নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৭

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৭



১। আমার কাছে বইয়ের বিকল্প আর কিছু হতে পারে না।
আজ যে আমি সৎ হয়ে জীবনযাপন করছি এবং ধনী না হলেও বিপথগামী হইনি- সে তো বইয়েরই দান। ‌ আজ যে সভ্যতার মধ্যে আমারা সবাই বাস করছি, তা তো বই থেকেই সৃষ্টি হয়েছে। বই না থাকলে আমরা কি এই সভ্যতা পেতাম? বই আমাদের মানুষ করেছে, আমাদের সুসভ্য করেছে। তাই আজ যারা বই-বিমুখ, যারা শুধু কম্পিউটার, পানশালা আর টিভি সিরিয়ালে আনন্দ পায়, তাদের কি সভ্য বলা যাবে?

২। মানিক বন্দ্যোপাধ্যায় এর 'দিবারাত্রির কাব্য' অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!

মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে'। যে সমুদ্র সীমাহীন জলের আধার- সেটা ভিজে যাবে!!!

৩। আমার কখনও কারো ছবি তুলতে হলে তাকে বলি- আপনি আমার কথা ভুলে যান, ক্যামেরার দিকে তাকিয়ে আপনি আপনার খুব প্রিয় একজন মানুষের দিকে তাকিয়ে আছেন, এটা ভাবেন। এই কথাটা বললেই সবাই একটু মিষ্টি করে হাসেন। ওই হাসির মধ্যেই আমি আমার কাজ শেষ করে নেই।

৪। চালচলনে সুশীল হও !
মোলায়েম কন্ঠে কথা বলো !
কন্ঠ স্বরকে গাধার মতো কর্কশ করো না !
( আল কোরআন, সূরা লোকমানঃ ১৯ )

৫। শুকনো মরু শহর মক্কায়, কাবুলে বরফ পরছে, আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোয় তুষারপাত নেই এই উইন্টারেও। পৃথিবীটাকে আমরা ভালো রাখিনি।
মানুষের কর্মকান্ডের কারনে প্রকৃতির উপর যে বিরুপ প্রতিকৃয়া সৃষ্টি হয়েছে, তার কারনে আগামী ৫০০, ১০০০ কি ২০০০ বছরে মানুষই হয়তো বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু তাতে পৃথিবীত কিছুই যায় আসে না। সে নিজেই পরবর্তী ১০০০০ কি ২০০০০ বছরে নিজের ক্ষত নিজেই সারিয়ে নেবে।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৬

রাশিয়া বলেছেন: এগুলোর মধ্যে মিথ্যার কি দেখলেন? সবই তো ১০০% সত্যি

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: তাও ঠিক।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দাগনভুইয়ার কমেন্ট রিপোর্ট করা হলো।আপনারাও করুন।৩ নং ভালো লেগেছে,মজা পাইছি।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: তিন নাম্বার আইডিয়াটা বেশ পছন্দ হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি এই ছবি ডিলিট করছেন না কেন?

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: আমি এতক্ষন ব্লগে ছিলাম না। মাত্র এলাম। কোন ছবির কথা বলছেন?

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোরআনে সব বিশ্লেষণ করা হয়েছে, বুঝে এবং মেনে চললে সকদিকে সফল হওয়া যায়।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: আলাহ সেই ৌফীক দান করুন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন। পারলে দৈনিক ৪১ বার সুরা ফাতেহা পড়বেন। আপনি সুস্থ হয়ে যাবেন ইন শা আল্লাহ।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: সূরা পড়লে লাভ নেই।
যদি সূরা পড়লে উপকার পাঐয়া যেত তাহলে মানুষ এত টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখাতো না।
এখন কি আমাকে নাস্তিক বলবেন?
বাস্তবে আসুন। এটা আধুনিক দুনিয়া।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বাস্তবিক চিন্তা করি। ওষুধ তো খাচ্ছেন তাই না? সুরা পড়ার জন্য বলেছিলাম, পরে লিখেছিলাম ইন শা আল্লাহ।

আমি কাউকে নাস্তিক ডাকি না। কারণ সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। নাস্তিক আর আস্তিক কী? শুধু মারামারি করার জন্য দুইটা ফাউল শব্দের ব্যবহার করা হয়। পেটে জট লাগলে সকল টাট্টির দিকে দৌড়ে। বাতাস বাদ দিলে কাউকে খুঁজে পাওয়া যাবে না।

যাক, আমি আমার কথা বলি কেউ বকে কেউ পাগল ডাকে।

আমি দৈনিক দুইটা টেবলেট খাই। ভিটিমিনের টেবলেটও খাই। দোয়া করি তাওবা করি। সকলের জন্য দোয়া করি। আমি সুস্থ আছি।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার কথারসুর ধরেই বলি- আল্লাহ সবাইকে ভালো থাকুক। সুস্থ থাকুক।

৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলের মঙ্গল হোক।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চাহেন।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, আল্লাহ চাইলে আমি দুনিয়া আখেরাতে সফল হব।

সফল হওয়ার জন্য আমি দোয়া এবং চেষ্টা করি।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বয়স ৫০ হয়েছে। মাত্র কয়েক বছর আগে আমি জীবন কী জেনেছি। মৃত্যু হলো গন্ত্যবে পৌঁছার মাধ্যম মাত্র। জন্মে শুরু হয় পথ চলা।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: আমার বয়স ৩৫।
আপনার থেকে আমি অনেক ছোট। আমাকে তুমি করে বলবেন।

১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব আপনেক ভাবতে হবে না। চালিয়ে যান। আমি আমার নাতনিকে মেডাম ডাকি।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: ওকে।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বই পড়লে অনেক বাজে অভ্যাস থেকে দূরে থাকা যায়...

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

অক্পটে বলেছেন: যারা ঘুষ খাচ্ছে, বিনাদোষে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে লাখ টাকা আদায় করছে। আদালতে চিহ্নিত বিচারকেরা যেভাবে জলন্ত সত্যকে মিথ্যা বানাচ্ছে এরা সবাই অনেক বই পড়েছে। এত বই পড়ার পর এরা কিভাবে পাপ করে?

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: তাতে তো ঠিক। তার মানে বই পড়ে সবাই ভালো মানুষ হয় না।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: এক সময়ই খুবই বই পড়তাম, এখন আর সময় হয়ে উঠেনা, তবে একটা ব্যক্তিগত লাইব্রেরী করার ইচ্ছে আছে, তখন হয়তো আবার পড়ার সুযোগ পাবো।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ব্যাক্তিগত লাইব্রেরী করুন। কিন্তু বই গুলো যেন প্রতিবেশীরাও পড়তে পারে।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: ২ নম্বরটা ভালো লেগেছে।

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.