নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নীলক্ষেত মোড়ে হঠাৎ নীলার সাথে দেখা হয়ে গেল
যদিও আমি তার চোখের আড়াল হতে চেয়েছিলাম
নীলা চিৎকার করে ডাকলো, শাহেদ! এই শাহেদ!
বলল, চল! চল! আজ তোমাকে বাসায় যেতেই হবে
খুব ব্যস্ততা দেখিয়ে বললাম, মতিঝিলে কাজ আছে।
সত্যিই কাজ আছে আজ, ঠিক বারোটায় ইন্টারভিউ
মস্ত বড় কোম্পানীর সিইও দেখা করতে বলেছেন-
তার কাছে তিন চারটা চাকরী কোনো ব্যাপারই না
যদিও এরকম গালগল্প আমি আর বিশ্বাস করি না
তবু কেউ দেখা করতে বললে, হাসিমুখে দেখা করি
কেউ যদি মধ্যদুপুরে ফার্মগেট ওভার ব্রীজের নিচে
একশ' ডিগবাজি খেলে চাকরী হবে- তাতেও রাজী।
রাস্তায় হাঁটার সময় আমার সিগারেট ধরাতে ইচ্ছা করে
মিথ্যা বলতে কখনও খারাপ লাগে না, দীর্ঘদিনের অভ্যাস
কাউকে আনন্দ দিতে অনায়াসে একলক্ষ মিথ্যা বলতে পারি
বড় বড় অপরাধ করতে ইচ্ছা করে খুব, ভয়ঙ্কর সব অপরাধ
একজীবনে একজন মানুষ খুব বেশি কিছু তো চায় না কখনো।
২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: হে হে---
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১৯
নিভৃতা বলেছেন: বাহ! অসাধারণ! গল্প+কবিতা। অনেক অনেক ভালো লাগা।
২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাথে আছি, আমার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন:
জাতির সুখী বেকার
২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: হে হে----
৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:৫৪
অধীতি বলেছেন: নৈরাশ্যের চিৎকার
২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫
ইসিয়াক বলেছেন: বাহ বেশ তো।
এতদিনে বুঝলাম শাহেদের মধ্যে লুকিয়ে আছে ব্লগার রাজীব নূর খান।
২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: তাই নাকি !!!
৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন: শেষলাইন টাতে সারমর্ম ফুটে উঠেছে। পড়তে মজাই লাগলো।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
ওয়াহেদ সবুজ বলেছেন: আহাহা! লাভলি!!
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ, গল্প+কবিতা।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া আলী ভাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন: শাহেদ হুমায়ুন আহমেদের বই পড়ে পড়ে নিজের জীবনের সাথে গল্পের কপি করছে তাকে চাকরি দিয়ে দিন। গল্প থেকে বের হয়ে সাধারণ জীবন যাপন করুক।