নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষের ভাবনার শেষ নেই

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০



১। দুইটি সঙ্গত কারণে সরকার শীতকালীন ওয়াজমাহফিল নিষিদ্ধ করতে পারেন-
এক, সমাজে শব্দ দূষণ সৃষ্টি
দুই, অন্য ধর্মের প্রতি বিদ্ধেষ ছড়ানো।

২। তৈরি হোক সরকার, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। করোনা ভাইরাসের কারণে চীনের পোশাকের বাজারে ধস নামবে..বাংলাদেশ যদি নিজেকে নিরাপদ রাখতে পারে.. পশ্চিমা পোশাকের অর্ডার এদিকে আসবেই... সুযোগ হেলায় হারানো ঠিক না।

৩। জনৈক ফাদার এক ভদ্রমহিলাকে গাড়িতে লিফট দিচ্ছিলেন।
গাড়িতে বসে ভদ্রমহিলা এমনভাবে পা তুলে বসল যে ফাদার তার একপাশের উরু পরিস্কার দেখতে পাচ্ছিলেন।
ফাদার কোন রকমে নিজেকে সামলে নিলেন। কিন্তু কিছুক্ষন পর গিয়ার বদলানর ছলে ভদ্রমহিলার উরু ছুয়ে দিলেন।
শিউরে উঠে ভদ্রমহিলা বলে উঠল, "ফাদার, আপনার কি মনে আছে ১২৯ নম্বর স্লোকে ঈশ্বর কী বলেছেন?"
বিব্রত ফাদার "হু, হা" বলে দ্রুত হাত সরিয়ে নিলেন।

চার্চে পৌছে ভদ্রমহিলাকে বিদায় করে দিয়ে ফাদার পড়িমরি করে ছুটলেন ১২৯ নম্বর শ্লোকে কী লেখা আছে দেখতে।
শ্লোক পড়ে ফাদার শোকে পাথর হয়ে গেলেন। শ্লোকে লেখা ছিল, "এগিয়ে যাও, প্রয়োজনে আরো উপরে উঠ, নিশ্চয় তুমি সুখী হবে।"

গল্পের মোরালঃ ধর্মগ্রন্থ না পড়েই ধার্মিক সাজলে এরকম ভাবেই পস্তাবেন।

৪। শুনলাম চট্টগ্রামের অনেকে হজে পাথর ছোঁড়ার সময় শয়তানকে '_দানির ফুয়া' বলে গালি দেয়।

৫। ৭০ ভাগ মানুষ ভোট দিতে যায় নাই। এরা আবার হরতালেও যায় নাই।
এরা আসলে যায় কই? বানিজ্য মেলায় তো ঠিকই যায়।
কথা বলেন ঠিক কিনা?

৬। টাকা দিয়ে ভালোবাসা হয়তো কেনা যায় না। তবে টাকা নিশ্চিতভাবেই ভালোবাসা পাওয়ার পথ সুগম করে।

৭। রাজনৈতিক নেতারা জনগণকে বাল-ছাল মনে করে, কিন্তু সিটি করপোরেশন নির্বাচনে জনগণ এবার তাগোরে লাল কার্ড দেখাইয়া দিছে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩০

কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: সুন্দর লিখণী, ধন্যবাদ প্রিয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


চীনে করোনাভাইরাস কন্ট্রোলে এসে যাবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার লেখা পড়ে চিন্তায় পড়ি যেমন আমার লেখা পড়ে আপনি চিন্তিত হন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুন ভাবনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: জ্বী তাই।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শীতকালীন ওয়াজ বন্ধ করে দিয়ে গরমকালে ওয়াজ
দিলে একই ফল পাওয়া যাবে নাকি বাড়তি লাভ হবে?

ধর্মের বিরুদ্ধে বলে অনেকে নিজের স্বার্থ সিদ্ধি করলেও
আপনার দ্বারা তা হবেনা। সুতারং অহেতুক ক্যাচালে
জড়াবেন না। সবাই তা ভালো ভাবে নাাও নিতে পারে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: জ্বী মুরুব্ববী।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৪

ইসিয়াক বলেছেন: এটা কি ফুল?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: জানি না।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৭

ইসিয়াক বলেছেন: ১ও২ নম্বর ভালো লেগেছে।
ওয়াজে অনেক ভুল তথ্য দেওয়া হয়। মারাত্মক শব্ধ দূষণ হয়। আজ আমাদের বাড়ির সামনে ওয়াজ মহফিল। মাইকের বিকট শব্ধে কি করে আজকের দিনটা পার করবো তাই ভাবছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

রাশিয়া বলেছেন: ওয়াজে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় - এরকম দুইটা ইউটিউব ভিডিওর লিংক দেন তো দেখি। না দিতে পারলে আপনি মানুষের বাচ্চা না।

চট্টগ্রামের কার কাছ থেকে শুনেছেন এই ঘটনা? হজ্জ নিয়ে আপনার এই মন্তব্য ধর্মীয় বিদ্বেষের আওতায় পড়ে আপনি জানেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: চোখ কান খোলা রাখুন- তাহলে আপনিও জানতে পারবেন। দেখতে পারবেন।

আপনি আমাকে বাদশা বললে আমি বাদশা হয়ে যাবো না
আপনি আমাকে শুয়োর বললে আমি শুয়োর হয়ে যাবো না।

কাজেই আপনার কোনো কথারই আমার কাছে মূল্য নেই।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

খোলা মনের কথা বলেছেন: মাইকে ওয়াজ হওয়া ফলে শব্দ দুষন হয় এটা সত্য, ডিজে পার্টি স্টেজ শো দিয়ে শব্দ দুষন হয় এটা তো কখনো বলতে শুনিনা আপনাকে।
ওয়াজে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো হয় লিংক দিবেন।

আওলফাওল প্রতিউত্তর দিয়ে মন্তব্য এড়ানোর চেষ্টা করবেন না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: আপনি জেগে আছেন অথচ ভাব ধরছেন আপনি ঘুমে।
জেগে ঘুমানোর নাটক করলে আপনাকে কখনই জাগানো যাবে না।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭

খোলা মনের কথা বলেছেন: কে ঘুমে আছে আর কে জেগে আছে সেটা বুঝার মত যথেষ্ট জ্ঞান আমার আছে সেটা আপনার কাছ থেকে নেওয়া লাগবে না।

এতো মারফাতি কথা বাদ দিয়ে সরাসরি কথার উত্তর দেন না কেন??

কোন রেফারেন্স না থাকলে অপারগতা স্বীকার করতে শিখুন, ভুল হলে ভুল স্বীকার করতে শিখুন। কথার প্যাঁচে ফেলে মন্তব্য এড়িয়ে যাওয়া জোচ্চোর টাইপের মানুষের কাজ। আশা করি আপনি সেটা নন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: আমি সিউর হয়েই লিখেছি।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: পড়লাম। তিন নম্বরটা হেব্বি লেগেছে।
শুভেচ্ছা রইলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
কেমন আছেন?

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাস্তা বন্ধ করে রাতে উচ্চস্বরে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করা সঠিক কাজ নয়।
ওয়াজ মাহফিল হতে পারে অডিটোরিয়ামের ভিতরে, মসজিদের ভিতরে।
কিন্তু কোনোক্রমে শব্দ বাইরে যাওয়া চলবে না ।যত গুরুত্বপূর্ণ আলোচনায হোক অন্য মানুষকে বিরক্ত করা কোন সঠিক কাজ নয়।

একুশ শতকের পৃথিবীতে এই বিষয়গুলো সবাইকে বুঝতে হবে। সেটা যদি বুঝতে না পারে তাহলে তাদের আরও দুই হাজার বছর আগে ফিরে যাওয়া উচিত।

আমাদের সবাইকে বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে । বেশি বেশি পড়ার অভ্যাস করলে আমরা নিজেরাই ধর্মীয় গ্রন্থসমূহ পড়ে অনুধাবন করতে পারব।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের সবারই সৌভাগ্য যে আমরা আমাদের চোখের সামনেই হরতাল নামক একটি খারাপ জিনিসের অপমৃত্যু দেখলাম ।
এখন হরতাল আর মানুষ চায় না । হরতাল কেউ খায় ও না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: জনগন হরতাল প্রত্যাখ্যান করতে শিখে গেছে। এমন কি নির্বাচন কেও বুড়ো আঙুল দেখিয়েছে।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মনে হচ্ছে , করোনা ভাইরাসের কারণে চীন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্যই খুব খুশি হবেন। কেননা ডোনাল্ড ট্রাম্পের সাথে চায়নার অলরেডি লেগে গিয়েছিল। ক্যানাডাও খুশি হতে পারে । আফটারঅল আমরাও খুশি হতে পারি । আমি নিজেই চাইছি চীনের পতন হোক‌ চীন একটা শয়তান রাষ্ট্র।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সবাই সবার স্বার্থ দেখে।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

রাশিয়া বলেছেন: আমি বললেই আপনি শুয়োরের বাচ্চা হবেন না। আপনি শুয়োরের বাচ্চা হবেন আপনার কথা আর আচরণে। কবি আলাওল বলেছিলেন, যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।

মুসলিম হিসেবে জন্ম নিয়ে যারা সুযোগ পেলেই ইসলাম ও মুসলিম বিদ্বেষে মেতে উঠে অসুস্থ আনন্দ উপভোগ করে - তারা মানুষের বাচ্চা হিসেবে নিজেদেরকে দাবি করতে পারেনা। সব ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই এই সত্য প্রযোজ্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: জ্বী ভাই। জ্বী।
আসসালামু আলাইকুম।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো হয়েছে তবে ১ আর ৪ এই দুটো বাদ দিয়ে দিলে ভালো হয় । ধর্ম নিয়ে ক্যাচাল না করাই ভালো ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে ক্যাচাল আমার নিজেরও পছন্দ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.