নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জ্বীনের ক্ষমতা- ৩

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯



কুয়েত থেকে আমাদের বাসায় একজন মহিলা এসেছেন।
তার জ্বীন সাধনা আছে। তিনি জ্বীন নামাতে পারেন। প্রশ্ন করলে জ্বীন উত্তর দেয়। এমন কি মিষ্টি দিলে জ্বীন মিষ্টি খায়। তবে প্রশ্ন পছন্দ না হলে জ্বীন উত্তর দেয় না। এবং জ্বীন খুশি না হলে মিষ্টি খায় না। কথিত আছে জ্বীন যদি মিষ্টি খায় তাহলে কপাল খুলে যায়। তার আর কোনো চিন্তা নাই। কুয়েত থেকে আসা মহিলা আমাদের বাসায় তিন দিন থাকবেন। উনি দীর্ঘদিন কুয়েত ছিলেন। সেখানেই তিনি সাধনা করে বেশ কয়েকটা জ্বীনকে নিজের গোলাম বানিয়েছেন। কুয়েত থেকে আসা মহিলার বাড়ি কুমিল্লায়।

জ্বীন নামানোর আগে যা যা করতে হবে-
১। পুরো ঘর অন্ধকার করতে হবে। কঠিন অন্ধকার। একবিন্দু আলো যেন না থাকে।
২। কেউ কোনো কথা বলতে পারবে না। ফিসফিসও করা যাবে না।
৩। ভালো, উন্নত মানের মিষ্টি রাখতে হবে। জ্বীনকে তো আর সস্তা মিষ্টি খাওয়ানো যায় না।
৪। জ্বীনকে ভালো প্রশ্ন করতে হবে। অত্যন্ত ভদ্রতার সাথে।
৫। কোনো রকম বেয়াদবি হয়, এমন কথা বা কাজ ভুলেও করা যাবে না।
৬। নাপাক অবস্থায় থাকা যাবে না। অবশ্যই অযু করে বসতে হবে।

যাই হোক, মহিলার সব শর্ত আমরা হাসি মুখে মেনে নিলাম।
রাত তখন বারোটা। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। ঘরে শুধু আমি, আমার বড় ভাই আর আব্বা ও মা। মহিলার সামনে আমরা চারজন চুপ করে আছি। ঘরে আগরবাতি জ্বলছে। আগরবাতির তীব্র গন্ধ। চারিদিক সুনশান নিরবতা। তখন আমি অনেক ছোট। আমার বেশ ভয় ভয় করছিলো। না জানি কি হয়! আমি শক্ত করে মার হাত ধরে রেখেছি। বড় ভাই বেশ স্বাভাবিক আছে। আব্বা আম্মা চুপ করে আছে। কুয়েত ফেরত ভদ্র মহিলা বিড়বিড় করে হয়তো কিছু বলছিলেন।

প্রায় ত্রিশ মিনিট হয়ে গেল।
একসময় ভদ্রমহিলা বললেন, জ্বীন 'কারিন' এসেছেন। আপনারা সবাই কারিনকে সালাম দেন। আমার মা বাবা সালাম দিলেন। আমি ভয়ে মিইয়ে গেলাম। বড় ভাইয়েরও একই অবস্থা। জ্বীন কারিন সালামের উত্তর দিলেন। বেশ সুন্দর গলা। কন্ঠস্বরটা ভীষন মিষ্টি লাগলো। চারিদিকে আগরবাতি কটু গন্ধের বদলে মিষ্টি একটা গন্ধ পেলাম।
ভদ্রমহিলা বললেন, একজন একজন করে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন করলেন আব্বা। জ্বীন চমৎকার বাংলা উচ্চারনে প্রশ্নের উত্তর দিলেন।
মা প্রশ্ন করলো- জ্বীন উত্তর দিলো।
বড় ভাই প্রশ্ন করলো- জ্বীন কারিন সেই উত্তরও দিলো। বড় ভাইয়ের প্রশ্নে খুশি হয়ে, জ্বীন বড় ভাইকে একটা পাথর দিলো।
এবার আমার পালা। আমি কি প্রশ্ন করবো? আমার মাথায় কোনো প্রশ্নই আসছে না। আমি ভয়ে কাঁপছি। শেষমেষ বললাম, আপনি যদি একটা মিষ্টি খান তাহলে আমি খুব খুশি হবো।
জ্বীন কারিন বললেন, একটা না আমি দু'টো মিষ্টি খাবো।

(নোটঃ বহু বছর পর আমি নিজেই জ্বীন নামানোর রহস্য বের করতে সক্ষম হয়েছিলাম। কুয়েত থেকে আসা ভদ্রমহিলা আমাদের বোকা বানিয়েছেন। উনি জ্বীন নামান নি। জ্বীন আমাদের প্রশ্নের উত্তর দেন নি। এবং জ্বীন মিষ্টিও খাননি। জ্বীনের সাধনা করা এটা একটা ফালতু কথা। জ্বীন মানুষের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। এই ক্ষমতা জ্বীনের নেই। জ্বীনের চেয়ে হাজার গুন বেশি ক্ষমতা মানুষের। ভদ্রমহিলা নিজেই জ্বীন সেজেছেন। জ্বীন সেজে নিজেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং মিষ্টি উনি নিজেই খেয়েছেন।)

আমি যেভাবে জ্বীন রহস্য উন্মোচন করলাম-

১। ভদ্র মহিলা বেশ কয়েকটা গলায় কথা বলতে পারেন। সব সময় ভদ্রমহিলা আঞ্চলিক ভাষায় কথা বলেন কিন্তু জ্বীন সেজে নিজেই আমাদের সাথে বেশ নরম স্বরে শুদ্ধ ভাষায় কথা বলেছেন।
২। মহিলা বলেছেন, ভালো মানের মিষ্টি কিনতে। কারন উনি সস্তা মিষ্টি খান না। এবং উনি এক বসায় দু'টা মিষ্টি খান। তাই আমি যখন বলেছি একটা মিষ্টি খান। উনি বলেছেন দু'টা মিষ্টি খাবো।
৩। জ্বীনের বড় ভাইকে দেওয়া পাথরটা অতি সাধারন একটা পাথর। আমি বায়তুল মোকাররমে গিয়ে পাথরটা দেখিয়েছি। দোকানদার বলল, এরকম পাথর আমাদের কাছে অনেক আছে। এই পাথর অনেক সস্তা। অনেক লোক এই পাথর দিয়ে আংটি বানায়। আঙ্গুলে পড়ে।
৪। আমি যদি জ্বীনকে প্রশ্ন করতাম নিউটনের তৃতীয় সুত্রটা বলেন। জ্বীন তা পারতো না। মূর্খ মহিলা নিউটনের সুত্র জানার কথা না।
৫। আব্বা আম্মা আর বড় ভাই অতি সাধরন প্রশ্ন করেছেন- ব্যবসা ভালো হবে? পরীক্ষায় পাশ করবো? অমুক বিপদ কেটে যাবে?
৬। আগরবাতির কটু গন্ধ ছাপিয়ে অন্য মিষ্টি গন্ধ পেয়েছি কারন অন্ধকারে ভদ্রমহিলা কোনো পারফিউম স্প্রে করেছেন।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার জ্বীনের গল্প বলেন রাজীব দা

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ্ধন্যবাদ লিটন ভাই।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: জিনের জন্যে ঘরে মিষ্টি এনে রাখতে হবে।
শুভেচ্ছা নিন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: আমি শুভেচ্ছা নিই না। আমি বার্গার আর কোক খাই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইদানীং আপনি জিনের লগে লেগেছেন, মজার বিষয় হলো, আপনার সাথে আমার অনেক মিল আছে। আমিও তখন ছোট ছিলাম যখন আমাদের বাসায় জিনসাধক এসেছিলেন। উনি কত কি খাইয়ছিলেন, দুষ্কে আমার কইলজা ফাইটা যায় আমারে কিচ্ছু দেয়নি।


আপনি জুদ পছন্দ করেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: বর্তমানে আপনার সাথে আমার কোনো মিল নেই।
আপনি ধনী। আমি দরিদ্র।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে মারাত্মক ঝামেলা মার্কা মানুষ,
আমি ধনী না গরিব তা আপনি জানলেন কেমনে? আমি অনেক বড় ধনী ছিলাম... ছিলাম! এখন আমি দিন এনে দিন খাই। লেখালেখি করে সত্যি ফতুর হয়েছি। তবে হ্যাঁ, লেখালেখি বাদ দিয়ে কাজ করলে আবার ধনী হতে পারব কিন্তু তা আর হবে না, লেখালেখি না করলে আমি সত্যি অসুস্থ হব এবং মৃত্যু হবে সত্বর। তো যাক, বই কতখান প্রকাশ করেছি দেখেছেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: দেখি নাই।
আমি তো সহজ সরল ভালো মানুষ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:


এই গাছের নাম কী, নাম না জানলে অন্তত কাটাওয়ালা গাছের নাম দিন সত্য প্রেমে লিখতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: ঘৃতকুমারী

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: কাঁটা মান্দার
কাঁটামুকুট

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি যে ছবি দিয়েছেন সেটা আমেরিকান গাছ। নাম Pond pine

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে এমন গাছ আছে, নাম স্মরণ করতে পারছি না :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: দেশে কাঁটা ওলা গাহচের অভাব নাই।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Thorn Tree - Red-tail Land Conservancy.

এটা হলো নাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


মানুষের আয়ের পথ না থাকলে, মানুষ ধোকাবাজি করে; বাংলাদেশের ধোকাবাজদের অনুপাত বের করলে, দেখবেন যে, জাতিতে ভালো মানুষ থেকে ধোকাবাজ বেশী।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

নেওয়াজ আলি বলেছেন: জ্বীন তাড়ানোর জন্য তেল পড়া দেয় মোল্লারা। (সবাই না )।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫২

রায়হানুল এফ রাজ বলেছেন: এখন কি জ্বীন নিয়ে খুব গবেষণা হচ্ছে নাকি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা-০----

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২০

সোহানী বলেছেন: ভালো গল্প....

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

সুপারডুপার বলেছেন:



আপনারতো জ্বীন নিয়ে অনেক অভিজ্ঞতা। আপনি এক কাজ করেন কিছুদিনের জন্য হারিয়ে যান। ফিরে আসবেন দাড়িঅলা পাগরিঅলা হয়ে। এরপর এই রকম কিছু একটা টাইটেল :" যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, জামিউল আলক্বাব, মাওলানা সাইয়্যিদুনা" বেছে নিয়ে পীর বাবা হয়ে যান। জ্বীনের ক্ষমতা ও আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা করে দেশেই রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন। তখন জ্বীন নামানোর জন্য অনেকেই আপনাকে হেলিকপ্টারেও নিয়ে যাবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: অবৈধ কোনো ব্যাপার আমার পছন্দ না।
সবচেয়ে বড় কথা আমি লোভ করে জয় করেছি।
কোটিপতি হবার ইচ্ছা আমার কোনো দিনও হয়নি।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

শের শায়রী বলেছেন: আপনি দেখি জ্বীনের ছ্যাড়াব্যাড়া কইরা দিছেন রাজীব ভাই =p~ জ্বীন দের ছাইড়া দে মা কাইন্ধা বাচি অবস্থা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ভয়ে আছি, কোন দিন সমস্ত জ্বীন আমার উপর ঝালিয়ে পড়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.