নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। লেখক পাঠক হাত নেড়ে নেড়ে গল্প করে। কত শত নতুন বই। সুন্দর সুন্দর প্রচ্ছদ। নতুন বইয়ের ঘ্রান। বই হাতে লেখক পাঠক ছবি তোলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি । খুব ভালো লাগে।
নতুন কোনো লেখকের বই বের হলে, সবাই তাকে শুধু শুভেচ্ছা আর অভিনন্দন জানায়। ব্যাপারটা খুব দুঃখজনক। সহজ সরল সত্য কথা হলো- লেখকরা শুধু শুভেচ্ছা আর অভিনন্দন চায় না। নতুন লেখক চায় সবাই এক কপি করে তার বই কিনুক। আমি স্পষ্ট করে- শুভেচ্ছা আর অভিনন্দনওয়ালাদের বলতে চাই- দয়া করে বই কিনতে শিখুন।
আমরা সাধারণত নতুন লেখকদের বই কিনি না। এতে করে আমরা তিনটা ভুল কাজ করি।
এক, নতুন লেখক বের হয়ে আসার পথ নষ্ট করি।
দুই, নতুন অভিজ্ঞতা, অনুভূতি আস্বাদনের পথ বন্ধ করি।
তৃতীয়টি মারাত্মক, ভাষা সাহিত্যের বিকাশের পথ বন্ধ করি।
বই মেলায় অন্তত তিনজন নতুন লেখকের বই কিনুন। একটা বিষয় দারুণ সত্য যে পৃথিবীর সবচেয়ে খারাপ বইও অন্তত একটা ভাল লাইন আপনাকে আস্বাদন করতে দেবে। সবচেয়ে অপ্রয়োজনীয় বইও মগজকে একবার নাড়া দিবে।
বইমেলার সঙ্গে সংস্কৃতির যোগাযোগ নিবিড়। বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে থাকে বইমেলা। দেশের সবগুলো প্রকাশনী তাদের যতো বই আছে, প্রায় সবগুলো নিয়ে মেলায় তাদের স্টল সাজায়। আর আমরা সবাই মেলায় যাই, বই নেড়েচেড়ে দেখি, নতুন বইয়ের ঘ্রাণ নেই, আর পছন্দের বই গুলো কিনে বাসায় আসি। তারপর নতুন বইয়ের টাটকা ঘ্রাণ থাকতে থাকতেই সেগুলো পড়ে ফেলি।
শীতের বুড়ি ফেরত যাওয়ার রাস্তা খুঁজছে। প্রকৃতিতে লেগেছে ফাগুনের ছোঁয়া। নতুন বইগুলোকে ঘিরে লেখক-পাঠক-প্রকাশকেরা সব্বাই ভীষণ ব্যস্ত। মেলায় লেখক পাঠক হাত নেড়ে নেড়ে খুব গল্প করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। খুব ভালো লাগে।
প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: না।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বই হোক নিত্য সঙ্গী।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: বই হোক অবসরের সঙ্গী।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩
ইসিয়াক বলেছেন: ১) "পড়, তোমার সৃষ্টিকর্তার নামে"
---রাসুল(সাঃ) এর প্রতি আল্লাহর ১ম বাণী
২) "পড়, পড় এবং পড়"
--- মাও সেতুং
৩) "বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৪) ‘'ধন বল আয়ু বল, অন্যমনস্ক ব্যক্তির ছাতা বল, সংসারে যত কিছু মরণশীল পদার্থ আছে বই হচ্ছে সকলের সেরা।’ শ্রেষ্ঠ বইগুলো হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৫) "বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়"
--- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬) "জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই"
---ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ/লিও টলস্টয়
৭) "প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়"
--- হুমায়ুন আজাদ
৮) "একবার যার পড়ার নেশা লেগেছে, সেকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও তা ছাড়তে পারবে"
---মুহম্মদ মনসুর উদ্দীন
৯) "পাঠাগার নি:সন্দেহে লিখিত ভাষার সঞ্চয়, এখানে মানুষ বিপুল পৃথিবীর বিচিত্র সঞ্চয়ের সঙ্গে পরিচিত হয়"
---সৈয়দ আলী আহসান।
১০) "জ্ঞানের বাহক পুস্তক"
---মোতাহের হোসেন চৌধুরী
১১) '‘বই কেনাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে দুষ্কর্মের থেকে নিজেকে রক্ষা করা যায়''
১২) "ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা"
--- দেকার্তে
১৩) "ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে"
--- স্পিনোজা
১৪) "অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল"
--- নেপোলিয়ান
১৫) "প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না"
--- জন মেকলে
১৬) "আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়"
--- নর্মান মেলর
১৭) "একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না"
--- আর ডি কামিং
১৮) "একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা"
--- চীনা প্রবাদ
১৯) "একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়"
--- অস্কার ওয়াইল্ড
২০) "বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে"
--- জেমস রাসেল
২১) "আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই"
---ফ্রাঞ্জ কাফকা
২২) "সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে"
--- ভলতেয়ার
২৩) "বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হচ্ছে সভ্যতার রক্ষাকবচ"
--- ভিক্টর হুগো
২৪) "বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়"
--- বার্ট্রান্ড রাসেল
২৫) "কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন"
--- গ্যেঁটে
২৬) "আমার মধ্যে উত্তম যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী"
--- ম্যাক্সিম গোর্কি
২৭) "যদি বইটা হয় পড়ার মতো তা কেনার মতো বই"
---জন রাসকিন
২৮) "আমরা যখন বই সংগ্রহ করি, তখন আনন্দকেই সংগ্রহ করি"
--- ভিনসেন্ট স্টারেট
২৯) "বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না"
--- প্রতিভা বসু
৩০) "আমার মধ্যে উত্তম যদি উত্তম কিছু থাকে তার জন্যে আমি বইয়ের কাছে ঋণী"
--ম্যাক্সিম গোর্কি
৩১) "বই হচ্ছে মস্তিস্কের সন্তান"
--সুইফট।
৩২) "রুটি, মদ ফুরিয়ে যাবে, প্রিয়তমার নীল চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু বই অনন্তযৌবনা"
-সৈয়দ মুজতবা আলী।
৩৩) "বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না"
---সৈয়দ মুজতবা আলী।
৩৪) "মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে"
--রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫) "হৃদয়ের স্পর্শ যেখানে আছে সেটাই গ্রন্থ"
-হেনরি ভনডিক।
৩৬) "আমরা যখনই বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি"
--- ভিনসেন্ট স্টারেই
৩৭) "বই আপনাকে অতীত বর্তমান ভবিষ্যত সকল দিকে নিয়ে যেতে পারে।
---জসীম উদ্দীন
৩৮) "বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না"
--- প্রতিভা বসু।
৩৯) "পাঠাগার যেনো কালের স্বাক্ষী"
--- স্কট
৪০) "আমি তাকে করুনা করি, কারন সে প্রতিদিন মাখন খাই কিন্তু সে বই পড়েনা"
--- টমাস হুড
৪১) "কবিতা হচ্ছে সাহিত্যের রাণী"
--- টমাস স্পাট
৪২) "গৃহের কোন আসবাবপত্র বইয়ের চেয়ে সুন্দর নয়"
--- সিডনি স্মিথ
৪৩) "শিল্প সাহিত্যের মধ্যে বেচে থাকায় হচ্ছে প্রশান্তি কবিতা"
--- টমাস ফুলার
৪১) "কবিতা হচ্ছে সাহিত্যের রাণী"
--- টমাস স্পাট
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬
ইসিয়াক বলেছেন: ১। ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। - স্পিনোজা।
.
২। ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। - দেকার্তে
.
৩। অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল। - নেপোলিয়ান
.
৪। প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না. - জন মেকলে
.
৫। আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। - নর্মান মেলর
.
৬। একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না। - আর ডি কামিং
.
৭। একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। - চীনা প্রবাদ
.
৮। একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়। - অস্কার ওয়াইল্ড
.
৯। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। - জেমস রাসেল ।
.
১০। আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। - ফ্রাঞ্জ কাফকা ।
.
১১। পড়, পড় এবং পড়। - মাও সেতুং
.
১২। জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই। - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।
.
১৩। বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। - রবীন্দ্রনাথ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বই মেলায় এখনো যেতে পারিনি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: সমস্যা নেই।
এখনও পুরো মাস পড়ে আছে।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪
সাইন বোর্ড বলেছেন: নতুন অনেকের বই না কিনতে পারলেও অন্ততঃ নতুনদের কিছু সংকলন কেনা যায়, সে ক্ষেত্রে অনেকের লেখার মান আগেই কিছুটা জানা যায় ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন রাজীব দা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩
নিভৃতা বলেছেন: পড়তে হবে। পড়তে হবে। পড়তে হবে। বই পড়তে হবে।
সুন্দর পোস্ট।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২
নেওয়াজ আলি বলেছেন: প্রতি মেলায় চেষ্টা করি নতুন লেখকে বই কিনে উৎসাহ দিতে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: খুব ভালো কাজ।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০১
নীল আকাশ বলেছেন: কিছুক্ষণ আগে চাদগাজী ভাইয়ের পোস্টে যা বলে আসলাম আপনি সেটা নিয়েই লিখেছেন।
খুব ভালো করেছেন।
নতুন লেখকদের বই যদি একেবারেই বিক্রি না হয় তাহলে পরের বছর আর তার পক্ষে বই বের করা সম্ভব হবে না। কালের অতলে হারিয়ে যাবে একজন প্রতিভাবান লেখক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সবার বই বিক্রি হক।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
রুদ্র আতিক বলেছেন: নিদারুণ এই বাস্তবতার উপলব্ধি থেকেই আমি কখনো বই বের করার চেষ্টা করিনি ! পাবলিক ফ্রি খুব খায় । তাই ঠিক করেছি, কখনো বই বের হলে খ্যাতনামা কোন লেখকের বইয়ের সাথে আমারটা ফ্রি দেব । এবাবের বই মেলায় ডঃ জাফর ইকবালের যেকোনো বইয়ের সাথে রুদ্র আতিকের কবিতার বই ফ্রি ! কেমন হবে ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: ভালো আইডিয়া।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
বইমেলায় গিয়েছিলেন?