নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৩২

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৩



১। যাদু আমার প্রিয় একটি বিষয়-
পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, মানুষ কেটে দু'টুকরো করা অথবা শূন্যে ভেসে থাকা।
এই সব ম্যাজিক দেখে আমি মুগ্ধ!
দিনের পর দিন ভাবতাম- কিভাবে করে? কিভাবে সম্ভব?
এই সব ম্যাজিকের ট্রিকস গুলো জানার পর- আমি অবাক!! এত সহজ। কিন্তু কখনও তো আগে এই কৌশল গুলো ধরতে পারিনি।

২। “Bird By Bird” লিখেছেন অ্যান লেমট। ১৯৫৪ সালে জন্ম নেয়া মার্কিন লেখক অ্যান লেমটকে বলা হয়ে থাকে ‘জনতার লেখক’। গল্প এবং প্রবন্ধ দুই-ই তিনি সমান ভাবে লিখেছেন। তিনি একই সাথে একজন রাজনৈতিক কর্মী, বক্তা এবং শিক্ষক। মূলত সান ফ্রান্সিসকোতেই তার জন্ম এবং বেড়ে ওঠা। তার রচিত প্রবন্ধগুলো মূলত আত্মজৈবনিক।
নিজের রচনা সম্পর্কে এই লেখকের বক্তব্য হলো– আমি তা-ই লিখি যা লিখতে আমার ভাল লাগে; যাতে সত্য কথন থাকে, থাকে মানুষের জীবন ঘনিষ্ট হৃদয়ের অনুভূতি, আধ্যাত্মিক রূপান্তর, পরিবার, গোপনীয়তা, পাগলামী আর সর্বোপরি হাস্যরস।
অ্যান লেমট রচিত “বার্ড বাই বার্ড” প্রকাশিত হয় ১৯৯৪ সালে। এটি এমন একটি বই যাকে লেখালেখি সংক্রন্ত বিষয়ে কোর্স বলা চলে।

৩। কবি-সাহিত্যিকদের মধ্যে লেখা, পুরষ্কার বা সংবর্ধনা নিয়ে যেমন রেষারেষি-ছোঁড়াছুঁড়ি থাকে- সাংবাদিকদের মধ্যেও এটা দেখা যায়-তবে কাজ নিয়ে এমন ঈর্ষা ভালো লাগে ...

৪। রাষ্ট্রের সব নাগরিকের মৌলিক চাহিদাগুলো (অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা) সুলভ মূল্যে পাওয়ার নিশ্চয়তা চাই।

৫। এই বাংলায় লেখক কবি'র সংখ্যা একটু বেশী। বেশী হওয়ারই কথা।
প্রাচীন কাল থেকেই এই উপমহাদেশে দারিদ্র কবলিত হলেও সাহিত্য গদ্য, পদ্য পুথি, পালা, খনার বচন, লালন বচন ইত্যাদিতে 'বাংলা অঞ্চল' বেশ এগিয়ে ছিল। ভাত খেতে না পারলেও গুটি গুটি পুথিকাব্যের ছন্দ মিলানোর চেষ্টা করতো।

কবি, সাহিত্যিকদের বিশাল ব্যক্তিত্ব থাকতে হয়। হৃদয়বান হতে হয়। তেলবাজি আর চাটুকারিতা পরিহার করতে হয়। চিন্তা, ভাবনা আর মন মানসিকতা আধুনিক হতে হয়। বেশির ভাগ লেখকগন তাদের বইয়ের প্রচারের জন্য ফেসবুককে বেছে নিয়েছেন। ফেসবুক না থাকলে তাদের কি হতো? লেখকরা এটা কেন বুঝেন না- যারা সারাদিন ফেসবুকে থাকে তারা বই পড়ে না।

বই বের করাটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। সবচেয়ে বেশী খারাপ লাগে বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হ্যাংলার মত বই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর উপস্থাপক পরিচয় দেয়ার এক মিনিটের মধ্যে লেখককে সরিয়ে দিয়ে আরেকজনকে ডাক দেয়। কথাও শেষ করতে দেয় না...! আমি একজন লেখককে আরো উঁচু স্থানে বসাতে চাই। লেখক মানুষ লেখে তার নিজের গরজে। নিজের নাম প্রচারের জন্যে, নিজেকে উঁচুতে তুলে ধরার মানস থেকেও কোনও কোনও মানুষ লেখে। এই দুই ধরনের লেখার মাঝে ফারাক অনেক।

হাতে একটা এসএলআর ক্যামেরা থাকলে যেমন ফোটোগ্রাফার হয়ে যায়, তেমনি ২০/২৫ হাজার টাকা খরচ করলে যে কেউ এখন লেখক হতে পারে। কিন্তু সে সব বই কেহ পড়বে না। বইমেলার সময় বুঝা যায়- আমাদের ভালো লেখকও নাই, ভালো প্রকাশকও নাই। সবই গার্বেজ। আর সত্যি কথা বলতে কি, পাঠকও বই পড়ে না। অনুরোধে ঢেঁকি গেলার কারণে দু'একখানা বই কেনে মাত্র।

লেখক বাড়ছে লেখার মান বড়ছে না। তবে নতুন লেখকদের বই কিনে আমাদের উৎসাহ দেয়া উচিত। কিনতে না পারলেও তারা কষ্ট করে লিখেছে, যাই লিখুক এপ্রিশিয়েট করা উচিত।

৬। যুব বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে জেতা তরুণদের প্লট, ফ্ল্যাট আর সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা না দিয়ে বরঞ্চ পল্টন ময়দানে ভারতীয় বিএসএফের হাতে নিহত কৃষকের জানাজা আর রাষ্ট্রীয় সম্মান দিন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমার কোনো বই প্রকাশিত হয় নাই।
আমি বেঁচে গেছি। ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---------

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গুরুর কথার প্রতিধ্বনি আপনার কথায়
লেখক বাড়ছে মান বাড়ছে না।
নেতিবাঁচক চিন্তার ফসল

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: গুরু যেইদিকে আমিও সেই দিকে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩০

নেওয়াজ আলি বলেছেন: ৫ ও ৬ নং একমত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৩

ভুয়া মফিজ বলেছেন: আপনার চিন্তা-চেতনায় বেশ সমস্যা দেখতে পাচ্ছি। এই লেখার মধ্যেও কন্ট্রাডিকশান আছে।
যে কোনও এঙ্গেল থেকেই চাদের থেকে সূর্য ভালো; সূর্য হওয়ার চেষ্টা করেন। এ'কথা সম্ভবতঃ আগেও আপনাকে বলেছি। ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: জ্বী বলেছেন। আমি সেই চেষ্টায় আছি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আগামী এপ্রিল ফুল মাসে ঠোঙ্গার দোকানে এসব বই পাওয়া যেতে পারে। তথ্যসূত্র আমি ফাঁস করে দিবো বলে ভাবছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আসল কথা, দিন শেষে যোহ্যরাই টিকে থাকবে।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪০

অভি চৌধুরী বলেছেন: বদ্যা আপনে কইলাম আজীব আসোইন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আরে না---
আমিও আপনাদের মতোনই।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



বিএসএফ'এর হাতে কৃষক কেন নিহত হয়, সেটা আমি জানি, সেটার সমাধান সরকার করতে অপারগ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটা পোষ্ট আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.