নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নানান রকম মানুষের নানান রকম ভাবনা গুলো

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০



১। মেয়র আপনিই হবেন, নিশ্চিত। কিন্তু কৈ ঢাকাবাসিকে নিশ্চিত করলেননাতো, আমাদের ফুটপাত আমাদের ফিরিয়ে দিবেন কিনা ?
স্পষ্ট প্রতিশ্রুতি দিন।

২। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী তাদের পোস্টারে রাজধানীর পরিবেশটা বস্তি বানিয়ে ফেলেছে। আজ মুদির দোকানি আমাকে সদায় দিলেন নির্বাচনী পোস্টারে মুড়িয়ে। আমি শিওর বস্তির মানুষেরা এদের পোস্টার দিয়ে টয়লেটের কাজও সারছে।

৩। বইমেলায় অবশ্যই প্রবেশে টিকেটের ব্যবস্থা করা উচিত। তাহলে উটকো লোকের ভিড় কমবে। পরিবারে নিয়ে মেলায় ঘুরে ফুচকা খেয়ে বেরিয় যাওয়া মানুষের আধিক্য কমবে। ঢোকার সময় টিকেট কেটে ঢুকবে। বেরুবার সময় অন্তত ২০০ টাকার উপর বই কিনলে প্রবেশ মূল্য ফেরত দেয়া হবে।

৪। আমরা আমাদের মা-বাবার কবরের কাছে যাই,যিয়ারত করি,দোয়া করে চোখের জল ফেলি। একই ভাবে প্রিয় কোন পীর ওলীর কবরের পাশে যাই। এটাকে মাজার পূজা বলে আজ মুখে ফেনা তোলা হচ্ছে। উপমহাদেশে পীর আউলিয়াদেরকে অস্বীকার করলে নিজের অস্তিত্বকেই অস্বীকার করার নামান্তর। ইসলাম প্রচারে পীর দরবেশগণই মুখ্য ভূমিকা রেখেছিলেন। যার ফলশ্রুতিতে আমরা মুসলমান। আমি কোন পীরের মুরিদ নই,জীবনে একান্ত উদ্দেশ্য করে কবে মাজারে গেছি স্মরণ হয় না। তবুও বলছি, হুজুররাসহ যারা এসব বাজে বক্তৃতা করেন।প্লিজ ভাবুন। ভন্ডদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কথা বলুন আপত্তি নেই।কিন্তু গণহারে বলবেন না। এটা অন্যায় এবং আধিপত্যবাদী মনোভাবের প্রকাশ।

৫। মুজিববর্ষ কনসার্টে পিংক ফ্লয়েড আসলেও যাব না।

৬। একটা রাষ্ট্র উন্নত হইছে কি না সেটা বুঝা যাবে ভালো সায়েন্স ফিকশন লেখা হইতেছে কি না তা দিয়া।

৭। একনেকে পাস হবার পরও বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ হচ্ছে না কেন?

৮। গরু আনতে গেলে বাংলাদেশী নিহত হয়, ফেনসিডিল আনতে গেলে নিহত হয় না কেন?
নেপালে বিক্ষোভ হয়, বাংলাদেশে হয় না কেন?

৯। সবাই মিলে আওয়াজ তুলুন নির্বাচনি প্রচারনার জন্য মাইক, সাউন্ডবক্স এসবের ব্যবহার আইন করে বন্ধ করতে হবে।

১০। আচ্ছা, মোল্লারা ওয়াজে কিছু বলার পরই "ঠিক কীনা বলেন" বলে কেন?
পাবলিকই যদি সব ঠিক জানে তাইলে এইসব মোল্লাদের আর দরকার কী?
কী মিয়ারা? ঠিক কীনা বলেন?

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


১) ঢাকায় কত মাইল ফুটপাথ করার দরকার?

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: কেন ফুটপাত করে দিবেন আপনি?

২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

ঢাবিয়ান বলেছেন: পোস্টারগুলো ছিড়ে, কয়েকটা লাথি মেরে ডাস্টবিনে ফেলুন।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: এমনিতেই প্রতিদিন পোস্টার ছিড়ে যাচ্ছে। রাস্তাঘাট একাকার অবস্থা।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কথাগুলো সত্য!
বলেন ঠিক কিনা?
নির্বচন কমিশন এত দিন পরে লেমিনেটেড পোস্টার ছাপা
নিষিদ্ধ করেছে। এই বুদ্ধি এতদিন আছিলো ক্ই?


২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: পোস্টার, মাইকিং, লিফলেট, গানবাজনা, মিছিল ইত্যাদি নির্বাচন নিয়ে কোটি কোটি টাকা খরচ। নির্বাচনের আসল ফল হলো- শেখ হাসিনা যাকে চাইবেন উনিই মেয়র হবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একটি রাষ্ট্র উন্নত হয়েছে কিনা সেটা বোঝা যাবে এক জন নারী ঘরের বাইরে রাস্তায় নিরাপদ কিনা‌
সে নিরাপদে ঘরের বাইরে বেরিয়ে আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারছে কিনা।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন টাকা দিলে গুলি করে না, না দিলে টুশ করে মেরে ফেলে বলে সন্ত্রাসী ছিল।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: জ্বী।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৬ নং কি কইছে জাফর ইকবাল স্যার গং?

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " কেন ফুটপাত করে দিবেন আপনি? "

-মনে হয়, আমি করতে পারবো!

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: না, পারবেন না।
কোনো অনেক ঝামেলা আছে।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: ৮ ,৯ ও ১০ নম্বর ভালো লেগেছে ।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: কেন ভালো লাগলো।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

খাঁজা বাবা বলেছেন: যুক্তিযুক্ত প্রশ্ন

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: হে হে

১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

ইসিয়াক বলেছেন: যুক্তিযুক্ত তাই।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

রানার ব্লগ বলেছেন: ৩ নং টার সাথে একমত নই। অনেক পথ শিশু আছে বই তারা কিনতে পারে না স্রেফ ছুঁয়ে দেখার লোভে তারা বই মেলায় যায় টিকিটের ব্যাবস্থা করলে তাদের কি হবে ? আর যারা ছ্যাঁচড়ামি করতে বই মেলায় যায় তারা টিকেট কেটেও যাবে।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

রানার ব্লগ বলেছেন: পোস্টার এর বহর দেখে ভালই লাগছে কেমন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফ্লেবার এসে গেছে

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.