নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বইমেলা শুরু

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪



নতুন লেখকের নতুন বই প্রকাশে যে কত ঝক্কি-ঝামেলা, নানা রকম আজেবাজে অনুভূতিতে মন ভরা থাকে তা কেবল নতুন লেখকরাই সম্ভবত বোঝে। লেখক, প্রকাশ ভালো করেই জানেন নতুন লেখকদের বই কেউ কিনে না। লেখক জোর করে আত্মীয়স্বজন আর বন্ধু বান্ধবদের কাছে বিক্রি করে। এই বিক্রিও খুব বেশি হয় না। সর্ব্বোচ্চ ২০/২৫ টা বিক্রি হয়। অন্যদিকে বই ছাপানোর সময় প্রকাশকের সাথে কথা হয়ে থাকে লেখকের ১০০ বই আপনাকে নগদ টাকায় কিনতে হবে। কমপক্ষে একশ' বইয়ের দাম বিশ হাজার টাকা। গত দশ বছর ধরে এরকমই চলছে।

শুভ হোক অমর একুশে বইমেলা।
বাংলাদেশে হাজারো মেলার মাঝে বইমেলার গুরুত্ব সবচেয়ে বেশি। নতুন নতুন বই, কার কয়টা বই এলো এটা যেমন আনন্দের। তেমনি নতুন বইয়ের খোঁজে মেলায় পাঠকের ভিড়। পছন্দের বই খুঁজে নিতে ব্যস্ত পাঠক। বইমেলা বাঙালির প্রাণের উৎসব, সবচেয়ে বড় মিলনমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে বইমেলা বিস্তৃত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানেও। বইমেলায় রঙিন সুন্দর বইগুলো নেড়েচেড়ে দেখতেও অনেক আনন্দ হয়। অদ্ভুত সুন্দর সব প্রচ্ছদ। মানুষ মানুষের শত্রু হতে পারে, তাকে প্রবঞ্চনা করতে পারে, কিন্তু বই কখনো মানুষের সাথে প্রবঞ্চনা বা শত্রুতা করে না।

এবছর আমি কোনো বই কিনব না।
মিথ্যা ভাব নিয়ে তো লাভ নাই। হাত একদম খালি। দুই জন বড় ভাই বলেছেন- তারা আমাকে আমার ইচ্ছা মতোণ অনেক বই কিনে দিবেন। দুই ভাইয়ের কল্যানে কিছু নতুন বই হাতে আসবে। নিজের কোনো বই বে রহবে না। এটা খুব কষ্টের। নিজের একটা প্রকাশনী দেওয়ার ইচ্ছা তাও পারছি না। হু হু করে সময় চলে যাচ্ছে। এভাবেই কাটছে দিন-রাত। দিনগত পাপ। বেঁচে তো আছি। এটাই বড় কথা। যাই হোক, অন্য গল্প করি-

সময় সন্ধ্যা সাতটা।
পান্থপথ থেকে বাসায় ফিরছি হেঁটে হেঁটে। মালিবাগ মোড়ে খুব সুন্দরী একটা মেয়ে আমাকে বললো- যাবেন? আমি তো প্রচন্ড অবাক! চিনি না, জানি না। তবু বলছে যাবেন? 'যাবেন' শব্দটা যেন আমার বুকে এসে লাগলো। আমি কসম খেয়ে বলতে পারি- ঢাকা শহরের কোনো মেয়ে এত সুন্দর করে বলতে পারবে না 'যাবেন'? আমি মুগ্ধ চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি মায়াময় মুখ। খুব আপন আপন লাগছে। আমি বুঝি না একটা মানুষ এত সুন্দর হয় কি করে?

আমি মেয়েটাকে ভালো করে লক্ষ্য করলাম।
সহজ সরল সুন্দর একটা মেয়ে। মুখটা ভীষন মিষ্টি। চোখে মোটা করে কাজল দিয়েছে। সেজেছেও খুব সুন্দর করে। মনে মনে ঠিক করে ফেললাম- যা আছে কপালে। আপাতত সুন্দরী মেয়েটার সান্নিধ্য কিছুক্ষন পাওয়া যাক। অবশ্যই যাবো মেয়েটার সাথে। যেখানে খুশি নিয়ে যাক। মেয়েটার সঙ্গ অবশ্যই আমাকে আনন্দ দিবে। জীবনে আনন্দের দরকার আছে। নানান রকম দুঃখ কষ্টে আমি বিধ্বস্ত।

ঠিক এই সময় মেয়েটা আবার বলল, যাবেন?
হায় হায়! আমার বুঝার একটু ভুল হয়েছে। মেয়েটা আমাকে না, সিএনজিওয়ালাকে বলছে যাবেন?
আমার বুকটা যেন কাঁচের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার বুকটা যেন কাঁচের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল।
................................................................................................
ভূল! মনের আয়নাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল ।
হা হা হা , এত্ত বৎসর পর তাহলে এই কথা ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: ভাষার মাসের শুভেচ্ছা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


বইও শত্রু হতে পারে; বইমেলা থেকে বই কিনলে, প্রতি ১০টা বইয়ের মাঝে ১ টা বই হয়তো সঠিক হতে পারে। বাংগালীদের বেশীর ভাগ বই ভুল ধারণাকে ধারণ করে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সমস্যা নেই।
পাঠকেরা অনেক চালাক।
কোনো লেখকের সাধ্য নাই তাদের ঠকাবে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: মিষ্টি খেতে হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ছোটবেলায় খুব খেতাম। এখন একটার বেশি খাই না।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪২

রোকসানা লেইস বলেছেন: পরিচিত মানুষের কাছে বই বিক্রিকরে কি হবে। তারা তো লেখক মূল্যায়ন করবে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: তাহলে অন্য কে কিনবে?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৮

নিভৃতা বলেছেন: হা হা হা! আহা রে বেচারা!
এত্ত মজা করে লিখতে পারেন! ভালো লাগলো। হাসলামও।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: প্রতিবছরের ন্যায় এইবারও বই ক্রয় করার ইচ্ছা আছে। তবে নতুন লেখকদের বই আমি কিনি। এইটা সত্য নতুনদের বই পাঠক কিনতে কম চায় না। প্রকাশকের তালবাহানাতো আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: জ্বী, নতুন লেখকজদের বই আপনি কিনুন। অন্যকে কিনতেও উতসাহিত করুন।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৪

নীল আকাশ বলেছেন: নেওয়াজ আলি ভাইয়ের মতো পাঠক আছে দেখি খুব সাহস করে নতুন লেখকরা বই লেখে আর বইমেলায় প্রকাশ করে। ধন্যবাদ আপনাকে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.