নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নানান রকম মানুষ, নানান রকম তাদের ভাবনা

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৫



১। উপরে আল্লাহ্‌ একজন আছেন। আর তিনি সবকিছু দেখছেন এবং শুনছেন। একদিন সব কিছুর উপযুক্ত প্রতিদান দিবেন কর্মফল অনুযায়ী।

২। ফেব্রুয়ারির বই মেলায় ৪০০০/৫০০০ বই বেরুবে। নিজের এক দুইটা বই বেরুলে কোন তলায় যে পড়ে থাকবে! নিজের বন্ধুবান্ধব, পরিচিত কয়েকজন সৌজন্যতার খাতিরে বই কিনবেন,সেটা লেখার গতি হওয়া ঠিক হবে না। আমাদের কালে বই,লেখক কি ভাবে নির্বাচন করতাম, আসুন খুঁজে দেখি।পথ যদি পাই! প্রাথমিক চাওয়া হতে পারে, আমার লেখাটা বেশি মানুষ পড়ুক, শুধু বই না যে কোন ফর্মে।
আর এটাও দেখা যে, বেশি মানুষ যদি আমার লেখা না পড়ে,কেন পড়ে না!

৩। এই জাতি সত্যি হতভাগা। বইমেলা ২ তারিখ থেকে শুরু। প্লাস্টিক মেলা ৭দিন বাড়ানো হলেও বইমেলা সময় বাড়ানো যায় না। তবে কমানো যায়।

৪। এই যে আমি আজকে মশারির দুইটা কোণা টাঙাইলাম, এর জন্য কি আমার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকপে ফ্রান্স!?

৫। চাঁদের বুড়ির মতো একজন বরফের বুড়িও আছে নিশ্চয়ই এই দেশে। চরকাতে সুতা না কেটে, সে বুড়ি তুষার দিয়ে মিহি উলের জামা বুনে। গত দুই দিন ধরে ইলিনয়তে বরফের বুড়ি বিরামহীনভাবে শীতের বাতাস দিয়ে জামা সেলাই করছে। আর বুকের ভেতরে উষ্ণতা নিয়ে, কিছু সুখী মানুষ কম্বলের নিচে ঘুমাচ্ছে।

৬। মাঘের শুরুতেই ফ্যান ছেড়ে ঘুমুতে যাচ্ছি। কলিকাল!

৭। আওয়ামীলীগ ভোট চাইতেছে!
এটাই কিন্তু গণতন্ত্রের বিজয়!

৮। এই তো মধ্যবিত্ত। একটা বাঁধাধরা চাকরি। বিয়ে। সন্তান জন্ম। পান সিগারেট খেতে খেতে বুয়াকে হুকুম। কিছু বৈধ কিছু অবৈধ আয়। বিপ্লব দীর্ঘজীবী হোক বলতে বলতে পশ্চিমে নোঙর।

ধর্ষণের প্রসঙ্গ আসলে বলবে মেয়েটার ওখানে যাওয়ার দরকার কি? মেয়েটার যে শ্লীলতাহানি হয়নি, হয়েছে ধর্ষকের এটা মধ্যবিত্তকে কে বোঝাবে?

৯। অথচ বি এন পি'র প্রতিষ্ঠাতা এই জিয়াউর রহমান সাহেবই একবার বলেছিলেন, "I will make politics difficult."

১০। আজ শাহবাগ জামিয়ার ৪৬ তম বার্ষিক মাহফিল। সময় ও সুযোগ থাকলে চলে আসুন।

১১। ভারতের নিম্নশ্রেণির কৃষকের আত্মহত্যা যদি হত্যা হয়, তাহলে মায়াকোভস্কিদের আত্মহত্যাও হত্যা।মানুষগুলোকে আমরা কৌশলে মেরে ফেলি।

১২। কেনো মানুষ ধইরা নেয়, তুমি যারে অপছন্দ করো, তারও তারে অপছন্দ করতে হইবে। নাইলে তুমি তারে ঘৃণা করবা! এইডা কি চাপাইয়া দেয়া না!? আজব!

১৩।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪

এম ডি মুসা বলেছেন: প্রথম কথাটার কথাটা বলি অনার্স পরীক্ষা কারণেই বইমেলায় পুরোটাই পরীক্ষা দখলে। মাঝেই উক্তি গুলি.....

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: জ্বী।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার বিশ্বাসের ঠিক নাই কোনো। এক নম্বর কথাটায় বিশ্বাস আছে নাকি। না কী চাঁদগাজীর পথ ধরবেন

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর পথ ধরবো।

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১

রাশিয়া বলেছেন: চাঁদগাজীর অবস্থা ভালো। নিজের মনের কথা অকপটে বলে দেয়। কিন্তু রাজীব নূর বিভ্রান্ত। একবার ধর্মকে আফিম বলে, আরেকবার বিশ্বের সব হানাহানির জন্য ধর্মকে দায়ী করে, আবার বেহেশতে হূর পরী নিয়া ঠাট্টা তামাশা করে। আবার পরের ব্লগেই আল্লাহ্‌র গুণগান করে। আজিব!

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি তো মানূষ। রক্ত মাংশের মানূষ।

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ম বিষেয়ে আপনার স্ববিরোধতা আমাকে
পীড়া দেয়। ইসলাম বিরোধী হলে পশ্চিমাদের
কাছে গুরুত্ব পাওয়া যায়। আপনিতো ও দেশে
যাবার প্রত্যাশা করেন না! নাকি সুপ্ত বাসনা রয়েছে?

আপনার প্রদেয় প্রথম বক্তব্যটি চির সত্য। এটা কি
আপনি বিশ্বাস করেন? নাকি উপহাস ছলে কোট করলেন?

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: বিশ্বাস করি।
পশ্চিমাদেশে আমি এমনিতেই যাবো। এজন্য আমার ধর্মকে ব্যবহার করার দরকার নেই।

আপনি ফযরের নামাজ পড়েছেন তো মুরুবী?

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

খোলা মনের কথা বলেছেন: @রাশিয়া ভাই, উনার শুধু গ্যাস্টিক আলসারের সমস্যা না কিছু অন্য সমস্যা আছে..... আগে ছোয়া ছোয়া ইসলাম বিদ্বেষী পোষ্ট দিতেন আর এখন দেন সরাসরি আবার একটু পরেই গুনাগান শুরু করেন.... পোষ্ট আর কমেন্টে জ্ঞানী জ্ঞানী ভাব ধরে বসে থাকেন....দিন দিন পাগল টাগল হয়ে যাচ্ছে মনে হয়... এখনই উপযুক্ত মানসিক ডাক্তার দেখানো উচিৎ....

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আমি মোটেও জ্ঞানী লোক নই ভাই।
আমি বোকা একজন মানুষ। সহজ সরল জীবন যাপন করি। মানূষ প্রতিনিয়ত আমাকে ঠকাচ্ছে।
ঠকতে ঠকতেই আমি শিখছি। আপনাদের চিনছি।

৬| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে তিক্ত এবং বিরক্ত। বাস্তবিক হতে হলে সত্যাসত্য জানতে হয়, বর্তমান সমস্যা হলো, জানি না শব্দের অনেক দাম। যারা জানে ওরা জানি না কে খুব কদর বলে তুমি আসলে খুব ভালো। আমি আসলে কিচ্ছু জানি না।

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আসলেই আমি এই সমাজ এবং এই দেশের মানূষের উপর প্রচন্ড বিরক্ত।
এতই বিরেক্ত যে নিজের অজান্তেই আমার মুখ দিয়ে এদের জন্য জঘন্য গালি বের হয়ে যায়।

৭| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীব ভাই, নিজেকে বকাবকি করে লাভ হয় না। অন্যে শুনলে বজ্জাত ডাকবে। আমার দশা আরও খারাপ। আমি হরদমে দোয়া করি। দোয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। দয়াল আল্লাহ দয়া করে বারবার আমাকে অপমৃত্যুর হাতে থেকে রক্ষা করেছেন।

সুস্থ থাকার চেষ্টা করুন, মঙ্গল হবে। কেউ কাউকে কিচ্ছু দেয় না।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: জ্বী জনাব।
শুকরিয়া।

৮| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ৬। গতকাল রাতে পাখা চালাতে হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আমিও ফ্যান ছেড়েই ঘুমিয়েছি।

৯| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি ফযরের নামাজ পড়েছেন তো মুরুবী?

এটা একটা বালখিল্য প্রশ্ন!
আপনাকে সহজ সরল ভাবি
তাই বলে আপনি বোকা নন।
তবে আপনি বোকার ভাব ধরেন।

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: ঠিক আছে আমি চালাক।
প্রচন্ড চালাক।

১০| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ কাল তো দেখি বেশির ভাগ মানুষই ধার্মিক । অন্ততঃ কমেন্টগুলো পড়ে তাই মনে হলো ।
তাহলে দেশের এই অবস্থা কেন ? ধার্মিকেরা তো সৎ পথে থাকার কথা।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: এরা লোক দেখানো ধার্মিক।

১১| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


@কাজী ফাতেমা ছবি,
আপনি বলেছেন, " আপনার বিশ্বাসের ঠিক নাই কোনো। এক নম্বর কথাটায় বিশ্বাস আছে নাকি। না কী চাঁদগাজীর পথ ধরবেন "

-চাঁদগাজীর কথা ভুলে যান, নিজের অবস্হা বলেন! আপনি ছবি পোষ্ট করেন, কবিতা লেখেন? ব্লগার "নীল আকাশকে" জিজ্ঞাসা করেন, ইসলাম মতে আপনার অবস্হা কি? আপনার কথা ও জীবনের মাঝে সবকিছুই মিথ্যা।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: প্রিয় চাঁদগাজী ভালো বলেছেন।

১২| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

আসোয়াদ লোদি বলেছেন: আল্লাহ্‌ সবকিছু দেখেন, শুনেন, আবার ফেরেস্তাদের দিয়ে লিখিয়েও রাখেন।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: রাখুক লিখে।
ভয় পাই না।
দোযকে এই তো।

১৩| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫২

নীল আকাশ বলেছেন: ১৩ নাম্বার দিয়ে কী বুঝিয়েছেন?

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: একটা বই।
এবার বইমেলাতে প্রকাশ পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.