নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চলছে সিটি করপোরেশন নির্বাচন, সাধারন মানুষ যা ভাবছেন

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪



১। যে পরীক্ষার ফলাফল আগে থেকে নির্ধারিত, সেটার জন্য প্রশ্নপত্র ছাপিয়ে, কেন্দ্র প্রস্তুত করে লোকজনকে ডেকে আনা মশকরা তো বটেই, বিপুল অর্থেরও অপচয়। অবশ্য কাড়ি কাড়ি টাকা করবে কি!

২। আজ যারা ঢাকার মেয়র নির্বাচিত হবেন, তাদের কাছে একটাই চাওয়া, সমগ্র ঢাকার সাইনবোর্ডগুলো যেন শুদ্ধ বাংলায় মুদ্রিত হয়। ভাষার মাসে এটাই হোক আমার মতো নাগরিকদের দাবি। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। জয় বাংলা।

৩। গতকাল স্বপ্নে এক প্রবীণ হিতৈষী বলে গেছেন-- সময়, স্রোত ও ভোট কারো জন্য অপেক্ষা করেনা!

৪। ভোটের প্রতি দেশবাসীর হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে আরও বহু বছর লাগবে!!!

৫। আমার ভোট আমি দিসি। যাকে খুশি তাকে দিসি। উৎসবমুখরে দিসি। ভোট একটি অধিকার। ইট ইজ মাই রাইট।

৬।

৭। 'কে কত বড় আওয়ামী লীগার' এটা প্রমাণের এক জঘন্য খেলায় মেতেছে পাবলিক। এই আমজনতা আবার সুযোগ বুঝে কেটে পড়বে!

৮। নির্বাচনের পিছনে এত টাকা ব্যয় না করে রাতজাগা পাহারাদার ছাত্রলীগের জন্য খাবার ও বিনোদনের সুব্যবস্থা করলে সরকার ও জনগণ উভয়েই উপকৃত হতো।

৯। প্রিয় রাজধানীবাসী, চলেন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসি।
যদিও মেয়র হিসেবে একজনকেও যোগ্য মনে হয় নাই আমার। এদের প্রচারণায় দৃঢ় ও কার্যকরী কিছু চোখে পড়ে নাই। তেমন কোন স্বপ্নও দেখিনি নতুন করে, পুরাতণ সমস্যা সমাধানে টেকসই পথও তাঁরা দেখাতে পারেননি। আগের দিনগুলোর মতোই রাজধানীতে নাগরিক জীবন চলতে থাকবে জানি, স্বস্তি বা শান্তি কোনটাই স্বাধীন বাংলাদেশের স্বপ্নের মতো হবে না। তবু ভোট দিই চলেন।

১০। ভোটারদের ভোটের প্রতি কোন আকর্ষণ নাই। নগরে মেয়র থাকলেই কি, আর না থাকলেই বা কি ! ভোটের নামে মাইক বাজিয়ে, হট্টগোল করে, বিশৃ্ঙ্খলা ঘটিয়ে, টাকার পাহাড় খরচ করে, জনগণের জীবন অতিষ্ট করে যে প্রচারণা করলেন, আপনাদের ঘাটতি নিশ্চয় বুঝতে পারছেন ! আপনাকে ভোট দেয়া তো দুর, ভোট দিতে কেন্দ্রেই যাচ্ছে না ভোটাররা ! গরু, ছাগল নির্বাচন করলেও একজন জেতে ! আপনাদেরও একজন জিতবে স্বাভাবিক নিয়মে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আসলে আপনাদের চায় না। জনগণই নির্বাচন বয়কট করে ফেলেছে এমন অবস্থা ! অথচ দুদিন পরই ক্ষমতার বলয়ে ঢুকে বড়সড় বুলি ঝাড়বেন নিশ্চিত।

১১। ভাষার মাসের প্রথম দিন, ডেইজি আপায় ভোট দিন। যে যে ওয়ার্ডে আছেন লাটিম মার্কায় ভোট দিন। ডেইজি আপার প্রতি সমর্থন ব্যক্ত করুন।

১২। জাতি রিজভী আহমেদের লিখিত বিবৃতি শোনার অপেক্ষায়- "রাতেই ভোট দেয়া হয়েছে, বিএনপি এজেন্টদের বের করে দেয়া হয়েছে,এই কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন অসম্ভব।"

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮

জে.এস. সাব্বির বলেছেন: আগামী ৫-৭ দিনের নিউজ পোর্টালগুলোর হেডলাইন এখনই লিখে দেওয়া যায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এভাবেই তো চলছে দেশ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: এভাবেই তো চলছে দেশ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

হাবিব ইমরান বলেছেন:

বাদ দেন ভাই।
দেশের জনগণ বেশ সুখেই তো আছে। তাছাড়া নির্লজ্জদের লজ্জা দিয়ে কি লাভ!

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

সোনালী ডানার চিল বলেছেন:


আপনার পোষ্ট পড়ে মনে হলো একটু অভিজ্ঞতার গল্প করি-

বৃটেনের অতিসাম্প্রতিক সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে
আমি আমার ভোটকেন্দ্রটি খুজতে গুগুলের সাহায্য নিয়ে কেন্দ্রে
ঢুকতে বেশ কয়েক মিনিট নষ্ট করেছি। আমি ভোটদান কক্ষের দরোজা
খুজে পাচ্ছিলাম না। যেহেতু আমি এই শহরে নতুন এসেছি তাই এখানে
প্রথম ভোট দেওয়া। কোন মানুষ নেই, পোষ্টার নেই শুধু একটি এ৪ কাগজে টাইপ করে সেটে দেওয়া ‘ভোট কেন্দ্র’;
ভোটদান কক্ষে তিনজন মহিলা রেজিষ্টার নিয়ে নাম ও ঠিকানা মিলিয়ে ব্যালেট পেপার দিচ্ছে।
একটা পেন্সিল দিয়ে ব্যালেট পেপারে ক্রস দেওয়া-
বিশ্বাস করুন যদি আমি বাঙালী বন্ধুদের কাছে না শুনতাম এবং বিবিসি না দেখতাম তবে আমি জানতেও
পারতাম না আজ ভোটের দিন। যদিও আমি প্রতিদিন টাউন হল অতিক্রম করি, ম্যাকে কফি খাই
আর টেসকোতে বাজার করি নিয়মকরে; কিন্তু কোন ভোটের ক্যাম্পেইন দেখেছি কিম্বা আলোচনা শুনেছি কিনা মনে করতে পারছি না! কাউন্সিল থেকে একটা রেজিষ্ট্রি চিঠি কদিন আগে আমার ঠিকানায় এসেছিল। আর লেটার বক্সে দু একটা জাঙ্ক লিফলেট দেখেছিলাম মনে হয়। তবে সেখানে ভোটের তারিখ কিংবা তাদের তথ্যে পুরোপুরি চোখ বুলানো হয় নি!
সকালের কফিপানের মতো ভোট এখানে খুব স্বাভাবিক এবং স্বচ্ছ।

আমি জানি না, কেন এই অভিজ্ঞতা বলছি!
ক্ষোভ, বিস্ময় নাকি তুলনামূলক অবস্থানের সমব্যথায়....

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো ভালো না।
সব দুষ্টলোক। এই কারনে আজ আআমদের এই অবস্থা।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ডেইজি আপার প্রতি সমর্থন ব্যক্ত করুন।

১২। জাতি রিজভী আহমেদের লিখিত বিবৃতি শোনার অপেক্ষায়- "রাতেই ভোট দেয়া হয়েছে, বিএনপি এজেন্টদের বের করে দেয়া হয়েছে,এই কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন অসম্ভব।"


ডেইজি আপা কে ?

আর রিজভী সাহেব কি বেশি মিছা কথা বলবেন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আপনি কি বাংলাদেশে থাকেন না?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

ইসিয়াক বলেছেন:

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: পেট টা একটু কমাতে হবে।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫

ইসিয়াক বলেছেন: হা হা হা সবাই বলে। আমি আবার ভোজন রসিক কিনা। =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: কম খাওয়াই ভালো।
আমি এখন খুব অল্প খাবার খাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.