নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১২৮

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯



১। পৃথিবীতে মাত্র দুইটি দেশ সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে।
এক, ভারত,
দুই, ইসরায়ীল।
পৃথিবীর আর কোন দেশ সীমান্তে অনুপ্রবেশ করার অজুহাতে পার্শ্ববর্তী দেশের সাধারন মানুষ হত্যা করে না।

২। ঈশ্বরের বাক্য শুধু শুনলেই হবে না, সেভাবে কাজ করতে হবে। শুধু শুনে যাওয়া আত্ম প্রতারণারই শামিল।

৩। রবীন্দ্রনাথের 'বিসর্জন' নাটকে একটি সংলাপ আছে যে, এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কি দুর্গতি আছে। আমার মনে হয়, ১০০ টি বাক্যে যা বলা যেত না, তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।

৪। গ্রামের স্কুল।
পঞ্চম শ্রেনীর এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো – স্যার, পিলার বানান কি?
শিক্ষক উত্তর দিলেন- Pilar
ছেলেটি একটু চুপ থেকে বললো – স্যার আমার বড় ভাই কলেজে পড়ে, সে বললো পিলার বানান নাকি - Pillar!
শিক্ষক মহাদয় একটু চিন্তা করে বললেন – পিলার বানানে এক ‘এল’ দিলেও হয় তবে দুই ‘এল’ দিলে Pillar টা একটু পোক্ত হয়।

৫। এবার যারা বাংলা একাডেমি পদক পেলেন তাঁদের বেশির ভাগই ৬০ এর ওপরে। আমি ৬০ থেকে এখনও অনেক দূরে আছি। আমি ৬০ ছোঁয়ার আগেই পাবো।

৬। যাদেৱ উপৱ আমাৱ ৱাগ বা ক্ষোভ ছিল সবাইকে আমি ক্ষমা কৱে দিয়েছি। আমিও সবাৱ কাছে ক্ষমা চাই। তোমৱা আমাকে ক্ষমা কৱো..।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৯

এম ডি মুসা বলেছেন: খুব ভালো । সব গুলি ভালো লাগার।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


২ নং,
আপনি কি ঈশ্বরের বাণী শুনেছেন? মুসা (আ: ) বলেছিলেন যে, তিনি শুনেছিলেন।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: হে হে----

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



১ নং:

যারা ইসরায়েলের ভেতরে কাজ করতে যায়, তাদের "আইডি কার্ড" আছে, আসা-যাবার জন্য গেইট আছে; যারা সন্ত্রাসী কাজে যায়, তারা কাঁটাতার টপকে যায়, বা গর্ত করে যায়।

বাংলাদেশে কেন যায়, তা পুরো বাংগালী জাতি জানেন।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: দুই দেশ মিলে আলোচনা করে সমস্যার সমাধান করা যায়। বর্ডারে মানুষ মরছে তবুও তো অনুমতি ছাড়া মানুষ যাচ্ছে। যায় কেন?

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাদের বন্দুকে গুলি আছে, দুই একটা ফালতু খরচ করলে তেমন কিছু হয় না।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: গুলি খরচ করলে কিছু না হলেও একটা জীবন তো চলে যায়।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশের হর্তাকর্তারা কি কখনো এসব চিন্তা করে? দেশে বেকার মানুষ বেশি, এক থাল ভাতের জন্য কত কিছু করতে হয়।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: জ্বী না জনাব। দেশের অবস্থা এখন অনেক ভালো।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! শুরুতেই চমৎকার একটি খবর।

আমরা দাবি করতেই পারি,
ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লভে। মোদীজি স্বাধীনতা-পরবর্তীকালে থেকে চলে আসা নেহরুজির পঞ্চশীল নীতি থেকে সরে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতকে একটি শক্তপোক্ত জায়গায় দাঁড় করাতে পেরেছেন। গড়ে তুলেছেন শক্তিশালী প্রতিরক্ষার বলয়। এলটিটিই নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে বিরোধ আগে থেকেই ছিল। তাকে যোগ্য চপেটাঘাত করে বুঝিয়ে দিয়েছেন ভারতের পিছনে লাগার ফল কতটা মারাত্মক হতে পারে।
নেপালে কমিউনিস্ট সরকার হিন্দু রাষ্ট্রের পরিবর্তে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করায় মোদিজী সঙ্গত ভাবেই চটেছেন। তাদের ওষুধপত্র সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সরবরাহ বন্ধ করে দিয়েছেন। কাজেই নেপাল বুঝতে পারছে কটা ধানের কটা চাল।
আফগানিস্তানকে আলাদাভাবে আঘাত করার কোন প্রয়োজন নেই যে নিজের ক্ষতে ক্ষত বিক্ষত।
প্রতি ভোটের আগে পাকিস্তানকে আঘাত করে দিল্লির সিংহাসন পাওয়ার কৌশল মোদিজীর এখন পকেটস্থ।
আকসাই চীন নিয়ে একটু বিরোধ হলেও মোদীজি 62 র প্রতিউত্তর দিতে এখন বদ্ধপরিকর। এখানে বরং একজন দক্ষ কূটনীতিকের ভূমিকা নিয়ে তিনি চাণক্য পুরীতে চিনা প্রেসিডেন্টের জন্য লাল কার্পেট বিছাতেও রাজি। আর তাই রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকে ক্লিনচিট দিয়ে চীনের প্রতি আনুগত্য দেখাতে বদ্ধপরিকর।
আর বাংলাদেশ! রোগীর জন্য পুরো ভারত এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে গ্রান্টি দিয়ে বলা যায়,রোগ না সারলেও একটা পয়সা পকেটে নিয়ে দেশে ফেরত পাঠানোর মতো আহম্মক ভারতের চিকিৎসা কারবারিরা নন। এমন বন্ধুকে মোদিজীর খুবই দরকার। এহেন মোদিজীর জয়গান না গেয়ে আমরা পারিনা। স্যালুট মোদিজীকে।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: দাদা মন্তব্যের উত্তর দিলাম না।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাওবা তাওবা, আমি আবার মারাত্মক ভুল করেছি। মাফ করবেন সাহেব।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহন করে।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

নিভৃতা বলেছেন: যারা ক্ষমা করতে জানে তাদের হৃদয়টা সত্যি বিশাল।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আমি অতি সহজেই ক্ষমা করে দেই।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ঠিক বলেছেন। পরে বার এমন ভুল করব না।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: মানূষের জন্যই হয়েছে বারবার ভুল করার জন্য।
না চাইলেও ভুল করতে হবে।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন: ৪ নম্বরটা ভালো লাগলো ।

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: হে হে

১১| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: আপনার উপর শান্তি বরষিত হোক।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:

গরু চুরি করতে এত রিস্কি কাঁটাতার পার হওয়ার দরকার কি?
দেশে কি গরুর অভাব?
আবার গুলি না করে ঘাড় ধরে এপারে ঠেলে দিলেও আরেক বিপদ।
BBC ও DW ১০ টা ক্যামেরা হাজির হয়ে যাবে। বলবে দেখেন প্রমান! সব মোসলমান বের করে দিচ্ছে মোদি!
* গত ঈদে পকেট ভর্তি ডলার নিয়ে ঈদের ছুটি কাটাতে ৬ লাখের বেশী মানুষ গেছিল ভারতে। ভারত খারাপ।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যায় ভারত। কেনা কাটা, চিকিতসা বা বেড়াতে।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতামত স্ববিরোধী!
২ নম্বরে যা বলেছেন তা কি বিশ্বাস করেন?
যদি বিশ্বাস করেন তা হলে দোযখে যেতে চান কেন?
যদি ঈশ্বরের কথা যথাযথ পালন করেন তা হলেতে বেহেশতে যাবার কথা।
তা হলে কি আপনি ঈশ্বরের কথা শুধু শুনেই যান, পালন করেন না?

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: না, পালন করা হয় না ১০০%।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.