নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১২৯

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৯



১। আর মাত্র ৪ দিন পর বইমেলা শুরু।
সব প্রকাশনীতে উৎসবের আমেজ। বাংলাদেশে যত মেলা হয়- তার মধ্যে বই মেলা'ই বেষ্ট।
গতবার বই মেলায় বৃষ্টির কারনে প্রকাশক'রা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল।

২। প্রায়ই চমকে দিতে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান ঘুরছেন রিকশা ভ্যানে করে। নিজে রান্না করেন। ক্রিকেটার সাকবকে পাঠান। এক কথায় ব্যাপারটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী।

৩। বারট্রান্ড রাসেল বলেছেন, ‘সংসারে জ্বালা-যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভাবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার ততই বেশি হয়।’

৪। আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে এমন অনেক ব্যক্তি আছেন, যারা সারাবছরে একটি বইও পড়েন না। নিজের যে বইটি পড়তে ভাল লেগেছে, অন্যকেও সেই বই পড়তে উৎসাহ দিন। পছন্দের বই নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন। বই পড়ার আনন্দ ভাগাভাগি করা বই পড়ার চেয়ে আরো বেশি আনন্দদায়ক।
আর চার দিন পর বইমেলা শুরু হচ্ছে, সবাই মেলায় যান এবং দুই হাত ভরতি করে বই কিনুন।

৫। একটি কাক আরেকটি কাকের মুখের খাবার কেড়ে নেয়ার জন্য যতরকম ধূর্ততার আশ্রয় নিয়ে থাকে, একজন কবি আরেকজন কবির প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেয়ার জন্য তাঁর চাইতে কিছু কম করে না।
-আহমদ ছফা

৬। ঢাকা শহরে তরুন-তরুনীদের গোপনে দেখা করে মুখোমুখি বসে কিছুক্ষন হৃদয়-বিনিময় করার জন্য জায়গা খুব কম। মানুষের দাপাদাপিতে সব নিরব স্থান কলরবে ভরে উঠেছে। লেকের পাড়ে বা পার্কে সন্ধ্যার পর অন্ধকারে ব্যাকুল তরুন-তরুনীরা কোনও রকমে এখানে সেখানে জায়গা খুঁজে পেলেও, একটুও সুস্থির হয়ে বসবার উপায় নেই। একজন আর একজনের হাতটা ধরেছে কি ধরেনি অমনি কোথা থেকে যেনো চলে আসবে কোনও ভিক্ষুক। প্রেম করতে গেলেও সাথে রাখতে হয় অনেক ভাংতি টাকা। একজন ভিক্ষুক টাকা পেয়ে চলে গেলেই আর একজন আসবে সাথে সাথে। তারপর আসবে নানান ধরনের ফেরিওয়ালা। বাদাম, চকোলেট, আইসক্রীম এমনকি ফুলও কিনতে হবে, না কিনলে ওরা ঘনিষ্ঠ জড়াজড়ির সুযোগ দেবে না। আজিব !!!

৭। হে ঈশ্বর আর কতদিন বোবা আর অন্ধ হয়ে থাকবে । আমি ক্ষেপে গেলে কিন্তু আইন নিজের হাতে তুলে নিবো । তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবা না ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



শুভ সকাল ভাই ।


৬ নম্বরটা বেশি ভাল । যদিও আমার কোন প্রেমিকা নাই । আহা থাকলে কত ভাল হতো

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: প্রেমিকার দরকার নাই।
মন দিয়ে লেখাপড়া করুন। চাকরী করুন।

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই আপনি কি শেষ পর্যন্ত বিবাগী হয়ে
ঘর ছাড়লেন বুদ্ধের মতো !! আপনার ব্যাকপ্যাক
দেখে ভয়ে ভয়ে আছি যদি না আবার ফিরে আসেন!!

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: না আমি কোথাও যাবো না।
আমি সাংসারিক মানুষ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৬ নম্বরটার জন্য হাসতেই হলো

সব বেরসিক হাহাহাহাহ

এদেরকে (প্রেমজুটি) পুলিশ বাইড়ায় না কেনো এইটাই আজব লাগে।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: যাক, আপনি হাসছেন তাতেই আমি খুশি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই বলেছেন ----- রাজীব ভাই আপনি কি শেষ পর্যন্ত বিবাগী হয়ে ঘর ছাড়লেন বুদ্ধের মতো !! আপনার ব্যাকপ্যাক দেখে ভয়ে ভয়ে আছি যদি না আবার ফিরে আসেন!!

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: উনি ভুল ভেবেছেন।
উনি রসিকে সাপ মনে করেন।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮

ফয়সাল রকি বলেছেন: আমার তো মনে হয় প্রতি বইমেলায় বৃষ্টি হয়, আর বৃষ্টি বইমেলার একটা অংশ!

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: এরবারও হবে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

পদ্মপুকুর বলেছেন: ব্লগে আপনার নিজের একটা সিগনেচার সৃষ্টি হয়েছে। প্রথমদিকে আপনার সব পোস্টেই অনাবশ্যকভাবে আপনার ছবি থাকতো। এ বিষয়ে কেউ একজন দৃষ্টি আকর্ষণ করলে আপনি সম্ভবত বলেছিলেন ব্লগের বাইরে দেখা হলে যেনো ব্লগাররা আপনাকে চিনতে পারে এ জন্যই ছবি দেন...

মাঝখানে অনেকদিন আপনার ছবি ছাড়া পোস্ট দেখেছি, ইদানিং আবার ছবি চলে এসেছে। কিন্তু এখনতো এই ব্লগের সবচেয়ে পরিচিত মুখ আপনি, এখন ছবি দেওয়ার কি দরকার?

ভালো থাকবেন। ফখরুদ্দিনের দাওয়াতটা কিন্তু বলবৎ আছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: স্যরি।
ছবি আর দিবো না।
আসলে ছবি ভুলে দিয়ে ফেলেছি। অন্য ছবি দিতে চেয়েছিলাম। দিয়েই যখন ফেলেছি তাই আর মুসলাম না।

আমি ভারী খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। বাসায় পোলাঈ টোলাও রান্না করলেও আমি খাই না। যেদিন বাসায় পোলাউ রান্না হয় আমি সেদিন মুড়ি খাই।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: ১,২,৩ নম্বর ভালো লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আপনার মহানুভবতা।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

সোনালী ডানার চিল বলেছেন:

ছফা কিন্তু সবসময় সঠিক কথাটিই বলতেন-
সুপ্রভাত!

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: ছফা সাহেব জ্ঞানী মানুষ ছিলেন।

১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিয়ের আগে প্রেম হলে 'জিংজিং' এর সম্ভাবনা থাকে...

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: প্রেম করেই পোলাপান জিংজং করার জন্য।

১১| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আপনার ৭ নম্বারের সাথে আমার মতও মিলে যাচ্ছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

নিভৃতা বলেছেন: হা হা হা। অনেক ভালো ভালো কথা বললেন। সাথে হাসালেনও। আপনি পারেনও বটে।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভায়ের কি মেলায় কোন বই বেরোচ্ছে?

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: না। দাদা।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৩

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ লিখেছেন প্রতিটি পয়েন্ট চমৎকার।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমার মনে হয় ৭ নম্বারের সাথে মানুষের মনের বেশি মিল আছে ।

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: বাহ! ভালো তো।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১,২,৩, ৫ ভাল লেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: উনি ভুল ভেবেছেন। উনি রসিকে সাপ মনে করেন।

আপনি বেশ কয়েকদিন যাবৎ বলছেন আপনার শরীর খারাপ,
কোন কাজ করতে ইচ্ছা করেনা, সারাদিন পথে ঘাটে ঘুরে বেড়ান.
মাঝে মাঝে পার্কে বসে থাকেন। তাই ভাবলাম হয়তো মন আপনার
উচাটন ও বিক্ষিপ্ত চিন্তা ভাবনার কারনে ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে
পড়েছেন অজানার পথে উদ্দেশ্য গৌতম বুদ্ধের মত বধি লাভ!!
আমার ভাবনায় ভুল হতে পারে তার কারণ আপনার অসংলগ্ন
কথাবার্তা । যা হোক সাপকে রশি ভাবা বোকামী যা আমি
করিনা।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: কথায় আছে বান্দার শরীর গান্ধা। একটা সুস্থ মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে।
কাজ নাই তাই কাজ করি নি। পথে পথে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে।
সংসার ফেলে উধাও হবার ইচ্ছা আমার নেই।

আপনি বোকা নন চালাক।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬

রানার ব্লগ বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: এদেরকে (প্রেমজুটি) পুলিশ বাইড়ায় না কেনো এইটাই আজব লাগে।

আজিব তো এদের পুলিশ কেন পেটাবে? বরঞ্চ এই সব বাদাম মুচকা আইস্ক্রিম ওয়ালা , ভিক্ষকদের পার্কে থেকে কান ধরে বের করে দেয়াটাই পুলিশের কাজ। পার্ক ভিক্ষক ও সিজনাল ব্যাবসায়ী নামের ধান্দাবাজদের হাত থেকে মুক্ত রাখা টা আসল কাজ। প্রেমিক জুটি পার্কেই থাকবে , ধান্দবাজরা না।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।
রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.