নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অন্ধ হয়ে যাবো

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৯



একদিন সকালে ঘুম থেকে উঠবো
ঘুম থেকে উঠে দেখবো-
আমি চোখে কিছু দেখতে পারছি না
আমি অন্ধ হয়ে গেছি!!
ডাক্তার দেখাবো- ডাক্তার বলবেন, স্যরি।
আপনার চোখ আর ভালো হবে না
ইদানিং চোখ খুব সমস্যা করছে
বাকিটা জীবন অন্ধ হয়ে কাটাতে হবে,
ভাবতেই ভীষন কষ্ট হয় বুকের গভীরে

আমার দাদাজান একদিন সকালে
ঘুম থেকে উঠে অনুভব করলেন,
তিনি অন্ধ হয়ে গেছেন।
কোলকাতা নিয়ে গিয়েও দাদার চোখ
আর ভালো হলো না।
তখন তার মাত্র পয়ত্রিশ বছর,
বাকি পয়ত্রিশ বছর তিনি অন্ধ হয়ে কাটালেন।
আমারও এমনটাই হবে।

সকাল দুপুর সন্ধ্যার অনুভূতি পাবো না
আকাশ ভরে মেঘ জমলে দেখতে পাবো না
শীতের কুয়াশা দেখতে পাবো না
জোছনা রাত দেখতে পাবো না
প্রিয় মানুষের মূখ দেখতে পাবো না
আহ, কি কষ্ট! কি কষ্ট!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

রুমী ইয়াসমীন বলেছেন: কীসব অলুক্ষণে কথা ভাবছেন ভাইয়া। আল্লাহ মাফ করুন....

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমার দাদারও এই রকম হয়েছিলো।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার প্রায় ধারণা সঠিক হলে, রাতে আপনার ঘুমানো ঠিক হবে না, দিনে ঘুমাবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: দিনের বেলা ঘুম আসে না।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




বর্তমান সময়ে অন্ধ হয়ে যাওয়াই ভালো..............

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: সব যুগেই বর্তমান সময়টা খারাপ থাকে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

দৃষ্টিসীমানা বলেছেন: ্মাদের আপনি এমন একটা অলুক্ষুনে কবিতা লিখলেন শুধু মন্তব্য আর লাইক পাওয়ার জন্য । আল্লাহ আপনাকে এবং সবাইকে রক্ষা করুণ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: লাইক আর মন্তব্য দিয়ে কি টাকা পাওয়া যায়?
আমি লিখি মনের সুখে। নিজের আনন্দের জন্য।
কেউ আমার লেখা না পড়লেও কিন্তু আমি লিখে যাবো।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

ইসিয়াক বলেছেন: কবির মনে কাব্য ছিলো
পাখির ছিলো গান
চাঁদের গায়ে ঝলক শাড়ী
জোছনা অফুরাণ
যৌবন ছিলো মধুর বিধুর
রঙিন ছিলো আশা
অন্ধ মনের কোণে ছিলো
একটু ভালোবাসা।

আমার একটা নদী ছিলো
কাজল কালো ঢেউ
সেই নদীতে নাউ বাইতে
পায়না সাহস কেউ।
উজান তলী গায়ের বাঁকে
হাটের সওদা নিয়ে
সাঁঝ বেলা আসতাম ফিরে
ভাটির গান গেয়ে।
কলসি কাঁখে নদীর বাঁকে
রূপের বাদাম তুলে
মুচকী হেসে কইতো কথা
ভয় সঙ্কোচ ভুলে।
গানের ভাষায় বলেছিলাম
হৃদয় নদীর কাছে
উঠবে আমার নায়ে এসো
জায়গা খালি আছে।
ভরা নদীর দু’ কুল জুড়ে
ঢেউ উপচে পড়ে
নায়ে তুলে আনলাম তারে
জীবন সাথি কোরে।

উড়কি ধানে মুড়কি আর
বিন্নি ধানের খৈ
পান সুপারী দোক্তা হাতে
ফিরতাম ঘরে ঐ।
যেই ঘরেতে থাকতো বসে
কন্যা কাজল কালো
নদীর মতো মন ছিলো তার
ছিলোনা চোখে আলো।

জীবন নদীর হাজার বাঁকে
ছিলোনা আক্রশ
আয়ত দুই চোখের ছিলো
আজন্ম দোষ।
প্রেমের আলো জ্বেলে কন্যা
থাকতো পথ চেয়ে
আমার চোখে দেখতো ভূবন
জন্মান্ধ সেই মেয়ে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০

করুণাধারা বলেছেন: দোয়া করি আপনার চোখ যেন ভালো থাকে।

তবে সানগ্লাসে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: এই ছবি টা কোলকাতায় তুলেছি।
সান গ্লাসটা আমার না। সুরভির।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





সব যুগেই বর্তমান সময়টা খারাপ থাকে। যথার্থ বলেছেন

আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মিশরীয় শিলালিপিতে হায়ারোগ্লিফিক ভাষায় লিখা হয়েছিলো “বর্তমান খুব খারাপ” আরো ইত্যাদি ইত্যাদি লেখা আছে সেখানে যা নিয়ে আমরা আজ বারংবার কথা বলি “সমাজ পরিবেশ অবক্ষয়! - এই সবই - - - - - - - ভুজং ভাজুং

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: আজ থেকে ৫০ বা ১০০ বছরও (যদি পৃথিবী টিকে থাকে) লোকজন বলবে বর্তমান সময় টা খুব খারাপ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৬

এমজেডএফ বলেছেন: এখন থেকে অর্থাৎ চোখে দৃষ্টিশক্তি থাকা অবস্থায় ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করেন ঠিক হয়ে যাবে। বর্তমান চিকিৎসাবিজ্ঞান আপনার দাদার আমলের থেকে অনেক উন্নত। সুতরাং আপনার দাদার হয়েছে তাই আপনারও হতে হবে এমন কথা নেই। শুভকামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: ভরসা পেলাম। সাহস পেলাম। ধন্যবাদ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার ধারণা যদি সঠিক হয় তা হলে
এটা আপনার একটা স্টান্ডবাজী!
আপনার গুরুর চোখে সমস্যা তা
আপনার জানা। গুরুর নাগাল
পাবার জন্য এটা একটা
নিম্নমানের অপচেষ্টা।
সরলতাকে গরলতায়
পর্যবেশিত করছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমি মিথ্যা কথা বলি না। একদিন আমাকে মরতে হবে। হাশরের ময়দানে দাড়াতে হবে। আমার মহান আল্লাহর ভয় আছে।
চোখে আসলেই সমস্যা। বেশ সমস্যা। আপনি চাইলে ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে পারি।
আর আমার দাদারও হঠাত অন্ধ হয়ে গিয়েছিলেন।

মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না। দুনিয়ার সবাই মিথ্যা বলে না। আর যারা মিথ্যা বলে আমি তাদের দলের না। যদি কোনো দিন আপনার সাথে আমার দেখা হয়- তখন আপনি সত্য অনুধাবন করতে পারবেন। তখন কি আপনি লজ্জা পাবেন না?

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি তাই বিশ্বাস করেন তা হলে
দোজখে যাবার জন্য জিদ করতেন না।
দোজখের ভয়াবহ আজাবের কথা আপনার
জানা থাকার কথা। আল্লাহর কাছে মাগফিরাত
কামনা করুন।
" আল্লাহুম্মা ইন্নী আস'আলুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান নার "
অর্থ ঃ ইয়া আল্লাহ্‌ , আমি তোমার কাছে বেহেশত চাই এবং দোজখের আগুন থেকে আশ্রয় চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: না, আমি দোজকে যেতে চাই।
আগুনে পুড়তে চাই। আগুনে পুড়তে চাই।
জানেন তো স্বর্ন যত পুড়ে তত খাটি হয়।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০২

অজ্ঞ বালক বলেছেন: ভালো দেখে একজন চোখের ডাক্তার দেখান। এমনে কবিতাটা ভালোই ছিল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: যাক কবিতা ভালো হলেই হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.