নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পার্কে প্রথম দিন।
বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ।
নিজের অসুস্থতার কথা বলতে ভালো লাগে না। তাই বাসার কেউ জানে না। গ্যাস্ট্রিক চরম আকার ধারন করেছে আমার। গ্যাস্ট্রিক মনে হয় বাংলাদেশের সবারই আছে। এটা জাতীয় রোগ। আমার ধারনা আমার গ্যাস্ট্রিক ছাড়িয়ে আলসারে পরিনত হয়েছে। গত দশ দিন ধরে কিডনী যেখানে থাকে সেখানে ভীষন ব্যথা। দুই কিডনীতেই ব্যথা। চোখ মুখও বেশ ফুলে গেছে। পরশু রাতে এমন ব্যাথা শুরু হলো! সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিলো। মনে হচ্ছে পেটের ভেতরের খাবার গুলো গলার দিকে কিক মারছে। গলা বুক জ্বলছে ভীষন। সাথে কিডনীর কাছে ব্যথা তো আছেই। ঠিক মতোন নিঃশ্বাসও নিতে পারছিলাম না। কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। পাশেই সুরভি গভীর ঘুমে। বেচারি ঘুমাচ্ছে। আরাম করে ঘুমাক।
মনে হচ্ছিল আমার সময় শেষ।
মরে যাচ্ছি। ভাবলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। হাতে সময় বেশি নেই। তখন রাত সাড়ে তিনটা। ঘরের দুরজা খুলতেই সুরভি বলল, কই যাও? আমি বললাম, কোথাও যাই না। এমনি। সুরভি কঠিন গলায় বলল, চুপ করে ঘুমাও। অনেক জ্বালাতন করো তুমি। আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বিছা্নায় এলাম। সুরভি ভেবেছে আমি সিগারেট খেতে ছাদে যাচ্ছিলাম। বোকা মেয়েছেলে। রসিকে মনে করে সাপ। স্বামী মরে যাচ্ছে সেদিকে খেয়াল নাই। চোখে ঘুম নাই আমার। শুধু এপাশ আর ওপাশ করছি। মনে মনে ভাবছি সকাল পর্যন্ত যদি বেচে থাকি তাহলে সকালেই ডাক্তারের কাছে যাবো। অসুখকে আর অবহেলা করবো না। ভালো একজন ডাক্তার দেখাবো। ভিজিট বেশি নিক সমস্যা নাই। আরো কিছু দিন বেচে থাকাটা আমার জন্য খুব দরকার।
শেষ কবে ডাক্তারের কাছে গিয়েছি আমার মনে নেই।
আমি একেবারেই ডাক্তারের কাছে যাই না। গত দশ বছরে কোনো ডাক্তার দেখাই নি। ছোট খাটো সমস্যা হলে ফার্মেসীকে থেকে ওষুধ এনে খেয়েছি। অবশ্য দাতের ডাক্তারের কাছে বেশ কয়েকবার যেতে হয়েছে। যাই হোক, সকাল পর্যন্ত বেচে গেলাম। ধন্যবাদ ঈশরকে। বাসা থেকে বের হলাম- ডাক্তারের কাছে যাবো। কিন্তু চলে গেলাম রমনা পার্কে। পার্কে গিয়ে বেশ ভালো লাগলো। অনেকক্ষন হাটলাম। পার্কে বেশ কিছু কুকুর দেখলাম। এরা সব সময় পার্কেই থাকে। এরা খায় কি? পার্কে তো গাছ আর ঘাস ছাড়া কিছু নেই। যাই হোক, চারিদিকে গাছপালা বেশ ভালো লাগে। বেশ মিষ্টি রোদ। সেদিন আর ডাক্তারের কাছে যাওয়া হলো না আমার। ভাবলাম, পরের দিন যাবো। পরের দিনও ডাক্তারের কাছে না গিয়ে রমনা পার্কে চলে গেলাম। হাটলাম। ঘুরলাম।
আমার শরীর যে এত খারাপ বাসার কেউ জানে না।
বাসার সবাই পিঠা বানাতে ব্যস্ত। গত তিন ধরে সবাই পিঠা বানানো নিয়ে ব্যস্ত। আমার দিকে খেয়াল করার সময় কারো নেই। আর নিজে থেকে নিজের অসুস্থতার কথা বলতে ভালো লাগে না। এদিকে আমার চোখ মুখ ফুলে গেছে। পেট ফুলে আছে। যাই হোক, বাসায় মেহমান আসবে। পোলাউ রান্না করছে। রোস্ট করেছে। হাসের মাংস। ইলিশ মাছ ভাজা। সবজি আর চিংড়ির মালাইকারী। আমি বললাম, সুরভি এসব আমি খাবো না। আমাকে ভাত দাও আ্লু ভর্তা দিয়ে। আমার কথা শুনেই সুরভি রেগে উঠলো। বলল, তোমার এইসব ঢং আর ভালো লাগে না। বাসার সবাই খেলো কিন্তু তুমি খাবে না। পারবো না আমি ভাত আর আলু ভর্তা করতে। ফ্রিজে লাড্ডু ছিলো, দুটা লাড্ডু খেয়ে ঘুমিয়ে গেরলাম।
চলছে মুজিববর্ষ।
প্রতিটা মন্ত্রনালয়ের ব্যাপক আয়োজন মুজিববর্ষ নিয়ে। কোটি কোটি টাকা বরাদ্দ। আমাদের দেশে টাকার অভাব নেই। মুজিববর্ষ উপলক্ষ্যে যদি এই একটা বছর বাজারে জিনিসপত্রের দাম কমে যেতে তাহলে খুব ভালো হতো। অথবা দশ লাখ বেকার চাকরী পেত। অথবা যারা রাস্তায় ঘুমায় তাদের মাথার নিচে যদি ছাদ পেত। অন্তত একটা বছর। চলছে সিটি করপোরেশন নির্বাচন তোড়জোর। পুরো ঢাকা শহর এখন পোস্টারের নগরী হয়ে গেছে। অলি গলিও বাদ নেই। যারা মেয়র পদে দাড়াচ্ছে তারা নাকি ঢাকা শহর সুন্দর করবে, পরিচ্ছন্ন করবে। মেয়র হওয়ার আগেই তো তারা ঢাকা শহর নষ্ট করে দিচ্ছে। যাই হোক, আমার শরীরের অবস্থা যেমন ভালো না, তেমনি দেশের অবস্থাও ভালো না। হে হে…
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
পার্কে ২য় দিন।
পোস্টারের নগরী।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: আল্লাহ সুস্থতা দান করবে কিন্তু তার আগে বলেন অসুস্থতা দিলো কে?
জ্বী অবশ্যই ডাক্তার দেখাবো।
২| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮
করুণাধারা বলেছেন: সুস্থ হয়ে উঠুন- প্রার্থনা করি।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
সায়েমুজজ্জামান বলেছেন: ঢাকার মানুষের একটা সমস্যা হলো নিজের জন্য সময় দেয়া হয়না। কোরিয়াতে প্রতিটি আবাসিক এলাকার পাশে একটি করে পার্ক। সেখানে এক্সারসাইজের জন্য সবকিছু আছে। কোরিয়াতে আসার পর পুরা শরীর চেক আপ করিয়েছে তারা। যিদও দেশ থেকে একবার করিয়ে আসছিলাম। তারা তাতে আস্থা রাখতে পারে নাই। দেখলাম, বহু রোগের মার্জিনে আছি আমি। এখন প্রায় ৫ কে ওন কমেছে। নিজের কাছেই নিজেকে ফ্রেশ মনে হচ্ছে।
আপনি পুরো শরীরটা চেক আপ করিয়ে ফেলেন। খাবার কমিয়ে দিন। পেটে ক্ষুধা রেখে দিন। ভোরে উঠে খালি পেটে একটু দৌড়ানোর ব্যবস্থা করেন। রিপোর্ট নিয়ে তারপর কোন ডাক্তারের কাছে যান।
ধন্যবাদ। শুভ কামনা রইলো।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো পরামর্শ দিয়েছেন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩
শুভ্রনীল শুভ্রা বলেছেন: শুনেছি, আলসার সমস্যায় কাঁচা পেঁপে খেতে হয়। খেয়ে দেখতে পারেন উপকার হয় কিনা। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
মাঝে মাঝে আমারো স্রেফ আলু ভর্তা আর সাদা ভাত খেতেই ভালো লাগে। সাথে বড়জোর শাক ভাজি থাকতে পারে।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: কাচা হোক পাকা হোক পেপে আমি খাই না।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল কথা বলেছেন রাজবি দা
কিন্তু আমরা ভাবি ত অন্যভাবে------
যদি একটু চিন্তাকরতাম তাহলে বুঝি
এরকম রোগবালাই ধরত না---------------
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
চলছে মুজিববর্ষ।
প্রতিটা মন্ত্রনালয়ের ব্যাপক আয়োজন মুজিববর্ষ নিয়ে। কোটি কোটি টাকা বরাদ্দ। আমাদের দেশে টাকার অভাব নেই। মুজিববর্ষ উপলক্ষ্যে যদি এই একটা বছর বাজারে জিনিসপত্রের দাম কমে যেতে তাহলে খুব ভালো হতো। অথবা দশ লাখ বেকার চাকরী পেত। অথবা যারা রাস্তায় ঘুমায় তাদের মাথার নিচে যদি ছাদ পেত। অন্তত একটা বছর। মুজিবকে বর্তমানে আম্লিগ তাদের প্রোডাক্ট বানিয়েছে। তারচেয়ে নিজের শরীরের দিকে একটু খেয়াল দেন, ডাক্তার দেখান।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: এই সপ্তাহ দেখি। আগামী সপ্তাহে যাবো ডাক্তারের কাছে।
৭| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২১
নতুন বলেছেন: বেচে থাকা খুব সুন্দর একটা ব্যাপার, ভাবী, আপনার মেয়ের কথা মনে করে নিজের যত্ন নেবেন।
শরিরের সমস্যা হবার আগেই প্রতিরোধের ব্যবস্তা নিতে হয় তাতে ভালো থাকা যায়।
নিয়ম মেনে চললে গ্যাস্ট্রিক, কিডনি সমস্যা হবার কথা না।
ডাক্তার দেখাতে যান আগামী কালই যান।
কাল ডাক্তার দেখিয়ে ব্লগে সবাইকে জানান কি অভিঙ্গতা হইলো। অপেক্ষায় রইলাম সবাই।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে একাএকাই শরীর ভালো হয়ে যাবে।
ডাক্তার দেখানো লাগবে না।
দেখি এই আর কয়টা দিন।
৮| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার জন্য শুভকামনা।
সুস্থতা কামনা করছি-
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চিল।
৯| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও অসুখকে খুব একটা কেয়ার করিনা।
ডাক্তারের কাছে যাইনা, নিজের ডাক্তারী
নিজেই করি। জ্বরজারি হলে প্যারা সিটামল,
গ্যাস্টিকে রেডিটিড আর ডাইরেক্ট হয়ে গেলে
এ্যামোডিস ব্যাস !! আপনি নিজের প্রতি খেয়াল
রাখবেন। পরকালে কেউ কেউকে চিনবেনা,
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই
ইয়া নাফসি ইয়া নাফসি বলবে?
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: পরকালে আমি ইয়া নফসি করবো না।
আল্লাহর এসিসস্টান্ট কে বলব- আমাকে দ্রুত দোযকে দাখিল করার ব্যবস্থা করেন। দাড়িপাল্লা দিয়ে পাপ মাপার দরকার নাই। সময় নষ্ট করার দরকার নাই। সরাসরি দোযকে।
১০| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫
ইসিয়াক বলেছেন: বন্ধু আপনি দ্রুত ডাক্তার দেখান। এভাবে রোগ পুষে রাখতে নেই। পরে সমস্যা আরো বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা আপনাকে আপনার ছোট্ট আদরের সোনা মামণি পরি মায়ের জন্য ভালো থাকতে হবে,সুস্থ থাকতে হবে। পৃথিবীতে বাবা অথবা মা হারা সন্তানদের জন্য টিকে থাকা অনেক দুঃখময় ও কষ্টকর। আপনি হয়তো তা বুঝতে পারছেন না। প্লিজ আপনি পরি মামনির জন্য হলেও ডাক্তার দেখান ।
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ।
শুভকামনা।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: হুম। দেখাবো।
১১| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
মিরোরডডল বলেছেন: মেয়েছেলে ????
What kind of wording !!!
শব্দ ব্যাবহারে কেয়ারফুল থাকবেন
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: জ্বী।
১২| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
ঢাবিয়ান বলেছেন: অসুস্থতা নিয়ে ফ্যান্টাসি ঠিক নয় । ডাক্তার দেখান ও রাস্তার আজেবাজে খাবার পরিহার করুন
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: মোটেও ফ্যান্টাসি করছি না। আমি খুব চিন্তিত।
রাস্তার খাবার তেমন একটা খাই না।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনাকে খাবার কন্ট্রোল করতে হবে, বাহিরে খাবেন না; ঘরে মসলাবিহীন খাবার খাবেন কম করে, পরিস্কার পানি খাবেন বেশী করে। খাবারের ১০ মিনিট আগে সামান্য জিন্জার এ্যাল খাবেন, খাবার ১০ মিনিট পরে আরেকটু জিন্জার এ্যাল খাবেন; খাবারের পরে, আতাফল, পাকাবেল খাবেন, বিনা মসলায় লউ রান্না করতে বলবেন আপনার স্ত্রীকে; বাসায় তৈরি চিকেন স্যুপ খাবেন। এরসব খাবার ব্লগার রূপক-বিধৌত সাধুর খাওয়া উচিত; প্রতিদিন পার্কে হাঁটবেন, সাথে মাম পানি নিয়ে যাবেন।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আসলে বাইরের খাবার বাধ্য হয়েই খাই। ক্ষুধা লাগলে চোখে অন্ধকার দেখি। তখন যা পাই তাইই খাই।
আমার পানির ফিল্টার টা নষ্ট হয়ে গেছে।
আতা বা বেল আমি খাই না। ছোঁটবেলা থেকেই।
লাউ তো খাই ই না। কোনো দিনই খাই নাই।
সুরভি অল্প মশলা বা তেল দিয়ে রান্না করতে পারে না।
বাসার স্যুপ খেয়ে মজা পাই না।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০
ঊণকৌটী বলেছেন: ক্ষুধা লাগলে চোখে অন্ধকার দেকলে ,আপনার সুগার একটু চেক করান,কম কম করে বারে বারে খান এবং কম তেল মশলা দিয়ে নিরামিষ খান,পানি দেখে খাবেন তাহলে ডাক্তার থেকে দুরে থাকবেন । পারলে লউ খাবেন পেটের জন্য খুব ভালো ।
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
আল্লাহর এসিসস্টান্ট কে বলব- আমাকে দ্রুত দোযকে দাখিল করার ব্যবস্থা করেন।
নিজের জন্য্ এমন অমঙ্গল কামনা করবেন না।
আল্লাহ আপনার প্রার্থনা কবুল করলে আফসোসের সীমা থাকবেনা।
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: হে হে---
১৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শরির নিয়ে মশকরা করা ঠিক হচ্ছেনা।
ডাক্তার দেখান রাজিব দা ।
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: জ্বী দেখাবো।
১৭| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: হতাশ হবেন না। লিখেছেন বেশ। মুজিব বর্ষ মঙ্গল বয়ে আনুক আমাদের দেশে ।
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৮| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৯
এম ডি মুসা বলেছেন: প্রথম থমকে গেলাম গ্যাস্টিক সমস্যা কথা শুনে। সুস্থ হয়ে উঠুন
প্রার্থনা করি। মুজিব বর্ষে কথা নিয়ে । রম্য কর টা ভালো লাগল।
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি আদা খাবেন নিয়মিত। দেখবেন গ্যাস্টিক হাওয়া হয়ে গেছে। কিডনির ব্যাথা-বেদনা কমাতে প্রচুর পানি খান।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২০| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০০
আলআমিন১২৩ বলেছেন: আপনার মত একজন সুলেখকের নিকট আল্লাহ রসুল নিয়ে এধরনের মষ্করা মোটেও প্রত্যাশিত নয়। রোগ ব্যাধি নিয়ে এ ধরনের খামখেয়ালিপনা কোন শিক্ষিত ও প্রোগ্রেসিভ লোকের কাজ হতে পারেনা। নিজের ইনারসেল্ফকে ডেভেলপ করার চেষ্টা করলে ভাল হবে।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।
সব হেয়ালি মেয়ালি অফ।িরিয়াস হয়ে গেলাম। দোয়া করবেন।
২১| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২৫
আবির হাসান খান বলেছেন: আপনার সুস্থ কামনা করি
১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আবির ভাই।
২২| ১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:১৬
আমি সাজিদ বলেছেন: প্লিজ ডাক্তার দেখান। কাকে দেখাবেন যদি সিদ্ধান্ত নিতে না পারেন, আপনার ইমেইল আইডিটা আমাকে দেন, আমি যতো ধরনের ইনফরমেশন আছে , রিপ্লাইয়ে দিতে চেষ্টা করবো। আপাতত পেইন কিলার খাওয়ার দরকার নাই। গুনে গুনে ৫০০ মিলির বোতল ৫ বার ভরে নিয়ে সারাদিনে পানি খাবেন।
১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আজ সন্ধ্যায় ডাক্তার দেখাবো।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
আসোয়াদ লোদি বলেছেন: মনে জোর রাখুন, ইচ্ছাশক্তিকে দৃঢ় করুণ, অনেক অসুখ এম্নিতে ভালো হয়ে যায়।
১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: শেষ পর্যন্ত লড়ে যাবো।
হাল ছাড়বো না।
২৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাইয়ের এমন অসুস্থতার খবরে যারপরনাই ব্যথিত হলাম। একটু মাঝেমাঝে ডাক্তার দেখানোটা খুব জরুরী। আর কোন কিছু টেস্ট না করে নিজে থেকেই অনুমানকে গুরুত্ব দিয়ে আমার এটা হয়েছে আমার সেটা হয়েছে ভেবে দুশ্চিন্তা করাটা একেবারে কাম্য নয়।
প্রিয় ভাইয়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি।
১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: দাদা রাতে ডাক্তারের কাছে যাবো।
২৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ২:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল ইফরান বলেছেন: রাজীব ভাই, আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সুস্থতা প্রদান করুন।
ইন্টারনাল মেডিসিনের একটা ডাক্তার দেখান, কয়টা টেস্ট দিলে দেখবেন কি সমস্যা আছে তা উদঘাটিত হবে।
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০ ০
লেখক বলেছেন: আল্লাহ সুস্থতা দান করবে কিন্তু তার আগে বলেন অসুস্থতা দিলো কে?
জ্বী অবশ্যই ডাক্তার দেখাবো।
দীর্ঘশ্বাস ছাড়তেই হলো! যাক, পারলে পানিভাত খাবেন সকালে, অনেক লাভ হয়। ওষুধতো খেতেই হবে। অন্তত আপনার স্ত্রীকে বলতে হবে আপনি যে অসুস্থ।
সুস্থতা কামনা করি।
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: ডাক্তার দেখিয়েছি।
ডাক্তার বলেছেন কোনো সমস্যা নেই।
কিছু অষুধ দিয়েছেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৮
আল ইফরান বলেছেন: রাজীব ভাই, আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সুস্থতা প্রদান করুন।
ইন্টারনাল মেডিসিনের একটা ডাক্তার দেখান, কয়টা টেস্ট দিলে দেখবেন কি সমস্যা আছে তা উদঘাটিত হবে।