নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পোশাক আর উৎসবের চেয়ে মনের গভীরে বসন্ত লালন করা অনেক জরুরী।
২। আজ ফাগুনের প্রথম দিন।ফাগুন এসেছে বনে বনে। আগুন লেগেছে মনে।জীবন মানেই বাঁচা।বাঁচা মাত্রই আনন্দ।
৩। সৃষ্টিকর্তা তোমার জন্য যা বরাদ্দ করেছেন, সেটা যে কোন ভাবেই হোক না কেন তোমার কাছে আসবেই। আর যেটি করেন নাই অযথা আপসোস করে হা হুতাশই হবে। কোন লাভ নাই। তাই বন্ধুরা আজকে দিনটা প্রিয়জনদের সাথে কাটাও। হ্যাপি ভ্যালেন্টাইন।
৪। সময় আসে আর সময় যায়, আসেপাশে সব পরিবর্তন হয়, শীতের তীব্রতার পরে উষ্ণতা, তীব্র গরমের পর ঘুরেফিরে আবার শীত আসে, অবস্থানের ও পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে আসি, আশেপাশের চরিত্রগুলো ও ভালোই পরিবর্তন হয় কিন্তু আমার মৌলিকতায় কোন পরিবর্তন হয় না।
দিন কমছেই আর কমছে।
মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে।
৫। একটিও গোলাপ তোমাকে দেইনি, তার মানে এই না যে তোমাকে ভালোবাসি না।
৬। মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা।
নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন- প্রমান পাবেন। আমি কোনো মানূষের মুখে পাপ দেখি না বলেই, সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। খুব সহজেই তাকে ভালোবেসে ফেলি।
একবার মাদার তেরেসার কথা ভাবুন- নিজের দেশ ছেড়ে এসে অন্য দেশের কুষ্ঠ রোগীদের সেবা করতেন। আপনি যদি আপনার শত্রুকেও ভালোবাসেন- একদিন না একদিন সে আপনার বশ্যতা স্বীকার করবে।
৭। মেয়েটি বলল, তুমি যে আমায় ভালোবাসো,তোমার যোগ্যতা কি?
ছেলেটি অযোগ্য, মেয়েটিকে মুগ্ধ করবার মতো কোনও গুন তার জানা নেই।
ছেলেটি কেবল একটি কাজই জানত,দেয়ালের সামনে দাঁড়িয়ে মাথা পায়ের কাছে,
পা মাথার কাছে,খানিকটা সময় দাঁড়িয়ে থাকতে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩০
নিভৃতা বলেছেন: যাহা তুমি পাও নি তাহা তোমার না। অতএব তাহার জন্য হাহুতাশ করিয়া মরিও না। যাহা আছে তাহা নিয়েই খোশ রাহো। এইটা আমার কথা। আমি সব সময় নিজেকে এবং অন্যদের বলি এবং খোশ থাকি।
ভালো লাগা রেখে গেলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা একটি অনুভবতা, ইহার অনেক রূপ আছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: খাটি কথা।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯
এমজেডএফ বলেছেন: ছবিটা খুবই সুন্দর হয়েছে, কারণ পোশাক, সাজগোজ বা পোসপাসের কোনো বাড়াবাড়ি নাই। সবকিছু একেবারে ন্যাচারেল।
ভালোবাসা দিবসে হৃদয় থেকে কামনা করি, আপনাদের জীবনে প্রতিটি দিনই হোক ভালোবাসা দিবস।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোবাসা দোকানীর পসরা নয় যে
তাকে দোকানে সাজাতে হবে্ বিকি কিনির জন্য@
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
রাজীব নুর বলেছেন: একদম ঠিক।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩
ইসিয়াক বলেছেন: তোমাকে ভালোবাসি বলা হয়নি প্রিয়,
দেওয়া হয়নি কখনো একটি গোলাপ উপহার।
তবুও মন থেকে ভালোবাসি এইটুকু যেনো।
আছি চিরকাল তোমারই আমি। হোক সে বসন্ত ,বর্ষা বা শীতে।
শুধু টালমাটার সময়ের মাঝে বিশ্বাসটুকু যেন থাকে
তোমার আমার চিরদিন অমলিন,
এই কামনা রইলো বসন্তের প্রথমদিনে তোমায়,
অনেক করে বাসন্তী শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
নেওয়াজ আলি বলেছেন: l বেশ I
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলী ভাই।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজ্জাত ভাই।
ভালোবাসা নিরন্তর।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫
গরল বলেছেন: আসলে এটার বাংলা নাম ভালোবাসা দিবস না প্রেম দিবস হবে? আমার এটা নিয়ে সন্দেহ আছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা আর প্রেম একই ব্যাপার।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫০
কনফুসিয়াস বলেছেন: ভাল লিখা। পড়ে আপ্লুত হয়েছি। কিন্তু ভাবিকে সহ এত ছবি দিচ্ছেন কেন? একা একা নিজের ছবি দিবেন।
ভাবির ছবি দিতে হলে অনুমতি নিয়ে দিবেন। সবকিছুতে অতি ভাল না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: সহজ ভাবে দেখুন।
কেন শুধু শুধু জীবন জটিল করবো?
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ভালোই লিখেছেন রাজিব ভাই।