পাপে মজেছেন। দয়া পাবেন কী করে?

১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: পাপের শাস্তি পাবো পরকালে
আর দয়া চাই এই ভূবনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.