নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ২৭

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫



১। আমার বন্ধু সালাউদ্দিন।
এই গাধাকে সারা জীবন দেখেছি রাস্তায় মেয়ে দেখলেই হা করে তাকিয়ে থাকতো। অতি কুৎসিতভাবে তাকিয়ে থাকতো। অনেক বলে- কয়ে সালাউদ্দিনকে ফেরাতে পারি নি। এখন সালাউদ্দিন বিয়ে করেছে। এখন সে আর কোনো মেয়েদের দিকে তাকায় না। কিন্তু সালাউদ্দিনের বউ এর দিকে লোকজন তাকিয়ে থাকে। বলা যায় কুৎসিত ভাবেই তাকিয়ে থাকে। যারা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায়- কুৎসিত ভাবেই তাকায়। বড় নোংরা লাগে তখন পুরুষ জাতীর চোখ মুখ। যাই হোক, সালাউদ্দিন যখন তার বউকে নিয়ে রাস্তায় বের হয় তখনও লোকজন তাকিয়ে থাকে।
গত পরশু সালাউদ্দিনের সাথে দেখা।
সে খুব আক্ষেপ নিয়ে বলল, দোস্ত তোর ভাবীকে নিয়ে কোথাও বের হলেই লোকজন বিছছিরি ভাবে তাকিয়ে থাকে। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না। আরে এভাবে তাকিয়ে থাকার কি আছে? লোকজন এরকম কেন রে?!
আমি বললাম, একসময় তো তুমি মেয়েদের দিকে খুব কুৎসিত ভাবে তাকিয়ে থাকতে। এইটা তোমার পাপের শাস্তি। প্রকৃতি কাউকে ক্ষমা করে না।

২। আমার পাশের বাসায় থাকেন বাশার ভাই।
বাশার ভাই চমৎকার ভালো মানুষ। বাংলায় অনার্স- মাস্টার্স করে এখন বেশ ভালো চাকরী করছেন। বাশার ভাই দেখতে বেশ সুন্দর। কথাও বলেন খুব সুন্দর করে। বাশার ভাই বিয়ে করবেন। তার জন্য ব্যাপক হারে মেয়ে খোজা হচ্ছে। কিন্তু মনের মতো মেয়ে পাওয়া যাচ্চে না। কারো চুল কোকড়ানো। কোকড়ানো চুল বাশার ভাইয়ের পছন্দ না। কেউ বেটে। বেটে মেয়ে বাশার ভাইয়ের একেবারেই অপছন্দ। কেউ হাসলে দাতের মাড়ি দেখা যায়। কোনো মেয়ে হাসলে তার দাতের মাড়ি দেখা গেলে বাশার ভাইয়ের খুব মেজাজ খারাপ হয়। এভাবে দেখতে দেখতে বাশার ভাই ৭৭ জন মেয়ে দেখে ফেললেন। তার কোনো মেয়েই পছন্দ হয় না।

আমি প্রায়ই বাশার ভাইয়ের সাথে আড্ডা দিতে যাই।
আড্ডা দেওয়ার প্রধান কারন হলো- বাশার ভাই খুব সুন্দর করে কথা বলেন। এবং তিনি দারুন বুদ্ধিমান একজন মানুষ। একদিন গেলাম তার সাথে দেখা করতে তিনি বললেন- ১১৯। আমি বললাম ১১৯ মানে কি বাশার ভাই? তিনি বললেন, ১১৯ মানে ১১৯ টা মেয়ে দেখেছি গত দেড় বছরে। কোনো মেয়েকেই আমার পুরোপুরি পছন্দ হয় নি। কোনো না কোনো সমস্যা আছেই। আবার একদিন বাশার ভাইয়ের বাসায় গেলাম- তিনি বললেন, ১৪৪। যাই হোক, ১৭৭ নম্বর মেয়ে তার পছন্দ হলো। এবং বিয়েও হয়ে গেল। সেই বিয়েতে আমি ছিলাম। বেশ ধূমধাম করে বিয়ে।

বাশার ভাইয়ের বউ কেমন হলো?
সব মানুষকেই আল্লাহ বানান। মানুষের চোখ মুখের উপর মানুষের হাত নেই। সব আল্লাহ পাকের ইচ্ছা। কেউ কালো, কেউ মোটা, কেউ সুন্দর, কেউ মলিন, কেউ মায়াময়, কেউ মায়াহীন। আমাদের বাশার ভাইয়ের বউ- দেখতে একেবারেই সুন্দর না। একবার তাকালে আর দ্বিতীয় বার তাকাতে ইচ্ছা করে না। হাসলে মাড়ি দেখা যায়। এবং দাত গুলো যেন মুখের বাইরে এসে পরে। চুল কোকড়া।, শ্বেতী রোগীর মতো গায়ের রঙ। গলার ভয়েস পুরুষ লোকের মতোন। বাশার ভাই এত এত মেয়ে বাছাই করে শেষমেষ এমন একটা মেয়ে বিয়ে কেন করলেন আমি বুঝতে পারলাম না।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১।আল্লাহ এই পৃথিবীতেই কিছু পাপের শাস্তি দিয়ে দেন।আর সেই শাস্তিই সালাউদ্দিন ভাই পাচছে।কিন্তু তার স্ত্রী কি এটি উপভোগ করছেন নাকি ভুক্তভোগী?
২।যদি কেউ অন্যের প্রতি অবহেলা করে বা নিজেকে অন্যেদের থেকে ভাল মনে করে, প্রকৃতি তাকে স্বয়ংক্রিয়ভাবে শাস্তি দিয়ে দেয়।আর বাশার ভাই প্রকৃতি প্রদও উপহারই পেয়েছেন।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ১। আল্লাহ যদি পাপের শাস্তি পিথিবীতেই দিয়ে দেন, তাহলে ম্রিতুর পর শাস্তি দিওবেন না?
২। মারুফ কে কি আল্লাহ শাস্তি দেন নি?

২| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭

কালো যাদুকর বলেছেন: প্রথমআলোতে আপনার লেখাটা পড়লাম।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: আমি কখনও প্রথম আলোতে লিখি নি।

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: পৃথিবীর বিভিন্ন রকম মানুষ, তাদের পছন্দ বিভিন্ন রকম। যেমন ধরেন অনেকে মিষ্টি খুব পছন্দ করে, আমি খুব একটা করিনা। তার মানে কি মিষ্টি তেমন খাবারের মধ্যেই পরে না? মোটেই না।
অনেকের ফর্সা মানুষ পছন্দ, আমার কাছে শ্যামলা রং বেশি পছন্দ। তার মানে ফর্সা রং বাজে রং? মোটেই না!
সৌন্দর্য নির্ভর করে আপনি কিসের সাপেক্ষে সৌন্দর্য নির্ধারণ করছেন তার উপর। যেমন ধরেন আফ্রিকার একটা জাতী আছে যারা লম্বা গলা কে সুন্দরের রেফারেন্স হিসেবে মনে করে। আর আমরা গায়ের রং কে সুন্দরের রেফারেন্স হিসেবে মনে করি।
তাছাড়া রুচির উপরও অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কাছে হয়তো বাশার ভাইয়ের বউয়ের দিকে একবার তাকালে আর দ্বিতীয় বার তাকাতে ইচ্ছা করে না। কিন্তু বাশার ভাইয়ের হয়তো সর্বদাই তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৪| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

এম ডি মুসা বলেছেন: প্রথম ঘটনাটি থেকে শিক্ষা নেয়া উচিত ।। জানা উচিত ।।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



বাশার নিজের পছন্দ অনুসারে বিয়ে করেছেন।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: জ্বী নিজের পছন্দে।

৬| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবই কপাল!
কপালের লিখন না যায় খন্ডন।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ইসিয়াক বলেছেন: ১ম টা ভালো লাগলো ।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ওকে।

৮| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

আশরাফ আনন্দ বলেছেন: কলেজে পড়ুয়া অবস্থায় আমরা আড্ডা দিতাম ধানমন্ডী ৬ নাম্বারে বর্তমানে যেখানে 'আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতাল' অবস্থিত, সেখানে তখন 'বুনন' নামে একটি নারী সামগ্রীর দোকান ছিলো, আর সামনের অনেক বড় জায়গাটা একেবারে রাস্তা পর্যন্ত ফাঁকা ছিলো.. অনেকটা লন-এর মতো করে। তো, প্রতি সন্ধ্যায় আমরা বন্ধুরা সেখানে জমায়েত হতাম। অনেক রাত অব্দি চলতো উড়া-ধুড়া কথাবার্তা-গলা ছেড়ে গান-বাজনা-ধূমপান। এসবেরই একটা অংশ ছিলো তথাকথিত টিজিং। তবে আমরা সম্ভবত একটু ভদ্র টিজার ছিলাম। কারণ আমরা যাকে নিয়ে কথা বলতাম, সে/তিনি (পথচারী/পরিচিত) আমাদেরকে অতিক্রম করে শ্রবণসীমার বাইরে গেলেই কেবল তাকে নিয়ে কথা বলতাম আমরা। অন্তত আমাদের কথায় কিংবা দৃষ্টিতে কখনও কেউ হয়েছে বলে মনে হয়নি।
আপনার লেখার প্রথম অংশটুকু পড়ে কেন যেন এটুকু স্বীকার করতে ইচ্ছে হলো। ধন্যবাদ। ভালো লেগেছে লেখাটা।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: ওকে।
খারাপ সব কিছু থেকেই দূরে থাকাই ভালো।

৯| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২

নেওয়াজ আলি বলেছেন: যেমন কর্ম তেমন ফল।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১০| ২২ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:২৪

ডঃ এম এ আলী বলেছেন:




ধন্যবাদ বাশারকে, তিনি অনেক খুঁজে যাকে বিয়ে করেছেন
তাকে হয়তবা অনেকেই বিয়ে করতে রাজিই হয়নি ।
এমন মহত গুণের অধিকারীকে স্যালুট জানাই।
দেখতে খুব সুরত হলেই সুন্দরী হয়না
সুন্দরী হয় গুণে । গুণী মানুষ
গুণের কদর দিয়েছেন ।

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
কিন্তু বাশার ধরা খেয়েছে।
এত এত মেয়ে দেখার কারনে তার মাথা আউলায়ে গেছে। শেষমেষ ধরা খেয়েছে।

১১| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৭

কালো যাদুকর বলেছেন: এটার কথা বলছহিলাম। Click This Link

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ওকে।

১২| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২০

নীল আকাশ বলেছেন: মোহামমদ কামরুজজামান বলেছেন: ১।আল্লাহ এই পৃথিবীতেই কিছু পাপের শাস্তি দিয়ে দেন।আর সেই শাস্তিই সালাউদ্দিন ভাই পাচছে।কিন্তু তার স্ত্রী কি এটি উপভোগ করছেন নাকি ভুক্তভোগী?
২।যদি কেউ অন্যের প্রতি অবহেলা করে বা নিজেকে অন্যেদের থেকে ভাল মনে করে, প্রকৃতি তাকে স্বয়ংক্রিয়ভাবে শাস্তি দিয়ে দেয়।আর বাশার ভাই প্রকৃতি প্রদও উপহারই পেয়েছেন।

আমি যা যা বলতে এসেছি উনি তা আগেই বলে দিয়েছেন।

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪০

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক চমৎকার লিখেছেন ভাইয়া বাস্তব জীবন থেকে। এমন অনেক দেখেছি আশেপাশে। প্রকৃতির শাস্তি পেতেই হয়।

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.