নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩০

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫



১। বাংলাদেশে পুরুষদের সবচেয়ে বড় শক্তি মেয়েদের চুপ থাকা। আর এই বিষয়টিকে কেন্দ্র করে পুরুষরা মেয়েদের উপর সব রকম নির্যাতন চালিয়ে যায়।

২। জঙ্গলের মাঝে গভীর তপস্যায় নিমগ্ন এক যুবক।
একাগ্রচিত্তে সে ধ্যান করে যাচ্ছে। ঈশ্বরের সন্তুষ্টি লাভে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। বৈষয়িক কোনো ব্যাপারেই এখন তার কোনো আগ্রহ নেই। জঙ্গলে হিংস্র প্রাণীর কোনো অভাব না থাকলেও তার ভয়ডর বলে কোন কিছু ছিল না।
সাধনার ফলে এই যুবক একদিন ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। ঈশ্বর তাকে বর দেন, ‘তুমি যা ভাববে, তা-ই হবে।’ ঈশ্বরের বর পেয়ে যুবক আত্মহারা। ভাবলো এই গহীন জঙ্গলে সোনার এক বিশাল প্রাসাদ হলে কেমন হয়। সাথে সাথে হলোও তা-ই। আনন্দে লাফিয়ে উঠলো সে। হঠাৎ মনে হলো ক্ষুধা লেগেছে তার। ভাবলো সোনার থালায় সব মজাদার খাবারের কথা। সাথে সাথে সামনে হাজির। মজাদার সব খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল সে। শরীর এখন একটু বিশ্রাম চাচ্ছে। সোনার পালঙ্কে গা এলিয়ে দিল।
হঠাৎ তার মনে হলো প্রাসাদের মাঝে থাকলেও এর চারপাশে রয়েছে গহীন জঙ্গল। এখন যদি একটা বিরাট বাঘ এসে তাকে খেয়ে ফেলে! আর যায় কোথায়! যেই মনে করা ওমনি এক বিরাট বাঘ এসে তাকে খেয়ে ফেলল। সোনার প্রাসাদে পড়ে রইল শুধু তার কয়েক টুকরো হাড়।
কথায় বলে, ‘বনের বাঘে খায় না মনের বাঘে খায়।’

৩। পৃথিবীতে এই যে এত অরাজকতা, পাপ, পূন্য,হিংসা বিদ্বেষ এগুলো থাকবেই। বংশ পরম্পরায় এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাচ্ছে। চেষ্টা করলেও তা শোধরানো সম্ভব নয়। কারণ এটি উত্তরাধিকার সূত্রে পায় মানূষ। যদি মাথা থেকে এই অংশটুকু কেটে বাদ দেয়া যেত কেবল তবেই মানুষ খাটি হতে পারত।

৪। একদিন আল্লাহর শাস্তি দুনিয়াকে গ্রাস করলো, মাটি থেকে পানি উদগত হতে লাগলো এবং মুষলধারে বৃষ্টিপাত হতে থাকলো। কোরআনের বক্তব্য অনুযায়ী পাহাড়ের মত তরঙ্গ পৃথিবীকে গ্রাস করলো, মহাপ্লাবনে সব কিছুই তছনছ হয়ে গেল। হযরত নূহ (আঃ) এর সঙ্গী সাথী এবং নৌকায় আশ্রিত অন্যান্য প্রাণী এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেলেন।
আমিন।

৫। দেবতা জিউস সিংহাসনে বসে আছেন। তাকে ক্রোধান্বিত দেখায়।
তাঁর সামনে দাঁড়িয়ে স্বর্গীয় দেবদূত হার্মেস।
দেবতা জিউস হুঙ্কার ছাড়লেন, পৃথিবী পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে পড়েছে! আমি পৃথিবী ধ্বংস করে দেব!
জিউসের হুঙ্কারে কেঁপে উঠলেন হার্মেস। সম্পর্কে হার্মিস জিউসপুত্র; তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে পিতাকে বললেন, এপিমেথিউস- এর স্ত্রী প্যান্ডোরা কে আপনি একটি বাক্স দিয়েছিলেন। সেই বাক্সটি খুলতে আপনি নিষেধও করেছিলেন। কিন্তু, আপনার নিষেধাজ্ঞা অমান্য করে প্যান্ডোরা বাক্সটি খুলে ফেলেছিল। তারপর থেকেই পৃথিবীতে ঘৃনা ক্রোধ পাপ ছড়িয়ে পড়েছে!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১. মেয়েরা চুপ থাকে???? আমার বেলায় তো না...
২. ৫. ব্যাখ্যাগুলো জানলাম...
৩.৪. ঠিক আছে...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

নিভৃতা বলেছেন: আপনি একটা গল্প শুরু করেছিলেন। ভুলে গেছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ভুলি নাই।
খুব মনে আছে।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ লাগল রাজীব দা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মেয়েদের সব চেয়ে বড় দুর্বলতা হলো তাদের নিজস্ব কোনো আয় নেই। আয়-রোজগার না থাকাতে তারা চুপ করে থাকতে বাধ্য হয় । এটাকে তাদের দুর্বলতা ভাবা সঠিক নয় । তাদের জন্য কর্মসংস্থান করা দরকার আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: জ্ঞানী লোকের মতো কথা বলেছেন।
অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

নেওয়াজ আলি বলেছেন: দারুণ , শুভেচ্ছা সতত ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া আলি ভাই।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: জ্ঞানী লোকের মতো কথা বলেছেন।
অনেক ধন্যবাদ।

আমার তো ভাই জ্ঞানই নেই। কি ভাবে জ্ঞানী লোকের মত কথা বলব?
সে যাই হোক, আপনাকে ধন্যবাদ। শুকরিয়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের জীবিত নারীদের মাঝে কমপক্ষে ২ কোটী জীবনে চাকরাণী, ঝি, ভিক্ষুক, বস্তির বউ হয়েছেন; এদের বলার কি থাকতে পারে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তপস্যার গল্পটি ভালো লেগেছে।
আপনি মাঝে মাঝে মনের অজান্তে
বাজে জিনিষ কামনা করেন। যেমনঃ
আপনি দোযখে যেতে চান। যদি সৃষ্টিকর্তা
আপনার এই বাসনা পূরণ করেন তখন
আপনার অবস্থা কি হবে একবার ভাবুন!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আমি দোজকেই যাবো। এটা ফাইনাল। এর জন্য যা যা করতে হয় করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.