নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার জীবনে আমি বেশির ভাগ ছবিই অকারনে তুলেছি।
অপ্রয়োজনে তুলেছি। আমার অগোছালো স্বভাবের কারনে কোনো ছবিই আমার কাছে জমা নেই। সব ছবি হারিয়ে গেছে। মুছে গেছে। তারপরও কিছু কিছু ছবি কিভাবে যেন কম্পিউটারে রয়ে গেছে। সেই সমস্ত ছবি গুলো হুটহাট করে হাতের কাছে এসে পড়ে। তখন খুব ভালো লাগে। ছবিটা দেখে ভুলে যাওয়া অনেক কিছু মনে পড়ে যায়। ছবিটা না দেখলে সেসব ঘটনা কিছুতেই মনে পড়তো না। এই জন্যই মুরুব্বীরা বলেন- ছবি তো শুধু ছবি না। ছবি একটা ইতিহাস। একসময় এত এত ছবি তুলতাম যে, লোকজন আমাকে ফটোফাইটার বলে ডাকতো। আজকের পোষ্টটা শুধু ছবি নিয়ে। অকারনে যেসব ছবি তুলেছি, সেই সব ছবি দিয়েই আজকের পোষ্ট সাজিয়েছি। ছবি গুলো দেখুন। মন্তব্য করুন। আপনাদের কেমন লাগলো তা আমার জানার দরকার আছে। ছবি তোলার জন্য কোনোদিন পুরস্কার টুরস্কার পাই নি। অবশ্য আমি কখনও কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহনও করি নি। যাই হোক, এখন ছবি দেখুন।
১।
ছবিটা তুলেছি- আমার বাসার ছাদ থেকে।
২।
বিক্রমপুর গিয়েছিলাম। পদ্মা পাড়ের আকাশ।
৩।
জন্মদিনের কেক।
৪।
কোনো এক বিয়ের অনুষ্ঠানে।
৫। গোপালগঞ্জ। কোনো এক ইউপি নির্বাচনে।
৬। অকারনে ক্লিক।
৭। পরী। কোনো এক ঈদের দিনে।
৮। লটকন ফল।
৯। আমার বাসায় কোনো এক পহেলা বৈশাখে।
১০।
আরিশের জন্ম দিনের কেক।
১১। উলটো পথে কেউ যেন গাড়ি না চালায় তার এজন্য এরকম স্টিস্টেম করা হয়েছিলো। ফলাফল শূন্য।
১২।
পদ্মা নদী।
১৩।
গ্রামের রাস্তা। বৃষ্টির দিনে।
১৪।
সাবেক অর্থমন্ত্রী।
১৫। ফুটপাতে একটি শীত বস্ত্রের দোকান।
১৬।
স্টেডিয়ামের একাংশ। ফরিদপুর।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: আরে না সচেতন না।
ছন্নছাড়া বলতে পারেন।
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগলো ছবিগুলো ।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১
চোরাবালি- বলেছেন: আমি হলাম মোটামুটি ছবির ব্যাংক, অনেকের ছবিই আমার কাছে সংরক্ষিত। কেও আবার জানতোও না তার ছবি আছে আমার কাছে। যখন পাঠাই কেও আশ্চর্য্য হয়, একজন তো কান্নাই করে দিয়েছিল, কারণ তার বিয়ের তেমন কোন ছবি ছিল না বিশেষ করে তার বাবার সাথে।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: আপনি তাহলে ছবি তোলেন?
৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূমিকায় ব্যবহৃত ছবির
ভূমিকা বলতে বারণ নাকি ?
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: এত ছবি থাকতে আপনার চোখ ওখানে আটকালো কেন?
৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫ নং এর চৌকিদার সাজে বেশ মানিয়েছে
আপনাকে খান ভাই
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: চশমা নিন।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরি মার দুটি ছবিই চমৎকার হয়েছে।
তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। দোয়া করবেন।
৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
অনর্থ মন্ত্রীর ছবি কেন?
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: তখন পত্রিকায় কাজ করতাম। এসাইনমেন্ট ছিলো ঐ অনুষ্ঠানের।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩
ফয়সাল রকি বলেছেন: ফটোফাইটার ভাই, টিভিটা কত ইঞ্চি?
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪
জাহিদ অনিক বলেছেন: ২,৪,৭ খুব সুন্দর। পরীকে সুন্দর লাগছে
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ১৪ নম্বর ছবি ছাড়া বাকি সব গুলো ই অসাধারণ।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: কি যে বলেন!
১২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সবগুলো ছবিই ভালো লেগেছে ।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এত ছবি থাকতে আপনার চোখ ওখানে আটকালো কেন?
মানুষ সুন্দরের পুজারী,বান্দরের না !!
সুন্দরের পুজারী হয়ে,মানুষ হয়ে মানুষের জয়গান গাইতে পছন্দ করি।
লেখক বলেছেন: চশমা নিন।
চশমা ছাড়াই বেশটা ভালো বুঝা যাচ্ছে।
চশমা নিলে হয়তো অন্যকিছু মনে হবে !!
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। দোয়া করবেন।
পরীকে নিয়ে একটা কবিতা লিখব ভাবছি !!
আপনি তার বাবা তাই আপনারকে এক লাইন শুনাই।
স্বর্গ থেকে আসলো পরী রাজীব নূরের ঘরে
যত ছিলো দুঃখ ক্লেশ সবযে গেল দূরে ।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: আমার সৌভাগ্য আপনি পরীকে নিয়ে লিখবেন।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩২
নিভৃতা বলেছেন: প্রথম ছবিতে উনি কে জাতি জানিতে চায়। নিশ্চয়ই বলবেন, আমার যা মনে হয় তাই। আমি তো ভাবছি উনি সুরভি ভাবী।
পরি মামনির জন্য অনেক আদর ও দোয়া।
ছবিগুলো সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮
রাজীব নুর বলেছেন: না, সুরভি নয়।
আমার বড় ভাবী।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪০
রুমী ইয়াসমীন বলেছেন: মাশ-আল্লাহ্! ভাইয়া আপনার পরীর ছবিগুলোই বেশি ভালো হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩
মোঃ কবির হোসেন বলেছেন: ছবিগুলো কেমন যেন টেনে নিয়ে গেলো হারানো কিছু স্মৃতির কাছে। মন ভরে গেলো।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবির ভাই।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৬
পৌষ বলেছেন: সবগুলো সুন্দর, তবে পরী, কোনো এক ঈদের দিনে ছবিটা। আমার কাছে বেষ্ট ছবি। ধন্যবাদ আপনাকে
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩
নিভৃতা বলেছেন: যাক এইবার উত্তরটা বের করতে পেরেছি। বড় ভাবী দেখতে খুবই সুন্দরী।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: হে হে---
উনি মানুষ হিসেবেও ভালো।
১৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রথমটা মনে হয় ভাবীর ছবি তবে মা-মনি ভালো লাগছে।
৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষের ছবি ভালো লাগে না, আমার প্রকৃতির ছবি ভালো লাগে। অবশ্য পরির ছবি দুটোও ভালো লাগছে।
৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দিন চলে যায়, মাঝে মাঝে বসে মজা করে চা খাই আর চিন্তা করি কী যেন করেছিলাম সেই দিন।
আপনি সচেতন মানুষ।