নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সূর্বনা আর মারুফের বিয়ে হয়েই গেল।
খুব অল্প সময়ে সুন্দর সাজানো গোছানো সংসার হয়ে গেল। মারুফ ভালো চাকরী করে। অফিস শেষ হলেই মারুফ বাসায় চলে আসে। মারুফ জানে, বাসায় সূর্বনা একা। এখন আর মারুফ অফিস শেষে আড্ডায় যায় না। অনেক রাত পর্যন মারুফ আর সূর্বনা বেলকনিতে বসে গল্প করে। দেখতে দেখতে তাদের সংসার জীবন ছয় মাস পার করলো। আর সমস্যা হতে শুরু করলো। বিরাট সমস্যা। মানুষের জীবনে আনন্দ বা শান্তি দীর্ঘস্থায়ী হয় না।
বিয়ের পর মেয়েরা সন্তানের জন্য অস্থির হয়ে যায়।
সূর্বনা বাচ্চা চায়। মারুফ বাচ্চা চায় না। আসলে মারুফের সমস্যা আছে। সে কোনো দিনই বাপ হতে পারবে না। বিয়ের আগে অবশ্য সে তার এই সমস্যার কথা জানতো না। যাই হোক, ডাক্তার দেখানো হলো। ডাক্তার স্পষ্ট করে বলে দিলো- মারুফ বাপ হতে পারবে না। সূর্বনা খুব কাদে। কাদতেই থাকে। অবশ্য কাদলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। মারুফ সূর্বনাকে কোনো শান্তনা দিতে পারে না। তার হৃদয়য়ের গভীরে ভীষন কষ্ট। শেষমেষ সূর্বনা সিদ্ধান্ত নিলো, এতিমখানা থেকে তারা একটা বাচ্চা নিবো। এবং এই বাচ্চাকেই নিজের বাচ্চার মতো করে বড় করবে।
এতিমখানায় অনেক অনুরোধ করে একটা বাচ্চা আনা হলো।
সূর্বনা সারাদিন বাচ্চাকে নিয়ে ভীষন ব্যস্ত থাকে। সূর্বনা এখন অনেক খুশি। তার বেশ ভালো সময় কাটছে। বাচ্চাটার নাম সে রেখেছে মূসা। এদিকে মারুফের মেজাজ প্রচন্ড খারাপ। মারুফ কেন জানি বাচ্চাটাকে সহ্যই করতে পারে না। বাচ্চাটা কাদলেও মারুফ ফিরে তাকায় না। কোলে নেয় না, আদর করে না। একদিন সূর্বনা বলল, তুমি মূসাকে আদর করো না কেন? মারুফ বলল, আমার খূশি। এই বাচ্চা আমার না। এটাকে আমার দুই চক্ষে দেখতে ইচ্ছা করে না। ও কাদলে ইচ্ছা করে গলা টিপে ধরি।
সুখের সংসারে আগুন লেগে গেলো।
একদিন মারুফ সূর্বনার সাথে তুমুল ঝগড়া করলো। এমনকি রাগের মাথায় সূর্বনাকে খুব মারলো। ঝগড়ার মূল কারন মূসা। মারুফ বলেছে, মূসাকে যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে আসো। এই অত্যাচার আর সহ্য হয় না। সূর্বনা মূসাকে এতিম খানায় ফেরত দিতে চায় না। মূসাকে নিয়ে ঝগড়াঝাটি প্রায় রোজই হতে থাকলো। সূর্বনাও প্রায় রোজই মারুফের হাতে থাপ্পড়, কিল, গুসি খেতে লাগলো। একদিন বাধ্য হয়ে সূর্বনা মূসাকে এতিমখানায় ফেরত দিয়ে দিলো। ফেরত দিয়ে এসে বাসায় সারাদিন বসে কাদলো। খুব কাদলো। সব আল্লাহর ইচ্ছা।
মারুফ একদিন অফিস থেকে এসে দেখে সূর্বনা কাদছে।
মারুফের খুব মায়া হলো। মারুফ বললো, দেখো আমরা দুইজন খুব মিলেমিশে থাকবো। অনেক আনন্দ করবো। দরকার নেই আমাদের বাচ্চা কাচ্চা। চলো আজ বাইরে থেকে ঘুরে আসি। রাতে বাইরে খাবো। সূর্বনা আর মারুফ রাতে বাইরে খেলো। রিকশা করে অনেকক্ষন ঘুরে বেড়ালো। মুভি দেখলো। সূর্বনাকে অবাক করে দিয়ে মারুফ একটা চুন্ডি শাড়ি কিনে দিলো। সে রাতে তাদের অনেক আদর সোহাগ হলো। কিন্তু সূর্বনার ভালো লাগে না। তার একতা বাচ্চা চাই। নিজের একটা বাচ্চা। বাচ্চা ছাড়া কোনো আনন্দই আনন্দ না। তার বাসায় কাজ করে নাসিমা বুয়া তারও দু'টা বাচ্চা।
এভাবে দুই বছর পার হয়ে গেল।
একদিন সূর্বনা কঠিন এক সিদ্ধান্ত নিলো। সে মারুফকে ডিভোর্স দিবে। এবং সে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিলো। মারুফ সূর্বনা আলাদা হয়ে গেল। এভাবে ছয় মাস পার হয়ে গেল। সূর্বনার মনে শান্তি নেই। একদিন সূর্বনার বড় ভাই বললেন, বোন তুই আবার নতুন করে জীবন শুরু কর। তুই আবার বিয়ে কর। আমার বন্ধু কামাল তোকে বিয়ে করতে রাজী। কামাল ভালো ছেলে। হৃদয়বান মানুষ। অত্যন্ত হাসিখুশি প্রানবন্ত পুরুষ। প্রথম প্রথম সূর্বনা না করলেও শেষমেষ ভাইয়ের পছন্দে সে কামালকে বিয়ে করে ফেলল। বিয়ের পর বুঝলো কামাল আসলেই ভালো একজন মানুষ।
পৃথিবীতে ভালোবাসা অনেক বড় অস্ত্র।
কামাল তার স্বচ্ছ পবিত্র ভালোবাসা দিয়ে সূর্বনার মন জয় করে নিলো। প্রচন্ড হৃদয়বান একজন মানূষ কামাল। দারুন ভদ্র, অমায়িক মানুষ। সূর্বনা আর কামালের জীবন বেশ ভালো কাটছে। সূর্বনা কামালের ভালোবাসা পেয়ে সাবেক স্বামী মারুফকে পুরোপুরি ভুলে গেল। কামাল বেশ আমুদে মানুষ। ছুটির দিনে তাদের বাসায় বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন লেগেই থাকে। খুব আড্ডা হয়, গান বাজনা হয়। এক বছরের মাথায় সূর্বনার একটা ছেলে সন্তান হয়। আদর ভালোবাসায় সন্তান বড় হতে থাকে। সূর্বনা তার সন্তানের নাম রাখে মূসা। এদিকে মারুফের খবর কেউ রাখে না। সূর্বনার বিয়ের দিন মারুফ আত্মহত্যা করে।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: একই মন্তব্য এতবার করার কারন কি?
মনে হয় ভুলে ক্লিক পরে গেছে। ওকে।
৩| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
৪| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
১ম মুসার কথা ভুলেন গেছেন?
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: কোন মূসা?
৬| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কামাল সাহেবের ও কি এটা দ্বিতীয় বিয়ে??
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: না।
৭| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮
হাবিব বলেছেন: মারুফ কাজটা মোাটেই ভাল করেনি।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: মারুফ তার সমস্যার কথা জানতো না। তবে সে সূর্বনাকে খুব ভালোবাসতো। বরং সূর্বনাই তার ভালোবাসার দাম দেয় নি।
৮| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! গল্পতেও তো দারুন আপনার হাত.....
+++
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: আমি একজন উজ্জ্বল প্রতিভা।
শুধু ক্ষমতাবান মামা চাচার অভাবে কিছু হলো না আমার।
৯| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০
ঊণকৌটী বলেছেন: কিছু মনে করবেন না,অনেকটা বাংলা রচনার মত লেগেছে ।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: জানি। মানি।
১০| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫০
শের শায়রী বলেছেন: আমিও আপনাদের মত গল্প লিখতে চাই পারিনা যে। গল্পে ভালো লাগা।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার হাত চলেই থাকে। চমৎকার গল্প। ++
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮
খাঁজা বাবা বলেছেন: গল্প হলেও সত্যি?
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: কিছুটা।
১৩| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯
কালো যাদুকর বলেছেন: প্রথম মুসার কি হল?
মারুফ একটা গাধা।
মেয়েরা বাচ্চা কাচ্চা পেলে সবই ভুলে যায়।
আরো লিখুন।
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: মূসাকে এতিমখানা থেকে এনেছিলো। আবার এতিনখানায় ফেরত দিয়ে আসে।
মারুফ গাধা কেন? সে বাচ্চা দিতে অপারগ।
১৪| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৮
ফয়সাল রকি বলেছেন: বেচারা মারুফ!
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১৫| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১
নতুন বলেছেন: কিছুটা রচনার মতন হয়েছে।
কাহিনি ভালো কিন্তু মজা হয় নি।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আসলে আমি লিখতে জানি না।
আপনারা যে দয়া করে পরেন এটাই আমার ভাগ্য।
১৬| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধুত এইটা একটা গল্প হলো, সময় নষ্ট!!
২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: জ্বী ভাই সময় নষ্ট করবেন না।
সময় কাজে লাগান।
আপনি বুদ্ধিমান।
১৭| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১১
কালো যাদুকর বলেছেন: মারুফ গাধা হয়ার অনেক কারন আছে। প্রথম কারন, সে অভিমান করে মরে গেল।
২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: মারুফ লোকটা খারাপ ছিলো না।
সে বাপ হতে পারবে না, এই কষ্ট তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল।
১৮| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাজিব ভাই উপরের কমেন্টটা এক্সপ্রিমেন্ট মাত্র। সেই কবে থেকে একসাথে, আপনার ব্লগ পড়ছি নানান সময় নানান মন্তব্য করছি। আপনি ধন্যবাদ উত্তর ছাড়া কিছুই লিখেন না প্রতি মন্তব্যে তাই আজ দেখলাম কি লিখেন। ভাল থাকবেন।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবনে।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।