নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৮

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪



১। এমন অনেক কথা, অনেক ভাষা, অনেক অব্যক্ত কথার আবেগ মনের ভেতরে যেভাবে তোলপাড় করে তার মুক্তির জন্য এই টুকু যেন না করলেই নয়। অথচ পরিকল্পনায় সময় অতিবাহিত হল সারাটা জীবন। এমন অনেক কিছু নিজের ভেতরে সৃষ্টি হয় আবার নিজের ভেতরেই দেখি তার নাশ। জীবনে এমন কত কিছুযে আছে যা নিজের মধ্যে অসমাপ্ত রয়ে যায় তার কোন হিসেব নেই।

২। আজকাল আমি আর কোনো প্রতিভাকে ঈর্ষা করি না।
রবীন্দ্রনাথ- আইনস্টাইন- এমন কি ছোটখাটো শামসুর রাহমাকেও ঈর্ষা করি না বরং করুণাই করি। ইদানিং দেশ গরু আর গাধায় ভরে গেছে। যশ খ্যাতি পদ প্রতিপত্তি তাদেরই পদতলে।

৩। তোমরা তাদের প্রতি অনুকম্পা কর।
মনে করো, আহা ওরা অতি দুর্বল, ওদের ব্রেনের ওজন কম, গায়ের জোর কম, তোমাদের কৃপা না পেলে ওরা বাঁচবে না। তাই ওরা তোমাদের দাসী হয়ে আছে আর তোমরা দয়া করে ওদের প্রভু হয়েছ। কিন্তু ইউ ফুলস্, তোমরা এটা বোঝ না যে প্রতি সংসারে ওরাই আসল কর্ত্রী। মা রুপে, কন্যা রুপে, বধু রুপে, প্রণয়িনী রুপে, নানা রুপে ওরা তোমাদের মতো হাঁদাদের নাকে দড়ি পরিয়ে নাচাচ্ছে।
ইচ্ছে করলে ওরা সতী- সাবিত্রীও হতে পারে, আবার ক্লিওপেট্রা ক্যাথারিনও হতে পারে। ঘর বাঁধতেও জানে, ঘর ভাঙ্গতেও জানে। প্রকৃ্তির নিয়ম অমান্য করেই তারা শক্তিশালী হয়েছে। সেই নারী-শক্তির উৎস কোথায় সন্ধান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে।

৪। আমি আর তোমাদের কাছে ফিরব না। চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, তথাকথিত ভদ্রসমাজে কোথাও আমার ঠাঁই নেই। কোথাও নিজেকে খাপ খাওয়াতে পারি না। হতচ্ছাড়াদের গালাগালি দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আবার হঠাৎ আবিস্কার করলাম, এই দেশকে এবং দেশের মানুষকে অনেক ভালোবাসি-শত দোষ সত্ত্বেও। তবে যে ক'টা দিন বাঁচি ভদ্রসমাজের আওতা থেকে দূরে থাকব। গুনীদের নয়, ধনীদের পূজা করাই ভদ্রসমাজের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এই সমাজ থেকে আমি দূরে চলে গেলাম।

৫। ইজতেমাতে আসা এক লোক বললেন, হজ্বের সামর্থ্য আমার নাই। হজ্বের কিছু ছওয়াব পাওয়ার জন্য টঙ্গিতে আসা।
আমাদের দেশে কেউ কি নাই, এই ধরনের ভুল ভাঙ্গিয়ে দেয়ার? নাকি ইচ্ছা করে জ্ঞানহীন মানুষকে পথ ভ্রষ্ট করা হচ্ছে।

৬। মেয়ে তার মাকে বলছে, তোমাদের যুগ চলে গেছে। আমার জীবন নিয়ে আমি কী করবো তা আমাকেই ভাবতে দাও।
এই রকম মেয়ে গুলোকেই পরে সারা জীবন কাঁদতে হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৬) এগুলো হরলিক্স খাওয়া জেনারেশন--সবকিছু বেশি বোঝে।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: হলিক্স একটা ফালতু জিনিস।

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪

রানার ব্লগ বলেছেন: উপরের ছবি দেখে ঘাবড়িয়ে গিয়েছিলাম।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: হে হে

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: ৬ নম্বর চিন্তার বিষয়।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: মানুষ চিন্তা করে না। শুধু অপ্রয়োজনীয় ব্যাপার স্যাপার নিয়ে মাথা ঘামায়।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫। তাবলীগের পিকনিক নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে ব্যপক ভাবে। কেউ বুঝতেই চাইছে না এটা ঠিক হচ্ছে না...
৬। নিউ জেনারেশন। সামনের দিন কঠিন...

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: তাবলীগ এর নাম দিয়ে পুরো তুরাগ নদীর আশে পাশে পায়খানা করে ভরে রেখেছে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পোস্টে দেওয়া ছবির সাথে লেখার যোগসূত্র কোথায় ?
৬ নম্বরঃ মাখা মেয়েদের মুখেই এমন কথা শোভা পায়
আর পরিণতি মানুষরুপী হায়নাদের শিকারে পরিণত হওয়া।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: মিল আছে মুরব্বী। মিল আছে। আগে সামঞ্জস্য খুজুন।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৬ শুনে আপনি কী উত্তর দিলেন।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আমি কোনো উত্তর দেই নাই।
আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছে।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

রানার ব্লগ বলেছেন: ইজতেমায় কিছু অকাল কুষোমান্ড আসে, এদের আসলে কোন কাজ নাই, স্বাভাবিক চিন্তা শক্তি ও নাই এরে হুজুরের লেজ ধরে আসে আবার লেজ ধরে ফিরে যায়।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.