নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকাল এগারোটা।
আমার এক মামা গত সপ্তাহে বাসায় এসে দাওয়াত দিয়ে গিয়েছেন। খুব করে বলে গেছেন আমরা যেন সবাই অবশ্যই যাই। আজ বাসার সবাই দাওয়াতে গেলো। পুরো বাসা খালি। আমাকে যাওয়ার জন্য অসংখ্যবার বলা হয়েছে কিন্তু আমি যাই নি। সকালে হোটেলে নাস্তা খেতে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাই এবং পায়ের নখ উলটে যায়। বেশ রক্তপাত হয়েছে। যাই হোক, এখন খালি বাসায় আমার ভালো লাগছে না। মাকে ফোন দিয়ে আমি শেষমেষ একাএকা চলে গেলাম দাওয়াতে।
দাওয়াতে বেশ ভালো আয়োজন করা হয়েছে। প্রতিটা আইটেম বেশ মজা হয়েছে। তিন প্লেট খেয়ে নিয়েছি। পুরো কমিউনিটি সেন্টার ভরা মানুষজন। কমপক্ষে এক হাজার মানুষ তো হবেই। খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম যাই জামাই বউ দেখে আসি। কিন্তু কোথাও জামাই বউ দেখতে পেলাম না। শেষে চিৎকার করে বললাম, জামাই বউ কই? আমার কথা শুনে সবাই আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছি। মা ফিস ফিস করে বলল, এটা বিয়ের অনুষ্ঠান না। চল্লিশা'র অনুষ্ঠান। বেশ লজ্জা পেলাম আমি। তবে আমার কি দোষ? চল্লিশা'র অনুষ্ঠানে কেউ রোস্ট দেয়, জর্দা দেয়? বোরহানি দেয়? কমিউনিটি সেন্টারে চল্লিশা করে? যাই হোক, এখন ছবি দেখুন। দাওয়াত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলাম। রাতে আরেক অনুষ্ঠান আছে চায়নিজে। ছোট ভাই চাকরী ছেড়ে দিয়েছে এই উপলক্ষে সে সবাইকে খাওয়াবে।
১।
কলা ভবনের সামনে গান হচ্ছে। শিল্পী গান গাচ্ছেন।
২।
ঘুরে বেরিয়ে মানুষজন বিশ্রাম নিচ্ছেন।
৩।
তিন শিশু আপন মনে খেলছে।
৪।
মাশাল্লাহ। মেয়েটার মাথায় বেশ চুল।
৫।
একসময় 'হাওয়াই মিঠাই' গ্রামাঞ্চলে বেশি পাওয়া যেতো। কিন্তু, আধুনিকতার কারণে এটি এখন আর খুব বেশি দেখতে পাওয়া যায় না। তবে তা একেবারে বিলীনও হয়ে যায়নি।
৬।
বাবা মা শিশুর ছবি তুলছেন। শিশুটা নতুন দাড়াতে শিখেছে।
৭।
লোকজন আজ বেশ আগ্রহ নিয়ে ফুল কিনছে।
৮।
এই পথ শিশু কেন গাছে উঠছে, কে জানে!!
৯।
এই মহিলা ফুলের মুকুট বানাচ্ছেন আর বিক্রি করছেন।
১০।
এরা আজ কি মিটিং মিছিল করছে কে জানে!! গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে।
১১।
নানান রঙের বেলুন।
১২।
ঢাকা শহরে আজ সব মেয়েরা শাড়ি পরে বের হয়েছে। মাশাল্লাহ সবাইকে সুন্দর লেগেছে। মানুষ হাসি খুশি থাকলে আমার ভালো লাগে।
১৩।
গানের তালে তালে অনেকেই নাচছে।
১৪।
মেয়েটা রাগ করেছে কেন, কে জানে! সে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে আছে।
১৫।
শেষমেষ আমার আর সুরভির একটি ছবি। এবং ক্ষমাপ্রার্থী।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া মামা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
চাকুরী ছেড়ে দেয়ায় সবাইকে খাওয়ালে, আপনার আংগুলে ব্যথা পাবার কারণে সবাইকে খাওয়ানোর কথা ভেবে দেখতে পারেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: এখনও খেতে যাই নি। কিছুক্ষনের মধ্যে বের হবো। রাত আট টায় বের হবো। বাসার লোকজন রেডি হচ্ছে।
পোষ্টের প্রথম ছবিটা দেখুন। পায়ে পট্রি লাগানো আছে।
আমার অত টাকা নাই। আপনি তো জানেন আমি বেকার।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০
কৃষ্ণ কমল দাস বলেছেন: বসন্ত আর ভালোবাসার শুভেচ্ছা রইলো
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া কমল ভাই।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নিভৃতা বলেছেন: আহা! বসন্ত আর আর ভালোবাসা দিবস একদিনে ভেজালটা লাগিয়ে দিলো। দুইদিনের আনন্দ একদিনে সারতে হলো।
ছবিগুলো সুন্দর। রাজিব-সুরভী জুটিকে অপূর্ব লাগছে একসাথে।
মেয়েটির চুলের ছবি তুলেছেন, পারমিশন নিয়েছেন তো। জানেন তো চুরি করা মহাপাপ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: না পারমিশন নেই নি।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাবীর মুখে সেই আগের প্রাকৃতিক হাসি নেই যেনো ধার করা, আপনাকেও মন মরাই দেখাচ্ছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সময় খারাপ যাচ্ছে তো তাই।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৯
ইসিয়াক বলেছেন: বন্ধু আপনার শরীর যতদূর মনে হচ্ছে খুবই খারাপ।আমি ডাক্তার নই তবু আমার মনে হয় আপনার থরো চেকআপ করা উচিত। বসন্তের শুভেচ্ছা রইলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: যাবো ডাক্তারের কাছে।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৫
ইসিয়াক বলেছেন: এত সুন্দর পোষ্ট ।কিন্তু কেন জানি পোষ্টটা পড়ে ,ছবি দেখে মনটা ভালো খারাপ হয়ে গেল।
আপনি কি সত্যি ভালো আছেন? কে জানে?
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: না, ভালো নেই।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিংসে করার মতো দম্পতি জুটি !!!
আপনাদের অটুট দা্ম্পত্যজীবনের
জন্য দোয়া করছি। সুখে থাকুক
পরীর মা-বাবা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: আহ মনটা ভরে গেল।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৯
ভুয়া মফিজ বলেছেন: ভরা মজলিসে 'জামাই-বউ কই' বলে যে চিৎকার দিলেন সেটা থেকেই বোঝা যাচ্ছে যে, আপনার মানসিক সমস্যা দেখা দিচ্ছে। কোথায় যান, কেন যান, কোথায় কি বলেন, কেন বলেন......সবকিছুতেই আপনার ইদানিং প্যাচ লেগে যাচ্ছে।
স্বাভাবিক চিন্তা করেন; আর করে আমাকে বলেন, যার সাথে দেখা নাই, সে কেন হাসে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: আসলে বেশ কিছু দিন ধরে মন মেজাজ বিক্ষিপ্ত।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৪ নম্বর ছবিতে মনে হচ্ছে
পার্বতীর টাকলু জামাই পছন্দ না !!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: হা হা হা----
হতে পারে।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২৫
সোহানী বলেছেন: ছবিগুলো তোলার আগে কি যথাযথ পার্মিশন নিয়েছেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: গন ছবি তোলার পারমিশন লাগে না।
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৭
নেওয়াজ আলি বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
সুপারডুপার বলেছেন:
১) আপনি কি অনুমতি না নিয়ে অন্যের ছবি তোলেন?
২) সেই ছবি কি আবার অনুমতি ছাড়া ব্লগেও ছেড়ে দেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: উফ !!!!!!!!!!!!!!
আরে ভাই গুগলে সার্চ দিয়ে দেখেন কোটি কোটি ছবি। এই কোটী কোটি ছবি কি অনুমতি নিয়ে তোলা হয়েছে???
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪
(লাইলাবানু) বলেছেন: মনমুগ্ধকর যেন প্রতিটা ছবি ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোই ঘুরেছেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: আপনাকেও।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
অজ্ঞ বালক বলেছেন: ছবিগুলা সুন্দর। আপনাকে আর ভাবীকে দেখে ভালো লাগলো। ভালো কথা, সাথে জ্যাম আর ভীড়ের দুইটা ছবি দিতেন। আমি তো রাস্তায় বাইর হইয়া কানতে কানতে বাসায় আসছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: জ্যাম তো নিত্যসঙ্গী। কপালের সাথে বেঁধে নিয়েছি।
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
নতুন বলেছেন: গত সপ্তাহে ঢাকায় ছিলাম, প্রতিদিন সারাদিন ঘুরাঘুরি করলাম. আপনাকে পথে দেখলাম না তো? আপনি কই ছিলেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: মাই ব্যাড লাক।
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০
সুপারডুপার বলেছেন: গুগুলে তো ব্যক্তি নিজে তার ছবি প্রকাশ করে অথবা ঐ ব্যক্তির অনুমতি নিয়ে তোলা ছবি পাওয়া যায় । এছাড়া কিছু বদ লোক নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনুমতি ব্যাতীত অন্যের ছবি প্রকাশ করে। কিন্তু আপনার মত ভালো মানুষের কাছে থেকে এমনটিতো প্রত্যাশা করা যায় না।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: আমার তোলা কোন ছবিটায় সমস্যা সেটা আমাকে দেখান। অন্তত একটা ছবি দেখান।
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭
মনিরা সুলতানা বলেছেন: আপনি এখন ও বেকার ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: অন্ধকে অন্ধ বলতে হয় না।
লেংড়াকে লেংড়া বলতে হয় না।
হুম বেকার।
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭
সুপারডুপার বলেছেন:
===========================================================
সামহোয়্যার ইন ব্লগ ব্লগ ব্যবহারের শর্তাবলী : ৩চ. যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।
============================================================
ছবিটায় সমস্যা না, বেশিরভাগ ছবিই অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয়েছে।
পুরান ব্লগারায় যদি ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহার করে। তার দেখা দেখি নতুন ব্লগাররা আরো বেশি ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহার করার সুযোগ নিতে পারে। আশা করি কাভা ভাই ব্যবস্থা নিবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: আরে ভাই আমি একজন ফোটোগ্রাফার। দীর্ঘদিন পত্রিকা অফিসে চাকরী করেছি। ছবি সম্পর্কে বুঝি।, জানি।
যে ছবি অনুমতি ছাড়া পোষ্ট করলে সমস্যা থাকবে, সেই ছবি আমি পোষ্ট করিবো না এতটুকু জ্ঞান আমার আছে।
কাজেই প্যাচানোর দরকার নাই। আপনি নিশ্চিন্ত থাকুন।
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুরভিকে আপনি অনেক ভালোবাসেন সেই সংগে সুরভিও আপনাকে অনেক ভালোবাসে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: অবশ্যই ভালোবাসি। সেও আমাকে ভালোবাসা। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই।
২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪
সুপারডুপার বলেছেন: আপনিতো নিজেই তেনা প্যাচিয়েছেন। আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়ে গেছি। আজবতো আমি আবার প্যাচালাম কোথায় !
আমার আগেও কয়েকজন ব্লগার ছবি তোলার অনুমতি নিয়ে বলেছেন। আপনি এইগুলো থোরাই কেয়ার করেছেন। যাদের ছবি তুলেছেন তারা যদি ব্লগে এসে তাদের ছবি ও নূর মোহাম্মদ নূরু হুজুরের মন্তব্য দেখে, আপনি কি নিশ্চিত তারা বলবে কোনো সমস্যা নাই !
আপনার অনেক জ্ঞান আছে এবং ছবি সম্পর্কে ভালো বুঝেন। কিন্তু কিছু দুষ্ট ফটোগ্রাফার নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনুমতি ব্যাতীত অন্যের ছবি পত্রিকা/ব্লগ / গুগলে প্রকাশ করে। অবশ্য কিছু দুষ্টলোক সব জাগায় থাকে। মক্কা মদীনায়ও আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৪
কনফুসিয়াস বলেছেন: আমি রাজশাহীতে থাকি, তাই আপনাদের দেখতে পাইনি। আপনার দুঘটনায় সমবেদনা জানাই।
সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক তাজা ও তরুন তরুন লাগছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল হইছে ছবিগুলো ।