নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুঃখ বিলাস

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪



প্রেম করতে হবে না, ভালোবাসতে হবে না
শুধু একটু সঙ্গ দিও আমারে প্রিয় অবসরে
হাত ধরে অলিগলি রাজপথ বেড়াতে হবে না
যেন রেখো তোমাকে দেবোনা কোনো দুঃখকষ্ট
তবু আমাকে আমার থেকে মুক্ত করো- হে নারী

আমি তো রোদ আর বৃষ্টিতে হেঁটে বেড়ানো মানুষ
যখন তখন প্রতিনিয়ত শিখছি বেঁচে থাকার কায়দা
আমাকে দাও কথা- হে আমার দেবী, হে মমতাময়ী
ভালোবাসা পাখি হয়ে এসো, ফুল হয়ে এসো জীবনে
ভীষন ছন্নছাড়া আমি, নরমকোমল হৃদয় তোমার জানি

তাহলে'ই বদলে যেতে পারে আকাশ ভরা কালো মেঘ
সময় কম, মৃত্যু যে কোনো সময় তাই ভালোবেসে নাও
বুকের গভীরে গোপনে একপাখি বড্ড অস্থির জ্বালায় যে
এখন অনেক রাত! ঘুম আসে না, এপাশ ওপাশ করি
বেহিসেবি স্বপ্নগুলো আমার, মানে না কোনো যুক্তি তর্ক।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসা পাখি হয়ে এসো, ফুল হয়ে এসো জীবনে
ভীষন ছন্নছাড়া আমি, নরমকোমল হৃদয় তোমার জানি

.....................................................................................
সুরভি ভাবীরে কইয়া দিমু কিন্তু !

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা ভালো লেগেছে। কবির স্বপ্ন রঙিন হোক।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


গদ্য কবিতা হয়েছে, হয়তো

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: গদ্য পদ্য কিছুই হয় নি।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

আসোয়াদ লোদি বলেছেন: ''তবু আমাকে আমার থেকে মুক্ত করো-হে নারী''- এখানেই কবিত্ব, কবির আত্মার অনুরণন।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নারী নিয়ে আপনি আরো কবিতা লিখতে পারেন।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী। লিখব।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ(!) কবিদের দলে আরও একজন যোগ হলো।
কবি আর কাকের সংখ্যা এখন আর সমান সমান নয়।
কাক আর কবির সংখ্যা আগেই সমান সমান ছিলো!!
এখন একজন কবি বেশী হলো কাকদের চেয়ে।
কবি জিন্দাবাদ !!

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: কাক গুলো একদিন আপনাকে ধরবে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

নিভৃতা বলেছেন: বনলতা সেনকে দরকার

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: খুজতে শুরু করুন।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:


চমৎকার কবিতায় ভালোলাগা। একটু আগেই আমার কবিতা সম্পর্কে মন্তব্যে প্রতিউত্তর লিখে এলাম-
কবিতা আপনার ভালোবাসায় সংহত হোক।

একজন বিদগ্ধ পাঠকের প্রতিমন্তব্যে বলতে চাই, কিংবা যেহেতু কবিতা লিখি- কবিতা ভালেবাসি তাই দায় থেকে যায়,
আসলে আমরা সবাই কবি, কেউ হয়ত তার প্রকাশের শব্দসম্ভার এবং ভাবনার ব্যাপ্তিতে অন্যমনস্ক; কেউ হয়ত কখনও
জনান্তিকে কবিতা ভেবেছেন- হয়ত তার সামাজিক এবং ব্যাক্তিক সংকোচ তা প্রকাশ করতে দেয়নি- আবার কেউ তেউ
কবিতা লিখে প্রকাশও করেছেন! আসলে কবিতা কথার মতো-
সে হিসাবে নিশ্চয় কাকের চেয়ে কবির সংখ্যা অনেকগুন বেশি। আর কাকের সাথে কবির তুলনা আমাকে ব্যথিত করে,
তারচে উত্তম উপমা কি আপত: ব্যার্থ এবং অকবি মানুষেরা ব্যবহার করতে পারে না!

শুভেচ্ছা রইল!

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ভাই আমি কবি না। আমার ১৪ গুষ্ঠিতে কেউ কবি না।
আমি যা লিখেছি তা মোটেও কবিতা নয়।
বলতে পারেন মনের আবেগ গুলো লিখেছি।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ভাই আমি কবি না। আমার ১৪ গুষ্ঠিতে কেউ কবি না।
আমি যা লিখেছি তা মোটেও কবিতা নয়। বলতে পারেন মনের আবেগ গুলো লিখেছি।

বুঝতে পারছি আপনি কবি্ না। তবে বুঝতে পারছিনা আবেগ জাগানিয়া সেই তিনি কে ?
সুরভী ভাবী জানে!! জানলে আপনার খবর আছে, কাক মাথায় ঠোকর বসাবে!!

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: সুরভি জানে না। জানলে আমার খবর আছে।

১২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভায়ের তবুও কবিতা লেখার সাহস আছে।আর আমি যে সাহস-ই পাইনা। প্রচেষ্টা অব্যাহত থাকুক। একদিন নিশ্চয় সামু ব্লগ একজন গুণী কবিকেও পাবে।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: দাদা আপনি না লিখতে পারলেও আপনার সন্তান পারে।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৮

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা ভাই

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০১

আকতার আর হোসাইন বলেছেন: আর্টসেল এর একটা গান আছে। নাম "দুঃখ বিলাস"। এখন সেই গান এর কথা মনে পড়ে গেল

কবিতা সুন্দর ++++++

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আকতার ভাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.