নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিছু তথাকথিত লেখক ফেসবুকে তাদের বইয়ের বিজ্ঞাপন যেভাবে দেন

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪



১। লেখক স্টলে না থাকলে অনেকেই বই কিনতে চান না। কেনো রে ভাই? যারা এই দলের তাদের জন্য জানাচ্ছি, আগামীকাল মেলায় থাকবো ৪টা থেকে ৭ টা পর্যন্ত। আরও বেশীও থাকতে পারি। আমার ঠিকানা তো জানেন, অমুক স্টল। 'বিড়াল দুধ খায়' সহ আমার সব বই আর সাথে লেখককে পাবেন। আমি আপনাদের অপেক্ষায়...আসছেন তো?

২। জীবনে কোন লেখককে তার বইয়ের বিক্রি নিয়া সত্য কথা বলতে শুনলাম না।
মেলায় ১৫ কপি বই বিক্রি হইলে লেখক বলে বেড়ায় ৫০০ কপি শেষ। দুর্ঘটনাবশত কম বিক্রির ব্যপারটা প্রকাশ্য হয়ে গেলে লেখক হীনম্মন্য বোধ করেন, ক্ষেত্রেবিশেষে ক্ষেপে ওঠেন। আমি মোটেও এরকম না।

৩। “আমার গদ্যের বই” কথাটার মানে কী?
গল্প, উপন্যাস, নাটক, স্মৃতিকথা, প্রবন্ধ ইত্যাদি, যা-কিছু পদ্যে লেখা হয় না, তার সবই তো গদ্যে লেখা। তাহলে শুধু নিবন্ধ-প্রবন্ধ (essay) বোঝাতে ‘গদ্য’ কথাটা ব্যবহার করা হচ্ছে কেন? কেউ কেউ লিখছেন ‘মুক্তগদ্য। কেন? ‘প্রবন্ধ’ শব্দটা কি বাতিল?
অমুক স্টলে যান আমার একটা প্রবন্ধের বই কিনুন।

৪। প্রতিবছরের মতো এইবারও বইমেলার নতুন ১০ টা সাহিত্যের বই রিভিউ করব।
রিভিউ করার যোগ্য এমন বই সাজেস্ট করেন।

৫। আফজাল ভাইয়ের বইটা একটা প্লাটফর্মে লেখা, মূলতো উনি দেখাতে চাইছেন ভবিষ্যতের ইশতেহার। বইটা অণু কবিতা নিয়ে ভালো লাগার বই। এখন কেউ বেশি কথা পছন্দ করে না, করেনা বেশি খাবারও। হ্যাঁ কিছু ব্যতিক্রম তো আছেই।
সৃতির জার্নাল বইটা একই সাথে কবিতার ও প্রবন্ধের/নিবন্ধের বই।

৬। 'আমরা দু'জন রাত জেগে থাকি'
ছ্যাকা প্রকাশনী
প্যাভিলিয়ন# ৯৯৯

৭। এই পৃথিবীতে কন্টক আছে যত, পুস্পও কিছু কম নাই। শত্রুতা যে যতই করুক, বন্ধুদের মায়া, ছায়াও বড় প্রলুব্ধকর! বলছিলাম, বই করার ইচ্ছা নাই, ফলে চিন্তাহীন নাকে তেল দিয়া দিব্যি সাংসারিক কর্তব্য পালনে রত। মনে গোপন হাহাকার, লিখতে না পারার, পড়তে না পারার! যায় দিন যায়...অত্যন্ত স্নেহভাজন খালেদ উদ-দীন বড়ই করিৎকর্মা। সাহিত্য অন্তপ্রাণ। সে একদিন বলে
আপা আপনের মুক্তগদ্যগুলা কই?
এইভাবেই একটা বই প্রকাশের গল্প শুরু হয়।
এই প্রথম প্রকাশিত হতে যাচ্ছে আমার নন-ফিকশনগুচ্ছ।
নিশ্চয়ই অন্য আমাকে খুঁজে পাওয়া যাবে বইটিতে।

৮। আজ আনুষ্ঠানিকভাবে মেলায় এলো আমার বহুল প্রতীক্ষিত কবিতার বই 'চাঁদে একা'। বইটির ছাপাই-বাঁধাই খুব নান্দনিক ও শৈল্পিক। কাগজ ঝকঝকে। বইটির প্রোডাকশন দেখে ও হাতে নিয়ে মন ভালো হয়ে গেল। মান্যপ্রকাশের প্রধান নির্বাহী খ্যাতনামা প্রকাশক ও লেখক প্রিয় আবুল বাতেন ভাই ফুল, মিষ্টিসমেত সৌজন্য কপি উপহার দিলেন আজই। বইটি তড়িৎগতিতে মেলায় আনায় ও সুন্দর প্রোডাকশনের জন্য আবুল বাতেন ও কামাল ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বইটির প্রথম ক্রেতা সাহিত্যমনা রাজনীতিবিদ মোখলেস, দ্বিতীয় ক্রেতা কবি ও সাংবাদিক হক জব্বার ভাইকে সাধুবাদ জানাই।

৯। বইমেলায় যারা যাচ্ছেন, যাবেন, সে আজ হোক, কাল কিংবা পরশু। অবশ্যই একবার ঘুরে আসবেন ঘাস ঘাস পাবলিকেশন্স এর নান্দনিক প্যাভিলিয়নটি। ঠিকানা মনে আছে তো? প্যাভিলিয়ন নম্বর-৯৯৯। শতাধিক নতুন বইয়ের ভিড়ে এখানে পাবেন আপনার প্রিয় কবি-কথাশিল্পী-লেখকদের নতুন বই। বিগত সময়ে প্রকাশিত বইগুলো তো আছেই। শুধুই আপনার জন্য। আপনার প্রতীক্ষায় আছে ঘাস ঘাস পাবলিকেশন্স। ভালোবাসার ঝাঁপি খুলে। ঘাস ঘাস প্রকাশনী থেকে আমারও একটা বই বের হয়েছে। কিনুন। পড়ুন। নিজেকে সমৃদ্ধ করুন।

১০। আমার নতুন কবিতার বই "মূরগী দেয় হাঁসের ডিম" আজ মেলা ধরতে পারল না। তবে কাল বিকাল ৪টায় বইয়ের প্রকাশক "আমার তোমার"-এর স্টলে এটা থাকছে নিশ্চিত।
বইটা উৎসর্গ করেছি বন্ধু ও কবি কুদ্দুস পাগলাকে।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আরেকটি বই বার হয়েছে ঢাকসু প্রকাশনী থেকে “আমার মনে হয় নুরু আরো মাইর খাবে”

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আগামী বইমেলাতে আমার বই বের হবে- হযরত।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

নুরহোসেন নুর বলেছেন: লেখক বাড়ছে লেখার মান বড়ছেনা,
এই যুগে একজন রবী ঠাকুর খুব প্রয়োজন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: সত্যিকারের লেখক আমাদের খুব কম। আগডুম বাগডুম আমাদের বেশী।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৮

প্যারাসিটামল খবিশ বলেছেন: এসব লেখকেরা ব্লগিং করলে লেখাটেখা ছাইড়া দিয়া কাওরান বাজারে সবজি বিক্রি করতো

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: যারা লিখেন তারা কেউই বেকার না।
মোটামোটি সবাইই ভালো চাকরী করেন।
সবাই হুমায়ূন আহমেদ না। যে লেখালেখির জন্য চাকরী ছেড়ে দিবেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


@প্যারাসিটামল খবিশ,
আপনি বলেছেন," এসব লেখকেরা ব্লগিং করলে লেখাটেখা ছাইড়া দিয়া কাওরান বাজারে সবজি বিক্রি করতো "

-আমার জানা মতে, অনেক শিক্ষিত মানুষ সবজি বিক্রয় করছেন আজকাল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: জ্বী।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৯

মেহরাব হাসান খান বলেছেন: আনন্দে হাসবো, না তাদের কষ্টে কাদবো বুঝতে পারছি না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: তাদের এই হাস্যকর স্ট্যাটাস আমাকে বিনোদন দেয়।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: চরম বাস্তব প্রকাশ ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
নতুন লেখকদের ব্যাঙ্গবিদ্রুপ করে নিরুৎসাহ করা ঠিক না।
যদিও আমি লিখতে জানি না। আমার বইও বের হবে না। তবে নতুন লেখকদের বই কিনে আমাদের উৎসাহ দেয়া উচিত। কিনতে না পারলেও তারা কষ্ট করে লিখেছে, যাই লিখুক এপ্রিশিয়েট করা উচিত।

এই বাংলায় লেখক কবি একটু বেশী। বেশী হওয়ারই কথা।
প্রাচীন কাল থেকেই এই উপমহাদেশে দারিদ্র কবলিত হলেও সাহিত্য গদ্য পদ্য পুথি, পালা খনার বচন, লালন বচন ইত্যাদিতে 'বাংলা অঞ্চল' বেশী এগিয়ে ছিল। ভাত খেতে না পারলেও গুটি গুটি পুথিকাব্যের ছন্দ মিলানোর চেষ্টা করতো।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
সহমত।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৭

অধীতি বলেছেন: ভাই ছ্যাকা প্রকাশনীর বইটা কিনবো :), ফেসবুক এখন মার্কেটিং প্লেসে পরিনত হয়েছে। রাবা খানের কি কোন বই বের হবে নাকি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---------

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৬

অনল চৌধুরী বলেছেন: অনুবাদ বা শিশু সাহিত্য ছাড়া যেকোন গভীরধর্মী বইিএমনকি উপন্যাসও ১০ কপি বিক্রি হওয়াও অনেক কঠিন।
১৯৯৯ সালে আমার প্রথম বই প্রকাশের সূচনা হয়।
একইসাথে ৪ টা বই বের হয়,যার মধ্যে ২ টা অনুবাদ এবং ২ টা মৌলিক ছিলো।
অনুবাদগুলি প্রতিটা প্রায় ২০০ কপি করে বিক্রি হলেও মৌলিক বই সেই পরিমাণ বিক্রি হয়নি।
তবে যা হয়েছিলো,সেটার পরিমাণও অনেক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে মানুষ বেশী। তবে পাঠক কম। তাছাড়া দরিদ্র দেশ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: অপেক্ষায় আছি কিছু রিভিউ পোস্ট এর। বিশেষ করে ব্লগার ম হাসান, হাবিব স্যার ও অপু তানভীর খুব ভাল রিভিউ লেখেন। এদের রিভিউগুলি বইমেলার এই পিরিয়ডে ব্লগের অন্যতম সেরা আকর্ষন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: সবার বই প্রকাশ পায় আর আমার প্রকাশ পায় হিংসা =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হা হা হা----------
কি যে বলেন!!!!!!!!!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

বন্ধু শুভ বলেছেন: প্রথম ১০০ জনকে লেখক বাসায় গিয়ে বই দিয়ে আসবেন। এই টাইপের লেখকও বাংলার জমিনে অ্যাভাইলাবল হযরত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে------------

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

বন্ধু শুভ বলেছেন: দাদা, আপনার ই-মেইল আইডিটা আশা করছি। বিশেষ দরকার আছে। অথবা ফোন নম্বর। ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: [email protected]

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

কালো যাদুকর বলেছেন: ৬ আর ১০ কি জোক? ছবিটা ভাল।
২০১৮ তে নিউমার্কেটে গেলাম, দেখি, বইয়ের দোকান সবই শেষ, ওগুলা এখন ফোনের দোকান। মেলার বই গুলা শেষ পর্যন্ত কতটুকু টিকে থাকতে পারে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: একটা একটাই শেষমেষ যোগ্যরাই টিকে থাকবে।
অবশ্য বহু লোক তেলামি করে ঠিকে আছে। থাকবে। আমাদের সমাজের মানুষ তেলামি পছন্দ করে।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ নং তো সেই লেভেলের ক্রিয়েটিভিটি...

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: এরা সবাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একজন লেখক কেন লাজ লজ্জা বির্সজন দিবে? লেখকের আত্ম মর্যাদা থাকবে না??

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

অতি মানব বলেছেন: মান সম্মত লেখার বই কোন লেখকের পেলাম না।সাদাত হোসেন উনার অনেক অনেক নাম শুনছি কিন্তু কোন বই পড়া হয়নি।বই বেরা করাটা এখন একটা আর্ট হয়ে গেছে।সেদিন দেখলাম সালমান মুক্তাদির,তাওহীদ এর মত ছোকরা বই প্রকাশ করছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---
বইমেলা এলে তথা কথিত লেখকদের আগমন হয়।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

জাহান জারা মুন বলেছেন: বাস্তবতা এমনটাই হয়ে গেছে যা বলবে তা হবে কিন্তু হাতে রেখে!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: হুম।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

ভ্রমরের ডানা বলেছেন: এই জন্যেই আমি বই প্রকাশে ভয় পাই!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ভয়কে জয় করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.