নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস নিয়ে ব্লগাররা যা ভাবছেন

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬



বাংলাদেশে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। চীনে কোনো প্রবাসী বাংলাদেশি এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হননি। ১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাস সনাক্ত করা হয়। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে দ্রুত কিডনি নষ্ট হতে শুরু করে।

পৃথিবী আজ মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে মারাত্মকভাবে ভারাক্রান্ত। তাই প্রকৃতি চক্রান্ত করে প্রাণঘাতী কিছু রোগের প্রাদুর্ভাব ঘটায় যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। দুঃখজনক ব্যাপার হলো- মিডিয়াতে শুধু মৃত্যুর খবর আসছে কিন্তু যারা করোনা থেকে সুস্থ হয়ে যাচ্ছেন তাদের কথা আসছে না। ফলে চারিদিকে প্যানিকের সৃষ্টি হচ্ছে।

জীবানু বিবর্তনের কারনে নতুন জাতের কিছু কিছু ভাইরাস মানব দেহে সংক্রামিত হয়। ইতিহাসের দিকে তাকালেই বুঝা যায়- বারবার পৃথিবীতে বিভিন্ন ভাইরাস মহামারি আকারে হানা দিয়েছে। কিন্তু মানুষ তো বসে নেই। প্লেগ, গুটি বসন্ত, পোলিও মত কঠিন রোগ পৃথিবী থেকে নির্মুল করে ফেলেছে। বার্ডফ্লু, সোয়াইন ফ্লু, সার্ছ, মার্স, ইবলা নির্মুল না হলেও নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

যখনই ব্যাপকহারে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা ও অন্যের অধিকার নষ্ট করা হয়, তখনই প্রকৃতির প্রতিশোধ অনিবার্য হয়ে উঠে। তখন প্রকৃতির নিষ্ঠুর তাণ্ডবে প্রাণ হারাতে হয়, দুর্বিষহ যন্ত্রণায় দগ্ধ হতে হয়। তাই প্রকৃতি রেগে যায়- এমন কিছু করা থেকে বিরত থাকাই উত্তম।

ভয় আতঙ্কের কিছু নেই। সচেতনতা দরকার। চীন খুব দক্ষতার সাথে আক্রান্ত শহরগুলো বন্ধ করে দিয়েছে। আর চীনের বাইরে কেউ মারা যায় নি। আল্লাহ বিপদ দেন আবার তিনিই বিপদ থেকে উদ্ধার করেন।
আমার ভয় হচ্ছে এটা কোনভাবে আমাদের দেশে ঢুকলে ঘনবসতি এলাকা হবার কারণে এটা না দ্রুত সংক্রমণ হয়। আল্লাহ এই দেশের উপর রহমত নাযিল করুন।

আল্লাহ, বিশ্বের সমস্ত মানুষকে সমস্ত প্রকার বিপদ-আপদ, রোগ-শোক থেকে রক্ষা করুন। বিশেষ করে বাংলাদেশের জনগণকে। এরা বড় দুঃখী। অসহায়। হে আল্লাহ! এ দেশ দরিদ্র, এ দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র, বড় কোন বিপদ আসলে মোকাবিলার সক্ষমতা নেই, অতএব ক্ষমা করুন সকলকে, নিরাপত্তা দিন সকলকে।

খুব বেশি চিন্তার কিছু নেই। এত আলেমের দেশে এসব ভাইরাস সুবিধা করতে পারবে না। আসুন নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। সবাই নিরাপদে থাকুক, ভালো থাকুক।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



ঢাকার কোন বাংগালীর দেহে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যাবে।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
বাঙ্গালীরা কষ্টে বড় হয়। তাদের সাথে কোনো ভাইরাস পারবে না।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার বস দারুন এক বানী দিয়েছেন!!
স্বর্ণাক্ষরে তা বাধাই করে রাখুন।
দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসঃ বিশ্বে মারা যাবে সাড়ে ছয় কোটি মানুষ

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: বস সস্তা আবেগের কথা বলেন না। উনি দরকারী এবং যুক্তি সঙ্গত কথাই বলেন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮

একাল-সেকাল বলেছেন:
সাম্প্রতিক কার্যকলাপ:
অস্ট্রেলিয়াঃ পানির জন্য ১০ হাজার উট নিধন। বর্তমানে বন্যার পানিতে অস্ট্রেলিয়া ভাসছে।
চীনঃ নিজেদের মত করে কোরআন ছাপাবে। বর্তমানে করোনা ভাইরাসে আতংকিত, দিশেহারা।

ভাবনার জন্য যথেষ্ট নয় কি ?

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: পরিস্থিতি তো বেশ জটিল।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভয়াবহ এক ভাইরাস।
তবে এর থেকেও মুক্তি আসবে হয়তো।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: মানূষের সাথে কেউ পারে না। অবশ্যই প্রতিশেধক বের হবে।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০

কামরুননাহার কলি বলেছেন: আমি বলবো শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি মানুষই যেনো সুস্থ থাকে ভালো থাকে। তাদের শুবুদ্ধিতে বুদ্ধিতে যেনো সৃষ্টিকর্তা মন ভরে দেয়। আর আমাদেরওকে যেনো আল্লাহ রহমত নাজিল করে দেন। সমস্ত বিপদ-আপদ অসুখ-বিসুখ থেকে আমাদের যেনো আল্লাহ রক্ষা করেন।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: সমস্ত বিপদ-আপদ অসুখ-বিসুখ আল্লাহ দেন। আবার আল্লাহই সমস্ত বিপদ-আপদ অসুখ-বিসুখ দূর করবেন। ব্যাারটা যেন কেমন!!

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সমস্ত বিপদ-আপদ অসুখ-বিসুখ আল্লাহ দেন। আবার আল্লাহই সমস্ত বিপদ-আপদ অসুখ-বিসুখ দূর করবেন। ব্যাারটা যেন কেমন!!

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যখনই ব্যাপকহারে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা ও অন্যের অধিকার নষ্ট করা হয়, তখনই প্রকৃতির প্রতিশোধ অনিবার্য হয়ে উঠে। তখন প্রকৃতির নিষ্ঠুর তাণ্ডবে প্রাণ হারাতে হয়, দুর্বিষহ যন্ত্রণায় দগ্ধ হতে হয়। তাই প্রকৃতি রেগে যায়- এমন কিছু করা থেকে বিরত থাকাই উত্তম। "


আপনি মারত্মক সর্তক লোক!

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আমি ছোটবেলা থেকেই মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেছি।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮

ঢাবিয়ান বলেছেন: করোনা বাঙ্গালীর ফরমালিন খাওয়া দেহে বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সচেষ্টরাই সফল হয়।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

একাল-সেকাল বলেছেন: ৫ এর জবাবে লেখক কে প্রত্যুত্তরঃ

শিক্ষাঙ্গনে পরীক্ষা না থাকলে শিক্ষকের অস্তিত্বই থাকতো না।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
Be sure we shall test you with something of fear and hunger, some loss in goods or lives or the fruits (of your toil), but give glad tidings to those who patiently persevere,

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: একদম দলিল হাজীর।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

একাল-সেকাল বলেছেন:
সকল মানুষই একমত হয়, কেউ নিজের সাথে, আবার কেউ শুধুমাত্র নিজের সাথেই না।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশের কোন সমস্যা তৈরি হলে সেটি মোকাবেলা করার সক্ষমতা কম। তাই আমাদের উচিত নিজে নিজে সচেতন হয়ে যতটুকু সম্ভব নিজেকে রক্ষা করা।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: নিজেকে রক্ষা করার জন্যো সচেনতার দরকার আছে। কথা ঠিক কিনা বলেন??

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

রানার ব্লগ বলেছেন: একাল-সেকাল বলেছেন:চীনঃ নিজেদের মত করে কোরআন ছাপাবে

এই নয়া কাহিনী কই থেকে আসলো আমি অবাক না শুধু আউলাই গেছি ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: চীণনারা যা শুরু করেছে। ওদের দ্বারা সব সম্ভব।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

ফয়সাল রকি বলেছেন: চাঁদগাজী ভাই যর্থার্থই বলেছেন: ঢাকার কোন বাংগালীর দেহে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যাবে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: মজার কথা হলেও। কথা মন্দ নয় ।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: শুনলাম ভারতে আসছে।ভারতে আসলে বাংলাদেশে আসতে বেশী সময় লাগবে না। ভারত -বাংলাদেশ দরজার এপাশ-ওপাশ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: আরে ভয় পাবেন না। কিচ্ছু হবে না।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: তাহলে খারাপ রাখে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.